Back
Sanatan Garai
Paschim Bardhaman713216blurImage

এনভিএফের হাতে আক্রান্ত পুলিশ

Sanatan GaraiSanatan GaraiSep 19, 2024 10:34:04
Durgapur, West Bengal:
এনভিএফ হেডকোয়ার্টারে বিশ্বকর্মা পুজো উপলক্ষে জলসা বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ। গ্রেপ্তার ৪ পশ্চিমবঙ্গ এনভিএফ কর্মী সহ ৯। আক্রান্ত পুলিশের এসআই ভর্তি দুর্গাপুরের বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে। ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়।
0
Report
Purba Bardhaman713212blurImage

টুমনি নদীর জলে প্লাবিত কয়েক হাজার বিঘা জমি

Sanatan GaraiSanatan GaraiSep 17, 2024 07:29:43
Bistupur, West Bengal:

ঝাড়খণ্ডে বৃষ্টির জেরে অজয় নদের উপর সিকাটিয়া জলাধার থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত ৪২ হাজার কিউসেক হারে জল ছাড়া শুরু হয়েছে। অজয়ের নিম্নবর্তী এলাকা পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান জুড়ে সতর্কতা শুরু করেছে রাজ্য প্রশাসন। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে নদের ধারে না যাওয়ার কথা। গবাদি পশু এবং বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে যাওয়ার কথা। সেই জন্য টুমনির জলে প্লাবিত বিদবিহার ও মলানদিঘির বিষ্ণুপুরের কয়েক হাজার বিঘা জমি। চরম ক্ষতির মুখে চাষিরা

0
Report
Paschim Bardhaman713210blurImage

প্লাবনের আশঙ্কা বহু জেলা

Sanatan GaraiSanatan GaraiSep 17, 2024 07:24:47
Durgapur, West Bengal:

জল ছাড়ার পরিমাণ বাড়ালো দুর্গাপুর ব্যারাজ। মঙ্গলবার সকাল নটা পর্যন্ত ব্যারাজ থেকে জল ছাড়া হয়েছে এক লক্ষ ৩৩ হাজার কিউসেক। সোমবার দুপুর পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি এবং সোমবার দুপুরের পর থেকে নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে যেতেই জল বেড়েছে অজয় দামদরে। ঝাড়খণ্ডের তেনুঘাট জলাধার,পাঞ্চেত এবং মাইথন থেকে দফাই দফাই ছাড়া হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত এক লক্ষ ৪৫হাজার ৫০০কিউসেক হারে জল ছাড়া হয়েছে। ইতিমধ্যেই দামোদর তীরবর্তী এলাকার মানুষজনকে সতর্কতা করা শুরু করেছে রাজ্য প্রশাসন।

0
Report
Purba Bardhaman713212blurImage

দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হচ্ছে ৮৫ হাজার কিউসেক হারে জল

Sanatan GaraiSanatan GaraiSep 16, 2024 13:55:39
Bistupur, West Bengal:

দক্ষিণবঙ্গজুড়ে তিন দিনের টানা নিম্নচাপের ফলে নদীর জল বেড়ে গেছে। আসানসোল ও দুর্গাপুরে ভারী বৃষ্টিতে দামোদর নদীর জল বেড়ে যাওয়ায় দুর্গাপুর ব্যারাজ থেকে সোমবার দুপুর পর্যন্ত ৮৫ হাজার কিউসেক জল ছাড়ছে। বৃষ্টির পরিমাণ কমলে জল ছাড়ার পরিমাণও কমবে বলে জানিয়েছে সেচ দপ্তর। গত ২৪ ঘণ্টায় দুর্গাপুরে ৭০ মিলিমিটার ও আসানসোলে ১৫১.৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঝাড়খন্ডে বৃষ্টি কম থাকায় মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে এখনও জল ছাড়েনি।

0
Report
Paschim Bardhaman713210blurImage

রেলের চাকরি দেওয়ার নামে ৩০লক্ষ টাকা প্রতারণা, গ্রেফতার ১

Sanatan GaraiSanatan GaraiSep 16, 2024 04:11:12
Durgapur, West Bengal:
ভারতীয় রেলে চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারনার অভিযোগ দুর্গাপুর থানার ফরিদপুরের দয়াময় দাস,দীপক দাস ভিড়িঙ্গি এলাকার সুনীল কুমার মাঝি, অনিমেষ মাঝি, বিধান কর্মকারের নামে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার ১। শনিবার রাতে দুর্গাপুর থানার ফরিদপুর এলাকার বাড়ি থেকেই দুর্গাপুর থানার পুলিশের হাতে গ্রেফতার হয় দীপক দাস। মূল অভিযুক্তদের খোঁজে তল্লাশি পুলিশের। রবিবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
0
Report
Paschim Bardhaman713210blurImage

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দুইজন গ্রেপ্তার

Sanatan GaraiSanatan GaraiSep 16, 2024 04:11:00
Durgapur, West Bengal:

অণ্ডাল থানার পিওর জামবাদ এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘটনায় পুলিস দু'জন'কে গ্রেপ্তার করে রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে। তাদের শনিবার রাতে বনবহাল ফাঁড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিস।ধৃত মৃতার স্বামী'র নাম সৌমিত্র দে ও ধৃত ভাসুরের নাম সৌমেন দে। রবিবার আনুমানিক দুপুর দুটোয় আদালতের বিচারক ধৃত স্বামীকে ১৪ দিনের জেল হেফাজত ও ভাসুরকে ৫ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। বিয়ের পর থেকেই সঙ্গীতা দেবির ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করতো শ্বশুরবাড়ি লোকজন বলে অভিযোগ।

0
Report
Paschim Bardhaman713216blurImage

দুর্গাপুর জুড়ে মুষলধারে বৃষ্টি

Sanatan GaraiSanatan GaraiSep 15, 2024 07:29:39
Durgapur, West Bengal:
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি। দুর্গাপুর জুড়েও মুষলধারে বৃষ্টি চলছে। বিভিন্ন প্রান্তে জল জমতে শুরু করেছে। শুক্রবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি শনিবার দিনভর এবং রবিবারও চলছে একনাগারে বৃষ্টি। চরম সমস্যার মুখে সাধারণ মানুষ।
0
Report
Paschim Bardhaman713216blurImage

উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা

Sanatan GaraiSanatan GaraiSep 14, 2024 18:09:32
Durgapur, West Bengal:

দুর্গাপুরের ইস্পাত নগরীর শরৎচন্দ্র এভিনিউতে দুর্গাপুর ইস্পাত কারখানার জমিতে অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে এলাকাবাসীর বিরোধের মুখে পড়েন কর্তৃপক্ষ। জেসিবি দিয়ে উচ্ছেদ শুরু হলে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিআইএসএফ ও দুর্গাপুর থানার পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। স্থানীয় সমাজসেবী লক্ষণ ঘোষাল দুর্গাপুজোর পর উচ্ছেদ করার অনুরোধ জানান, যা মান্য করে কর্তৃপক্ষ এলাকা ত্যাগ করে।

0
Report
Paschim Bardhaman713385blurImage

রাস্তায় ধস, আতঙ্ক

Sanatan GaraiSanatan GaraiSep 14, 2024 16:51:59
Laudoha, West Bengal:
প্রবল বৃষ্টিতে ধস নামলো দুর্গাপুর ফরিদপুর থানার সামনের গুরুত্বপুর্ণ রাস্তায়। শুরু হল যানচলাচল নিয়ন্ত্রণ। ব্যাপক আতঙ্ক এলাকায়। ঘটনাস্থলে দুর্গাপুর ফরিদপুর থানা এবং ইসিএলর আধিকারিকরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আশপাশে একাধিক কোলেয়ারি রয়েছে। ভারী বৃষ্টির জেরে ভূগর্ভের মাটি নরম হয়ে এই বিপত্তি। ইসিএল র আধিকারিক বলেন,"এর নিচে কয়লা উত্তোলন হয়নি। কি কারণে এই ধস আমরা বুঝতে পারছি না। তবুও ব্যাবস্থা গ্রহণের কাজ চলছে।"
0
Report
Paschim Bardhaman713216blurImage

দুর্গাপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার আরো এক

Sanatan GaraiSanatan GaraiSep 13, 2024 10:19:42
Durgapur, West Bengal:
দুর্গাপুরের ১৯নং জাতীয় সড়ক থেকে রেলের ঠিকাদারের ১ কোটি ১ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় ঝাড়খণ্ডের রাঁচি থেকে গ্রেপ্তার আরো ১। ধৃত যুবকের নাম অঙ্কিত কুমার। রাঁচির সুখদেবনগর থানা এলাকার ইটভাটার মালিক। ওই এলাকারই বাসিন্দা। পুলিশের এসআই, সিআইডি বম্বস্কোয়াডের এএসআই, বরখাস্ত হওয়া এইট ব্যাটালিয়নের কর্মী সহ সব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা ৮। অঙ্কিত কুমারকেও পুলিশি হেফাজতে চেয়ে তোলা হল দুর্গাপুর মহকুমা আদালতে।
0
Report
Paschim Bardhaman713213blurImage

দুর্গাপুরের পলাশডিহাই দুর্গাপুর হাটে শুরু হচ্ছে গান্ধী বাজার

Sanatan GaraiSanatan GaraiSep 13, 2024 06:45:06
Durgapur, West Bengal:

দুর্গাপুরের পলাশডিহায় ১৩ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত গান্ধী বাজার অনুষ্ঠিত হবে, যা চাইল্ড সাপোর্ট এন্ড উই স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক হয়েছিল। ওই স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক বচস্পতি চৌধুরী বলেছেন, “রাজ্যে দুর্গাপুরে প্রথমবারের মতো গান্ধী বাজার শুরু হতে চলেছে। নতুন প্রজন্মকে উৎসাহিত করতে এই মেলায় নতুন হস্তশিল্পীদের সামগ্রী থাকবে। রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড থেকে হস্তশিল্পীরা আসবেন এবং আমরা আশাবাদী যে বেচাকেনা ভালোই হবে।”

0
Report
Paschim Bardhaman713216blurImage

কাজের দাবিতে কারখানার মূল গেট আটকে বিক্ষোভে তৃণমূল কর্মী সর্মথকরা

Sanatan GaraiSanatan GaraiSep 13, 2024 06:19:45
Durgapur, West Bengal:

দুর্গাপুরের সগড়ভাঙা কলোনির একটি বেসরকারি কারখানার মূল গেট বৃহস্পতিবার সকালে তৃণমূল কর্মী সমর্থকরা আটকে বিক্ষোভ করেন। বহিরাগতদের চাকরি দেওয়ার অভিযোগ তুলে স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা কর্তৃপক্ষকে দশ দিনের মধ্যে বহিরাগতদের সরানোর হুঁশিয়ারী দেন। দাবি না মানলে দুই ওয়ার্ডের লোকজন ও পার্টি কর্মীরা পরিবার নিয়ে গেটের সামনে বসে পড়বেন বলে সতর্ক করা হয়েছে।

0
Report
Paschim Bardhaman713210blurImage

দুর্গাপুর পথ দুর্ঘটনায় মৃত্যু দুই

Sanatan GaraiSanatan GaraiSep 13, 2024 06:14:05
Durgapur, West Bengal:

দুর্গাপুর ডিভিসি মোড়ের উড়ালপুলের নিচে পথ দুর্ঘটনা। বুধবার রাতে তারা দুজনে বাইকে করে আসানসোল থেকে মুচিপাড়া অভিমুখে যাবার সময় ডিভাইডারের পোলে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ আশঙ্কাজনক অবস্থায় তাদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে।

0
Report
Paschim Bardhaman713216blurImage

এক কোটি টাকার ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার আরও ১

Sanatan GaraiSanatan GaraiSep 12, 2024 00:42:03
Durgapur, West Bengal:

দিল্লির রেলের ঠিকাদার মুকেশ চাওলার গাড়ি থেকে ১ কোটি ১ লক্ষ টাকা ছিনতায়ের ঘটনায় চলতি মাসের ৬তারিখ গ্রেপ্তার হয় পুলিশের এসআই অসীম চক্রবর্তী, সিআইডির এসআই চন্দন চৌধুরী, বরখাস্ত হওয়া এইট ব্যাটেলিয়ানের কর্মী মৃত্যুঞ্জয় সরকার সহ ছয়জন। তদন্তের ভিত্তিতে পশ্চিম মেদিনীপুরের তমলুক থেকে গ্রেফতার আরো ১। ধৃত ব্যক্তির নাম মধুসূদন বাগ। পুলিশি হেফাজত চেয়ে তোলা হলো মহকুমা আদালতে। মঙ্গলবার রাতে তমলুকে ঘরে ঢুকতেই তাঁকে ধরে ফেলে দুর্গাপুর থানার পুলিশ।

0
Report
Paschim Bardhaman713148blurImage

সাড়ে এগারোটার পর খোলে সরকারি স্কুল, চাঞ্চল্যকর ঘটনা কাঁকসায়

Sanatan GaraiSanatan GaraiSep 12, 2024 00:34:11
Kanksa, West Bengal:

কাঁকসার বনকাটি গ্রাম পঞ্চায়েতের কোটালপুকুরে রয়েছে একটি শিশু শিক্ষাকেন্দ্র। প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ৫ টি ক্লাসে রয়েছে ১৪জন পড়ুয়া। রয়েছেন একজন শিক্ষক, একজন শিক্ষকা। সরকারি স্কুল খোলার সময় সকাল ১০ টা ৫০ মিনিটে। সেখানে এই শিশু শিক্ষা কেন্দ্রে শিক্ষক আর শিক্ষিকা আসেন সাড়ে এগারোটার পর। বুধবার অবশ্য প্রধান শিক্ষক বিশ্বেশ্বর পাল শিশু শিক্ষা কেন্দ্রে পৌঁছান ১১টা ১৫মিনিটে আর সহ শিক্ষিকা রেখা দে পৌঁছান ১১টা ৩৫মিনিটে।

0
Report
Paschim Bardhaman713148blurImage

১১ মাইলে বামেদের সভায় উপস্থিত মীনাক্ষী মুখোপাধ্যায়

Sanatan GaraiSanatan GaraiSep 10, 2024 13:47:48
Kanksa, West Bengal:
আরজি করের তিলোত্তমার দোষীদের শাস্তির দাবিতে আর জল জঙ্গল, রক্ষার দাবিতে মঙ্গলবার বিকেলে কাঁকসার বনকাটির এগারো মাইল বাসস্ট্যান্ডে বামপন্থী গণসংগঠনের বন সমাবেশ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন জেলার নেতৃত্বরা। কয়েকশো বাম কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল।
0
Report
Paschim Bardhaman713363blurImage

ভগবতী পুজোয় বিশেষ মাহাত্ম্য

Sanatan GaraiSanatan GaraiSep 10, 2024 11:05:14
Ukhra, West Bengal:
১০৮টি গরুর লেজের লোম দিয়ে তৈরি হয়েছিল ভগবতী প্রতিমা। উখড়ার গোপদের ভগবতী পুজো আজও জমজমাট। অন্ডালের উখড়ার আনাচে-কানাচে জড়িয়ে রয়েছে নানান স্মৃতি। সেই স্মৃতিবিজড়িত গ্রামে দেড়শ বছর আগে এলাকারই এক ব্যক্তি শুরু করেছিলেন আদিশক্তি ভগবতীর আরাধনা। ভগবতী প্রতিমা তৈরি করা হয়েছিল ১০৮ টি গরুর একই রংয়ের চুল দিয়ে। দুর্গাপুজোর মতোই সপ্তমীর দিন দোলা এনে শুরু হয়েছিল মায়ের পুজো অষ্টমীর সন্ধিক্ষণে ছাগবলি দশমীতে প্রতিমা নিরঞ্জন শুরু হয়েছিল। আজও সেই ধারা বজায় রেখে একইভাবে চলছে পুজো।
0
Report
Purba Bardhaman713212blurImage

তীর্থে গিয়ে নিখোঁজ, কাঁকসায় মিলল খোঁজ

Sanatan GaraiSanatan GaraiSep 10, 2024 09:15:15
Durgapur, West Bengal:

পাঁচ দিন আগে পরিবারের সদস্যদের সাথে মায়াপুরের তীর্থ করতে যান উত্তরবঙ্গের ধুপগুড়ির বাসিন্দা জগন্নাথ সরকার (৬০)। তখনই নিখোঁজ হয়ে যান জগন্নাথবাবু। অনেক খোঁজাখুঁজির পরেও খোঁজ মেলেন। রবিবার সন্ধ্যায় কাঁকসার মলানদিঘী গ্রাম পঞ্চায়েতের রক্ষিতপুর সংলগ্ন জামডোবার একটি আশ্রমে মানসিক ভারসাম্যহীন ওই প্রৌঢ়কে ঘুরে বেড়াতে দেখে কাঁকসার মলানদিঘী ফাঁড়ির পুলিশ জিজ্ঞাসাবাদ করে। জানতে পারে অজ্ঞাত পরিচয় পৌঢ়র নাম পরিচয় তাকে উদ্ধার করে মলানদিঘী পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। 

0
Report
Paschim Bardhaman713212blurImage

দুর্গাপুর জুড়ে মুষলধারে বৃষ্টিপাত

Sanatan GaraiSanatan GaraiSep 10, 2024 06:42:35
Durgapur, West Bengal:
দুর্গাপুর জুড়ে শুরু হল মুসল ধারে বৃষ্টিপাত। বৃষ্টির জেরে বিভিন্ন প্রান্তে জল জন্যেও শুরু হয়েছে। সকাল থেকে কালো মেঘ সঙ্গে বৃষ্টি। শুরু হয়েছে দুর্ভোগ।
1
Report
Paschim Bardhaman713216blurImage

ঊর্বশী সর্বজনীন দুর্গাপুজো কমিটির থিম সং প্রকাশিত

Sanatan GaraiSanatan GaraiSep 09, 2024 09:13:30
Durgapur, West Bengal:
ধূ ধূ মরুভূমি চারিদিকে দেখা যায় মরীচিকা তারই মাঝে জীবন কাটে রাজস্থানের মানুষের। আর সেই চিত্রই এবার ফুটে উঠতে চলেছে শিল্পাঞ্চল দুর্গাপুরের একটি পুজো মণ্ডপে। দুর্গাপুরে সিটি সেন্টারের ঊর্বশী সর্বজনীন দুর্গাপুজো কমিটি প্রতিবছরই অভিনবত্ব থিমের চমক দিয়ে মানুষের মন জয় করে নেয়। এবারেও 'এক টুকরো রাজস্থান' থিমে ফুটে উঠতে চলেছে ফুটে উঠতে চলেছে মণ্ডপ। দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে সাংবাদিক বৈঠক করে থিম সং প্রকাশিত করলো ঊর্বশী সর্বজনীন দুর্গাপুজো কমিটি।
0
Report
Paschim Bardhaman713148blurImage

মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে কলসযাত্রা

Sanatan GaraiSanatan GaraiSep 09, 2024 08:59:47
Kanksa, West Bengal:
কাঁকসার বিষ্ণুপুরে মনসা মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে কলস যাত্রার আয়োজন। সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠান চলে। বহু ভক্তের সমাগম হয়। চরম উচ্ছ্বাস এলাকা জুড়ে।
0
Report
Purba Bardhaman713212blurImage

আরজি করের নৃশংস ঘটনার প্রতিবাদে নামলো জাতীয় কংগ্রেস

Sanatan GaraiSanatan GaraiSep 08, 2024 08:19:50
Bistupur, West Bengal:
আরজি করের নৃশংস ঘটনার প্রতিবাদে নামলো জাতীয় কংগ্রেস। পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী নেতৃত্বে দুর্গাপুরের প্রান্তিকা পাঁচমাথা মোড় থেকে ভিড়িঙ্গি মোড় পর্যন্ত চলে প্রতিবাদ মিছিল। রবিবার সকাল থেকে চলে এই প্রতিবাদ মিছিল। কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন ,"অবিলম্বে মূল অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে এবং কড়া ব্যবস্থা নিতে হবে। যারা গ্রেপ্তার হয়েছে তাদেরও শাস্তি দিতে দেরি করা হচ্ছে। অবিলম্বে ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে।"
0
Report
Paschim Bardhaman713210blurImage

ঠিকাদারের টাকা ছিনতাইয়ের ঘটনায় ধৃতদের পুলিশি ও জেল হেফাজত

Sanatan GaraiSanatan GaraiSep 07, 2024 15:56:09
Durgapur, West Bengal:

রেলের ঠিকাদারের এক কোটি এক লক্ষ টাকা ছিনতাইয়ের মামলায় ধৃত ছয়জনকে দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করা হয়েছে। ধৃতদের মধ্যে দুর্গাপুর থানার এএসআই অসীম চক্রবর্তী, সিআইডি বম্ব স্কোয়াডের এসআই চন্দন চৌধুরী, এবং বরখাস্ত এইট ব্যাটেলিয়ানের কর্মী মৃত্যুঞ্জয় সরকারসহ তিন ব্যবসায়ী সুভাষ শর্মা, মনোজ কুমার সিংহ ও সুরোজ কুমার রাম রয়েছেন। আদালত দুই পুলিশ অফিসার এবং দুই ব্যবসায়ীকে চার দিনের জেল হেফাজত এবং মৃত্যুঞ্জয় সরকার ও আরেক ব্যবসায়ীকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

0
Report
Paschim Bardhaman713205blurImage

মানসিক ভারসাম্যহীন যুবকের দেহ উদ্ধার

Sanatan GaraiSanatan GaraiSep 07, 2024 14:57:59
Durgapur, West Bengal:

দুর্গাপুরের কোকওভেন থানার আশীষ নগরে দামোদর নদীতে এক যুবকের মৃতদেহ ভাসতে দেখা যায়, যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম কমলেশ চৌধুরী (৩০), যিনি বিহারের সমস্তিপুরের বাসিন্দা। পুলিশ জানায়, কমলেশ মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং নবীন সেন পল্লীতে বসবাস করতেন। শনিবার সকালে স্থানীয়রা তার দেহ নদীতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয়দের দাবি, তিনি আত্মহত্যা করেছেন, তবে মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য তদন্ত চলছে।

0
Report
Purba Bardhaman713212blurImage

জেলাশাসক পুলিশ কমিশনারের স্ট্যাম্প নকল করে আগ্নেয়াস্ত্র পাচার

Sanatan GaraiSanatan GaraiSep 07, 2024 06:33:33
Bistupur, West Bengal:

দেশের ৩৪ জেলার জেলাশাসক ও পুলিশ কমিশনারের স্ট্যাম্প নকল করে বেআইনিভাবে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বের করার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে ধর্মেন্দ্র উপাধ্যায় (বক্সার, বিহার), বিকি যাদব (কুলটি, আসানসোল), রাকেশ বার্নওয়াল ও কৈলাস সুনহাওয়ান (দক্ষিণ থানার, আসানসোল) অন্তর্ভুক্ত। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা শুক্রবার দুর্গাপুরের কোকওভেন থানায় সাংবাদিক বৈঠকে জানান যে অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিকি যাদবকে গ্রেপ্তার করা হয়। তদন্ত চলছে।

0
Report
Paschim Bardhaman713202blurImage

ব্যবসায়িক টাকা ছিনতাই করে গ্রেপ্তার দুই পুলিশ কর্মী সহ ৬

Sanatan GaraiSanatan GaraiSep 07, 2024 05:50:07
Durgapur, West Bengal:

দুর্গাপুরে একটি বড় ধরনের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যেখানে পুলিশের সাদা পোশাকে থাকা ব্যক্তিরা ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকার ডাকাতি করেছে। বৃহস্পতিবার দিনভোর এএসআই অসীম চক্রবর্তী, সিআইডির বম্ব স্কোয়াডের কনস্টেবল চন্দন চৌধুরী এবং পুলিশের চাকরি থেকে বরখাস্ত এক অফিসার মৃত্যুঞ্জয় সরকারসহ মোট ৬ জন গ্রেপ্তার হয়েছেন। তারা দিল্লীর রেলের ঠিকাদার মুকেশ চাওলার সঙ্গে ব্যবসার অছিলায় আসানসোলের এক ব্যবসায়ীর কাছে পৌঁছে এই ডাকাতির ঘটনা ঘটান। তদন্তে বিষয়টি নিশ্চিত হওয়ায় পুলিশ চরম বিপাকে পড়েছে।

0
Report