Back
Lalu
Paschim Bardhaman713359

উদ্ধার বিরল প্রজাতির চন্দনা

LLaluJul 12, 2025 18:07:32
Sitarampur, West Bengal:
দুর্গাপুর : পাচারের আগে উদ্ধার বিরল প্রজাতির চন্দনা। বাজেয়াপ্ত চার চাকার গাড়ি। গ্রেপ্তার ২। ধৃতদের নাম হান্নান শেখ ও কাশিম খান। দুজনেই পূর্ব বর্ধমানের বাসিন্দা। বনদপ্তর সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পাটনা থেকে একটি চার চাকার গাড়িতে করে বেশ কয়েকটি খাঁচায় বন্দি করে ১৭০ টি টিয়া পাখি আসছিল। পাচারের জন্য পূর্ব বর্ধমানে নিয়ে যাওয়া ছক ছিল। গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান বন বিভাগের দুর্গাপুর বনাঞ্চলের বনাদিকারিক সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাঁশকোপা টোল প্লাজার সামনে ওই গাড়িটিকে আটকানো হয়
14
Report