Back
Ganesh Chakraborty
Followদুর্গাপুরে সিপিএমের প্রতিবাদ মিছিলে মানুষের ঢল
Durgapur, West Bengal:
সিপিএমের মিছিলে মোবাইলে আলো জ্বেলে হাজার হাজার মানুষের পথ চলা।মুখে শ্লোগান আরজি করের ঘটনার সঠিক বিচার চাই দ্রুত বিচার শেষ করতে হবে।তথ্য প্রমাণ লোপাট কারীদের কঠোর শাস্তি দিতে হবে। সোমবার দুর্গাপুরের ভিড়িঙ্গী মোড় থেকে প্রান্তিকা পর্যন্ত সিপিএমের মিছিলে মানুষের ঢল নামলো। দলীয় রঙ দেখে নয়। মানুষ বিচার চেয়ে প্রতিবাদের মিছিলে পা মেলায়।সকলের মুখে একটাই স্বর জাস্টিস ফর আর জি কর
0
Report
সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের উকিলদের কোটি কোটি টাকার ফিস নিয়ে সরব সিটু নেতা বংশ গোপাল চৌধুরী
Durgapur, West Bengal:
ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার বিকেলে দুর্গাপুরে সিপিএম কর্মীরা আর জি করের ঘটনার প্রতিবাদে বিচার চেয়ে প্রতিবাদ মিছিল বের করে। দুর্গাপুরের ভিড়িঙ্গী মোড় থেকে প্রান্তিকা পর্যন্ত মিছিল হয়।বহু সিপিএম কর্মী মিছিলে অংশ নেন। সাধারণ মানুষ ও মিছিলে পা মেলান।সিটু নেতা বংশ গোপাল চৌধুরীর সরব হন সুপ্রিম কোর্টে রাজ্য সরকার মামলা লড়তে কোটি কোটি টাকা খরচ করার বিষয়ে।বংশ গোপাল প্রশ্ন তোলেন মানুষের ট্যাক্সের টাকা এবং রাজ্য বাজেটের টাকা কিভাবে খরচ করতে পারে সরকার ।বংশ গোপাল বলেন আমাদের এই প্রতিবাদ চলবেই
0
Report
ডিএমসিতে অস্থায়ী কর্মীদের সংগঠিত করতে আই এন টিটি ইউ সি শ্রমিক সমাবেশ
Durgapur, West Bengal:
দুর্গাপুর নগর নিগমের অস্থায়ী কর্মীদের সংগঠিত করতে আই এন টিটি ইউ সি র জেলা নেতৃত্ব সোমবার শ্রমিক সমাবেশ করে দুর্গাপুরে। শ্রমিকদের বোঝানো হয় অন্য সংগঠন করে নয়। সরাসরি তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনে নাম লেখান শ্রমিকরা।আই এন টিটি ইউ সি অস্থায়ী কর্মীদের পাশে থাকবে। আসানসোল এবং দুর্গাপুরে পুরসভার অস্থায়ী কর্মীদের বেতন রেট দু রকম কেন প্রশ্ন করলে আই এন টিটি ইউ সি র জেলা সভাপতি অভিজিৎ ঘটক বলেন এটা আই এন টি ইউ সি ভুল কথা বোঝাচ্ছে অস্থায়ী কর্মীদের।মিথ্যাচার করে শ্রমিকদের নিয়ে দলভারী করছে।
0
Report
দর্শনার্থীদের নজর কাড়তে একটু রাজস্থান এবার দুর্গাপুরের উর্বশীতে
Durgapur, West Bengal:
একটু টুকরো রাজস্থান দেখা যাবে এবার শিল্পাঞ্চল দুর্গাপুরের উর্বশী সার্বজনীন দুর্গাপূজোর মন্ডপে।দুর্গাপুরের অম্বুজা আবাসনের উর্বশীর দূর্গা পূজোয় প্রতিবছর নতুনত্বে ভরা পূজো মন্ডপ হয়।২১ বছর পূর্তি উপলক্ষে দূর্গাপূজোর মন্ডপে মরু অঞ্চল রাজস্থানের সাংস্কৃতিক দিকগুলি তুলে ধরা হবে বলে দাবি উর্বশীর কর্মকর্তা সন্দীপ দে এবং সুপ্রিয় গাঙ্গুলি।বিগ বাজেটের এই মন্ডপ কে ঘিরে প্রবল উন্মাদনা শুরু হয়ে গেছে। রবিবার উর্বশীর দূর্গোৎসবের থীম সং প্রকাশিত হলো।
1
Report
কন্ট্রাক্টরের টাকা ছিনতাইএ ২ পুলিশ কর্মী অভিযুক্ত হবার ঘটনায় আতঙ্কিত দুর্গাপুরের ব্যবসায়ীরা
Durgapur, West Bengal:
১৯ নং জাতীয় সড়কে পিয়ালায় গাড়ি থামিয়ে দিল্লী এক ব্যবসায়ীর এককোটি একলাখ টাকা ছিনতাই এর ঘটনায় দুর্গাপুরে কর্মরত দুই পুলিশকর্মী সরাসরি অভিযুক্ত হবার ঘটনায় দুর্গাপুর শিল্পাঞ্চলের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।ব্যবসায়ীদের অনেকেই বলেন আমরা ব্যবসায়ের প্রয়োজনে বহু টাকা নিয়ে গাড়িতে যাতায়াত করি।পুলিশের ভরসায় রাস্তায় বের হই।আর পুলিশের মধ্যে একদুজন কর্মী যদি সরাসরি ছিনতাই এর ঘটনায় জড়িয়ে পড়ে তাহলে কাকে ভরসা করবো আমরা!ব্যবসায়ীরা বলেন একদুজন পুলিশের জন্য পুলিশের এতো বদনাম হচ্ছে
0
Report
আরজি করের ঘটনার প্রতিবাদে জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী কি বললেন শুনুন
Durgapur, West Bengal:
আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনার প্রতিবাদে রবিবার দুর্গাপুরের প্রান্তিকা পাঁচ মাথা মোড় থেকে ভিড়িঙ্গী মোড় পর্যন্ত নাচন রোডে ধরে কংগ্রেস কর্মীরা বিশাল মিছিল বের করে। পশ্চিম বর্ধমান জেলার কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে এই মিছিল বের হয়। মিছিলে শ্লোগান দিয়ে অভয়ার সঠিক বিচারের দাবি করা হয়। দেবেশ চক্রবর্তী বলেন আমরা আরজি করের ঘটনায় দোষীদের কঠোর শাস্তি চাইছি। সঠিক বিচার হোক এই নির্মম ঘটনার।
0
Report
দুর্গাপুরে দূর্গাপূজোর আগেই শ্যামা পূজোর প্রস্তুতি শুরু, ক্লাব সম্পাদক আশীষ কেশ কি বলছেন শুনুন
Durgapur, West Bengal:
প্রতিবছর এই নিয়ম চলে আসছে দুর্গাপুরের সগড় ভাঙ্গার ক্লাব অ্যাম্বিশনের ।গনেশ চতুর্থীর শুভলগ্নে শ্যামা পূজোর প্রস্তুতি শুরু করা হয়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে ধুমধাম করে শাস্ত্রীয় নিয়মে খুঁটি পূজো হয়। এবছর ক্লাবের পূজো ২৭ বছর পূর্তি ।সেই উপলক্ষে বিশাল আয়োজন করা হচ্ছে। এবার দিল্লীর লাল কেল্লার আদলে মন্ডপ তৈরি করা হবে বলে জানান অ্যাম্বিশনের সম্পাদক আশীষ কেশ। গত বছর হয়েছিল টুইন টাওয়ার। খুব সাড়া ফেলেছিল দর্শকদের মনে। আশীষ কেশের দাবি এবার ও মন কাড়বে দর্শকদের।
0
Report
আরজি কর ঘটনার প্রতিবাদে বিজেপির এক গুচ্ছ কর্মসূচি ঘোষণা করলেন বিজেপি নেতা
Durgapur, West Bengal:
আর জি কর ঘটনার প্রতিবাদে শুক্রবার বিজেপি কর্মীরা চাকা জ্যাম কর্মসূচি করেন। শুক্রবার বেলা ১২ টা থেকে বেলা ২টো পর্যন্ত চাকা জ্যামের ডাক দেওয়া হয়েছে। দুর্গাপুরের গ্যামন ব্রীজের রাস্তা অবরোধ করে চাকা জ্যাম করেন চন্দ্রশেখর বন্দোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি কর্মীরা। এদিন চন্দ্রশেখর বন্দোপাধ্যায় বিজেপির আগামী এক সপ্তাহের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। চন্দ্রশেখরের অভিযোগ আরজি করের ঘটনায় প্রমান লোপাটে স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্তরা সকলেই জড়িত। এদিন চন্দ্রশেখর মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
0
Report
আইএন টিটি ইউ সি জেলা সভাপতি অভিজিৎ ঘটকের ভাষনে ফের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ
Durgapur, West Bengal:
দুর্গাপুরের বিভিন্ন বেসরকারি কলকারখানায় তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি গোষ্ঠী দ্বন্দ্ব চরমে চলছে।এই খবর বার বার প্রকাশ্যে এসেছে। বিশেষ করে সগড়ভাঙ্গায় গ্রাফাইট কারখানা ও অঙ্গদপুর শিল্পতালুকে আইএন টিটি ইউ সির গোষ্ঠী দ্বন্দ্ব চরমে চলছে ।এক গোষ্ঠী অপর গোষ্ঠীকর মধ্যে কাদা ছোড়াছুড়ি চলছেই। বৃহস্পতিবার অঙ্গদপুরে আইএন টিটি ইউ সির একসভায় পশ্চিম বর্ধমান জেলার আই এন টিটি ইউ সির জেলা সভাপতি অভিজিৎ ঘটক ভাষন দিতে গিয়ে নিজেই স্বীকার করেন অপর গোষ্ঠীর কাজকর্মে তাদের হস্তক্ষেপ করার কথা।
0
Report
রাতুরিয়া অঙ্গদপুর শিল্পতালুকে শ্রমিকদের পূজোর বোনাস নিয়ে সরব শ্রমিকনেতা দীপঙ্কর লাহা
Durgapur, West Bengal:
দুর্গাপুরের অঙ্গদপুর শিল্পতালুকে বিভিন্ন কলকারখানায় শ্রমিক শোষণ করা হচ্ছে বলে দাবি করেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতা দীপঙ্কর লাহা। শ্রমিকদের পিএফ প্রভিডেন্ট ফান্ড দেওয়া হয় না ঠিকমতো।দীপঙ্কর লাহার অভিযোগ সিটু বা আই এন টি সি কে এর প্রতিবাদে অঙ্গদপুরে কারখানার সামনে বিক্ষোভ করতে দেখা যায় না। কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি এর প্রতিবাদ করে। দীপঙ্কর লাহা বলেন পূজো আসছে।আমরা শ্রমিকদের পূজোর বোনাস এবং সুযোগ সুবিধা সঠিক সময়ে দেবার ব্যবস্থা করতেই এক মিটিং এর আয়োজন করেছি।
0
Report
তিলোত্তমার দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানালেন শিক্ষিকারা
Durgapur, West Bengal:
তিলোত্তমার বিচার প্রক্রিয়া দেরি কেন করা হচ্ছে। দেরিতে বিচার প্রক্রিয়া হবার কারণে আমরা বিচলিত।আমরা কোন কিছু বুঝে উঠতে পারছি না। শিক্ষক দিবসে উদ্বিগ্ন দুর্গাপুরের শিক্ষিকারা এই কথা বলেন।সিটি সেন্টারে শ্লোগান প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিল করেন দুর্গাপুরের বিভিন্ন স্কুলের শিক্ষিকারা। স্কুল শিক্ষিকা মিতা চৌধুরী বলেন আমরা বিবেকের তাড়নায় আজ রাস্তায় নেমেছি।আমরা তিলোত্তমার সঠিক বিচার চাই।
0
Report
শিক্ষক দিবসে তিলোত্তমার বিচার চেয়ে সরব শিক্ষিকারা
Durgapur, West Bengal:
আরজিকর মেডিক্যাল কলেজের নির্মম ঘটনার পর দোষীদের কঠোর শাস্তি দাবি করে রাস্তায় নামলেন দুর্গাপুরের বিভিন্ন স্কুলের শিক্ষিকারা। শিক্ষক দিবসে তিলোত্তমার বিচার চেয়ে তারা ওই দিনটি তিলোত্তমার জন্য উৎসর্গ করেন। বিচার প্রক্রিয়ার দেরির প্রতিবাদে সিটি সেন্টারে শিক্ষিকারা মিছিল করে আসেন এবং গানে গানে প্রশ্ন তোলেন—আর কবে?
0
Report
তিলোত্তমার বিচার চেয়ে গান গাইলেন দুর্গাপুরের চিকিৎসকরা
Durgapur, West Bengal:
তিলোত্তমার বিচার চাই শ্লোগান দিয়ে দুর্গাপুরের আই এম এর সদস্য চিকিৎসকরা মোমবাতি প্রজ্বলন করে গান গাইলেন। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে থেকে উই স্যাল ওভার কাম সাম ডে' গান গাইলেন চিকিৎসকরা। দুর্গাপুরের বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা সরকারি থেকে বেসরকারি হাসপাতাল থেকে মেডিক্যাল কলেজের চিকিৎসকদের সঙ্গে পড়ুয়া থেকে সাধারণ মানুষ সকলেই গলা মিলিয়ে বলেন জাস্টিস ফর আর জি কর।
0
Report
শিশু মৃত্যুকে কেন্দ্র করে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ঘেরাও
Durgapur, West Bengal:
দুর্গাপুর রেলস্টেশন সংলগ্ন রেল পাড় এলাকায় মৌমাছির হামলায় আক্রান্ত হয় তিন শিশু। তাদের মধ্যে একজন কে ছাডা দুজন শিশুকে মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে মঙ্গলবার সকালে এক শিশুর মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে ।এই খবরে মৃতার বাড়ির লোকজন চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে বিক্ষোভ দেখায়। অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবি করেন। মহকুমা হাসপাতালের সুপার ডাঃ ধীমান মন্ডল কেও ঘেরাও করে বিক্ষোভ দেখায় মৃতার পরিবারের লোকজন।পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
0
Report
শিশু মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দুর্গাপুর মহকুমা হাসপাতালে
Durgapur, West Bengal:
দুর্গাপুরের ৪১ নং ওয়ার্ডের বাঁকুড়া মোড় সংলগ্ন রেলপাড় এলাকার তিনটি শিশুকে মৌমাছির আক্রমণে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।দুজনকে মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় এবংএকজন শিশুকে প্রাথমিক চিকিৎসা দেবার পর ছেড়ে দেওয়া হয়।এরমধ্যে একটি শিশু অবস্থার অবনতি হলে মারা যায়।এই ঘটনায় শিশুটির পরিবারের লোকজন চড়াও হয় হাসপাতালের চিকিৎসকদের উপর।সুপার ডাঃ ধীমান মন্ডল কেও বিক্ষোভ দেখানোহয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।চিকিৎসার গাফিলতির অভিযোগের বিচার চেয়ে মৃতের পরিজনরা বিক্ষোভ দেখায়।
0
Report
প্রতিবাদী চিকিৎসক পড়ুয়াদের পাশে দাঁড়ালেন প্রফেসর ডাঃ ইন্দ্রনীল দত্ত
Durgapur, West Bengal:
আর জি কর ঘটনায় বিচার চেয়ে গত একমাস ধরে আন্দোলনে রয়েছেন দুর্গাপুরের আই কিউ সিটি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের চিকিৎসকরা। প্রতিদিন বিচার চেয়ে প্রতিবাদ সভায় সামিল হচ্ছেন সকলেই। মঙ্গলবার দুর্গাপুরের ভকৎ সিং মোড় থেকে চন্ডীদাস মার্কেট পর্যন্ত মিছিল করে এসে চিকিৎসকরা মানব বন্ধন করে। চিকিৎসক পড়ুয়াদের পাশে দাঁড়ালেন কলেজের সিনিয়র প্রফেসররা। ডাঃ ইন্দ্রনীল দত্ত পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে বলেন একমাস হয়ে গেল।আর জি করের ঘটনায় কোন উল্লেখযোগ্য কিছু পাওয়া যায় নি এখনো। তদন্ত চলছেই।আমরা সুবিচার চাইছি।
0
Report
মানব বন্ধন করে দুর্গাপুরের চিকিৎসকদের প্রতিবাদ
Durgapur, West Bengal:
আর জি করের ঘটনায় দুর্গাপুরের আই কিউ সিটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা মঙ্গলবার মানববন্ধন করে প্রতিবাদে সামিল হলো। দুর্গাপুরের ভকৎ সিং মোড় থেকে মিছিল করে চন্ডীদাস মার্কেটে যান চিকিৎসকরা । তারপর সেখান বিক্ষোভ সমাবেশ হয়।একে একে বক্তব্য রাখেন বিভিন্ন চিকিৎসক। চিকিৎসকদের দাবি অবিলম্বে আর জি কর মেডিক্যাল কলেজের দোষীদের সকলকে গ্রেপ্তার করতে হবে এবং দোষীদের কঠোর শাস্তি দিতে হবে। নাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন চিকিৎসকরা।
0
Report
বই পিপাসুরা বই এর জন্য পদযাত্রায় হাঁটলেন দুর্গাপুরে
Durgapur, West Bengal:
মঙ্গলবার সকালে দুর্গাপুরের বই পিপাসুরা বই এর পথে হাঁটলেন। সিটি সেন্টারে শ্লোগান এবং প্লাকার্ড হাতে মিছিল করেন । সমাজের বিভিন্ন স্তরের মানুষ বিশেষ করে শিক্ষক শিক্ষিকা থেকে বিভিন্ন স্কুলের পড়ুয়াদের ও এই মিছিলে অংশ নিতে দেখা যায়। নিঃশুল্ক বই পড়ার আবেদনকে সামনে রেখে মিছিলে শ্লোগান দেওয়া হয়। নিঃশুল্কতে সিটি সেন্টারের সেন্ট্রাল লাইব্রেরীতে সদস্য পদ গ্রহণ করার আহ্বান করা হয় এই মিছিল থেকে।
0
Report
দুর্গাপুরের সিটি সেন্টারে গ্রন্থাগার দিবস উদযাপন, বই প্রেমীদের জন্য আয়োজিত অনুষ্ঠান
Durgapur, West Bengal:
গ্রন্থাগার দিবস উদযাপন করা হলো দুর্গাপুরের সিটি সেন্টারের সেন্ট্রাল লাইব্রেরীতে । আজ মঙ্গলবার অনুষ্ঠানের সূচনা করেন পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার গ্রন্থাগার আধিকারিক নির্মাল্য অধিকারী সহ দুর্গাপুরের মহকুমা শাসক ডা: সৌরভ চট্টোপাধ্যায় এবং দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি সহ বিশিষ্ট জনেরা।সর্বসাধারণের জন্য বই পড়ার সুযোগ করে দেওয়া দিয়েছে দুর্গাপুর মহকুমা প্রশাসন। বই প্রেমীদের জন্য বিভিন্ন নামিদামি প্রকাশনের বই এখানে আছে।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট বই পিপাষুরা।
0
Report
দুর্গাপুরে সিটুর পার্টি অফিস হামলার পর সিটু নেতার প্রতিক্রিয়া
Durgapur, West Bengal:
দুর্গাপুরের স্টিল টাউন শিপের বিদ্যাসাগর এভিনিউর সিটুর পার্টি অফিসে হামলা হয়।আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনার পর সিপিএম কর্মীরা প্রতিবাদে নামতেই সিপিএম কর্মীদের উপর হামলা শুরু হয়েছে বলে অভিযোগ সিপিএম কর্মীদের। দুর্গাপুরের সিটু নেতার দাবি স্টিল টাউন শিপের সিটুর পার্টি অফিসের দলীয় পতাকা ছিঁড়ে ফেলা হয়।হামলা হয় সিটুর অফিস।এই ঘটনায় সোমবার দুর্গাপুর স্টিল টাউন শিপের রাস্তায় মিছিল বের হয়।
0
Report
দুর্গাপুরে সিটুর কার্যালয়ে দুষ্কৃতি হামলার প্রতিবাদে মিছিল
Durgapur, West Bengal:
আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনার প্রতিবাদে সিপিএম কর্মীরা পথে নামতেই একের পর এক সিপিএমের পার্টি অফিস হামলার শিকার হচ্ছে।সিটি সেন্টারে ডি ওয়াই এফ আই মিছিল ও বিমল দাশগুপ্ত স্মৃতি ভবনে বোমাবাজি পর স্টিল টাউন শিপে সিটুর পার্টি অফিসে হামলা করে দুষ্কৃতিরা বলে অভিযোগ ।এই ঘটনার প্রতিবাদে সোমবার সিটুর কর্মীরা প্রতিবাদে মিছিল করে বিদ্যাসাগর এভিনিউতে। সিটু নেতা বংশ গোপাল চৌধুরীর নেতৃত্বে এদিনের প্রতিবাদ মিছিল হয়।সিটুর পক্ষ থেকে এদিন ও আর জি করের ঘটনার মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়।
0
Report
স্থানীয় কচিকাঁচাদের উৎসাহ দিতে পলাশডিহাতে ফুটবল প্রতিযোগিতা
Durgapur, West Bengal:
দুর্গাপুরের ৩২ নং ওয়ার্ড পলাশডিহাতে পলাশডিহা নিমতলা বয়েস এর পরিচালনায় রবিবার স্থানীয় কচিকাঁচাদের উৎসাহ দিতে ১৬ টি ফুটবল টিমকে নিয়ে এক ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এই প্রতিযোগিতায় পলাশডিহা স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়।এবং আদিবাসী ক্লাব রানার্স হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনো স্কুলের কর্ণধার দীপেশ নন্দী,বিশিষ্ট সমাজকর্মী অমিতাভ ব্যানার্জি ও জয়দীপ ব্যানার্জি। বক্তব্য রাখতে গিয়ে অমিতাভ ব্যানার্জী এদিন বলেন কচিকাঁচাদের উৎসাহ দিতে আপনারা ও পাড়ায় পাড়ায় খেলাধুলার আয়োজন করুন।
0
Report
দুর্গাপুরে চক্ষুদানের পথে আলোক যাত্রা, মৃত্যুর পর অঙ্গীকার হবে
Durgapur, West Bengal:
৩৯তম জাতীয় চক্ষুদান পাক্ষিকে দুর্গাপুরের বিধান নগরে রবিবার চক্ষুদানের অঙ্গীকারের সচেতনতার এক পদযাত্রা হয়।দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটি ও বিধান নগর রেসিডেন্ট এসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই আলোক যাত্রাপদ যাত্রা হয়।সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই পদযাত্রায় অংশ নেন।সমাজসেবী অমিতাভ ব্যানার্জী বলেন মৃত্যুর পর মানুষকে চক্ষুদান করার আহ্বানের জন্য এই সচেতনতা মূলক পদযাত্রার আয়োজন।মৃত্যুর পর চক্ষুদানে সকলে অঙ্গীকারবদ্ধ হোন যেন আপনার চোখ অন্ধজনের চোখে প্রতিস্থাপন করে যাতে তিনি পৃথিবীর আলো দেখতে পান।
0
Report
বেনাচিতিতে নির্দিষ্ট ফেয়ারলিস্ট না থাকায় টোটোর যাত্রীদের প্রতিপদেই হেনস্থার স্বীকার, অভিযোগ
Durgapur, West Bengal:
দুর্গাপুরের বেনাচিতি বাজারে টোটো চালকদের যেন স্বর্গ রাজ্য।নাচনরোডে ভিড়িঙ্গী মোড় প্রান্তিকা পর্যন্ত ১০টাকা ভাড়া হলেও পাশেই স্টিল মার্কেট গেলেই যাত্রীদের কাছ থেকে ২০টাকা ভাড়া জোর করে নিচ্ছে এক শ্রেণীর টোটো চালকরা বলে অভিযোগ। সুযোগ বুঝে বেনাচিতি বাজারে আসা যাত্রীদের থেকেও বাড়তি টাকা নেওয়া হচ্ছে বলে যাত্রীদের অভিযোগ।টোটো চালকদের অনেকের অভিযোগ আইএন টিটি ইউ সি এক শ্রেণীর নেতাদের মদতেই এইসব টোটো চালকরা আজ বেপরোয়া।বেআইনি টোটোর বিরুদ্ধে মহকুমা শাসক কেন অভিযান করছেন না এটাই প্রশ্ন টোটো যাত্রীদের।
0
Report
যারা ভাবছে দুর্গাপুরের দখল নেবে তাদের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবে হুঁশিয়ারি নরেনের
Durgapur, West Bengal:
যারা তৃণমূলকংগ্রেসকে বরাহ নন্দন বলে টিআরপি নিচ্ছে।যারা মানুষকে গাল দিচ্ছে।দুর্গাপুরের সংস্কৃতি ভুলে গুন্ডামি করছে। অশান্তি সৃষ্টি করে ভাবছে অন্যভাবে দুর্গাপুরের দখল নেবে। মানুষ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আমরা তাই পথে নেমেছি একথা বলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন দুর্গাপুরে কোনভাবেই অশান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না। রবিবার নরেন্দ্রনাথ চক্রবর্তীর নেতৃত্বে বিশাল মিছিল বের হয় সিটি সেন্টারে। মিছিলে হাঁটতে হাঁটতে একথা বলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী।
0
Report
নরেনের ডাকে হাজার হাজার তৃণমূল কর্মী দুর্গাপুরে পথে নামলো
Durgapur, West Bengal:
রবিবার তৃণমূলকংগ্রেস কর্মীরা মহামিছিল বের করে।আরজি করের ঘটনায় সিবিআই তদন্ত গতি এবং দোষীদের ফাঁসির দাবিতে রবিবার এই মিছিল হয়।পশ্চিমবর্ধমান জেলার তৃণমূলকংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর ডাকে হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা কাঁধে নিয়ে মিছিলে সামিল হয়।সূত্রের খবর মাসদুয়েক আগে সিপিএম থেকে তৃণমূলকংগ্রেসে যোগদানকরা এক নেতাকে নিয়ে সিটি সেন্টারে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব চরমে পৌঁছায়।নরেনের ডাকে গোষ্ঠী দ্বন্দ্ব ভুলে রবিবার সকলে পথে নামবেন।
0
Report