Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas743428

কিশোরী খুনের সাত মাস পর গ্রেফতার দুই অভিযুক্ত!

BBBimal Basu
Jul 07, 2025 23:31:00
Basirhat, West Bengal
বলে 2C তে ছবি পাঠিয়েছি। কিশোরী খুনের ঘটনায় প্রায় সাত মাস পর দুই অভিযুক্তকে গ্রেফতার করলো সন্দেশখালি এক নম্বর ব্লকের ন্যাজাট থানার পুলিস। প্রশাসন সূত্রে জানাযায় ন্যাজাট থানার অন্তর্গত ঘোষপুর এলাকায় গত ৭ই ডিসেম্বর একটি পুকুর থেকে এক কিশোরীর হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করে পুলিস। সেই ঘটনার অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে ন্যাজাট থানার পুলিস ওই এলাকা থেকে উমেশ মন্ডল ও তাপস বর নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে। পুলিস সূত্রে জানা যায়, উমেশ মন্ডলের বাড়িতে পরিচালিকার কাজ করতো সাগরিকা মুন্ডা। দীর্ঘ কয়েক বছর ধরেই স্বামী পরিত্যাক্তা সাগরিকা মুন্ডা, তার দুই সন্তানকে নিয়ে উমেশের বাড়িতেই পরিচালিকার কাজ করতো। ২০২৪ ৪ঠা ডিসেম্বর সাগরিকা মুন্ডার মেয়ে শরমা মুন্ডা উমেশ মন্ডল এর বাড়ির ছাগল নিয়ে চরাতে যায় মাঠে । তারপর থেকেই নিখোঁজ হয়ে যায় শরমা। বিভিন্ন জায়গায় খোঁজখবর করার পর উমেশ মন্ডলের বাড়ির গোয়াল ঘর সংলগ্ন একটি পুকুর থেকে ৭ ডিসেম্বর হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার হয় শরমার‌‌। সেই ঘটনার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সাত মাস পর পুলিস ওই ঘোষপুর এলাকা থেকেই উমেশ মন্ডল ও তাপস বরকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে সোমবার বিকেলে ১০ দিনের পুলিসি হেপাজাত চেয়ে বসিরহাটের এ সি জে এম আদালতে তোলা হলে বিচারক তাদের আট দিনের পুলিসি হেফাজতে রাখার নির্দেশ দেয়। এই ঘটনায় সঙ্গে যুক্ত আরো অপরাধীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে, ন্যাজাট থানার পুলিস। বিমল বসু বসিরহাট
0
Report

हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|

Advertisement
Advertisement
Back to top