Back

হরিয়ানার যুবক খুনে বুদবুদ থেকে গ্রেপ্তার বিহারের যুবক
Durgapur, West Bengal:
ধারের টাকা শোধ না করে হরিয়ানার যুবককে উত্তরপ্রদেশে খুন করে বুদবুদে গা ঢাকা। বুদবুদ থেকে হরিয়ানা পুলিশের হাতে গ্রেপ্তার বিহারের যুবক। ট্রানজিট রিমান্ডে নিয়ে গেল হরিয়ানা পুলিশ। ধৃত যুবকের নাম ধর্মেন্দ্র কুমার শর্মা। বিহারের বুদ্ধামতালাও এলাকার বাসিন্দা। বুদবুদের কোটা এলাকায় আত্মীয়ের বাড়িতে লুকিয়ে ছিল।
0
Report
স্তব্ধ ১৯নং জাতীয় সড়ক
Durgapur, West Bengal:
স্তব্ধ ১৯ নম্বর জাতীয় সড়ক। ভোগান্তি সাধারণ মানুষের। ক্ষোভ প্রকাশ পণ্যবাহী গাড়ির চালকদের। রথযাত্রা এবং মহররমের জন্য কলকাতায় ভারী গাড়ি যাতায়াতে নিষেধাজ্ঞার জন্য যানজট দাবি ট্রাফিক পুলিশের। শনিবার রাত থেকে কলকাতা থেকে ১৯নং জাতীয় সড়কের আসানসোল থেকে কলকাতা গামী পণ্যবাহী গাড়ি থামিয়ে দেওয়া হয়। যানজট শুরু হয় গোটা জাতীয় সড়ক জুড়ে। রবিবার সকাল থেকে দেখা গেল আসানসোল থেকে দুর্গাপুর হয়ে পানাগড় পর্যন্ত শুধুই দাঁড়িয়ে একের পর এক ট্রাক, ট্রেলার, ডাম্পার।স্তব্ধ জাতীয় সড়ক।
0
Report
গাঁজা সহ গ্রেফতার ৪মহিলা ও ১যুবক
Malandighi, West Bengal:
ভিন রাজ্য থেকে এ রাজ্যে গাঁজা পাচারের ছক। শনিবারের বারবেলায় সেই ছক ভেস্তে দিল পুলিশ।দুর্গাপুর স্টেশন থেকে নামতেই ধরে ফেললো পুলিশ। গ্রেফতার ৪ প্রৌঢ়া সহ ১যুবক। বাজেয়াপ্ত ৩৭কেজি ৬৫০গ্রাম গাঁজা। ধৃতদের পুলিশি হেফাজতে চেয়ে আসানসোল জেলা আদালতে পেশ। ধৃতদের নাম আনন্দ চট্টোপাধ্যায়, দেবী দাস, সনাকা দাস,ঊষা মন্ডল, মিনতি ঘোষ।ধৃতরা সকলেই নদীয়ার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, ৪ প্রৌঢ়া এবং ১ যুবক উড়িষ্যা থেকে ট্রেনে করে ঝাড়খন্ড হয়ে বাংলায় ঢুকেছিল।
0
Report
জলে থৈ থৈ করছে দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ের ক্লাসরুম
Durgapur, West Bengal:
দেখে মনে হচ্ছে জল জমেছে বাগানে! আদতে সেটা দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ের ক্লাসরুম। সেখানেই চলছে উদ্ভিদবিদ্যার ক্লাস। চূড়ান্ত সমস্যায় পড়ুয়ারা থেকে অধ্যাপকরা। মহাবিদ্যালয়গুলিকে শ্মশানে পরিণত করতে চাইছে তৃণমূল পরিচালিত সরকার, কটাক্ষে বিজেপি। লোকসভা নির্বাচনের কাজকর্ম হয়েছিল এই মহাবিদ্যালয়ে তখন থেকে এই অবস্থা। দ্রুত মেরামত করবে পূর্ত দপ্তর দাবি তৃণমূলের।
0
Report
Advertisement
হাইকোর্টের নির্দেশ লঙ্ঘন! খোলা রইল সরকারি মহাবিদ্যালয়ের ইউনিয়ন অফিস
Durgapur, West Bengal:
হাইকোর্টের নির্দেশ লঙ্ঘন! খোলা রইল সরকারি মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয়। আদালতের নিয়ম কেউ তোয়াক্কা করছে না তৃণমূল কটাকে বিজেপি। কোন নির্দেশ না আসায় খোলা আছে তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয় দাবি ছাত্র পরিষদের সদস্যদের। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে চলা জনস্বার্থ মামলায় বিচারপতি উচ্চ শিক্ষা দপ্তরকে নির্দেশ দেন আপাতত কলেজ বিশ্ববিদ্যালয়ের সমস্ত ইউনিয়ন অফিস তালাব বন্ধ করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তারপরেও দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ের ইউনিয়ন অফিস খোলা।
0
Report