Back
Ganesh Chakraborty
Paschim Bardhaman713213blurImage

সমাবর্তন অনুষ্ঠানে কৃতিদের ডিগ্রি প্রদান করা হলো

Ganesh ChakrabortyGanesh ChakrabortySep 29, 2024 09:23:51
Durgapur, West Bengal:
শনিবার দুর্গাপুরের NIT র ১৯ তম সমাবর্তন অনুষ্ঠান হলো।২০২৩ শিক্ষা বর্ষের ১১৪৮এবং ২০২৪ শিক্ষা বর্ষের ১১৫০জনকে ডিগ্রি প্রদান করা হয়।১৫৬ জনকে পিএইচডি ৭৬জনকে গোল্ড মেডেল ৪ জনকে বেস্ট প্রজেক্টের এবং ৩ জন প্রাক্তনী বিশেষ সন্মান প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী ডঃ সঞ্জীব কুমার যোশী।অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের যোগদান করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।মন্ত্রী সুকান্ত মজুমদার,ডঃ সঞ্জীব কুমার যোশীএবং এন আই টির ডিরেক্টর প্রফেসর অরবিন্দ চৌবে কৃতিদের সফলতা কামনা করেন
0
Report
Paschim Bardhaman713213blurImage

দূর্গাপূজোর কার্নিভালের গান গাইলেন দুর্গাপুরের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি

Ganesh ChakrabortyGanesh ChakrabortySep 29, 2024 09:22:44
Durgapur, West Bengal:
দুর্গাপুরের প্রাক্তন মেয়র,বতর্মানে মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জির তার আসল পরিচয় তিনি একজন সঙ্গীত শিল্পী। সঙ্গীত তার প্রান।শান্তিনিকেতন থেকে সঙ্গীত শিক্ষালাভ।একসময় প্রচুর সঙ্গীত চর্চা করতেন।এখন পুরসভার গুরু দায়িত্ব পালন করেও নিয়মিত গানের রেওয়াজ করেন। নিয়মিত তার গানের সংকলন প্রকাশিত হয়। প্রথম দ্বিতীয় পর এবার তৃতীয় বছরের দুর্গাপুরের দূর্গা পূজোর কার্নিভালের গান গাইলেন অনিন্দিতা মুখার্জিও শুভম চক্রবর্তী। সঙ্গীত শিল্পী সঞ্জীব সুঁই এর লেখা গানে মিউজিক কম্পোজিশন করেছেন রাজা চট্টোপাধ্যায়
0
Report
Paschim Bardhaman713213blurImage

NIT দুর্গাপুরে আজ ১৯ তম সমাবর্তন অনুষ্ঠান

Ganesh ChakrabortyGanesh ChakrabortySep 28, 2024 06:17:46
Durgapur, West Bengal:
NIT দুর্গাপুরের আজ শনিবার ১৯ তম সমাবর্তন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে একথা জানান NIT দুর্গাপুরের ডাইরেক্টর প্রফেসর অরবিন্দ চৌবে। তিনি বলেন ২০২৩ শিক্ষা বর্ষে ১১৪৮ এবং ২০২৪ শিক্ষাবর্ষে ১১৫০ জনকে ডিগ্রি প্রদান করা হবে। তাছাড়া ১৫৬ জনকে phd.৭৬জনকে Gold পদক দেওয়া হবে। তাছাড়া ৪ জনকে বেস্ট প্রজেক্টের জন্য ও ৩ জনকে প্রাক্তনীকে বিশেষ সন্মান প্রদান করা হবে।
0
Report
Paschim Bardhaman713213blurImage

বোলপুরে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে দুর্গাপুর থেকে রওনা দিলেন মুখ্যমন্ত্রী

Ganesh ChakrabortyGanesh ChakrabortySep 24, 2024 09:02:10
Durgapur, West Bengal:
সোমবার বিকেলে বর্ধমান থেকে সরাসরি সড়ক পথে এসে বাঁকুড়ার বড়জোড়ার সীতারামপুর মানার প্লাবিত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গতদের ত্রান বিতরণ করেন। দামোদর ব্যারেজে ডিভিসির জল স্তর দেখেন তিনি। এরপরেই দুর্গাপুরের সার্কিট হাউসে রাত্রি যাপন করেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সকালে ফের বীরভূমের বোলপুরে প্রশাসনিক বৈঠকে যোগদান করতে মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ রওনা দিলেন বোল পুরের উদ্দেশ্য। মুখ্যমন্ত্রী বোলপুর যাবার সময় দলীয় কর্মীদের উদ্দেশ্যে হাত নাড়েন রাস্তায়।
0
Report
Paschim Bardhaman713213blurImage

দুর্গাপুরে এসে ডিভিসির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী

Ganesh ChakrabortyGanesh ChakrabortySep 24, 2024 04:33:24
Durgapur, West Bengal:
ডিভিসির প্রবল জলোচ্ছ্বাসে দামোদর তীরবর্তী গোটা এলাকা জলে ডুবে গেছে। দুর্গাপুর ব্যারেজ তীরবর্তী ‌বাঁকুড়ার বড়জোড়ার সীতারামপুর মানা এলাকা এলাকা প্লাবিত হয়েছে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বর্ধমান থেকে দামোদর ব্যারেজ তীরবর্তী মানার প্লাবিত এলাকা পরিদর্শন করতে আসেন। দুর্গত মানুষদের ত্রান সামগ্রী বিতরণ করেন।এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসি না বলে জল ছাড়া নিয়ে কেন্দ্রীয় সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন বাংলার বানভাসি মানুষের খোঁজ রাখে না।ওরা শুধু ভোট চাইতে আসে।
0
Report
Paschim Bardhaman713213blurImage

কোঅর্ডিনেশন মিটিং এ দুর্গাপুরের পূজো কমিটির উদ্যোক্তাদের হাতে ৮৫হাজার টাকা তুলে দেওয়া হলো

Ganesh ChakrabortyGanesh ChakrabortySep 23, 2024 15:08:05
Durgapur, West Bengal:
রবিবার দুর্গাপুরের সৃজনী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে দূর্গা পূজোর কোঅর্ডিনেশন মিটিং।এই মিটিং এ দুর্গাপুরের দূর্গা পূজো কমিটির উদ্যোক্তাদের হাতে ৮৫হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।জেলা প্রশাসনের কর্তারা সহ মন্ত্রী প্রদীপ মজুমদার পূজো কমিটির উদ্যোক্তাদের হাতে ৮৫হাজার টাকার চেক তুলে দেন এদিন। মহিলা পরিচালিত পূজো কমিটির উদ্যোক্তাদের ও অনুদানের চেক তুলে দেওয়া হয়।
0
Report
Paschim Bardhaman713213blurImage

জেলা প্রশাসনের উদ্যোগে সৃজনী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো দূর্গা পূজোর কোঅর্ডিনেশন মিটিং

Ganesh ChakrabortyGanesh ChakrabortySep 23, 2024 15:07:53
Durgapur, West Bengal:
আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। এরপরেই দূর্গাপূজো সূচনায় মহালয়া।উৎসব মরসুম শুরু হতে চলেছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট প্রতিবছর এই পূজো মরসুমকে সুন্দর ও আনন্দময় করতে বেশকিছু গাইড লাইন দেয় পূজো কমিটির উদ্যোক্তাদের। রবিবার দুর্গাপুরের সৃজনী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে দূর্গা পূজোর কোঅর্ডিনেশন মিটিং। দুর্গাপুরের ডিসিপি অভিষেক গুপ্তা এই মিটিং এ বেশকিছু সুপরামর্শ দেন পূজো কমিটির উদ্যোক্তাদের।
0
Report
Paschim Bardhaman713213blurImage

দুর্গাপুরের দূর্গাপূজোর কোঅর্ডিনেশন মিটিং এ পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসকের বক্তব্য

Ganesh ChakrabortyGanesh ChakrabortySep 23, 2024 15:07:40
Durgapur, West Bengal:
রবিবার দুর্গাপুরের দূর্গাপূজোর কোঅর্ডিনেশন মিটিং হলো দুর্গাপুরের সৃজনী অডিটোরিয়ামে। পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে এই কোঅর্ডিনেশন মিটিং টি হয়। দুর্গাপুরের সব বড় পূজো মন্ডপের উদ্যোক্তারা এদিন উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার জেলা শাসক এস পোন্নাম্বালাম পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী এডিডিএ র চেয়ারম্যান কবি দত্ত মহকুমা শাসক ডাঃ সৌরভ চট্টোপাধ্যায় ডিসিপি পূর্ব অভিষেক গুপ্তা সহ বিশিষ্ট জনেরা।জেলা শাসক পূজোর কিকি নিয়ম মানতে হবে তার বিস্তারিত ব্যাখ্যা দেন এদিন ।
0
Report
Paschim Bardhaman713213blurImage

মন্ত্রী প্রদীপ মজুমদার এডিডিএ চেয়ারম্যান কবি দত্তের ভূয়েশী প্রশংসা করলেন রেড ক্রসের অনুষ্ঠানে

Ganesh ChakrabortyGanesh ChakrabortySep 23, 2024 15:07:27
Durgapur, West Bengal:
ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে দুর্গাপুরে রবিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।মন্ত্রী প্রদীপ মজুমদার থেকে জেলাশাসক দুর্গাপুর পুরসভার মুখ্যপ্রশাসক অনিন্দিতা মুখার্জি দুর্গাপুরের মহকুমা শাসক ডাঃসৌরভ চট্টোপাধ্যায় এডিডিএ এর চেয়ারম্যান কবি দত্ত সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী প্রদীপ মজুমদার এডিডিএর চেয়ারম্যান কবি দত্তের ভূয়েশী প্রশংসা করে‌ বলেন ভাই বাপ্পা দত্ত দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে সর্বত্র উন্নয়নমূলক কাজ করছেন এবং অন্যদের উৎসাহ দিচ্ছেন।
0
Report
Paschim Bardhaman713213blurImage

অক্টোবরে স্কুল পড়ুয়াদের নিয়ে বিজ্ঞান প্রদর্শনী ও প্রতিযোগিতার আসর বসছে দুর্গাপুরে

Ganesh ChakrabortyGanesh ChakrabortySep 22, 2024 08:43:01
Durgapur, West Bengal:
আগামী অক্টোবর মাসের ৩,৪, এবং ৫ তারিখে দুর্গাপুরে হতে চলেছে স্কুল পড়ুয়াদের নিয়ে এক বিজ্ঞান প্রদর্শনী ও প্রতিযোগিতার আসর। সফলদের আর্থিক পুরষ্কার দেওয়া হবে।১৬৪টি স্কুলের পড়ুয়ারা অংশ নেবে এই প্রতিযোগিতায় বলে আয়োজক কমিটির কর্তা সুশান্ত পোদ্দারের দাবি পূজো মরসুমে এই বিজ্ঞান প্রদর্শনী ও প্রতিযোগিতা নিয়ে সরগম দুর্গাপুর।
0
Report
Paschim Bardhaman713213blurImage

এবিএলে চায়ের আড্ডায় স্বেচ্ছায় রক্তদান শিবির

Ganesh ChakrabortyGanesh ChakrabortySep 22, 2024 08:41:43
Durgapur, West Bengal:
দুর্গাপুরের এবিএল টাউন শিপের কমলকানন গ্রুপের পক্ষ থেকে দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো।৩০ জন স্বেচ্ছায় রক্তদান করেন ।
0
Report
Paschim Bardhaman713213blurImage

কাপড়ের দোকানে আগুন, দেরিতে দমকল আসায় ক্ষোভ

Ganesh ChakrabortyGanesh ChakrabortySep 21, 2024 10:39:32
Durgapur, West Bengal:

দুর্গাপুরের স্টেশন বাজারে শুক্রবার ভোরে একটি কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন যে, দমকলকে খবর দেওয়া সত্ত্বেও দেড় ঘণ্টা পর দমকল বাহিনী আসে, তখন পর্যন্ত দোকানের অনেক অংশ পুড়ে গেছে। তবে দমকল কর্মীরা এই অভিযোগ অস্বীকার করে জানান, তারা তৎক্ষণাৎ ঘটনাস্থলের দিকে রওনা হন। স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে দমকলের দেরিতে আসার কারণে ক্ষোভ দেখা গেছে।

0
Report
Paschim Bardhaman713213blurImage

আদালতে আসামী হাজির করার রাস্তায় বড় গর্ত, চরম উদাসীন দুর্গাপুর প্রশাসন

Ganesh ChakrabortyGanesh ChakrabortySep 18, 2024 07:09:01
Durgapur, West Bengal:
দীর্ঘদিন ধরে দুর্গাপুর মহকুমা আদালতে পিছন দিকে আসামী হাজির করার ঢোকার রাস্তায় বড় গর্ত তৈরি হয়েছে। দুর্গাপুরের নগর নিগম এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এই গর্তটি সারাই করার কোন উদ্যোগ নেয়নি বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। দুর্গাপুরের মহকুমা শাসক ও এই বিষয়ে উদাসীন।ফলে যেকোনো দিন এই রাস্তার পথচলতি মানুষ বা আদালতে আসামী হাজির করার পুলিশ গাড়ি এই গর্তে চাকা আটকে বড়সড় বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে। তাছাড়া রাতের অন্ধকারে যেকেউ পড়ে গিয়ে বড়সড় দুর্ঘটনার শিকার হতে পারেন বলে ‌দাবি।
0
Report
Paschim Bardhaman713213blurImage

২লাখ ৫৭ হাজার কিউসেক জল ছাড়লো দামোদর ব্যারেজ,নিম্ন দামোদর প্লাবনের আশঙ্কা

Ganesh ChakrabortyGanesh ChakrabortySep 18, 2024 05:59:14
Durgapur, West Bengal:
দফায় দফায় দামোদর ব্যারেজ থেকে জল ছাড়া শুরু হয়েছে।টানা বৃষ্টিতে দামোদর ব্যারেজের জলস্তর বৃদ্ধি পেয়েছে। পাশ্ববর্তী নদী গুলিতেও জলস্তর বেড়েছে। প্রবল বর্ষনে পাঞ্চেত থেকে জল ছাড়া শুরু হয়েছে।সব মিলিয়ে দামোদর ব্যারেজে জলস্ফীতি বেড়েছে। দফায় দফায় দামোদর ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে। বুধবার সকাল আটটা থেকে ২ লাখ ৫৭হাজার কিউসেক জল ছাড়া শুরু হয়েছে।ফলে দামোদর ব্যারেজ তীরবর্তী এলাকা এবং নিম্ন দামোদর এলাকা প্লাবিত হবার আশঙ্কা তৈরি হয়েছে।
0
Report
Paschim Bardhaman713213blurImage

অতিবৃষ্টির জেরে দুর্গাপুরের বিভিন্ন এলাকা জলমগ্ন

Ganesh ChakrabortyGanesh ChakrabortySep 17, 2024 04:52:35
Durgapur, West Bengal:
তিনদিন ধরে টানা বৃষ্টিতে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে। বিশেষ করে দুর্গাপুরের নিচু এলাকা গুলি জল জমে গেছে। দুর্গাপুরের ২৪ নং ওয়ার্ডের অন্তর্গত নিবেদিতা পার্ক এলাকায় জল জমে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। নিকাশি নালার জল উপচে পড়ে রাস্তার উপর দিয়ে বইছে। দুর্গাপুরের সেপকো টাউন শিপেও গাছ পড়ার খবর পাওয়া গেছে।
0
Report
Paschim Bardhaman713213blurImage

নিম্ন চাপের জেরে অতি বৃষ্টিতে বিভিন্ন এলাকায় গাছ পড়ে বিপত্তি

Ganesh ChakrabortyGanesh ChakrabortySep 15, 2024 07:20:52
Durgapur, West Bengal:
নিম্ন চাপের জেরে দুদিন ধরে টানা বৃষ্টিতে মাটি আলগা হয়ে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় গাছ পড়ে রাস্তায় বিপত্তি। স্টিল টাউন সহ দুর্গাপুরের সিটি সেন্টারের মহকুমা আদালত চত্ত্বর ঢোকার মুখে রবিবার সকালে একটি গাছ পড়ে রাস্তায় অবরুদ্ধ হয়ে পড়ে।ফলে বেশকিছু সময় রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যায়।পরে গাছ সরানোর তোড়জোড় শুরু হয়।
0
Report
Paschim Bardhaman713213blurImage

দুদিনের টানা বৃষ্টিতে দুর্গাপুরে জনজীবন বিপর্যস্ত

Ganesh ChakrabortyGanesh ChakrabortySep 15, 2024 07:19:43
Durgapur, West Bengal:
নিম্ন চাপের জেরে রাজ্য জুড়ে প্রবল বৃষ্টি হচ্ছে। শিল্পাঞ্চল দুর্গাপুরেও টানা দুদিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। দুর্গাপুরের বড় রাস্তা কার্যত শুনশান সকাল থেকে।দুর্গাপুরের বিভিন্ন এলাকায় মাটি আগলা হয়ে গাছ পড়ার খবর পাওয়া গেছে। বড়সড় দুর্ঘটনার খবর পাওয়া যায়নি এখনো। তবে নিচু এলাকায় জল জমার খবর আসছে। সিটি সেন্টার কোর্ট চত্বর ও টাউন শিপে গাছ পড়ার খবর পাওয়া গেছে।রবিবার সন্ধ্যা পর্যন্ত যদি বৃষ্টি না থামে তবে দুর্গাপুরের নিচু এলাকা গুলি প্লাবিত হয়ে যেতে পারে।
0
Report
Paschim Bardhaman713213blurImage

টানা বৃষ্টিতে রাস্তায় ধস দুর্গাপুরে

Ganesh ChakrabortyGanesh ChakrabortySep 14, 2024 09:29:48
Durgapur, West Bengal:
শুক্রবার বিকেল থেকে রাজ্য জুড়ে নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টি হচ্ছে। দুর্গাপুরেও টানা বৃষ্টি চলছে। দুর্গাপুরে জনজীবনে ও টানা বৃষ্টিতে প্রভাব পড়েছে।খবর সংগ্রহ করা পর্যন্ত বড়সড় দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।তবে টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে ধস নামার খবর পাওয়া গেছে।দুর্গাপুরের ফরিদপুরের খনি অঞ্চলে রাস্তায় ধস নেমেছে টানা বৃষ্টির ফলে।ইসিএল আধিকারিকরা জানান এই অঞ্চলে কয়লা উত্তোলন করা হয় নি। সম্ভবত মাটি নরম হয়ে ধস নেমেছে। ধস এলাকাটি মাটি ভরাটের কাজ শুরু হয়েছে বলে জানা গেছে।
0
Report
Paschim Bardhaman713213blurImage

ভাদু গানের আসর দুর্গাপুরে

Ganesh ChakrabortyGanesh ChakrabortySep 13, 2024 16:40:21
Durgapur, West Bengal:
দুর্গাপুরের স্টিল টাউন শিপের মেজর পার্কে ভাদু গানের আসর বসেছিল।ভাদু গানকে বাঁচিয়ে রাখতেই এই উদ্যোগ বলে জানা গেছে। বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী জীবন কিশোর চট্টোপাধ্যায় এই উদ্যোগ নেন।জীবন কিশোর চট্টোপাধ্যায়ের ডাকে কলকাতার লোকসঙ্গীত শিল্পীরাও এই ভাদু গানের আসরে অংশ নেন। শিল্পাঞ্চল দুর্গাপুরের সঙ্গীত প্রেমী মানুষ রকমারি ভাদু গান শোনার সুযোগ পেয়ে খুশির কথা জানান।
0
Report
Paschim Bardhaman713213blurImage

এককোটি এক লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় রাঁচি থেকে গ্রেপ্তার

Ganesh ChakrabortyGanesh ChakrabortySep 13, 2024 12:38:57
Durgapur, West Bengal:

দিল্লীর রেলের কন্ট্রাক্টরের এককোটি একলাখ টাকা দুর্গাপুরের জাতীয় সড়ক থেকে ছিনতাই এর ঘটনায় দুর্গাপুর থানার পুলিশ আরো একজনকে রাঁচি থেকে গ্রেপ্তার করে শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করে। আদালতে হাজির হবার সময় উপস্থিত সাংবাদিকদের বলেন আমি নির্দোষ আমাকে ফাঁসানো হয়েছে। এই ছিনতাই এর ঘটনায় দুর্গাপুরের ডিসিপি অভিষেক গুপ্তার কড়া মানসিকতা এবং সদর্থক ভূমিকায় খুশি শিল্প ব্যবসায়ী মহল।জানা গেছে এখনো পর্যন্ত দুই পুলিশ কর্মী সহ আটজনকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে।

0
Report
Paschim Bardhaman713213blurImage

ডিএসপির জমিতে অবৈধ নির্মান ভেঙ্গে ফেলা হলো

Ganesh ChakrabortyGanesh ChakrabortySep 13, 2024 03:36:27
Durgapur, West Bengal:
দুর্গাপুর ইস্পাত কারখানার জমিতে গড়ে উঠা অবৈধ নির্মান ফেলা হলো। বৃহস্পতিবার ডিএসপি কর্তৃপক্ষের আধিকারিকরা বিশাল নিরাপত্তা রক্ষীদের সঙ্গে নিয়ে ডিএসপির জমিতে গড়ে তোলা অবৈধ নির্মান জেসিপি মেশিনে ভেঙ্গে ফেলে। দুর্গাপুর ইস্পাত নগরীর এজোনের রামকৃষ্ণ এভিনিউতে ডিএসপির জমিতে গড়ে তোলা অবৈধ নির্মান ভেঙ্গে ফেলতে গেলে ডিএসপির কর্মী কোয়ার্টারের বসবাসকারীরা বাধা দেয়। বাধা উপেক্ষা করেই ডিএসপির আধিকারিকরা অবৈধ নির্মান ভেঙ্গে ফেলে দেয়।জানা‌ গেছে এই অভিযান চলতে থাকবে।
0
Report
Paschim Bardhaman713213blurImage

গ্রাফাইট কারখানায় চাকরির দাবিতে বিক্ষোভ স্থানীয় তৃণমূলীদের

Ganesh ChakrabortyGanesh ChakrabortySep 13, 2024 03:35:27
Durgapur, West Bengal:
বৃহস্পতিবার দুর্গাপুরের পুরসভার ২৮ এবং ২৯ নং ওয়ার্ডের স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা চাকরির দাবিতে বিক্ষোভ দেখায় গ্রাফাইট কারখানায়। অভিযোগ গ্রাফাইট কারখানা কর্তৃপক্ষ বহিরাগতদের এনে চাকরিতে যোগদান করাচ্ছে অথচ স্থানীয় যুবকদের চাকরি দেওয়া হচ্ছে না। স্থানীয় যুবকদের দাবি অবিলম্বে গ্রাফাইট কারখানায় স্থানীয় যুবকদের চাকরি দিতে হবে নতুবা বহিরাগতদের চাকরি করতে দেওয়া হবে না।
0
Report
Paschim Bardhaman713213blurImage

স্থানীয় তৃণমূলীদের চাকরি দাবিতে বিক্ষোভকে সমর্থন করলেন বিজেপি বিধায়ক লক্ষন ঘড়ুই

Ganesh ChakrabortyGanesh ChakrabortySep 13, 2024 03:34:15
Durgapur, West Bengal:
গ্রাফাইট কারখানায় স্থানীয় যুবকদের চাকরির দাবি অগ্রাধিকার রয়েছে। এই চাকরির দাবি ন্যায্য।স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা দুর্গাপুরের গ্রাফাইট কারখানায় স্থানীয় যুবকদের চাকরি দিতে হবে এই দাবিতে বৃহস্পতিবার কারখানার গেটে বিক্ষোভ দেখায়। অভিযোগ কারখানা কর্তৃপক্ষ স্থানীয় যুবকদের চাকরিতে না নিয়ে বহিরাগতদের‌ কাজে নিযুক্ত করছে।এই নিয়ে বিক্ষোভ তৃণমূল কংগ্রেস কর্মীদের।এই প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিজেপি বিধায়ক লক্ষন ঘড়ুই তৃণমূলীদের এই দাবিকে পূর্ণ সমর্থন জানান বিজেপি বিধায়ক।
0
Report
Paschim Bardhaman713213blurImage

দলের কর্মীরা স্থানীয় কারখানায় চাকরি পাচ্ছে না সরব হলেন দুর্গাপুরের প্রাক্তন কাউন্সিলর

Ganesh ChakrabortyGanesh ChakrabortySep 13, 2024 03:33:17
Durgapur, West Bengal:
স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা স্থানীয় কারখানাতেই চাকরি পাচ্ছে না। অথচ বহিরাগতদের চাকরি দেওয়া হচ্ছে গ্রাফাইট কারখানায়।কারখানা কর্তৃপক্ষ কন্ট্রাক্টরের সাহায্যে কারখানায় বহিরাগতদের নিয়োগ করছে।বঞ্চিত হচ্ছে স্থানীয় যুবকরা।এই অভিযোগ করেন দুর্গাপুরের সগড় ভাঙ্গার স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা প্রাক্তন কাউন্সিলর সুনীল চট্টোপাধ্যায়। সুনীল চট্টোপাধ্যায় স্বীকার করেন এই জন্য কটুক্তি পর্যন্ত শুনতে হয় আমাকে। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বলেও কোন লাভ হয়নি অভিযোগ সুনীল চট্টোপাধ্যায়ের।
0
Report
Paschim Bardhaman713213blurImage

যাদবপুরের শিল্পী দুর্গাপুরের রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ

Ganesh ChakrabortyGanesh ChakrabortySep 12, 2024 05:51:55
Durgapur, West Bengal:

হাতে প্লাকার্ড নিয়ে মুখে প্রতিবাদী গান গেয়ে আরজি করের ঘটনার বিচার চেয়ে একা একা দুর্গাপুরের রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ জানালো।এই দৃশ্য দেখে রাস্তায় পথচলতি মানুষ দাঁড়িয়ে পড়ে যুবকের এই প্রতিবাদে সামিল হলো। কেন এইভাবে রাস্তায় একা একা প্রতিবাদ করছেন।সৌমিক জানান কলকাতায় তীব্র প্রতিবাদ চলছে।জেলায় সেই প্রতিবাদের আঁচ ছড়িয়ে দিতেই আমি পথে নেমেছি।সৌমিক জানান রানীগঞ্জে প্রতিবাদ করেছি এরপর দুর্গাপুরে প্রতিবাদ করলাম। এইভাবে প্রতিবাদের আগুন ছড়িয়ে দিতে চাই আমি।

0
Report
Paschim Bardhaman713213blurImage

দুর্গাপুরে সিপিএমের প্রতিবাদ মিছিলে মানুষের ঢল

Ganesh ChakrabortyGanesh ChakrabortySep 10, 2024 04:45:18
Durgapur, West Bengal:
সিপিএমের মিছিলে মোবাইলে আলো জ্বেলে হাজার হাজার মানুষের পথ চলা।মুখে শ্লোগান আরজি করের ঘটনার সঠিক বিচার চাই দ্রুত বিচার শেষ করতে হবে।তথ্য প্রমাণ লোপাট কারীদের কঠোর শাস্তি দিতে হবে। সোমবার দুর্গাপুরের ভিড়িঙ্গী মোড় থেকে প্রান্তিকা পর্যন্ত সিপিএমের মিছিলে মানুষের ঢল নামলো। দলীয় রঙ দেখে নয়। মানুষ বিচার চেয়ে প্রতিবাদের মিছিলে পা মেলায়।সকলের মুখে একটাই স্বর জাস্টিস ফর আর জি কর
0
Report