Back

জলযন্ত্রণার যেন শেষ নেই
Ghatal, West Bengal:
চলতি মাসে ৩বার বন্যা পরিস্থিতির শিকার হতে হল ঘাটালের মানুষকে।এখনো জলস্তর বেড়েই চলেছে। বানভাসি ঘাটালের মানুষজন জানাচ্ছেন চরম দুর্ভোগে রয়েছেন তারা। পর্যাপ্ত পানীয় জল নেই,কোনোও ত্রান পাচ্ছেন না তারা । কতদিন এই জলযন্ত্রণা ভোগ করতে হবে সেই উত্তর নেই কারোর কাছেই।
14
Report
ফের ভয়াবহ বন্যা পরিস্থিতি
Harirampur, West Bengal:
জল বাড়ছে ঘাটালের প্লাবিত এলাকায়, ডুবেছে যাতায়াতের রাস্তা ঘাট, জলে তলায় আড়গোড়া ১ নম্বর চাতাল রাজ্যসড়ক, বন্ধ রাজ্যসড়কের ধারে দোকানপাট গুলিও । ডিঙি বা নৌকায় চলছে যাতায়াত, ঘাটাল পৌর এলাকা থেকে গ্রামীন এলাকা গুলি জলের তলায়, বৃষ্টির জলে প্লাবিত এলাকার বাসিন্দাদের এখনই দুর্ভোগ কমার কোনও লক্ষ্মণ নেই । সমস্ত পরিস্থিতির উপর নজর রেখে বানভাসি এলাকায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে মহকুমা প্রশাসনের তরফে।
14
Report
ঘুমের মধ্যেই মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত বাড়ি পরিবারের সদস্য রক্ষা পেলেও মারা গেল গবাদি পশু
Anandapur, West Bengal:
পশ্চিমমেদিনীপুর জেলার দাসপুর ২নং ব্লকে জোৎঘণেশশ্যাম দিলীপ মাইতি বাড়ি গত কাল সন্ধ্যা ৯টা নাগাদ বৃষ্টি কারণে মাটির বাড়িটি ভেঙ্গে পরে যায় ওই পরিবারে ৪সদস্য ছিলেন ওই বাড়ির দুয়ারে কোন রকমে বাইরে বেরিয়ে আসে ঘুমন্ত অবস্হা থাকলে বড় বিপদ হত এমন টা জানাচ্ছেন ওই পরিবারের সদস্য পাশে ৯টি গবাদি পশু মারা যায়।
14
Report
বন্যা পরিস্থিতি পরিদর্শনে এলেন মন্ত্রী
Ghatal, West Bengal:
টানা কয়েক দিনের বৃষ্টিতে জল বাড়তে শুরু করেছিল চন্দ্রকোনা শিলাবতী নদী ও কাঠিয়ার খালে। বন্যার আশঙ্কা থাকলেও শিলাবতী নদী ও কেটিয়াখালের জল কিছুটা কমেছে। চন্দ্রকোনার এক ও দু নাম্বার ব্লকের পলাশ্চাবড়ি ও সিমলা, কেশাডাল, বাগপতা এলাকা পরিদর্শন করে বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের হাতে ত্রান সামগ্রী তুলে দেন, তার পাশাপাশি কমিউনিটি কিচেনে সাধারণ মানুষজন ও কচিকাচাদের খাবার পরিবেশন করলেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া।
14
Report
Advertisement
নেই রাস্তা, অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার একমাত্র ভরসা ডুলি
Ghatal, West Bengal:
রাস্তার অবস্থা বেহাল তাই অসুস্থ মহিলাকে ঝোলাই করে নিয়ে আসা হচ্ছে মূল রাস্তায়। এই ছবি দেখতে হল পশ্চিম মেদিনীপুর জেলাতে। অভিযোগ পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের নারায়ণগড় 2 নম্বর গ্রামরাজ অঞ্চলের সানদেউলি গ্রামে ঢোকার রাস্তা । প্রায় ৭০০ মিটার রাস্তার অবস্থা এমনই খারাপ সেই রাস্তা দিয়ে যাতায়াত করায় দুর্বিষহ। অসুস্থ হয়ে পড়লে বর্ষাকালে বা বৃষ্টি হলে তাকে এভাবেই নিয়ে আসতে হয় বলেই অভিযোগ।
14
Report