Back
Lalu Khan
Paschim Bardhaman713302

বড়সড় দুর্ঘটনা মৃত চার ,এলাকায় শোকের ছায়া

LKLalu KhanJul 12, 2025 09:06:59
Asansol, West Bengal:
চারচাকা নিয়ে দীঘা যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল চার বন্ধুর এলাকায় শোকের ছায়া মৃতদের পরিবার সূত্রে জানা গেছে আসানসোলের কল্যাণপুর হাউসিং সংলগ্ন একটি আবাসন কলোনির বাসিন্দা, চার বন্ধু মিলে আসানসোল থেকে নিজেদের গাড়ি নিয়ে দীঘা বেড়াতে যাচ্ছিলেন। গতকাল রাতে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা এলাকায় গাড়িটির দুর্ঘটনা ঘটে। ঘটনায় চারজনেরই মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে খবর। মৃতেরা প্রত্যেকেই আসানসোলের ওই আবাসন কলোনী এলাকার বাসিন্দা বলে জানা গেছে। বিশ্বজিৎ মন্ডল, হিমাদ্রিশেখর পাত্র, কার্তিক লাহিড়ী
14
Report
Paschim Bardhaman713302

রাস্তায় প্রতিবাদে কুলটি ব্লক কংগ্রেস

LKLalu KhanJul 12, 2025 09:02:34
Asansol, West Bengal:
আসানসোল কুলটি রাস্তায় ধান গাছের চারা লাগিয়ে রাস্তা সারায়ের দাবিতে বিক্ষোভে সামিল কুলটি ব্লক কংগ্রেস রাস্তার বেহাল দশা, এর প্রতিবাদ জানিয়ে ধানের চারা গাছ লাগিয়ে প্রতিবাদ জানাল কুলটি ব্লক কংগ্রেস। পাসাপাসি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে কংগ্রেস কর্মীরা। কুলটি ডিসেরগড় রোডের রাস্তা অবস্থা বেহাল দশায় রয়েছে, বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে বচসা সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
6
Report
Paschim Bardhaman713304

মাঝ নদীতে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করল সিভিল ডিফেন্স

LKLalu KhanJul 12, 2025 07:31:43
Asansol, West Bengal:
আসানসোল --- অজয় নদের মাঝখানে পানীয় জলের প্রকল্পের পাইপলাইনে আটকে পড়া একটি যাত্রীবোঝাই নৌকা থেকে ১৬ জন যাত্রীকে সফলভাবে উদ্ধার করা হয়েছে।জানা গেছে, শুক্রবার রাত আটটার নাগাদ বীরভূম থেকে জামুরিয়ার সিদ্ধপুর-বাগডিহা ঘাটের দিকে আসার সময় নৌকাটি ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে নদীর মাঝে পানীয় জলের প্রকল্পের পাইপলাইনে আটকে যায়। নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তবে, সিভিল ডিফেন্স দলের দ্রুত এবং সুসংগঠিত প্রচেষ্টায় শনিবার ভোর চারটে নাগাদ যাত্রীদের নিরাপদে তীরে আন
10
Report
Paschim Bardhaman713359

সুনেনিন জামুরিয়ার বাসিন্দাদের বক্তব্য

LKLalu KhanJul 12, 2025 06:02:17
Asansol, West Bengal:
অজয় নদীর উপর জামুরিয়ার এই ঘাটে স্থায়ী সেতুর দাবি জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা সহ নৌকার মাঝি ।তারা জানিয়েছেন স্থায়ী সেতুর হলে বীরভূম জেলার সাথে যোগাযোগের সুবিধা হবে।
13
Report
Advertisement
Paschim Bardhaman713359

অজয়ের উপর ঝুঁকির পারাপার

LKLalu KhanJul 12, 2025 05:20:33
Sitarampur, West Bengal:
পশ্চিম বর্ধমানের সঙ্গে বীরভূম জেলার যোগাযোগের ক্ষেত্রে অজয় নদীর উপর স্থায়ী সেতুর দাবী জানালো স্থানীয়রা প্রসঙ্গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জল স্তর বেড়েছে পশ্চিম বর্ধমানের জামুরিয়ার পাশ দিয়ে বয়ে চলা অজয় নদীতে। জামুরিয়া থেকে বীরভূমের সঙ্গে যোগাযোগকারী অজয় নদীর এই ঘাটে তৈরি হয়েছিল অস্থায়ী বাঁসের সেতু। জল বাড়ার ফলে বাঁশ দিয়ে তৈরি সেতুটি জলের তোড়ে ভেসে যায়। স্থানীয় গ্রামবাসীদের চেষ্টায় প্রাণের ঝুঁকি নিয়ে নৌকায় করে চলছে যাতায়াত। পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার মধ্যে সংযোগকারী এই অ
11
Report
Paschim Bardhaman713359

রানিগঞ্জের নিমচা এলাকায় ধস

LLaluJul 11, 2025 18:40:11
Asansol, West Bengal:
আবারো ধসের ঘটনা ঘটলো আসানসোলের কালীপাহাড়ি ও নিমচা সংলগ্ন পুরুলিয়াডাঙ্গা,চলবলপুর এলাকায়। শুক্রবার সকালে স্থানীয়রা লক্ষ্য করেন পরিতক্ত জঙ্গলের বেশ কিছুটা অংশ ধ্বসে গিয়েছে মাটির নিচে। ধসে যাওয়া জায়গাটি থেকে সামান্য দূরে রয়েছে জনবসতি এলাকা, স্থানীয়রা জানিয়েছেন ভোরে চারটে নাগাদ ধ্বসে যাওয়ার ঘটনা ঘটে । অনেকটা অংশজুড়ে ধস নামার ফলে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়রা আরো জানান ওই এলাকায় পুরনো কোলিয়ারি ছিল, যা বন্ধ অবস্থায় রয়েছে। সে কারণেই ধস কিনা তা তদন্তের পরে বোঝা যাবে।
14
Report