Back

দুর্গাপুরে এসে পুলিশকে কড়া ব্যবস্থা নেবার দাবি জানালেন আই এস এফ বিধায়ক নওশাদ সিদ্দিকী
Durgapur, West Bengal:
দুর্গাপুরের ডিপিএল কলোনি এলাকায় দিন দুয়েক আগে গরু পাচার সন্দেহে বিজেপি কর্মীরা গাড়ি আটকে জেমুয়া গ্রামের কয়েকজনকে কানধরে উঠবোস করিয়ে বেধড়ক মারধর করে।গরু গুলিকে ছেড়ে দেয়।এই ঘটনায় রাজ্য রাজনীতি সরগরম হয়। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর নেতৃত্বে মূল দোষীদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলন চলছে।শনিবার আই এস এফ বিধায়ক নওশাদ সিদ্দিকী দুর্গাপুরের জেমুয়া গ্রামে এসে আক্রান্তদের সঙ্গে কথা বলেন।নওশাদ সিদ্দিকী মূল অভিযুক্তসহ সকল দোষীদের গ্রেপ্তার করার দাবি জানান পুলিশকে।
14
Report
সারপ্রাইজ ভিজিটে রাজ্যপাল দুর্গাপুরের বেনাচিতি বাজারে
Durgapur, West Bengal:
শুক্রবার সকালে রাজ্যপাল সিভি আনন্দ বোস হঠাৎ করে সোজা চলে আসেন দুর্গাপুরের বেনাচিতি বাজারে। বাজারে ঘোরেন।মাছের দোকান,বাজারের ফলের দোকান,চায়ের দোকানে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।মাটির ভাঁড়ে গরম চা কিনে খান ।ফল কেনেন।মাছ ব্যবসায়ীরা মালা পরান রাজ্যপালকে ।এই ঘটনায় বাজারে ভিড় জমে যায়। রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন আমি বাজারের হালহকিকত জানতে বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বললাম। উল্লেখ্য এর আগে ও সিটি সেন্টারের ফলের দোকানে রাজ্যপাল ভিজিট করে ছিলেন গতবছর।
14
Report
দুর্গাপুরের দামোদরে কাকার অস্থি বিসর্জন দিতে গিয়ে ভাইপো তলিয়ে গেল
Durgapur, West Bengal:
দামোদরে মর্মান্তিক ঘটনা ঘটলো বুধবার সন্ধ্যায়।বীরভানপুর মহাশ্মশানে কাকার মরদেহ দাহ করে দামোদরের জলে অস্থি বিসর্জন দিতে গিয়ে ভাইপো তলিয়ে গেল। নিখোঁজ যুবকের নাম সুব্রত পাল (২৬)। দুর্গাপুরের নেতাজি নগর কলোনি চাষী পাড়ার বাসিন্দা।জানা গেছে কাকা সুশান্ত পালের মৃতদেহ বীরভান মহাশ্মশানে দাহ করতে যায় পাল পরিবারের লোকজন।শেষকৃত্য সম্পন্ন হলে অস্থি বিসর্জন দিতে ভরা দামোদরে নামেন পাল পরিবারের লোকজন।জলের তোড়ে সুব্রতপাল হঠাৎ তলিয়ে যায়।সন্ধ্যায় অন্ধকারে উদ্ধার কাজ করা সম্ভব হয়নি।বৃহস্পতিবার সকালে হবে ।
14
Report
বিপদত্তারনী পূজো উপলক্ষে ভিড়িঙগী শ্মশান কালী মন্দিরে ভক্তদের ঢল
Durgapur, West Bengal:
আজ শনিবার,সেই সঙ্গে বিপদত্তারনী পূজো। বিপদনাশিনী মায়ের পূজো দিতে তাই দুর্গাপুরের ভিড়িঙগী শ্মশান কালী মন্দিরে ভোর থেকে ব্রতীদের লম্বা লাইন।পূজো দিয়ে হাতে লাল ধাগা পরে সংযমের মধ্য দিয়ে ব্রতীরা ব্রত পালন করছেন আজ। ভোর থেকে লম্বা লাইন মন্দিরে। মন্দিরে আজ বিশেষ পূন্য দিন উপলক্ষে প্রচুর ভক্তদের সমাগম ঘটেছে।কড়া পুলিশি নজরদারি রয়েছে মন্দির প্রাঙ্গণে।
0
Report
Advertisement
দুর্গাপুরে ইসকনের তিনটি রথে মাসির বাড়িতে যাত্রা করলেন ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রা
Durgapur, West Bengal:
অন্য বারের মতো একটি রথে নয়। এবার তিনটি রথে মাসির বাড়িতে যাত্রা করলেন ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রা আলাদা আলাদা ভাবে। নয়দিন আকবর মেলা ময়দানে অবস্থান করবেন তারপর উল্টো রথে ফের স্টিল টাউন শিপের এজোন স্থিত ইসকন মন্দিরে ফিরে আসবেন ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রা। নয়দিন ওখানে মেলা বসবে। বিভিন্ন ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। প্রতিদিন প্রসাদ বিতরণ করা হবে। হাজার হাজার ভক্ত রথের দড়িতে টান দেন পুন্য লাভের আশায়।
0
Report