Back

স্বামীর উপর স্ত্রীর পাশবিক অত্যাচার, ভিডিও দেখে হতবাক পুলিশ! তদন্তে নেমেছে প্রশাসন
Madhubona, West Bengal:
মধ্যপ্রদেশের পান্না জেলায় এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে, যেখানে এক স্বামী অভিযোগ করেছেন—স্ত্রী তাঁর উপর দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছেন। অভিযোগকারী লোকেশ মাঝি, যিনি রেলওয়েতে লোকো পাইলট পদে কর্মরত, জানান, তাঁর স্ত্রী হর্ষিতা রাইকওয়ার তাঁকে প্রায়ই নির্মমভাবে মারধর করেন।
14
Report