Back
Purba Medinipur721657blurImage

Haldia - ভারতীয় সামরিক বাহিনীকে স্যালুট সমর্থনে হলদিয়ায় মশাল মিছিলে শুভেন্দু

PINEWZ
May 13, 2025 07:10:58
Haldia, West Bengal

ভারত-পাক সীমান্তে কতর্ব্যরত ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের সমর্থনে সোমবার সন্ধ্যায় হলদিয়ার গিরিশমোড় থেকে দুর্গাচক নিউ মার্কেট পর্যন্ত মশাল মিছিল অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ তমলুক সাংগঠনিক জেলা সভাপতি মলয় সিনহা সহ একাধিক জেলা নেতৃত্ববৃন্দ। মিছিল শেষে তিনি বলেন, "যারা পাকিস্তান জিন্দাবাদ বলে বিভিন্ন জায়গায় মিছিল করছে ওরা সেকুলার মাকু,নকশাল,ভারতপ্রেমী নয়।কোন রাজ্যে ওরা বেরোতে পারে না।এই রাজ্যে ওদের বন্ধু মমতা আছে বলে ওরা এইসব করছে।বাংলার মানুষ বিজেপিকে আনলে ওদের বাড়ি থেকে বেরোতে দেবো না।

0
Report

हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|