Back

বিপদত্তারনী পূজো উপলক্ষে ভিড়িঙগী শ্মশান কালী মন্দিরে ভক্তদের ঢল
Durgapur, West Bengal:
আজ শনিবার,সেই সঙ্গে বিপদত্তারনী পূজো। বিপদনাশিনী মায়ের পূজো দিতে তাই দুর্গাপুরের ভিড়িঙগী শ্মশান কালী মন্দিরে ভোর থেকে ব্রতীদের লম্বা লাইন।পূজো দিয়ে হাতে লাল ধাগা পরে সংযমের মধ্য দিয়ে ব্রতীরা ব্রত পালন করছেন আজ। ভোর থেকে লম্বা লাইন মন্দিরে। মন্দিরে আজ বিশেষ পূন্য দিন উপলক্ষে প্রচুর ভক্তদের সমাগম ঘটেছে।কড়া পুলিশি নজরদারি রয়েছে মন্দির প্রাঙ্গণে।
0
Report
দুর্গাপুরে ইসকনের তিনটি রথে মাসির বাড়িতে যাত্রা করলেন ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রা
Durgapur, West Bengal:
অন্য বারের মতো একটি রথে নয়। এবার তিনটি রথে মাসির বাড়িতে যাত্রা করলেন ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রা আলাদা আলাদা ভাবে। নয়দিন আকবর মেলা ময়দানে অবস্থান করবেন তারপর উল্টো রথে ফের স্টিল টাউন শিপের এজোন স্থিত ইসকন মন্দিরে ফিরে আসবেন ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রা। নয়দিন ওখানে মেলা বসবে। বিভিন্ন ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। প্রতিদিন প্রসাদ বিতরণ করা হবে। হাজার হাজার ভক্ত রথের দড়িতে টান দেন পুন্য লাভের আশায়।
0
Report
দুর্গাপুরের ইসকনের রথ যাত্রার সূচনা করলেন মন্ত্রী প্রদীপ মজুমদার সহ বিশিষ্টরা
Durgapur, West Bengal:
দুর্গাপুরের ইসকনের রথ যাত্রার সূচনা হলো শুক্রবার সকালে। মন্ত্রী প্রদীপ মজুমদার, দুর্গাপুরের মহকুমা শাসক ডাঃ সৌরভ চট্টোপাধ্যায় সহ দুর্গাপুর ইস্পাত কারখানার উচ্চপদস্থ আধিকারিকরা ,ইসকনের মহারাজরা রথ যাত্রার সূচনা করেন। এবারের ইসকনের রথ যাত্রার বাজেট এক কোটি ৭৫লক্ষ টাকা।তিনটি রথে করে ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রা আলাদা করে মাসির বাড়ি গেলেন। নয়দিন অবস্থান করবেন মাসির বাড়ি আকবর মেলা ময়দানে। সেখানে নয়দিন ধরে বিভিন্ন ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। নয়দিন পর উল্টো রথ অনুষ্ঠিত হবে।
0
Report
৩৫০০০ বাড়িতে জগন্নাথ দেবের মহাপ্রসাদ কিভাবে পৌঁছানো হবে দুর্গাপুরের রেশনিং অফিসারের বক্তব্য শুনুন
Durgapur, West Bengal:
মুখ্যমন্ত্রীর নির্দেশে দীঘার জগন্নাথ ধামের মহাপ্রসাদ বিতরণ শুরু করেছে দুর্গাপুর প্রশাসন।দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ডে ৩৫০০০ বাড়িতে জগন্নাথদেবের মহাপ্রসাদ পৌঁছাতে দুর্গাপুরের রেশনদোকান গুলিকে ব্যবহার করা হচ্ছে।দুর্গাপুরের ইস্ট এবং ওয়েস্ট এর রেশনিং অফিসার প্রশান্ত মহাপাত্র রেশন দোকানে গিয়ে দীঘার জগন্নাথ ধামের মহাপ্রসাদ পৌঁছানোর তদারকি করছেন।প্রশান্ত মহাপাত্র বলেন দীঘার জগন্নাথধামের মহাপ্রসাদ এনে দুর্গাপুরের যেইসব মিষ্টির দোকানে মহাপ্রসাদ তৈরি করা হচ্ছে সেখানে মেশানো হয় এবং তা বিতরণ করা হচ্ছে।
0
Report
Advertisement
দীঘার জগন্নাথধামের প্রসাদ সংগ্রহ করতে লম্বা লাইন দুর্গাপুরে
Durgapur, West Bengal:
শনিবার থেকে দুর্গাপুরের ৩৩ নং ওয়ার্ডের অন্তর্গত ফরিদপুর রেশন দোকান থেকে দীঘার জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ শুরু হলো। দুর্গাপুর নগর নিগম এবং দুর্গাপুর মহকুমা প্রশাসনের কড়া নজরদারিতে এই প্রসাদ বিতরণ শুরু হয়। দুর্গাপুরের ৪৩ টি ওয়ার্ডেই একই ভাবে বেশ কয়েকদিন ধরে প্রসাদ বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা। প্রত্যেক বাড়িতে যাতে জগন্নাথ দেবের প্রসাদ পৌছে দেওয়া সম্ভব হয় এটাই লক্ষ্য বলে জানা গেছে। দীর্ঘ সময় লম্বা লাইনে দাঁড়িয়ে জগন্নাথ দেবের প্রসাদ পেয়ে খুশি স্থানীয় মানুষ।
0
Report
জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ নিয়ে ডিএমসির মুখ্যপ্রশাসক অনিন্দিতা মুখার্জির বক্তব্য শুনুন
Durgapur, West Bengal:
বাংলার প্রতিটি ঘরে ঘরে দীঘার জগন্নাথধামের প্রসাদ পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল কর্মসূচি নিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ নিয়ে প্রশাসনিক জোর তৎপরতা শুরু হয়েছে। দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রসাদ পৌঁছে দিতে দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি এবং দুর্গাপুর মহকুমা শাসক ডাঃ সৌরভ চট্টোপাধ্যায় বিভিন্ন এলাকায় তদারকি চালাচ্ছেন। শনিবার দুর্গাপুরের ৩৩ নং ওয়ার্ডের এক রেশন দোকান থেকে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ শুরু হয়।
0
Report
দুর্গাপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে মেধাবী পড়ুয়াদের পড়াশোনার সামগ্রী বিতরণ
Durgapur, West Bengal:
দুর্গাপুরের মহকুমা শাসকের উদ্যোগে দুর্গাপুরের বিভিন্ন স্কুলের মেধাবী পড়ুয়াদের পড়াশোনার সামগ্রী বিতরণ করা হলো বুধবার। দুর্গাপুরের সৃজনী সভাঘরে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে দেওয়া হয়। দুর্গাপুরের মহকুমা শাসক ডাঃ সৌরভ চট্টোপাধ্যায় এই অনুষ্ঠানে মেধাবী পড়ুয়াদের হাতে পড়াশোনার সামগ্রী তুলে দেন। তাছাড়া নেপালী পাড়া হিন্দি হাইস্কুলের প্রধান শিক্ষক তথা জাতীয় শিক্ষক ড: কলিমূল হক সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। স্কুলের মেধাবী পড়ুয়াদের উৎসাহ দিতে এই অনুষ্ঠানের আয়োজন বলে জানা গেছে।
0
Report
৪১হাজার ৬০০কিউসেক জল ছাড়া হলো দামোদর ব্যারেজ থেকে
Durgapur, West Bengal:
টানা দুদিন ধরে বৃষ্টি হচ্ছে রাজ্য জুড়ে। ঘূর্ণাবর্তের জেরে এই বৃষ্টি বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। তাই দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হলো ৪১ হাজার ৬০০ কিউসেক জল ।এই মরসুমে বর্ষা শুরু হতেই দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া শুরু হলো। বুধবারের দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ ৪১ হাজার ৬০০ কিউসেক।
ঝাড়খন্ড সহ এই রাজ্যে ভারী বৃষ্টির কারণে পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকে জল ছাড়া হচ্ছে ধাপে ধাপে বলে ডিভিসি সূত্রে জানা গেছে।
0
Report
পড়ুয়াকে কিভাবে ফিরে পাওয়া যাবে পরিবারের লোকজনদের সঙ্গে সঙ্গে চিন্তায় পড়শিরা
Durgapur, West Bengal:
রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে দোকানে জিনিসপত্র কিনতে গিয়ে নিখোঁজ এক নবম শ্রেণীর এক স্কুল ছাত্রী। রহস্যজনক ভাবে নিখোঁজ হয় দুর্গাপুরের ঔ ছাত্রী।বিস্তর খোঁজাখুঁজির পর মেয়েকে না পাওয়া গেলে শেষমেশ দুর্গাপুর থানার পুলিশের দ্বারস্থ হন নিখোঁজের পরিবারের লোকজন।এই ঘটনায় পরিবারের লোকজনদের সঙ্গে সঙ্গে পড়শিরাও চিন্তায় রয়েছেন নিখোঁজ মেয়েটিকে কিভাবে খুঁজে পাওয়া যাবে সেই নিয়ে। যদিও পুলিশের উপর আস্থা রয়েছে পরিবারের লোকজনদের এবং পড়শিদের সকলের।পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানান পড়শিরা।
0
Report
বিজেপি নেতাদের মারধর নিয়ে জীতেন তেওয়ারির কড়া প্রতিক্রিয়া
Durgapur, West Bengal:
অন্ডালের বনবহালের এক খোলা মুখ বেসরকারি খনিতে মৃত্যু হয় এক খনি কর্মীর। জানা গেছে মৃত ব্যক্তি বিজেপি নেতা সঞ্জয় যাদবের আত্মীয় । শনিবার বিজেপি নেতা সঞ্জয় যাদব সেই আত্মীয়ের দুর্গাপুর মহকুমা হাসপাতালের ময়নাতদন্ত করাতে এলে তৃণমূল কংগ্রেস কর্মীরা সঞ্জয়ের যাদবের উপর চড়াও হয় এবং সঞ্জয় যাদবের মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। এই ঘটনায় আরেক বিজেপি নেতা ও আহত হন বলে অভিযোগ।দলের আহত কর্মীদের প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া দেন বিজেপি নেতা জীতেন তেওয়ারি।
0
Report
দুর্গাপুর স্টিল প্লান্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে আই এন টিটি ইউ সির রাজ্য সভাপতির বক্তব্য
Durgapur, West Bengal:
শ্রমিক স্বার্থে তৃণমূল কংগ্রেসের পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান দুর্গাপুর বর্ধমান তৃণমূল কংগ্রেসের সাংসদ কীর্তি আজাদ , আই এন টি টি ই উ সির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার শনিবার দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করলেন।এক গুচ্ছ দাবিকে সামনে রেখে এদিনের বৈঠক হয়। বৈঠক শেষে আই এন টিটি ইউ সির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান ডিএসপি এবং এএসপি কারখানার শ্রমিক স্বার্থে আজকের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ।
0
Report
পানীয় জলের সরবরাহ নেই বিক্ষোভ সগড় ভাঙ্গার বাসিন্দাদের
Durgapur, West Bengal:
দীর্ঘ দিন ধরে এলাকায় পানীয় জলের সঠিক ভাবে সরবরাহ নেই। কোথাও কোথাও ছিঁটে ফোঁটা জল দেওয়া হলেও সেই জলে বাড়িতে পানীয় জলের চাহিদা মিটছে না। দীর্ঘ দিন ধরে বলেও এই সমস্যার সমাধান হয়নি। এই প্রবল দাবদাহের মধ্যে তীব্র পানীয় জলের সংকটে স্থানীয় মানুষের দিশেহারা অবস্থা।শুক্রবার পানীয় জলের পর্যাপ্ত সরবরাহ করার দাবি নিয়ে সগড় ভাঙ্গা অফিসে বিক্ষোভ দেখান সগড় ভাঙ্গার স্থানীয় মানুষ। অবিলম্বে এলাকায় পানীয় জল সরবরাহ করার দাবি জানান তারা।
0
Report
দুর্গাপুরে জাতীয় স্তরের সৌন্দর্য প্রতিযোগিতা নিয়ে কি বললেন ডঃ পারমি গোস্বামী শুনুন
Durgapur, West Bengal:
১৩ ই জুলাই দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলছে জাতীয় স্তরের সৌন্দর্য প্রতিযোগিতা। আয়োজক সংস্থার কর্ণধার ডঃ পারমি গোস্বামী এদিন ফ্যাশন শো এর পোষ্টার এবং থিম সং প্রকাশ করেন।এই উপলক্ষে শুক্রবার দুর্গাপুরের এক হোটেলে সাংবাদিক সম্মেলন করেন ডঃ পারমি গোস্বামী।
0
Report
দুর্গাপুরে জাতীয় স্তরের ফ্যাশন শো উপলক্ষে পোষ্টার এবং থিম সং প্রকাশ অনুষ্ঠান
Durgapur, West Bengal:
১৩ ই জুলাই দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলছে জাতীয় স্তরের সৌন্দর্য প্রতিযোগিতা ।আয়োজক সংস্থা দুর্গাপুরের ফ্যাশন সংস্থা লেডি ফাউন্ডেশন। শুক্রবার এই উপলক্ষে দুর্গাপুরের শুক্রবার অনুষ্ঠানটির আগাম পোস্টার লঞ্চ থিম সং প্রকাশ অনুষ্ঠিত হয় এক হোটেলে। পোস্টারটি লঞ্চ করলেন লেডি ফাউন্ডেশন এর কর্ণধার এবং ফ্যাশন শো এর আয়োজক ড : পারোমি গোস্বামী। তিনি এই ফ্যাশন শো উপলক্ষে তার নিজের জীবনের অভিজ্ঞতার নানা কথা এদিন জানান উপস্থিত সাংবাদিকদের। উল্লেখ্য তিনি নিজেও জাতীয় স্তরের বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতার খেতাব জয়ী।
0
Report
দুর্গাপুরে ফিডার ক্যানেলে রহস্যজনকভাবে মৃতদেহ উদ্ধার
Durgapur, West Bengal:
দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত তেঁতুলতলা কলোনির ফিডার ক্যানেলে এক ব্যক্তির মৃতদেহ দেহ উদ্ধার হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে মৃতের নাম নাম
পার্থ বাউরি, (৩২) স্থানীয় অর্জুনপুরের বাসিন্দা। কিভাবে এই ফিডার ক্যানেলে পার্থ বাউরি পৌঁছালেন এটাই রহস্যজনক ঘটনা। ফিডার ক্যানেলে পার্থ বাবু পড়ে মৃত্যু নাকি অন্য কিছু সব দিক খতিয়ে দেখে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
0
Report
২৮ লাখ টাকা ব্যয়ে সিটি সেন্টারের নজরুল সরনিতে স্ট্রিট লাইটের উদ্ধোধন
Durgapur, West Bengal:
স্থানীয় মানুষের দাবি মতো সিটি সেন্টারের নজরুল সরনিতে স্ট্রিট লাইট লাগানো হলো। দুর্গাপুর পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি এবং স্থানীয় কাউন্সিলররা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।আপাতত ৫৪ টি স্ট্রিট লাইট লাগানো হয়েছে।
0
Report
WB - অজ্ঞাত পরিচয় এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার দুর্গাপুরে
Durgapur, West Bengal:
দুর্গাপুর স্টিল টাউন শিপের বিজোনের মার্কিনী এলাকায় জঙ্গলে এক অজ্ঞাত পরিচয় মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ মৃতদেহটি এই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। স্থানীয় মানুষ জানান স্থানীয় কয়েকজন শিশু জঙ্গলে ছাগল চড়াতে গিয়ে মৃতদেহ টিকে দেখে। এরপরেই বিষয়টি জানাজানি হয়।
0
Report
WB News: দুর্গাপুরে প্রতিবাদীকে শাসানি এবং গাড়িতে আগুন নিয়ে পড়শিদের প্রতিক্রিয়া
Durgapur, West Bengal:
বাড়ির পাশের পার্কে অসামাজিক কার্যকলাপ চলছিল। মদ্যপদের চলছিল অকথ্য গালিগালাজ।বাড়িতে বৃদ্ধ মা এবং পরিবারের সদস্যরা রয়েছেন। প্রতিবাদ করায় রোষানলে পড়েন এক প্রতিবাদী ।দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত মহানন্দা পল্লীতে এক প্রতিবাদী সুবীর সরকারের স্করপিয় গাড়িতে সেই রোষানলের জেরে রাতের অন্ধকারে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতিরা।এই ঘটনায় পড়শিরা যেমন ক্ষুব্ধ এবং তেমনি আতঙ্কিত।তারা সংবাদ মাধ্যমের কাছে এই ঘটনা নিয়ে ক্ষোভের কথা জানান।
0
Report
দুর্গাপুরে প্রতিবাদীর গাড়িতে আগুন ধরিয়ে দিলো দুষ্কৃতিরা, আতঙ্কিত প্রতিবাদীর পরিবার
Durgapur, West Bengal:
বাড়ির পাশের পার্কে চলছিল অসামাজিক কার্যকলাপ। চলছিল গালাগালি। পার্কের পাশের বাড়ির মালিক প্রতিবাদ করায় বাড়ির মালিকে পুলিশের সামনে শাসানি এবং তারপর রাতের অন্ধকারে বাড়ির মালিক সুবীর সরকারের গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতিরা। দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত মহানন্দা পল্লীর ঘটনা। ঘটনার পর পুলিশ দুজন কে আটক করে। আতঙ্কে রয়েছেন সুবীর সরকারের পরিবারের সদস্যরা।সুবীর সরকারের স্ত্রী ঘটনার কথা সবিস্তারে সংবাদ মাধ্যমকে জানিয়ে আতঙ্কের কথা জানান।
0
Report
কংগ্রেস কে বেলাইন করে দিয়েছে,রাহুল গান্ধী এখন আর ইন্টারভিউ দেয় না বললেন দিলীপ ঘোষ
Durgapur, West Bengal:
অপারেশন সিন্দুর নিয়ে যারা বেফাঁস মন্তব্য করবেন তাদের ভারতীয় জনতা সাজা দেবে। বুধবার দুর্গাপুরে এসে একথা বলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন দেখুন ভারতের জনতা এতো বোকা নয়।যারা বেফাঁস মন্তব্য করবেন তাদের সাজা দেবে ভারতীয় জনতা। রাহুল গান্ধীকে উদাহরণ দিয়ে দিলীপ ঘোষ বলেন কংগ্রেস কে ভারতীয় জনতা বেলাইন করে দিয়েছে।ভারতে যে কংগ্রেস আছে তা বোঝায় যায় না।অপারেশন সিন্দুর নিয়ে কুমন্তব্য করায় ববি হাকিম ও পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীকে একহাত নেন দিলীপ ঘোষ
0
Report
দীঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর আতিথেয়তা খুব ভালো লেগেছিল বললেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু
Durgapur, West Bengal:
ওনার পলিটিক্স পছন্দ নয়। কিন্তু উনার আতিথেয়তা খুব ভালো। দুর্গাপুরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একথা বলেন বিজেপি নেতা দীলিপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। রিঙ্কু মজুমদার বলেন সবসময় পলিটিক্স মাথায় থাকে না।সব ধর্মীয় স্থান সবসময় ভালো লাগে। রিঙ্কু মজুমদার বলেন আমার স্বামীকে উনি যথেষ্ট আপ্যায়ন করেছেন তাই উনাকে আমার ও খুব ভালো লেগেছে। তবে উনার পলিটিক্স আমার পছন্দ নয়।এর আগে ও এর বিরোধিতা করেছি আমি। বুধবার দুর্গাপুরে জগন্নাথ মন্দির দর্শন করতে এসে এই কথা বলেন দিলীপ ঘোষের স্ত্রী।
0
Report
WB News: দুর্গাপুর মহকুমা হাসপাতালের ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৪ , আদালতে পেশ
Durgapur, West Bengal:
দুর্গাপুর মহকুমা হাসপাতালের এমার্জেন্সি গেট ভাঙচুর এবং হাসপাতালের ফ্যাসিলিটি ম্যানেজারকে মারধরের ঘটনায় গ্রেপ্তার হওয়া চারজন কে দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করা হয়।ধৃত চার জন বিধান নগর এলাকার বাসিন্দা। জানা গেছে পথ দুর্ঘটনার আহত এক ব্যক্তিকে মহকুমা হাসপাতালে ভর্তি করতে এলে আহত ব্যক্তির বন্ধুরা হাসপাতালে সকলে একসঙ্গে ঢুকতে চায়। নিরাপত্তা রক্ষীরা বাধা দিলে হাসপাতালে এমার্জেন্সি গেট ভাঙচুর করে বলে অভিযোগ। হাসপাতালের ফ্যাসিলিটি ম্যানেজারকেও মারধর করে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।
0
Report
Bardhaman - দুর্গাপুরে চুরির ঘটনায় চাঞ্চল্য: বিয়ের গহনা ও টাকা চুরি
Durgapur, West Bengal:
দুর্গাপুরের বেনাচিতির বিদ্যাসাগর পল্লীর এক বাড়িতে চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।বাড়ির মালকিনের অনুপস্থিতিতে চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আলমারি ভেঙ্গে বিয়ের সব গহনা ও নগদ দুলাখ টাকা চোরের দল নিয়ে যায় বলে জানা গেছে।মেয়ের বিয়ের প্রস্তুতি চলছিল।তাই বাড়িতে গহনা নগদ টাকা সব ছিল আলমারিতে। ফাঁকা ঘর পেয়ে সুযোগ বুঝে চোরের দল সব নিয়ে যায়।বাড়ির মালিক তখন কর্মস্থলে ছিলেন।বাড়ি ফিরে দেখেন আলমারি ভেঙ্গে চোরের দল সব নিয়ে গেছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
0
Report
Bardhaman - দুর্গাপুরে মদ্যপের নির্মম আক্রমনে মৃত ট্যাংকার চালক , অভিযুক্ত মদ্যপ গ্রেপ্তার
Durgapur, West Bengal:
এক মদ্যপের নির্মম আক্রমনে মারা গেলেন এক ট্যাংকার চালক। দুর্গাপুরের এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।মৃতের নাম যীশু কুমার। দুর্গাপুরের কড়ঙগ পাড়া এলাকায় বাড়ি। স্থানীয় সূত্রে জানা গেছে কোকওভেন থানার অন্তর্গত ভগত পল্লীতে স্থানীয় যুবক পিন্টু বাউরী যিশু বাড়ি যাবার সময় তাকে গালিগালাজ করে। যিশু প্রতিবাদ পিন্টু তাকে মাথায় রডের বাড়ি মারে বলে অভিযোগ। এরপরেই রক্তাক্ত যিশু রাস্তায় লুটিয়ে পড়ে। পুলিশ খবর পেয়ে এসে রক্তাক্ত যিশু কে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন যিশু কে।
0
Report
Durgapur: বসুন্ধরা পার্কের জঙ্গলে যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Durgapur, West Bengal:
দুর্গাপুরের এজোনের বসুন্ধরা পার্কের জঙ্গলে মঙ্গলবার সকালে এক যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হলো।এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় মানুষ জানান মঙ্গলবার সকালে বসুন্ধরা পার্কের জঙ্গলে যুগলের ঝুলন্ত মৃতদেহ দেখে তারা দুর্গাপুর থানায় খবর দেন। এরপর পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয় মানুষের দাবি মৃত যুবক জামগড়ার বাসিন্দা।মৃত মহিলার পরিচয় জানা যায়নি বলে দাবি স্থানীয়দের।এই রহস্যজনক ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ।
0
Report
Durgapur: পচাগলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার দুর্গাপুরের জঙ্গলে
Durgapur, West Bengal:
দুর্গাপুর উইমেন্স কলেজের ঠিক উল্টো দিকের জঙ্গলের গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার হয় মঙ্গলবার। স্থানীয় বাসিন্দারা জঙ্গলে স্নান করতে গেলে মৃতদেহ টি দেখতে পায়। এরপরেই পুলিশ কে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে।এটি আত্মহত্যা না খুন! পুলিশ রহস্য উন্মোচন করতে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
0
Report