রসগোল্লা দিবসে বিনামূল্যে রসগোল্লা বিতরণ দুর্গাপুরে
প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি
স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জহরলাল নেহেরুর জন্ম দিবস শ্রদ্ধার সঙ্গে পালন করলেন বিভিন্ন কংগ্রেস নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা। আজ দুর্গাপুরে ইস্পাত নগরীর কাশীরাম দাস এলাকায় জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয়ে নেহেরু ভবনে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জহরলাল নেহেরু'র জন্মদিন পালন করা হল। পন্ডিত জহরলাল নেহেরুর প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায়।
অজয় নদীর বাঁধের পাশে অবাধে মাটি লুঠ
অজয় নদের বাঁধের পাশের জমিতে অবাধে মাটি লুঠ। বৃহস্পতিবার সকালেও কাঁকসার বিদবিহর গ্রাম পঞ্চায়েতের অজয়পল্লি এলাকায় জেসিবির মাধ্যমে সেই মাটি প্রথমে ট্রাক্টরে ভরা হচ্ছে। তারপর ওভারলোড মাটি বোঝাই ট্রাক্টরে করে সেই মাটি পাচার হচ্ছে বিদ বিহারের বিভিন্ন প্রান্তে। হুঁশ নেই প্রশাসনের। এইভাবে অবাধে মাটি কাটার জেরে দুর্বল হচ্ছে বাঁধ। অজয় নদে জল বাড়লে বাঁধও সহজেই ভেঙে যাবে বলে অভিযোগ তুলছে স্থানীয়রা।
ভাগ চাষির দেহ উদ্ধার ধান জমি থেকে
ভাতৃদ্বিতীয়ার সন্ধ্যায় নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার ধান জমি থেকে। খুনের আশঙ্কা স্থানীয়দের। কাঁকসার মলানদিঘি ফাঁড়ির নয়া কাঞ্চনপুরের বাসিন্দা। ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ।
দিল্লি পাবলিক স্কুলের সৃজনী অনুষ্ঠানে আইআইটি অধ্যাপকের পুরস্কার বিতরণ!
আজ দিল্লি পাবলিক স্কুল দুর্গাপুরের নবম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সৃজনী থিয়েটারে আয়োজিত হয়েছিল। উৎসাহ ও উত্তেজনার সাথে আয়োজিত এই অনুষ্ঠানে আইআইটি খড়গপুরের অধ্যাপক শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ শংকর কুমার নাথ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে জ্ঞানগর্ভ কথা বলেছিলেন, যা তাদের অনুপ্রাণিত করে। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন, যারা শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ ও কৃতিত্বের জন্য গর্বিত হন।
দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে সিবিএসই পড়ুয়াদের নিয়ে বক্সিং
দুর্গাপুরের সিটি সেন্টারের সিধু কানু ইনডোর স্টেডিয়ামে সিবিএসই পড়ুয়াদের জন্য বক্সিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনূর্ধ্ব ১৪, ১৭ ও ১৯ বছর বয়সী প্রতিযোগীরা ২২ থেকে ২৪ তারিখ পর্যন্ত অংশ নেবে। ৩৭টি সিবিএসই স্কুলের ১০৪ জন পড়ুয়া এতে অংশগ্রহণ করবে। এ সংক্রান্ত সাংবাদিক বৈঠকে বেসরকারি ইংরেজি স্কুলের ডাইরেক্টর সুব্রত চট্টোপাধ্যায় বলেন, খেলাধুলার প্রতি উৎসাহ বাড়ানোই তাদের প্রধান লক্ষ্য। তিনি জানান, বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি এবং পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকবে।
কাক ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কাপড়ের দোকান
পুজোর মুখে কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড। ব্যাপক আতঙ্ক গোটা বাজারে। ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। শুক্রবার ভোরে দুর্গাপুর স্টেশন বাজারের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ী দীপংকর সাহার অভিযোগ,"ভোর থেকে দমকল বিপাকে ফোন করা হচ্ছে কিন্তু দীর্ঘ সময় পর দমকল ঘটনাস্থলে পৌঁছেছে। শর্ট-সার্কিটে ছেড়ে অগ্নিকাণ্ড হওয়ায় দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডকেও খবর দেওয়া হলে তারাও সঠিক উত্তর দেননি। সময়ে দমকল বিভাগ এবং দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড উত্তর দিলে এত বড় ক্ষতি হতো না।"
এনভিএফের হাতে আক্রান্ত পুলিশ
টুমনি নদীর জলে প্লাবিত কয়েক হাজার বিঘা জমি
ঝাড়খণ্ডে বৃষ্টির জেরে অজয় নদের উপর সিকাটিয়া জলাধার থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত ৪২ হাজার কিউসেক হারে জল ছাড়া শুরু হয়েছে। অজয়ের নিম্নবর্তী এলাকা পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান জুড়ে সতর্কতা শুরু করেছে রাজ্য প্রশাসন। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে নদের ধারে না যাওয়ার কথা। গবাদি পশু এবং বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে যাওয়ার কথা। সেই জন্য টুমনির জলে প্লাবিত বিদবিহার ও মলানদিঘির বিষ্ণুপুরের কয়েক হাজার বিঘা জমি। চরম ক্ষতির মুখে চাষিরা
প্লাবনের আশঙ্কা বহু জেলা
জল ছাড়ার পরিমাণ বাড়ালো দুর্গাপুর ব্যারাজ। মঙ্গলবার সকাল নটা পর্যন্ত ব্যারাজ থেকে জল ছাড়া হয়েছে এক লক্ষ ৩৩ হাজার কিউসেক। সোমবার দুপুর পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি এবং সোমবার দুপুরের পর থেকে নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে যেতেই জল বেড়েছে অজয় দামদরে। ঝাড়খণ্ডের তেনুঘাট জলাধার,পাঞ্চেত এবং মাইথন থেকে দফাই দফাই ছাড়া হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত এক লক্ষ ৪৫হাজার ৫০০কিউসেক হারে জল ছাড়া হয়েছে। ইতিমধ্যেই দামোদর তীরবর্তী এলাকার মানুষজনকে সতর্কতা করা শুরু করেছে রাজ্য প্রশাসন।
দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হচ্ছে ৮৫ হাজার কিউসেক হারে জল
দক্ষিণবঙ্গজুড়ে তিন দিনের টানা নিম্নচাপের ফলে নদীর জল বেড়ে গেছে। আসানসোল ও দুর্গাপুরে ভারী বৃষ্টিতে দামোদর নদীর জল বেড়ে যাওয়ায় দুর্গাপুর ব্যারাজ থেকে সোমবার দুপুর পর্যন্ত ৮৫ হাজার কিউসেক জল ছাড়ছে। বৃষ্টির পরিমাণ কমলে জল ছাড়ার পরিমাণও কমবে বলে জানিয়েছে সেচ দপ্তর। গত ২৪ ঘণ্টায় দুর্গাপুরে ৭০ মিলিমিটার ও আসানসোলে ১৫১.৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঝাড়খন্ডে বৃষ্টি কম থাকায় মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে এখনও জল ছাড়েনি।
রেলের চাকরি দেওয়ার নামে ৩০লক্ষ টাকা প্রতারণা, গ্রেফতার ১
গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দুইজন গ্রেপ্তার
অণ্ডাল থানার পিওর জামবাদ এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘটনায় পুলিস দু'জন'কে গ্রেপ্তার করে রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে। তাদের শনিবার রাতে বনবহাল ফাঁড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিস।ধৃত মৃতার স্বামী'র নাম সৌমিত্র দে ও ধৃত ভাসুরের নাম সৌমেন দে। রবিবার আনুমানিক দুপুর দুটোয় আদালতের বিচারক ধৃত স্বামীকে ১৪ দিনের জেল হেফাজত ও ভাসুরকে ৫ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। বিয়ের পর থেকেই সঙ্গীতা দেবির ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করতো শ্বশুরবাড়ি লোকজন বলে অভিযোগ।
দুর্গাপুর জুড়ে মুষলধারে বৃষ্টি
উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা
দুর্গাপুরের ইস্পাত নগরীর শরৎচন্দ্র এভিনিউতে দুর্গাপুর ইস্পাত কারখানার জমিতে অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে এলাকাবাসীর বিরোধের মুখে পড়েন কর্তৃপক্ষ। জেসিবি দিয়ে উচ্ছেদ শুরু হলে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিআইএসএফ ও দুর্গাপুর থানার পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। স্থানীয় সমাজসেবী লক্ষণ ঘোষাল দুর্গাপুজোর পর উচ্ছেদ করার অনুরোধ জানান, যা মান্য করে কর্তৃপক্ষ এলাকা ত্যাগ করে।
রাস্তায় ধস, আতঙ্ক
দুর্গাপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার আরো এক
দুর্গাপুরের পলাশডিহাই দুর্গাপুর হাটে শুরু হচ্ছে গান্ধী বাজার
দুর্গাপুরের পলাশডিহায় ১৩ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত গান্ধী বাজার অনুষ্ঠিত হবে, যা চাইল্ড সাপোর্ট এন্ড উই স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক হয়েছিল। ওই স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক বচস্পতি চৌধুরী বলেছেন, “রাজ্যে দুর্গাপুরে প্রথমবারের মতো গান্ধী বাজার শুরু হতে চলেছে। নতুন প্রজন্মকে উৎসাহিত করতে এই মেলায় নতুন হস্তশিল্পীদের সামগ্রী থাকবে। রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড থেকে হস্তশিল্পীরা আসবেন এবং আমরা আশাবাদী যে বেচাকেনা ভালোই হবে।”
কাজের দাবিতে কারখানার মূল গেট আটকে বিক্ষোভে তৃণমূল কর্মী সর্মথকরা
দুর্গাপুরের সগড়ভাঙা কলোনির একটি বেসরকারি কারখানার মূল গেট বৃহস্পতিবার সকালে তৃণমূল কর্মী সমর্থকরা আটকে বিক্ষোভ করেন। বহিরাগতদের চাকরি দেওয়ার অভিযোগ তুলে স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা কর্তৃপক্ষকে দশ দিনের মধ্যে বহিরাগতদের সরানোর হুঁশিয়ারী দেন। দাবি না মানলে দুই ওয়ার্ডের লোকজন ও পার্টি কর্মীরা পরিবার নিয়ে গেটের সামনে বসে পড়বেন বলে সতর্ক করা হয়েছে।
দুর্গাপুর পথ দুর্ঘটনায় মৃত্যু দুই
দুর্গাপুর ডিভিসি মোড়ের উড়ালপুলের নিচে পথ দুর্ঘটনা। বুধবার রাতে তারা দুজনে বাইকে করে আসানসোল থেকে মুচিপাড়া অভিমুখে যাবার সময় ডিভাইডারের পোলে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ আশঙ্কাজনক অবস্থায় তাদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে।
এক কোটি টাকার ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার আরও ১
দিল্লির রেলের ঠিকাদার মুকেশ চাওলার গাড়ি থেকে ১ কোটি ১ লক্ষ টাকা ছিনতায়ের ঘটনায় চলতি মাসের ৬তারিখ গ্রেপ্তার হয় পুলিশের এসআই অসীম চক্রবর্তী, সিআইডির এসআই চন্দন চৌধুরী, বরখাস্ত হওয়া এইট ব্যাটেলিয়ানের কর্মী মৃত্যুঞ্জয় সরকার সহ ছয়জন। তদন্তের ভিত্তিতে পশ্চিম মেদিনীপুরের তমলুক থেকে গ্রেফতার আরো ১। ধৃত ব্যক্তির নাম মধুসূদন বাগ। পুলিশি হেফাজত চেয়ে তোলা হলো মহকুমা আদালতে। মঙ্গলবার রাতে তমলুকে ঘরে ঢুকতেই তাঁকে ধরে ফেলে দুর্গাপুর থানার পুলিশ।
সাড়ে এগারোটার পর খোলে সরকারি স্কুল, চাঞ্চল্যকর ঘটনা কাঁকসায়
কাঁকসার বনকাটি গ্রাম পঞ্চায়েতের কোটালপুকুরে রয়েছে একটি শিশু শিক্ষাকেন্দ্র। প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ৫ টি ক্লাসে রয়েছে ১৪জন পড়ুয়া। রয়েছেন একজন শিক্ষক, একজন শিক্ষকা। সরকারি স্কুল খোলার সময় সকাল ১০ টা ৫০ মিনিটে। সেখানে এই শিশু শিক্ষা কেন্দ্রে শিক্ষক আর শিক্ষিকা আসেন সাড়ে এগারোটার পর। বুধবার অবশ্য প্রধান শিক্ষক বিশ্বেশ্বর পাল শিশু শিক্ষা কেন্দ্রে পৌঁছান ১১টা ১৫মিনিটে আর সহ শিক্ষিকা রেখা দে পৌঁছান ১১টা ৩৫মিনিটে।
১১ মাইলে বামেদের সভায় উপস্থিত মীনাক্ষী মুখোপাধ্যায়
ভগবতী পুজোয় বিশেষ মাহাত্ম্য
তীর্থে গিয়ে নিখোঁজ, কাঁকসায় মিলল খোঁজ
পাঁচ দিন আগে পরিবারের সদস্যদের সাথে মায়াপুরের তীর্থ করতে যান উত্তরবঙ্গের ধুপগুড়ির বাসিন্দা জগন্নাথ সরকার (৬০)। তখনই নিখোঁজ হয়ে যান জগন্নাথবাবু। অনেক খোঁজাখুঁজির পরেও খোঁজ মেলেন। রবিবার সন্ধ্যায় কাঁকসার মলানদিঘী গ্রাম পঞ্চায়েতের রক্ষিতপুর সংলগ্ন জামডোবার একটি আশ্রমে মানসিক ভারসাম্যহীন ওই প্রৌঢ়কে ঘুরে বেড়াতে দেখে কাঁকসার মলানদিঘী ফাঁড়ির পুলিশ জিজ্ঞাসাবাদ করে। জানতে পারে অজ্ঞাত পরিচয় পৌঢ়র নাম পরিচয় তাকে উদ্ধার করে মলানদিঘী পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।