Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba Bardhaman713130

কাটোয়া বালিকা বিদ্যালয়ে 'মনের ঠিকানা' ড্রপ বক্সের মাধ্যমে কিশোরীদের সাহায্য!

Sandip Chowdhury
Jul 07, 2025 18:31:05
Katwa, West Bengal
কিশোরী মনের খোঁজ পেতে মহকুমা শাসকের উদ্যোগে বিদ্যালয়ে বসল ড্রপ বক্স। কিশোরী পড়ুয়ারা তাদের মনের অসুখের কথা সবিস্তারে লিখে ড্রপ বক্সে ফেলল অসুখ সারাতে প্রশাসন সহ বিদ্যালয় এগিয়ে আসবে। কাটোয়া মহকুমা শাসকের হাত দিয়ে কাটোয়া বালিকা বিদ্যালয়ে এই অভিনব ড্রপ বক্সের শুভ সূচনা হল।মহকুমা শাসক অহিনসা জৈন নিজে ড্রপ বক্সের নামকরণ করেছেন মনের ঠিকানা।মনের অসুখ সারাতে এই উদ্যোগে খুশি পড়ুয়ারা। মনের ঠিকানা হচ্ছে আদপে একটি রূপক কথা। মন নিয়ন্ত্রণ হারালে শরীর সচল, স্বাভাবিক থাকে না। বর্তমান সময়ে আধুনিক যাপনচিত্রে মোবাইল কিশোরীদের মনের অনেকটা জায়গা দখল করে নিয়েছে।মোবাইল আসক্তির ফলে কিশোরীরা নানান বিচিত্র সমস্যায় ভুগছে। মন খারাপের কথা বা জীবনের সমস্যা সেভাবে কাউকে জানাতে পারে না ফলে পড়ুয়ার মনে ক্রমশ জটিল অসুখ বাসা বাঁধে। এখন থেকে কাটোয়া বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা তাদের মনের অসুখের কথা জানানোর জায়গা পেল। অসুখের ওষুধ কীভাবে দেওয়া হবে? সেটা মহকুমা শাসক অহিনসা জৈন ঠিক করে রেখেছেন। ড্রপ বক্স খোলা হবে মনের অসুখ যদি সামাজিক হিংসা বা প্রশাসনিক অনিয়মের আওতায় পরে তাহলে তার মীমাংসা হবে প্রশাসনিক ভাবে মহকুমা শাসকের দপ্তরে। শিক্ষা বা বিদ্যালয় সংক্রান্ত অসুখ হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ স্কুল পরিদর্শক ওষুধ দেবে। মনের ঠিকানা ড্রপ বক্স ছাত্রীরা নির্দ্বিধায় মনের কথা লিখলে ওষুধ মিলবেই। মনখারাপ ছাড়াও প্রস্তাব, অনিয়মের কথাও নাম গোপন করে লিখে ড্রপ বক্সে ফেললে ওষুধ মিলবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়ার পুরপ্রধান সমীর কুমার সাহা, স্কুল পরিদর্শক ফ্যান্সী মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। বাইট:১) মাধুরী দাস মজুমদার , প্রধান শিক্ষিকা,কাটোয়া বালিকা বিদ্যালয়,২) অহিনসা জৈন, মহকুমা শাসক কাটোয়া, ৩) সুহানা খাতুন (অষ্টম শ্রেণীর ছাত্রী)
0
Report

हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|

Advertisement
Advertisement
Back to top