Back
শুনানির লাইনে দাঁড়িয়ে অসুস্থ অন্তঃসত্ত্বা মহিলা সহ এক বৃদ্ধ
Bardhaman, West Bengal
বর্ধমান:SIR শুনানিতে দাগ পড়েছে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকায় অসুস্থ হয়ে পড়েন এক অন্তঃসত্ত্বা মহিলা সহ এক বৃদ্ধ। অভিযোগ অন্তঃসত্ত্বা অবস্থাতেই লাইনে দাঁড়িয়ে থাকা মন্তেশ্বর বিডিও অফিসের বিল্ডিংয়ের ভেতরেই অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা ও এক বৃদ্ধ। প্রশাসনের মেডিকেল টিমের পরিবর্তে সেবা শুষসা করতে দেখা গেল শুনানিতে আসা ব্যক্তিদের। এই অসুস্থতার খবর পৌঁছাতেই নড়ে চড়ে বসে প্রশাসন। পরিস্থিতির গুরুত্ব বুঝে ওই মহিলা সহ বৃদ্ধ কে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মন্তেশ্বর কাদম্বিনী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করেন মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমারপতি। মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা করার পর ওই মহিলার অবস্থা অবনতি হওয়ার জন্য তাকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করেন মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা।জানা যায় অসুস্থ অন্তঃসত্ত্বা মহিলার নাম জাহানারা খাতুন , মন্তেশ্বরের কুসুমগ্রাম অঞ্চলের কুলুট গ্রামের বাসিন্দা। শুনানিতে ডাক পাওয়া শুনানির লাইনে দাঁড়িয়ে থাকা জামনা অঞ্চলের কানপুর গ্রামের এক ব্যক্তি বাবর শেখ জানান আজ সোমবার মন্তেশ্বর বিডিও অফিসের দপ্তরে SIR শুনানির কেন্দ্র চলছিল সেখানে শুনানিতে ডাক পাওয়া মানুষজনদের দাঁড়িয়ে থাকা লাইনের ভিড় ছিল প্রচন্ড দাঁড়িয়ে থাকা লাইনে আমার সামনে নাম সংক্রান্ত সমস্যা কারণে ঘন্টা দুইয়েক উপর ওই মহিলা দাঁড়িয়ে থাকতে দেখা যায় তারপর অন্তঃসত্ত্বা ওই মহিলা অসুস্থ হয়ে পড়েন। পাশাপাশি প্রায় ৬৮বছরের ঊর্ধ্বে আব্দুল কালাম শেখ রাই গ্রামের বাসিন্দা ওই বৃদ্ধ বৃদ্ধ ব্যক্তির পুত্রের নাম সংক্রান্ত সমস্যার জন্য আসা পুত্রকে সাহায্য করার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন ওই বৃদ্ধ।
তারপর তাকে মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় পুলিশ প্রশাসন। তিনি বর্তমানে মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা যায়।
SIR এর শুনানিতে ডাক পেয়ে শুনানিতে আসা কানপুরের বাবর শেখরা জানান SIR নাম করে নির্বাচন কমিশন শতকরা ৯০% মানুষজনদের শুনানির নাম করে ডেকে হয়রানি করছে বেশী ভাগ মুসলিম সম্প্রদায় মানুষজনদের। এটা ভোটের রাজনীতি বলে অভিযোগ করে তিনি বলেন একটি রাজনৈতিক দলকে সুবিযা পাইয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশন এই কাজটা করছেন বলে অভিযোগ করে SIR এর শুনানিতে হাজির হওয়া বাবর শেখর মতন ব্যক্তিরা।
0
Report
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
Advertisement
0
Report
0
Report
Sitapur, Uttar Pradesh:सीतापुर
दबंग ने बंद घर पर की फायरिंग।फायरिंग से दहशत। देर रात का मामला पुलिस दबंग की तलाश में जुटी। शहर कोतवाली क्षेत्र के आलमनगर मोहल्ले का मामला।
0
Report
1
Report
0
Report
0
Report
104
Report
0
Report
0
Report
51
Report
0
Report
0
Report
91
Report
0
Report
0
Report