Back
Sanatan Garai
Paschim Bardhaman713205

দুর্গাপুরে জগন্নাথের মাথায় জল ঢাললেন দিলিপ-রিঙ্কু

Sanatan GaraiSanatan GaraiJun 11, 2025 08:03:24
Durgapur, West Bengal:
দিলীপ ঘোষকে নিয়ে কারোর কারোর অসুবিধে থাকতে পারে, কিন্তু দিলীপ ঘোষ যতই সমালোচনা হোক, তার নিজের স্টাইলেই চলবে। সস্ত্রীক দুর্গাপুরের জগন্নাথ মন্দিরে স্নান করাতে এসে মন্তব্য রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের। আজ সস্ত্রীক দিলীপ ঘোষ দুর্গাপুর চিত্রালয় মেলা ময়দান সংলগ্ন জগন্নাথ মন্দির দর্শনে আসেন, স্নান করান জগন্নাথ দেবকে। এরপর তিনি বলেন কোনো বিতর্ক নেই, কারোর কারোর অসুবিধে হচ্ছে তারা দীঘায় জগন্নাথ মন্দির দর্শন নিয়ে বিতর্ক তৈরী করছেন, দিলীপ ঘোষ যতই বিতর্ক হোক নিজের স্টাইলেই চলবে।
0
Report
Paschim Bardhaman713204

প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রায় ভক্ত সমাগম

Sanatan GaraiSanatan GaraiJun 11, 2025 06:58:28
Durgapur, West Bengal:
প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে দুর্গাপুরের ইসকন মন্দিরে ভক্ত সমাগম। ১০৮ কলসি জল দিয়ে প্রভু জগন্নাথ, সুভদ্রা এবং বলরামকে স্নান করানো হচ্ছে। সকাল থেকে চলছে হরিনাম সংকীর্তন। পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্তদের সমাগম হচ্ছে। সকলের জন্যই রয়েছে প্রসাদের ব্যবস্থা। নিরাপত্তার জন্য বিশেষ নজরদারি দুর্গাপুর থানার পুলিশের।
0
Report
Paschim Bardhaman713214

'দলের সাধারণ কর্মীদের খোঁজ নেওয়া হয় না', এ কি বললেন দিলীপ ঘোষ!!

Sanatan GaraiSanatan GaraiJun 11, 2025 03:15:55
Durgapur, West Bengal:
'দলের বহু সাধারণ কর্মী কে কোথায় আছে খোঁজখবর নেওয়া হয় না। আমি এইসব লোকেদের খোঁজখবর নেওয়ার জন্য সব জায়গায় যাই।' দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দানে প্রাতভ্রমনে বেরিয়ে বললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, আপাতত আমরা সবাই সাধারণ কর্মী। আমি জানিনা দলের কি কর্মসূচি হচ্ছে। আমি যখন গ্রামেগঞ্জে যাই তখন সাধারণ কর্মীদের সাথে কথা বলি তাদের খোঁজ খবর নিই।"
0
Report
Purba Bardhaman713212

মন্ত্রী ববি হাকিম আর পাণ্ডবেশ্বরেরর বিধায়ককে সমাজবিরোধী বললেন দিলীপ ঘোষ

Sanatan GaraiSanatan GaraiJun 11, 2025 03:06:34
Bistupur, West Bengal:
দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দানে প্রাতভ্রমনে বেরিয়ে বললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি মন্ত্রী ফিরহাদ হাকিম আর পাণ্ডবেশ্বরের বিধায়ককে আক্রমণ করে বলেন,"ববি হাকিম ও পান্ডবেশ্বরের বিধায়ক সমাজ বিরোধী। যারা প্রধানমন্ত্রীকে অপারেশন সিঁদুর নিয়ে কটাক্ষ করে তাদেরকে একঘরে করে রাখা উচিত।"
0
Report
Advertisement
Paschim Bardhaman713202

WB - রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব! প্রতিবাদীর গাড়িতে আগুন, উত্তপ্ত দুর্গাপুর

Sanatan GaraiSanatan GaraiJun 10, 2025 06:53:26
Durgapur, West Bengal:
অসামাজিক কাজের প্রতিবাদ, প্রতিবাদীর বাড়ির গা ঘেঁষে দাড় করানো চার চাকা গাড়িতে রাতে আগুন লাগিয়ে দিলো দুষ্কৃতীরা। ঘটনাস্থল দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত ৪১ নম্বর ওয়ার্ডের মহানন্দা পল্লীতে। বরাত জোরে পরিবার নিয়ে প্রাণে বাঁচলেন দুর্গাপুরের প্রতিবাদী সুবীর সরকার। ঘটনার সূত্রপাত সোমবার রাত নাগাদ, সুবীর বাবুর বাড়ির পেছনে একটি পার্ক রয়েছে, প্রতিদিন অন্ধকার নামলেই ঐ পার্কে মদ জুয়ার আসর বসে, চলে গালাগালি। প্রতিদিনকার এই ঘটনায় অতিষ্ট সুবীর সরকার প্রতিবাদ করেছিলেন, কোক ওভেন থানার পুলিশকে ডেকে পাঠিয়ে ব্যবস্থা নেন তিনি। অপরাধ এটাই। পুলিশের সামনেই সুবীর সরকারকে হুমকি দিতে থাকে সমাজ বিরোধীরা। পুলিশ তখনকার মতো অশান্তি থামিয়ে দেয়। একটি মোটর বাইক থানায় নিয়েও চলে যায় পুলিশ। তারপরেই গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
0
Report
Paschim Medinipur721232

WB News : দুর্গাপুরের দামোদর আরতিতে মানুষজনের ভিড়

Sanatan GaraiSanatan GaraiJun 10, 2025 05:10:27
Birbhanpur, West Bengal:
হরিদ্দার আর বেনারসে ধাঁচে দুর্গাপুরের দামোদর নদে আরতি। আগস্ট মাসে পদার্পণ করতে চলেছে ষষ্ঠ বর্ষে। এই আরতি দেখতে প্রতিদিন সন্ধ্যায় ভিড় জমায় শয়ে শয়ে মানুষ। দামোদরের তীরে রয়েছে একটি সূর্য মন্দির। এই সূর্য মন্দিরে এবং দামোদরের আরতি চলে প্রতিদিন সন্ধ্যায়।
0
Report
Paschim Bardhaman713206

WB - উত্তাল সরকারি মহাবিদ্যালয়

Sanatan GaraiSanatan GaraiJun 09, 2025 13:29:00
Durgapur, West Bengal:
সোমবার সকালে প্রতিদিনের মতো চলছিল দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয় ক্লাস কিন্তু হঠাৎই ক্ষোভে ফেটে পড়েন ছাত্র ছাত্রীরা। শুরু হয় ছাত্র-শিক্ষক দুই পক্ষের বচসা, চলে অবস্থান বিক্ষোভ। ছাত্র দের অভিযোগ কলেজে দীর্ঘ বহুদিন ধরে ঠিকই মতো ক্লাস নিচ্ছেন না অধ্যাপকরা। প্রিন্সিপালকে অভিযোগ জানাতে গেছিলাম। এই চিঠি পাওয়ার পর ই দর্শন বিভাগের শিক্ষিকা আমাদের অপর চড়াও হন এবং আমাদের ভবিষ্যত নষ্ট করার হুমকি দিতে থাকেন।তারপরেই চাওয়ার কারণে অবস্থান বিক্ষোভ শুরু করে পড়ুয়ারা। প্রিন্সিপাল জানান এটি একটি অভন্তরীণ ব্যাপার, আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া হবে।
0
Report
Purba Bardhaman713212

WB News : দলগতভাবে ব্যবস্থা নেওয়া হবে, ওয়ার্ডের যুব সভাপতির দাদাগিরি প্রসঙ্গে বললেন ব্লকের যুব সভাপতি

Sanatan GaraiSanatan GaraiJun 09, 2025 08:27:21
Bistupur, West Bengal:

দুর্গাপুরের 19 নম্বর ওয়ার্ড তৃণমূলের যুব সভাপতি দীপক গড়াইয়ের দাদাগিরি প্রসঙ্গে দু'নম্বর ব্লক তৃণমূলের যুব সভাপতি রাজু সিং বলেন,"এই ধরনের ঘটনা কাম্য নয়। আমরা দলগতভাবে ব্যবস্থা গ্রহণ করব। পুলিশও নিশ্চয়ই কড়া ব্যবস্থা নেবে। এই ধরনের ঘটনা কোনভাবেই বরদাস্ত করা হবে না।"

0
Report
Paschim Bardhaman713213

WB News : পারিবারিক বিবাদে তৃণমূল নেতার 'মস্তানি'

Sanatan GaraiSanatan GaraiJun 09, 2025 08:26:44
Durgapur, West Bengal:
পারিবারিক বিবাদে তৃণমূল নেতার দাদাগিরি। এক যুবককে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার এবং এক ব্যক্তিকে খুন করার হুমকির অভিযোগ ওয়ার্ড তৃণমূলের যুব সভাপতির বিরুদ্ধে। উত্তেজনা দুর্গাপুর থানার ভিরিঙ্গীর গরাইপাড়া এলাকায়। ওই যুবক সমিত মন্ডল আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মহকুমা হাসপাতালে। তৃণমূল নেতার চড় থাপ্পড় আর ঘুষিতে অল্প বিস্তার আহত হয় দীপক মন্ডল নামের ওই ব্যক্তিও। পলাতক ১৯ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি দীপক গড়াই। এটাই হচ্ছে তৃণমূলের কালচার কটাক্ষে বিরোধীরা। দলগতভাবে কড়া ব্যবস্থা নেওয়া হবে পরিষ্কার বক্তব্য ব্লকের যুব সভাপতির। তদন্তে পুলিশ।
0
Report
Purba Bardhaman713212

WB News: পঞ্চম শ্রেণিকক্ষ পরিণত গুদাম ঘরে, আতঙ্কে পঠন পাঠন

Sanatan GaraiSanatan GaraiJun 09, 2025 07:14:39
Bistupur, West Bengal:
ক্লাস রুমে রাখা রয়েছে গ্যাস সিলিন্ডার, মজুত রয়েছে চাল, ডালের বস্তা, সবজি আর মিডডে মিলের সামগ্রী ভর্তি ড্রাম। সেই 'গুদাম' রুমেই ঝুঁকি নিয়ে চলছে পঠন পাঠন। ক্ষোভ অভিভাবকদের। উদ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে দাবি প্রধান শিক্ষকের। কাঁকসার মলানদিঘী গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে ছয়টি ক্লাসের জন্য ছটি রুম। একটি অফিস রুম। কোন স্টোর রুম নেই। সেই জন্যই মিড ডে মিলের যাবতীয় জিনিসপত্র রাখা হয় পঞ্চম শ্রেণীকক্ষে। পঠন পাঠনের সমস্যার সৃষ্টি হয়। পঞ্চম শ্রেণিকক্ষ গুদাম ঘরে পরিণত হওয়ায় টিএলএম ব্যবহার করা যায় না। প্রায় দেড়শ পড়ুয়া রয়েছে। কিন্তু মিড ডে মিলের খাবার খাওয়ার জন্য রয়েছে ৩০ জনের বসার মত সেড। সেই জন্য বেশিরভাগ পড়ুয়াকে রোদের মধ্যে বসে খেতে হয়।
0
Report
Paschim Bardhaman713212

WB - হিন্দুস্তান স্টিল এমপ্লয়ীজ ইউনিয়নের সাংবাদিক বৈঠক

Sanatan GaraiSanatan GaraiJun 09, 2025 05:53:22
Bistupur, West Bengal:
দুর্গাপুরের সিটি সেন্টারে একটি বেসরকারি হোটেলে হিন্দুস্তান স্টীল এমপ্লয়ীজ ইউনিয়ন দুর্গাপুরের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো। হিন্দুস্তান স্টীল এমপ্লয়ীজ ইউনিয়ন দুর্গাপুরের সভাপতি বললেন ইস্পাত ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে আগামী জুলাই মাসের ৫ ও ৬ তারিখ বিদ্যাসাগর শিশু সহায়তা কেন্দ্রের সাহায্যার্থে দুদিনের সাংস্কৃতিক উৎসব গান ও নাটকের মাধ্যমে যেটি অনুষ্ঠিত হবে দুর্গাপুরে সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে। শহীদ আশীষ জব্বর ফুটবল টুর্নামেন্ট যা প্রতি বছর হয় এ বছরেও প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিন অর্থাৎ ৮ই জুলাই এই ফুটবল টুর্নামেন্ট দুর্গাপুর ইস্পাত নগরীর লাল ময়দানে অনুষ্ঠিত হবে।
0
Report
Paschim Bardhaman713210

WB News: ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির কিনারা করলো দুর্গাপুর থানার পুলিশ

Sanatan GaraiSanatan GaraiJun 07, 2025 09:34:26
Durgapur, West Bengal:
গত ২৮শে মে দুর্গাপুর ২০ নাম্বার ওয়ার্ড বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা মধুমিতা পালের বাড়িতে তার মেয়ের বিয়ের আগেই প্রকাশ্য দিবালোকে দুসাহসিক চুরি হয়। সর্বস্বান্ত হন ওই গৃহকর্তী। দুর্গাপুর থানার এ জোন ফাঁড়ির ইনচার্জ এস আই রমজুর রহমানের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে শুরু হয় তদন্ত। চলতি মাসের ২ তারিখ দুর্গাপুর ৮ নাম্বার ওয়ার্ড নিশান হাট বস্তি এলাকা থেকে চুরি করা সামগ্রী সহ একজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশি জেরায় আরেকজনের নাম উঠে আসে। চলতি মাসের ৫ তারিখ তাকেও দুর্গাপুর ৮ নাম্বার ওয়ার্ড নিশানহাট বস্তি এলাকা থেকে চোরাই মাল সহ গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাদের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
0
Report
Paschim Bardhaman713210

আকবর রোডে বকরি ঈদের নামাজ

Sanatan GaraiSanatan GaraiJun 07, 2025 05:05:18
Durgapur, West Bengal:
দুর্গাপুরের আকবর রোড গ্যারেজ ময়দানে বকরি ঈদের নামাজ। সকাল থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষজনের ভিড় দেখা যাচ্ছে। নামাজ শেষে কোলাকুলি করতেও দেখা যাচ্ছে। সকাল থেকেই আনন্দে মাতোয়ারা সকলেই। সম্প্রীতির বার্তা দিতেও দেখা যাচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষদের।
0
Report
South 24 Parganas743370

সেনাবাহিনীর কৃতিত্বকে নিয়ে কেউ রাজনীতি করবে এটাতে আপত্তি বললেন তৃণমূল বিধায়ক

Sanatan GaraiSanatan GaraiJun 07, 2025 05:05:00
Gosaba, West Bengal:
সেনাবাহিনীর কৃতিত্বকে কেউ রাজনৈতিক হিসাবে ব্যবহার করবে, সেটাতেই আপত্তি। আমি নিজে ভারতীয় সেনাবাহিনীকে সম্মান করি। পাণ্ডবেশ্বর তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নামে বিজেপি নেতার অভিযোগ দায়ের প্রসঙ্গে একথা বললেন বিধায়ক।
0
Report
Paschim Bardhaman713210

তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নামে অভিযোগ দায়ের বিজেপি নেতার

Sanatan GaraiSanatan GaraiJun 07, 2025 05:04:38
Durgapur, West Bengal:
পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের। লিখিত অভিযোগ দায়ের করা হলো অপারেশন সিঁদুর নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য। জেলা বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় লিখিত অভিযোগ দায়ের করলেন পান্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের নামে। তার বক্তব্যকে অপব্যাখ্যা করা হচ্ছে পাল্টা সাফাই তৃণমূল বিধায়ক নরেন্দ্র নাথ চক্রবর্তীর।
0
Report
South 24 Parganas743370

WB News: 'অনুব্রতকে জেলে পড়ো', পুলিশ কর্মীর সামনে ক্ষোভে বহুরূপী

Sanatan GaraiSanatan GaraiJun 06, 2025 10:53:42
Sonagar, West Bengal:
মুচিপাড়ায় বহুরূপীকে দেখা যায়। এক পুলিশকর্মীকে বলতে থাকেন, " অনুব্রতকে জেলে ভরো।" যদিও পুলিশটি তাকে কিছু বলতে গেলে রাম রুপি ওই বহুরূপী আবার বলেন আমাদেরকে গালিগালাজ করে লাভ নেই অনুব্রতকে জেলে ভরো। এই কথোপকথন মোবাইল মাধ্যমে ছড়িয়ে পড়তেই কিছু মানুষ মজা নেন, কিছু মানুষ আঁতকে ওঠেন বহুরূপীর এই কান্ড দেখে। যদিও শিল্পীদের রাজ্য সরকারের নথিভুক্ত আইডেন্টিটি কার্ডটি ওই বহুরূপীর গলায় ঝুলছিল সেটি দেখিয়ে তিনি সরাসরি বলেন মুখ্যমন্ত্রী সবার কথা ভাবেন কিন্তু কিছু মানুষ এর ভুল ব্যাখ্যা করছেন।
0
Report
Paschim Bardhaman713204

WB News- দুর্গাপুরে পুলিশ বৃক্ষরোপণ কর্মসূচি: আসানসোলের ডিসি ইস্টের উপস্থিতি

Sanatan GaraiSanatan GaraiJun 05, 2025 09:49:44
Durgapur, West Bengal:

দুর্গাপুর থানার পুলিশের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ইস্ট অভিষেক গুপ্তা, এসিপি সুবীর রায় এবং অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ।

0
Report
Paschim Bardhaman713216

WB News- দুর্গাপুরে বিজেপি মহিলা নেত্রীর প্রতি মারধরের ঘটনা ঘটার পর উত্তেজনা সৃষ্টি হয়েছে, এবং তৃণমূলের বাড়ি ভাঙচুরেরও ঘটনা ঘটেছে

Sanatan GaraiSanatan GaraiJun 05, 2025 08:06:59
Durgapur, West Bengal:

বিজেপি মহিলা নেত্রীকে মারধরের অভিযোগে দুর্গাপুরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিজেপি নেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাল্টা ভাঙচুরের অভিযোগ উঠেছে একটি তৃণমূল কর্মীর বাড়ি ও বাইকের বিরুদ্ধে। শাসক ও বিরোধীর মধ্যে স্লোগানগুলির আদান-প্রদান চলছে। বিজেপি অশান্তি তৈরি করছে, এই অভিযোগ তুলেছেন তৃণমূল নেতৃবৃন্দ। বিজেপি নেতৃত্ব শাসক দলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। রাজেশ সেনগুপ্ত দুর্গাপুর থেকে জানাচ্ছেন যে, বিজেপির স্থানীয় বুথ সম্পাদিকাকে তুলে নিয়ে গিয়ে ব্যাপক মারধরের অভিযোগ উঠেছে। ঝুমা বাউরী নামে উক্ত বিজেপি মহিলা নেত্রী দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছেন। গতকাল বুধবার রাতে দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের নবীন পল্লীতে এই ঘটনা ঘটেছে। বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা একটি তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর করেছে। এর ফলে নবীন পল্লী এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দুই পক্ষ নিউটাউনশীপ থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে।

0
Report
Paschim Bardhaman713216

WB News- শিবপুরে বৃক্ষরোপণ কর্মসূচিতে শিশুদের অসাধারণ অংশগ্রহণ প্রকাশ পেয়েছে

Sanatan GaraiSanatan GaraiJun 05, 2025 08:00:15
Durgapur, West Bengal:

কাঁকসার শিবপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিট অফিসার অনুপ মন্ডল, বিদবিহার গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষ্মীমণি টুডু, সদস্য স্বপন সূত্রধর এবং আরও অন্যান্য আমন্ত্রিত অতিথিগণ। পঞ্চায়েতে খুদে পড়ুয়াদের দ্বারা বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

0
Report
Paschim Bardhaman713213

WB News- তৃণমূলের যুব সভাপতির ক্ষোভ: 'কোর কমিটিতে অযোগ্যদের স্থান!

Sanatan GaraiSanatan GaraiJun 05, 2025 06:03:34
Durgapur, West Bengal:

যারা ব্যবসায়ী এবং সিপিএম বিজেপির সাথে যুক্ত, তাদের মধ্যে থেকে কেবলমাত্র কোর কমিটিতে নাম পেল। তৃণমূল শ্রমিক সংগঠনের নতুন কোর কমিটি নিয়ে তৃণমূলের কর্মী সভায় ক্ষোভ প্রকাশ করেছেন দু'নম্বর ব্লক তৃণমূলের যুব সভাপতি রাজু সিং। বুধবার বিকেলে দুর্গাপুরের ইস্পাত নগরীর রবীন্দ্রভবনে তৃণমূলের কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, সাংসদ কীর্তি আজাদ, জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং, দু'নম্বর ব্লক তৃণমূলের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় সহ জেলা তৃণমূলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ওই সভায় তৃণমূল যুবনেতার ক্ষোভের ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি বলেন, 'আমরা ভেবেছিলাম তৃণমূল শ্রমিক সংগঠনের ভালো কমিটি পাব। কিন্তু কোর কমিটিতে যারা স্থান পেলেন, তারা দল চালাতেই ব্যর্থ হয়েছেন।'

0
Report
Paschim Bardhaman713205

WB News- দুর্গাপুরে তৃণমূলের কোর কমিটিতে ব্যবসায়ীদের স্থান নিয়ে ব্যাপক আলোচনা চলছে

Sanatan GaraiSanatan GaraiJun 05, 2025 05:18:36
Durgapur, West Bengal:

দুর্গাপুরের আইএনটিটিইউসির কোর কমিটি নিয়ে তৃণমূলের কর্মীসভায় ক্ষোভ প্রকাশ করেন দুর্গাপুরের দু'নম্বর ব্লক তৃণমূলের যুব সভাপতি রাজু সিং। যারা ব্যবসায়ী যারা বিজেপি সিপিএমের সাথে যুক্ত তাদেরকে কোর কমিটিতে জায়গা করে দেওয়া হল। এমনই ভিডিও ভাইরাল ঘিরে তোলপাড় দুর্গাপুর। সমালোচনায় সরব হয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই বলেন,"যারা যোগ্য তাদের জায়গা দেওয়া হয়নি। আগে যাদের নাম ছিল এই কমিটিতে সেই টাকা লুট হয়ে যাচ্ছিল। কালীঘাটের যাতে পুরো টাকায় চলে যায় সেই জন্য নতুন কমিটি করা হয়েছে।"

0
Report
Bankura713402

দামোদরে স্নানে ৩ বন্ধুর তলিয়ে যাওয়ার ঘটনা, আতঙ্কিত স্থানীয়রা!

Sanatan GaraiSanatan GaraiJun 04, 2025 12:35:48
Randiha, Nityanandapur, West Bengal:
দামোদরে স্নানে নেমে তলিয়ে গেল ৩ বন্ধু। শোরগোল বুদবুদের রনডিহাই। ঘটনাস্থলে বুদবুদ থানার পুলিশ। তলিয়ে যাওয়া তিন যুবকের নাম সুরজিৎ বিশ্বাস জিৎ অধিকারী ও অভিজিৎ গায়েন তিনজনেরই বয়স ১৬ থেকে ১৮ এর মধ্যে। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে পানাগরের দু'নম্বর কলোনি এলাকার ৮ বন্ধু বুদবুদের রনডিহাই দামোদরের ধারে ঘুরতে যায়। স্নানে নামে ৭ বন্ধু। তিন বন্ধু তলিয়ে যেতে থাকে। তাদের উদ্ধারের চেষ্টা চালায় বাকি বন্ধুরা। ব্যর্থ হয়। বাকিরাও তলিয়ে যেতে থাকে। এই দৃশ্য দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার কার্য শুরু করে। ৪ বন্ধুকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হলেও তিন জন তলিয়ে যায়। খবর দেওয়া হয় বুদবুদ থানার পুলিশকে। বুদবুদ থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবেলা দপ্তরকে।
0
Report
Paschim Bardhaman713216

দুর্গাপুরে এসএসসি প্যানেল বাতিলের প্রতিবাদে নাগরিক সমাজের আন্দোলন!

Sanatan GaraiSanatan GaraiJun 04, 2025 12:34:21
Durgapur, West Bengal:
এসএসসি প্যানেল বাতিলের প্রতিবাদে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে দুর্গাপুর নাগরিক সমাজ। দুর্গাপুরের সিটি সেন্টারজুড়ে চলে এই প্রতিবাদ মিছিল। নেতৃত্ব দেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তিনি বলেন,"এসএসসির প্যানেল বাতিলের ফলে চাকরি গিয়েছে যোগ্য শিক্ষকদেরও। তারই প্রতিবাদে বিকাশ ভবনের সামনে বিক্ষোভে নেমেছিল যোগ্য শিক্ষক শিক্ষিকারা। তখনই তাদের উপর নির্মমভাবে হামলা চালায় পুলিশ। তারই প্রতিবাদে আজকের প্রতিবাদ মিছিল। ধারাবাহিকভাবে চলবে আমাদের আন্দোলন।"
0
Report
Paschim Bardhaman713216

WB News: বিনা অনুমতিতে চলছে অবৈধ পার্কিং

Sanatan GaraiSanatan GaraiJun 04, 2025 09:17:55
Durgapur, West Bengal:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তা ছিল সরকারী জমি দখল করা যাবে না। নবান্নর প্রশাসনিক বৈঠক থেকে ছিল এই কড়া বার্তা। কিন্তু সত্যি কি শোনা হচ্ছে মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তা???? দুর্গাপুর সিটি সেন্টার বাস স্ট্যান্ডে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমিতে দিব্বি চলছে পার্কিং জোন। ১০ ও ২০ টাকার সাদা ও হলুদ রঙের কুপন ছাপিয়ে দিব্বি চলছে এই পার্কিং জোন। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ চেয়ারম্যান কবি দত্ত সাফ জানিয়ে দিলেন পর্ষদের অনুমতি ছাড়া পার্কিং চালালে কড়া ব্যবস্থা নেওয়া হবে। 

0
Report
Paschim Bardhaman713216

WB News: বর্ষিয়ান কংগ্রস নেতার মৃত্যু বার্ষিকীতে রক্তদান শিবির

Sanatan GaraiSanatan GaraiJun 04, 2025 08:49:35
Durgapur, West Bengal:
প্রয়াত বর্ষিয়ান কংগ্রেস নেতা বংশী বদন কর্মকারের মৃত্যুবার্ষিকীতে রক্তদান শিবির। দুর্গাপুরের বিধাননগর হাউসিং কমপ্লেক্সের এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী বর্ষিয়ান কংগ্রেস নেতা সুদেব রায় জেলা কংগ্রেসের নেত্রী মেঘনা মান্না সহ কংগ্রেস নেতৃত্ব। এই রক্তদান শিবিরের প্রায় 30 জন রক্ত দাতা রক্ত দান করেন। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করে। এছাড়াও এইদিন দিন স্মরণ সভা হয়। তিন নম্বর ব্লকের কংগ্রেসের সভাপতি সুদীপ্ত কর্মকার বলেন,"বাবার অষ্টম তম মৃত্যুবার্ষিকী। আমরা বাবার মৃত্যুবার্ষিকী পালন করি রক্তদান শিবির করে। এইদিনও রক্তদান শিবির হয়।"
0
Report
Paschim Bardhaman713216

দুর্ঘটনা ঢুকতেই স্পিড মিটার দিয়ে নজরদারি

Sanatan GaraiSanatan GaraiJun 04, 2025 08:44:31
Durgapur, West Bengal:
স্পিড মিটার দিয়ে নজরদারি। বেপরোয়া বাইকের তাণ্ডব রুখতে কড়া পদক্ষেপ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের। বুধবার সকাল থেকে দুর্গাপুরের মহিলা মহাবিদ্যালয়ের পাশের রাস্তায় দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশকে স্পিড মিটার দিয়ে নজরদারি করতে দেখা যায়। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ভিজি সতীশ পশুমার্থী এসিপি ট্রাফিক (৩) রাজকুমার মালাকার, ওসি ট্রাফিক সন্দীপ সোম ট্রাফিক পুলিশের আধিকারিকরা।
0
Report