Back
विधानसभा चुनाव से पहले ब्रात्या बसु के करीबी councillor ने इस्तीफा दे दिया
SBSoumen Bhattachrya
Dec 31, 2025 17:04:30
Kolkata, West Bengal
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের शिक्षा মন্ত্রী ব্রাত্য বসুর ঘনিষ্ঠ কাউন্সিলরের পদ থেকে ইস্তফা।
২০১১ সালে বিশিষ্ট নাট্যকার অভিনেতা ব্রাত্য বসু দমদমে বিধায়ক হওয়ার পর থেকেই তার ঘনিষ্ঠ বৃতের মধ্যে একজন দেবাশিষ ব্যানার্জি। ২০১৫ সালে পৌর নির্বাচনে জয়লাভ করে দক্ষিন দমদম পুরসভার পৌরপ্রধান পারিষদের পদ সামলান দেবাশিষ ব্যানার্জি। এরপর ২০২২ সালে পৌর নির্বাচনে দলের টিকিট পাননি তিনি। যদিও কয়েকবছর পর ফের দলে ফেরেন তিনি। বুধবার বছর শেষের দিনে কাউন্সিলর পদ থেকে ইস্তফা দিলেন তিনি। তবে বড়দিনে মন্ত্রীর নির্দেশে বইমেলার অয়োজন করেন তিনি। সেই মেলায় উপস্থিত ছিলেন ব্রাত্য বসু। এমনকি গতকাল মন্ত্রী বইমেলা এসেছিলেন বইমেলাতে। কথাঅ হয় তাদের। এরপরেই এদিন এই ঘোষনা দক্ষিন দমদম পুরসভার ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলরের। ইতিমধ্যেই মহকুমা শাসক সহ পৌরসভা ও দলীয় স্তরের নেতৃত্বে তার ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন তিনি বলে দাবি তার। তার অভিযোগ, দমদম দক্ষিণ দমদম পৌরসভায় দক্ষিন দমদম পুরসভার দমদম বঞ্চিত এবং দলের কর্মীরা তাদের পরিশ্রমের মূল্যায়ন পাচ্ছে না। তাই তিনি পদত্যাগ করলেন কাউন্সিলর পদ থেকে। তবে দলের কর্মী ও সমর্থক হিসেবে তিনি কাজ করবেন। সূত্রের খবর, তার সাথেই আরও বেশ কয়েকজন কাউন্সিলর পদত্যাগ করবেন।
যদিও এই বিষয়ে তৃণমূলের তরফে প্রতিক্রিয়া দিতে গিয়ে শহর সভাপতি সুকান্ত সেনশর্মা জানান, দেবাশিষ ব্যানার্জি অভিযোগ সঠিক। তারাও এই পথেই হাটতে চলেছে। সূত্রের খবর, ইতিমধ্যেই দক্ষিন দমদম পুরসভার দমদম বিধানসভার অন্তর্ভুক্ত ১৭টি ওয়ার্ডের বেশকিছু কাউন্সিলর তাদের পদত্যাগ পত্র পৌরপ্রধানের কাছে জমা দিয়েছেন।
এদিন দক্ষিন দমদম পুরসভার আরও এক কাউন্সিলর ইস্তফা পত্র দাখিল করেছেন পৌরপ্রধানের কাছে। তিনি দমদম বিধানসভার অন্তর্ভুক্ত ওয়ার্ডের কাউন্সিলর। ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর গোপা পাণ্ডে। যদিও তিনি শারীরিক সুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। তবে তিনিও জানিয়েছেন, দল জানতে চাইলে দলকে সমস্ত বিষয় জানাবেন।
যদিও এই বিষয়ে বিজেপি-র মণ্ডল সভাপতি অনির্বান সমাজপতি বলেন, এটা তৃণমূল কংগ্রেসের বিষয়, তাদের অভ্যন্তরীণ বিষয়, তারা ইস্তফা দিচ্ছেন না কি ছাপ্পা ভোট জিতছে এটা তাদের বিষয়। ২৬-র পরে এদের সবার গন ইস্তফা পড়ে যাবে।
0
Report
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
Advertisement
0
Report
CDChittaranjan Das
FollowDec 31, 2025 18:34:13Durgapur, West Bengal:২০২৬ কে বরন করে নিতে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের উৎসব প্রেমি মানুষ বিভিন্ন জায়গায় উৎসবে মাতোয়ারা।
0
Report
CDChittaranjan Das
FollowDec 31, 2025 18:34:00Durgapur, West Bengal:পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে শিল্পাঞ্চল দুর্গাপুরের উৎসব প্রেমি মানুষ কলকাতা বা অন্যান্য শহরের থেকে কম যাচ্ছে না। শহরের বিভিন্ন রেস্তোরাঁ থেকে পার্কে চলছে উৎসবের উল্লাস。
0
Report
URUday Ranjan
FollowDec 31, 2025 18:33:280
Report
JGJugal Gandhi
FollowDec 31, 2025 18:33:180
Report
JJJAYESH JAGAD
FollowDec 31, 2025 18:31:350
Report
MSManish Sharma
FollowDec 31, 2025 18:31:080
Report
ASAmit Singh
FollowDec 31, 2025 18:30:490
Report
0
Report
ASANIMESH SINGH
FollowDec 31, 2025 18:16:410
Report
ASANIMESH SINGH
FollowDec 31, 2025 18:16:240
Report
NCNITIN CHAWRE
FollowDec 31, 2025 18:16:040
Report
0
Report
0
Report