Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Birbhum731238

বোলপুরে জাল আধার কার্ড চক্র: দুই যুবক গ্রেফতার!

PMProsenjit Malakar
Jul 15, 2025 10:07:57
Birbhum, West Bengal
জাল আধার কার্ড চক্রে বোলপুরের তিন যুবক, দুইজন গ্রেফতার, বাংলাদেশ যোগে চাঞ্চল্য জাল আধার কার্ড তৈরি চক্রে জড়িয়ে পড়ল বোলপুরের তিন যুবক। ইতিমধ্যেই এই ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ-এর দুর্নীতি দমন শাখা। আন্তর্জাতিক চক্রের যোগসূত্র মেলায় নড়েচড়ে বসেছে তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, পাকিস্তান ও বাংলাদেশ যোগের প্রমাণ মেলায় এসটিএফ হানা দেয় বোলপুরে। রবিবার বোলপুর স্টেশন থেকে ধরা হয় পাড়ুই থানার অন্তর্গত কেন্দ্রডাঙাল গ্রামের বাসিন্দা মুন্না শেখ ওরফে আব্দুস কুদ্দুসকে। পরে গভীর রাতে তার দোকানে চলে তল্লাশি। সেখান থেকে উদ্ধার হয়েছে একাধিক ল্যাপটপ, মোবাইল ফোন, প্রিন্টার ও গুরুত্বপূর্ণ নথিপত্র। সেই রাতেই একই এলাকার যাদবপুর গ্রামের মিরাজ শেখকে গ্রেফতার করে এসটিএফ। তার বিরুদ্ধেও জাল আধার কার্ড তৈরির অভিযোগ রয়েছে। সোমবার বিধাননগর আদালতে তোলা হলে বিচারক দু’জনকেই সাত দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। তদন্তে উঠে এসেছে, গ্রেফতার হওয়া যুবকদের সঙ্গে যোগাযোগ ছিল বোলপুর জামবুনি এলাকার একটি সাইবার ক্যাফের। সেই ক্যাফে মালিক ইমরান আহমেদের ব্যক্তিগত ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারীরা দোকানে কয়েক ঘণ্টা তল্লাশি চালিয়ে বেশ কিছু নথিও নিয়ে গিয়েছেন। এসটিএফ সূত্রে আরও জানা গিয়েছে, কিছুদিন আগে বাংলাদেশের একাধিক নাগরিক মুন্নার কাছে এসে আধার কার্ড তৈরি করার চেষ্টা করে। সেই সূত্র ধরেই অভিযানে নামে এসটিএফ। যদিও ধৃতদের পরিবার দাবি করেছে, তাদের সন্তানরা অনলাইন কাজ করত, কিন্তু বেআইনি কোনও কাজের সঙ্গে তারা যুক্ত নয়। একই দাবি করেছে ক্যাফে মালিক ইমরান আহমেদও। তিনি জানান, “তদন্তকারীরা আমার দোকানে এসেছিলেন, ল্যাপটপ নিয়েছেন। আমি তদন্তে পুরোপুরি সহযোগিতা করবো।” এই ঘটনায় স্বাভাবিকভাবেই বোলপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তকারীরা এখন আন্তর্জাতিক যোগাযোগ ও নাগরিকত্ব নথি জালিয়াতির বড় চক্রের সন্ধানে তদন্ত জোরদার করেছে।
2
Report

हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|

Advertisement
Advertisement
Back to top