PINEWZ
icon-pinewzicon-zee
PINEWZ
201301
Noida, Gautam Budh Nagar, Uttar Pradesh
Select LanguageLog In
Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Bardhaman713211

রাজ্য সরকারের কাছে কোটি কোটি টাকা বকেয়া, বন্ধের মুখে বেসরকারি কারখানা

Jun 18, 2025 03:01:15
Durgapur, Bardhaman, West Bengal
জল জীবন মিশন প্রকল্পে পাইপ বিক্রি করে কোটি কোটি টাকা বকেয়া। বন্ধের মুখে দুর্গাপুরের আরআইপি প্লটের এন এন বোস রোডের বেসরকারি পাইপ তৈরির কারখানার। কাজ হারাতে বসেছে ১২০শ্রমিক। রাজ্য সরকারি সংস্থা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ কারখানা কর্তৃপক্ষের। কেন্দ্র টাকা পাঠাচ্ছে আর লুঠ করছে রাজ্যের সরকার এটাই তার প্রমান বলে কটাক্ষে বিজেপি। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে আশ্বাস প্রশাসনের।
0
comment
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
Aug 03, 2025 20:06:30
Madhubona, West Bengal:
মধ্যপ্রদেশের পান্না জেলায় এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে, যেখানে এক স্বামী অভিযোগ করেছেন—স্ত্রী তাঁর উপর দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছেন। অভিযোগকারী লোকেশ মাঝি, যিনি রেলওয়েতে লোকো পাইলট পদে কর্মরত, জানান, তাঁর স্ত্রী হর্ষিতা রাইকওয়ার তাঁকে প্রায়ই নির্মমভাবে মারধর করেন।
14
comment
Report
Aug 02, 2025 13:02:00
Durgapur, West Bengal:
দুর্গাপুরের ডিপিএল কলোনি এলাকায় দিন দুয়েক আগে গরু পাচার সন্দেহে বিজেপি কর্মীরা গাড়ি আটকে জেমুয়া গ্রামের কয়েকজনকে কানধরে উঠবোস করিয়ে বেধড়ক মারধর করে।গরু গুলিকে ছেড়ে দেয়।এই ঘটনায় রাজ্য রাজনীতি সরগরম হয়। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর নেতৃত্বে মূল দোষীদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলন চলছে।শনিবার আই এস এফ বিধায়ক নওশাদ সিদ্দিকী দুর্গাপুরের জেমুয়া গ্রামে এসে আক্রান্তদের সঙ্গে কথা বলেন।নওশাদ সিদ্দিকী মূল অভিযুক্তসহ সকল দোষীদের গ্রেপ্তার করার দাবি জানান পুলিশকে।
14
comment
Report
Aug 01, 2025 08:23:52
Durgapur, West Bengal:
শুক্রবার সকালে রাজ্যপাল সিভি আনন্দ বোস হঠাৎ করে সোজা চলে আসেন দুর্গাপুরের বেনাচিতি বাজারে। বাজারে ঘোরেন।মাছের দোকান,বাজারের ফলের দোকান,চায়ের দোকানে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।মাটির ভাঁড়ে গরম চা কিনে খান ।ফল কেনেন।মাছ ব্যবসায়ীরা মালা পরান রাজ্যপালকে ।এই ঘটনায় বাজারে ভিড় জমে যায়। রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন আমি বাজারের হালহকিকত জানতে বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বললাম। উল্লেখ্য এর আগে ও সিটি সেন্টারের ফলের দোকানে রাজ্যপাল ভিজিট করে ছিলেন গতবছর।
14
comment
Report
Jul 30, 2025 15:49:45
Durgapur, West Bengal:
দামোদরে মর্মান্তিক ঘটনা ঘটলো বুধবার সন্ধ্যায়।বীরভানপুর মহাশ্মশানে কাকার মরদেহ দাহ করে দামোদরের জলে অস্থি বিসর্জন দিতে গিয়ে ভাইপো তলিয়ে গেল। নিখোঁজ যুবকের নাম সুব্রত পাল (২৬)। দুর্গাপুরের নেতাজি নগর কলোনি চাষী পাড়ার বাসিন্দা।জানা গেছে কাকা সুশান্ত পালের মৃতদেহ বীরভান মহাশ্মশানে দাহ করতে যায় পাল পরিবারের লোকজন।শেষকৃত্য সম্পন্ন হলে অস্থি বিসর্জন দিতে ভরা দামোদরে নামেন পাল পরিবারের লোকজন।জলের তোড়ে সুব্রতপাল হঠাৎ তলিয়ে যায়।সন্ধ্যায় অন্ধকারে উদ্ধার কাজ করা সম্ভব হয়নি।বৃহস্পতিবার সকালে হবে ।
14
comment
Report
Jul 21, 2025 04:39:32
Sitarampur, West Bengal:
21 জুলাই কোলকাতার ধর্মতলার উদ্দেশ্যে আসানসোল স্টেশন থেকে রওনা দিল তৃণমূলের কর্মী ও সমর্থকরা।এদিন অগ্নিবীণা ও কোলফিল্ড এক্সপ্রেস ট্রেনে করে কোলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন।
11
comment
Report
Jul 20, 2025 06:29:12
Sitarampur, West Bengal:
*আসানসোলে 19 নম্বর জাতীয় সড়কে ধস* আসানসোলের 19 নম্বর জাতীয় সড়কের মরিচকোটা এলাকায় রাস্তার মাঝে ধস।ধসের জেরে গর্তের সৃষ্টি।এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়াই।জানা গিয়েছে রবিবার ভোরে হঠাৎই এই ধস নামে। জাতীয় সড়কের একটি লেনে ধসেরেরে আনুমানিক 15 থেকে কুড়ি ফিট গভীর গর্তের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ট্রাফিক পুলিশ সূত্রে খবর ইতিমধ্যেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে ঘটনাস্থল পরিদর্শনে আসার খবর পাওয়া গেছে। এই ধরনের ঘটনা রাতের অন্ধ
14
comment
Report
Jul 17, 2025 09:25:52
Ghatal, West Bengal:
চলতি মাসে ৩বার বন্যা পরিস্থিতির শিকার হতে হল ঘাটালের মানুষকে।এখনো জলস্তর বেড়েই চলেছে। বানভাসি ঘাটালের মানুষজন জানাচ্ছেন চরম দুর্ভোগে রয়েছেন তারা। পর্যাপ্ত পানীয় জল নেই,কোনোও ত্রান‌ পাচ্ছেন না‌ তারা । কতদিন এই জলযন্ত্রণা ভোগ করতে হবে সেই উত্তর নেই কারোর কাছেই।
14
comment
Report
Jul 17, 2025 03:04:40
Mogalmari, West Bengal:
আসানসোল,,প্রায় 44 কেজি গাঁজা সহ তিনজনকে গ্রেফতার করলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ।বুধবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার কাকড়শোল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।সূত্রের খবর ধৃতরা নদিয়া জেলা থেকে গাঁজা নিয়ে আসানসোল এসেছিল।তবে এত পরিমাণ গাঁজা কোথায় পাচার করা হচ্ছিল তার তদন্তে গোয়েন্দা বিভাগ।
14
comment
Report
Jul 14, 2025 10:48:30
Ramchandrapur, West Bengal:
সোমবার থেকে অরণ্য সপ্তাহ পালন শুরু করলো আসানসোল পুরো নিগম এই উপলক্ষে কয়েক হাজার বৃক্ষ রোপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন পুরো নিগমের মেয়র পারিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জি । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় ,ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, মেয়র পারিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জি সহ অন্যান্য আধিকারিকরা। গুরুদাস চ্যাটার্জি বলেন "আজ থেকে অরণ্য সপ্তাহ পালন করা শুরু হলো, আমরা সাধারণ মানুষকে গাছ লাগানোর জন্য এখান থেকে গাছ দেয়া হবে।
14
comment
Report
Jul 14, 2025 10:46:18
Ramchandrapur, West Bengal:
আসানসোলের কুলটি থানায় নেয়ামতপুর ফাঁড়ি এলাকায় দেবজ্যোতি খুনের কিনারা করলো কুলটি থানার পুলিশ সোমবার ডিসিপি অফিসে এক সাংবাদিক বৈঠক জানিয়েছেন ডিসিপি পশ্চিম সন্দীপ কারারা। পুলিশ সূত্রে জানা গেছে জুন মাসের ৪ তারিখ কুলটির নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত এথোড়া রোড সংলগ্ন এলাকায় দেবজ্যোতি সিং এর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ । ঘটনার তদন্তে নেমে পুলিশ পাম্মি সিং নামে এক যুবতিকে গ্রেফতার করে , তদন্ত চালিয়ে পরে পুলিশ রাহুল মাঝি নামে আর একজনকে গ্রেফতার করে। রাহুলকে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ তদন্ত চালয়
14
comment
Report
Jul 12, 2025 18:07:32
Sitarampur, West Bengal:
দুর্গাপুর : পাচারের আগে উদ্ধার বিরল প্রজাতির চন্দনা। বাজেয়াপ্ত চার চাকার গাড়ি। গ্রেপ্তার ২। ধৃতদের নাম হান্নান শেখ ও কাশিম খান। দুজনেই পূর্ব বর্ধমানের বাসিন্দা। বনদপ্তর সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পাটনা থেকে একটি চার চাকার গাড়িতে করে বেশ কয়েকটি খাঁচায় বন্দি করে ১৭০ টি টিয়া পাখি আসছিল। পাচারের জন্য পূর্ব বর্ধমানে নিয়ে যাওয়া ছক ছিল। গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান বন বিভাগের দুর্গাপুর বনাঞ্চলের বনাদিকারিক সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাঁশকোপা টোল প্লাজার সামনে ওই গাড়িটিকে আটকানো হয়
14
comment
Report
Jul 12, 2025 09:06:59
Asansol, West Bengal:
চারচাকা নিয়ে দীঘা যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল চার বন্ধুর এলাকায় শোকের ছায়া মৃতদের পরিবার সূত্রে জানা গেছে আসানসোলের কল্যাণপুর হাউসিং সংলগ্ন একটি আবাসন কলোনির বাসিন্দা, চার বন্ধু মিলে আসানসোল থেকে নিজেদের গাড়ি নিয়ে দীঘা বেড়াতে যাচ্ছিলেন। গতকাল রাতে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা এলাকায় গাড়িটির দুর্ঘটনা ঘটে। ঘটনায় চারজনেরই মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে খবর। মৃতেরা প্রত্যেকেই আসানসোলের ওই আবাসন কলোনী এলাকার বাসিন্দা বলে জানা গেছে। বিশ্বজিৎ মন্ডল, হিমাদ্রিশেখর পাত্র, কার্তিক লাহিড়ী
14
comment
Report
Jul 12, 2025 09:02:34
Asansol, West Bengal:
আসানসোল কুলটি রাস্তায় ধান গাছের চারা লাগিয়ে রাস্তা সারায়ের দাবিতে বিক্ষোভে সামিল কুলটি ব্লক কংগ্রেস রাস্তার বেহাল দশা, এর প্রতিবাদ জানিয়ে ধানের চারা গাছ লাগিয়ে প্রতিবাদ জানাল কুলটি ব্লক কংগ্রেস। পাসাপাসি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে কংগ্রেস কর্মীরা। কুলটি ডিসেরগড় রোডের রাস্তা অবস্থা বেহাল দশায় রয়েছে, বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে বচসা সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
14
comment
Report
Jul 12, 2025 07:31:43
Asansol, West Bengal:
আসানসোল --- অজয় নদের মাঝখানে পানীয় জলের প্রকল্পের পাইপলাইনে আটকে পড়া একটি যাত্রীবোঝাই নৌকা থেকে ১৬ জন যাত্রীকে সফলভাবে উদ্ধার করা হয়েছে।জানা গেছে, শুক্রবার রাত আটটার নাগাদ বীরভূম থেকে জামুরিয়ার সিদ্ধপুর-বাগডিহা ঘাটের দিকে আসার সময় নৌকাটি ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে নদীর মাঝে পানীয় জলের প্রকল্পের পাইপলাইনে আটকে যায়। নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তবে, সিভিল ডিফেন্স দলের দ্রুত এবং সুসংগঠিত প্রচেষ্টায় শনিবার ভোর চারটে নাগাদ যাত্রীদের নিরাপদে তীরে আন
14
comment
Report
Jul 12, 2025 06:02:17
Asansol, West Bengal:
অজয় নদীর উপর জামুরিয়ার এই ঘাটে স্থায়ী সেতুর দাবি জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা সহ নৌকার মাঝি ।তারা জানিয়েছেন স্থায়ী সেতুর হলে বীরভূম জেলার সাথে যোগাযোগের সুবিধা হবে।
14
comment
Report
Advertisement
Back to top