Back
मेढ़नीपुर शहर के ‘हठात पाड़ा’ में वोटर लिस्ट और नागरिकता को लेकर तनाव
CDChampak Dutta
Nov 02, 2025 12:30:42
Kaji Chak, West Bengal
মেদিনীপুর শহরে এমন একটি পাড়া রয়েছে যার নাম হঠাৎ পাড়া। হঠাৎ করে এখানে একদিন একটি আস্ত পাড়া গড়ে উঠেছিল। এই পাড়াতে বসবাসকারী অধিকাংশই বাংলাদেশী। ৯২ সালে বাংলাদেশে দাঙ্গার পর ওখানে সবকিছু ফেলে দালাল ধরে কাঁটা তার টপকে এই রাজ্যে ঢুকে তারা মেদিনীপুর শহরে বসবাস শুরু করে। জানা গেছে এই পাড়াতে অন্তত ৫০ থেকে ৬০ টি বাড়ি রয়েছে যারা বাংলাদেশ থেকে এসেছে। তবে এদের কারোরই ২০০২ সালে ভোটার লისტে নাম নেই। পরবর্তীকালে কারো ২০০৭ সালে আবার কারো ২০১১ তে আবার কারোই বা ২০১৭ তে ভোটার লিস্টে নাম উঠেছে। কেউ কুড়ি বছর ধরে বসবাস করছেন কেউ আবার তার থেকেও বেশি বছর ধরে এই জায়গায় বসবাস করছেন। নিজেরাই হঠাৎ করে পাড়ার নাম দিয়ে দেন হঠাৎ পাড়া বলে। প্রথমদিকে রাস্তা বিদ্যুৎ পানীয় জল না থাকলেও পরবর্তীকালে মেদিনীপুর পৌরসভার উদ্যোগে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ জলের ব্যবস্থা এবং রাস্তা করে দেওয়া হয়। অবশ্য এই পাড়াতে বাংলাদেশিরা ছাড়াও কিছু এদেশীয় মানুষও বসবাস করে। ভোটার তালিকার এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন অর্থাৎ, বিশেষ নিবিড় সমীক্ষা) ঘোষণা হয়ে গিয়েছে। মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম (গণনাপত্র) বিলি শুরু হওয়ার কথা। এই আবহে ঘোর উদ্বেগ মেদিনীপুর শহরের হঠাৎপাড়ায়। কী হবে, না- হবে, সেটা ভেবেই চিন্তিত স্থানীয়দের একাংশ। ভোটার তালিকা থেকে কাদের নাম বাদ যেতে পারে, এ নিয়ে ফিসফাসও শুরু হয়েছে এখানে। ক’দিন আগে ক্ষিতীশ মজুমদার নামে এক বৃদ্ধ আত্মঘাতী হয়েছেন বীরভূমে। ক্ষিতীশ আদতে মেদিনীপুর শহরের তোড়াপাড়ার বাসিন্দা। বীরভূমে তাঁর মেয়ের শ্বশুরবাড়ি। ক’মাস ধরে তিনি সেখানে থাকতেন। ক্ষিতীশের পরিজনেদের দাবি, এসআইআর নিয়ে আতঙ্কে ছিলেন তিনি। তোড়াপাড়ার অদূরেই রয়েছে হঠাৎপাড়া। দু’টিটি পাড়াই শহরের এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত। হঠাৎপাড়ায় ৫০-৬০ টি বাড়ি রয়েছে। স্থানীয়দের কেউ ফল বিক্রি করেন, কেউ দিনমজুরি করেন, কেউ টোটো চালান। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে তারা এই এলাকায় বসবাস করছেন। বাংলাদেশগুলোর সঙ্গে তাদের এখন কোনো যোগসূত্রই নেই। দাঙ্গার পর কোনরকমে প্রাণ নিয়ে পরিবার নিয়ে তারা পালিয়ে এসেছিলেন এই রাজ্যে। প্রথমদিকে ভোটার লিস্টে নাম না উঠলেও পরবর্তীকালে ভোটার লিস্ট আধার সবকিছুই তাদের হয়েছে। কিন্তু বর্তমানে তাদের যদি এখান থেকে বিতাড়িত করা হয় তাহলে আত্মহত্যা ছাড়া আর কোন গতি থাকবে না। তারা সরকার এবং প্রশাসনের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে। স্থানীয় সূত্রে খবর, এক দশক আগে পাড়াটি গড়ে ওঠে। পাড়াটির নাম এমন কেন? স্থানীয় তৃণমূলের কাউন্সিলর তথা মেদিনীপুর পৌরসভার উপপুরপ্রধান অনিমা সাহার কথায়, তিনি বিয়ের পর থেকেই দেখছেন এই পাড়াটি। নিজেরাই ওই নামটা দিয়েছেন তাই জন্য নাম হয়েছে হঠাৎ পাড়া। তবে তিনি মানতে নারাজ যে প্রচুর বাংলাদেশী এখানে আছে। তার বক্তব্য এখানে যারা বসবাস করছে কেউ বর্ধমান থেকে এসেছে কেউ বীরভূম থেকে এসেছে কেউ মুর্শিদাবাদ থেকে এসেছে। তবে তিনি স্বীকার করে নেন কেউ কেউ বাংলাদেশি আছে। আমরা তাদেরকে বলেছি ফর্ম ফিলাপ করার জন্য। তবে যে অরিজিনাল ডকুমেন্ট দিতে পারবে না তার নাম থাকবে না। সেখানে আমরা কিছু করবোনা, তবে আমরা চেষ্টা করব বৈধ ভোটারের একটাও নাম যাতে না বাদ যায়. বিজেপির জেলা সহ-সভাপতি শংকর গুছাইত বলেছেন, মেদিনীপুর শহরের এক নম্বর ওয়ার্ডে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ এসেছেন যারা প্রত্যেকেই হিন্দু। আমাদের কেন্দ্রীয় সরকারের যে সিএএ অ্যাক্ট আছে সেখানে পরিষ্কার বলা আছে তারা সিএএ তে আবেদন করতে পারবে। এই এক নম্বর ওয়ার্ড সহ মেদিনীপুর শহরে যারা বাংলাদেশ থেকে আসা হিন্দুদেরকে নিয়ে কোনো চিন্তার আর নেই বলে আমরা আশ্বাস দিচ্ছি। তবে এরপরেও আতঙ্ক আছে। মেদিনীপুর শহর, মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। শহর বাদে এই বিধানসভা কেন্দ্রে রয়েছে ৯টি গ্রাম পঞ্চায়েত। ম্যাপিং অনুযায়ী প্রায় ৫৩ শতাংশ ভোটারের মিল পাওয়া গেছে; বাকি ৪৭ শতাংশ মিল নয়। শহর ওয়ার্ডে অমিল বেশি, যার মধ্যে এক নম্বর ওয়ার্ডও। এই ওয়ার্ডে আগে ভোটার সংখ্যা ছিল প্রায় সাড়ে তিন-চার হাজার, এখন প্রায় সাত হাজার। বসতি বাড়ায় ভোটারও বাড়ছে; পুরভোটে তৃণমূল জয় বেশি।
0
Report
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
Advertisement
HGHarish Gupta
FollowNov 03, 2025 01:01:520
Report
HGHarish Gupta
FollowNov 03, 2025 01:01:340
Report
SKSantosh Kumar
FollowNov 03, 2025 01:01:130
Report
SKSantosh Kumar
FollowNov 03, 2025 01:01:070
Report
KAKapil Agarwal
FollowNov 03, 2025 01:00:510
Report
RSRAJEEV SHARMA
FollowNov 03, 2025 01:00:420
Report
RSRAJEEV SHARMA
FollowNov 03, 2025 01:00:240
Report
VSVISHAL SINGH
FollowNov 03, 2025 01:00:130
Report
SSandeep
FollowNov 03, 2025 00:49:590
Report
0
Report
0
Report
DSDM Seshagiri
FollowNov 03, 2025 00:15:290
Report
HGHarish Gupta
FollowNov 03, 2025 00:15:180
Report
0
Report
0
Report