Back
मानिकचक के बाढ़ पीड़ित तंबू लगाकर धरने पर, प्रशासन से पट्टा मकान की मांग
RSRanajoy Singha
Jan 28, 2026 12:48:30
Malda, West Bengal
ব্লক দপ্তরের সামনে ত্রিপল খাঁটিয়ে বসবাস করছেন ভাঙণে গৃহহীন হওয়া পরিবার। গত দুইদিন ধরে বসবাস করছেন তারা। মালদা মানিকচক ব্লকের সামনে সিপিএমের উদ্যোগে এমন অভিনব আন্দোলনে নেমেছেন ভাঙণ দূর্গত বাসিন্দারা। গত দুই বছরে গঙ্গা নদীর ভাঙণে উত্তর চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের শতাধিক পরিবার উগৃহহীন হয়।কেশরপুর বাঁধে ত্রিপল খাঁটিয়ে এতদিন বসবাস করছিলেন। সংরক্ষিত এলাকায় পাট্টার জমি ও বাংলার বাড়ি দেওয়া হবে এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র সহ ব্লক প্রশাসনিক কর্তারা। কিন্তু সেই দাবী পুরন হয় নি আজও। বারংবার দাবি আদায়ের জন্য এই অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। দিয়েছেন তারা।কিন্তু দাবি পূরণ হয়নি। তাই দাবী পুরণ না হওয়া পর্যন্ত পর্যন্ত ব্লক প্রশাসনিক ভবনের সামনে তাবু খাটিয়ে অবস্থান করে বসবাস করতে শুরু করেছেন তারা।তাদের এই অভিনব আন্দোলনকে সমর্থন করে বিধানসভা নির্বাচনে আগে পথে সিপিএমও। যদিও এই আন্দোলনকে শিশুদের অংশগ্রহণ করা নিয়ে বামফ্রন্টকে জঙ্গি সংগঠনের সাথে তুলনা করেন মানিকচক ব্লক তৃণমূল নেতৃত্ব। ভুতনী দ্বীপের পশ্চিম রতনপুর থেকে কেশরপুর পর্যন্ত প্রায় পাঁচশো পরিবার বিগত দুই বছর ধরে গঙ্গার ভাঙণে জমি ও বসতবাড়ি হারিয়েছেন। বসবাস করছেন বাঁধের ওপর। বিগত দুই বছরের বন্যায় জমি বাড়ি所有 কিছু হারিয়ে বাঁধই ভরসা তাদের। সংরক্ষিত এলাকায় স্থায়ী বাসস্থানের জন্য প্রশাসনের পক্ষ থেকে বারংবার এলাকা পরিদর্শন , দুর্গতদের জমি চিহ্নিতকরণ কাজও করা হয়েছে। এমনকি মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে মানিকচকে প্রশাসনিক বৈঠক করে খুব দ্রুত স্থায়ী পাট্টা জমি এবং বাংলার বাড়ি দেওয়ায় আশ্বাসও দিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত তা না মেলায় ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন তারা। বিগত দুই সপ্তাহ আগেই ব্লক প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছিলেন দাবি পূরণ না হলে ব্লকে অবস্থান বিক্ষোভ করবেন। সেই দাবি মতই এদিন কেশরপুর বাঁধের প্রায় শতাধিক মহিলা এবং কচিকাঁচারা বামফ্রন্ট নেতৃত্বদের সঙ্গে মানিকচক ব্লকে গতকাল ডেপুটেশন ও অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে করে। প্রথমে একটি বিক্ষোভ মিছিল করে ব্লক প্রশাসনিক ভবনের সামনে জমায়েত হয় এবং পরবর্তীতে ভিডিওর কাছে পাঁচ জন প্রতিনিধির দল গিয়ে ডেপুটেশন দন। । তবুও সমস্যা সমাধানের কোন ব্যবস্থা হয় নি। এরপরই ব্লক দপ্তরের হামনে ত্রিপল খাঁটিয়ে বসবাস শুরু করেছেন। জেলার বাম নেতা দেবজ্যোতি সিনহা বলেন মানুষের ধৈর্যের বাঁধ ভেঙেছে। প্রশাসন শুধু আশ্বাস দিয়েই যাচ্ছে। তাই আর আশ্বাস নয় ভাঙন দুর্গতদের ন্যায্য অধিকার পাইয়ে দিতে আমরা তাদের সাথে রয়েছি। এই আন্দোলন আমাদের নয় তাদের। যতক্ষণ পর্যন্ত সংরক্ষিত এলাকায় পাট্টার জমি এবং বাংলার বাড়ির দাবি পূরণ হচ্ছে না। ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। যদিও বামেদের এই আন্দোলনে শিশুদের অংশগ্রহণ করা নিয়ে কটাক্ষ করেছেন মালদা জেলা তৃণমূলের সহ-সভাপতি আশীষ সিনহা। তিনি বলেন, বামেদের পাশে লোক নেই তাই শিশুদের মগজ ধোলাই করেHand ধরে হাতে দলীয় পতাকা হাতে দিয়ে এই কর্মসূচিতে নিয়ে আসা হয়েছে। জঙ্গিদের যেভাবে প্রশিক্ষণ দেওয়ানো হয় বামফ্রন্ট সেইমতই কাজ করছে শিশুদের সাথে। এটা জঘন্য অপরাধ। আর ভাঙন দুর্গতরা নয় এরা বলে দাবি করেন তিনি। যদিও অংশগ্রহণকারী গৃহবধূ কাকলি মন্ডল বলেন, আমরা নিজেদের দাবি পূরণে স্বেচ্ছায় এই আন্দোলনে অংশগ্রহণ করেছি। এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি alongside শিশুদের পড়াশোনা হচ্ছে এই তাঁবুর নিচে। তাই তাদের নিয়েই এই আন্দোলনে অংশগ্রহণ।
0
Report
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
Advertisement
0
Report
0
Report
JGJugal Gandhi
FollowJan 28, 2026 14:20:240
Report
JGJugal Gandhi
FollowJan 28, 2026 14:20:000
Report
VKVishal Kumar
FollowJan 28, 2026 14:19:390
Report
NMNitesh Mishra
FollowJan 28, 2026 14:19:180
Report
AKAtul Kumar Yadav
FollowJan 28, 2026 14:18:430
Report
DKDeepesh Kumar
FollowJan 28, 2026 14:17:56Noida, Uttar Pradesh:दिनेश फलाहारी जी महाराज अनमोल दास जी महाराज
0
Report
ASAshok Singh Shekhawat
FollowJan 28, 2026 14:16:480
Report
ASArvind Singh
FollowJan 28, 2026 14:16:080
Report
KAKapil Agarwal
FollowJan 28, 2026 14:15:420
Report
1
Report
JGJugal Gandhi
FollowJan 28, 2026 14:07:120
Report
AJAvinash Jagnawat
FollowJan 28, 2026 14:06:510
Report
NPNavratan Prajapat
FollowJan 28, 2026 14:06:340
Report