Back

একুশের মঞ্চের পথে,আসানসোল স্টেশনে
Sitarampur, West Bengal:
21 জুলাই কোলকাতার ধর্মতলার উদ্দেশ্যে আসানসোল স্টেশন থেকে রওনা দিল তৃণমূলের কর্মী ও সমর্থকরা।এদিন অগ্নিবীণা ও কোলফিল্ড এক্সপ্রেস ট্রেনে করে কোলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন।
11
Report
জাতীয় সড়কে ধস,একটি লেনেবন্ধ যান চলাচল
Sitarampur, West Bengal:
*আসানসোলে 19 নম্বর জাতীয় সড়কে ধস*
আসানসোলের 19 নম্বর জাতীয় সড়কের মরিচকোটা এলাকায় রাস্তার মাঝে ধস।ধসের জেরে গর্তের সৃষ্টি।এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়াই।জানা গিয়েছে রবিবার ভোরে হঠাৎই এই ধস নামে। জাতীয় সড়কের একটি লেনে ধসেরেরে আনুমানিক 15 থেকে কুড়ি ফিট গভীর গর্তের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ট্রাফিক পুলিশ সূত্রে খবর ইতিমধ্যেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে ঘটনাস্থল পরিদর্শনে আসার খবর পাওয়া গেছে। এই ধরনের ঘটনা রাতের অন্ধ
14
Report
গাঁজা উদ্ধারে গ্রেপ্তার তিন
Mogalmari, West Bengal:
আসানসোল,,প্রায় 44 কেজি গাঁজা সহ তিনজনকে গ্রেফতার করলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ।বুধবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার কাকড়শোল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।সূত্রের খবর ধৃতরা নদিয়া জেলা থেকে গাঁজা নিয়ে আসানসোল এসেছিল।তবে এত পরিমাণ গাঁজা কোথায় পাচার করা হচ্ছিল তার তদন্তে গোয়েন্দা বিভাগ।
14
Report
অরন্য সপ্তাহে কি পদক্ষেপ নিল পুরনিগম
Ramchandrapur, West Bengal:
সোমবার থেকে অরণ্য সপ্তাহ পালন শুরু করলো আসানসোল পুরো নিগম
এই উপলক্ষে কয়েক হাজার বৃক্ষ রোপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন পুরো নিগমের মেয়র পারিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জি ।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় ,ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, মেয়র পারিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জি সহ অন্যান্য আধিকারিকরা।
গুরুদাস চ্যাটার্জি বলেন "আজ থেকে অরণ্য সপ্তাহ পালন করা শুরু হলো, আমরা সাধারণ মানুষকে গাছ লাগানোর জন্য এখান থেকে গাছ দেয়া হবে।
14
Report
Advertisement
দেবাশিস খুনে অভিযুক্তকে গ্রেফতার
Ramchandrapur, West Bengal:
আসানসোলের কুলটি থানায় নেয়ামতপুর ফাঁড়ি এলাকায় দেবজ্যোতি খুনের কিনারা করলো কুলটি থানার পুলিশ
সোমবার ডিসিপি অফিসে এক সাংবাদিক বৈঠক জানিয়েছেন ডিসিপি পশ্চিম সন্দীপ কারারা। পুলিশ সূত্রে জানা গেছে জুন মাসের ৪ তারিখ কুলটির নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত এথোড়া রোড সংলগ্ন এলাকায় দেবজ্যোতি সিং এর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ । ঘটনার তদন্তে নেমে পুলিশ পাম্মি সিং নামে এক যুবতিকে গ্রেফতার করে , তদন্ত চালিয়ে পরে পুলিশ রাহুল মাঝি নামে আর একজনকে গ্রেফতার করে। রাহুলকে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ তদন্ত চালয়
14
Report