Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
191111
Dal Lake पर शिकार रैली से कश्मीर सुरक्षित व खूबसूरत का संदेश
SBShowket Beigh
Oct 25, 2025 12:02:45
Badgam,
Houseboat Owners Association Of Kashmir organized a spectacular Shikara Rally on the serene waters of Dal Lake today. The event saw participation from tourists representing different states of India, who joined hands with local boatmen to spread a powerful message — Kashmir is Safe and Beautiful. Dozens of colorful shikaras, decorated with flowers and traditional Kashmiri motifs, glided gracefully across the lake, symbolizing harmony and friendship. The rally was aimed at showcasing Kashmir’s timeless charm and reassuring visitors that the Valley remains a welcoming and peaceful destination for all. Speaking on the occasion, the President of the Houseboat Owners Association said, "Our message is simple — Kashmir is not just about beauty, but also about warmth, peace, and hospitality. We want tourists from every corner of India and the world to come, experience the magic of Dal Lake, and see the real picture of our Valley." Tourists from states like Maharashtra, Delhi, Gujarat, and Tamil Nadu expressed their delight, calling the experience "once in a lifetime." Many said they would return with family and friends, inspired by the region’s calm and scenic charm. The rally concluded with traditional Kashmiri music and a call for continued unity and tourism promotion. The event sent out a heartwarming message that despite challenges, Kashmir remains the crown of India — safe, welcoming, and breathtakingly beautiful
0
comment0
Report

हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|

Advertisement
Oct 25, 2025 21:47:50
10
comment0
Report
Oct 25, 2025 21:33:23
5
comment0
Report
Oct 25, 2025 19:43:11
10
comment0
Report
Oct 25, 2025 19:11:12
12
comment0
Report
AMALI MUKTA
Oct 25, 2025 19:05:34
Gohara Marufpur, Uttar Pradesh:जमीन पर भूमाफिया पर कब्ज़े का आरोप, न्याय के लिए दर दर भटक रहा पीड़ित कौशांबी जिले में भूमाफिया एक गरीब की जमीन पर अवैध निर्माण कर कब्जा कर रहे है। पीड़ित ने इसकी शिकायत अधिकारियों से की है。 ताजा मामला चायल तहसील के मोहम्मदपुर असवा गाँव का है जहां के रहने वाले दयाराम ने थाना दिवस पर शिकायती पत्र देते हुए बताया कि उसकी जमीन मि. गाटा संख्या 883 पर वो निर्माण कार्य कर रहा था तभी कपिल केसरवानी व लालचंद,सनी,सुरेश अपने साथियों के साथ पहुंच कर निर्माण कार्य को रुकवाकर पीड़ित दयाराम पासी को जाति सूचक गाली गलौज करते हुए मारपीट पर आमादा हो गए। पीड़ित ने किसी तरह अपनी जान बचाते हुए थाने पर पहुंचकर भूमाफियाओं के खिलाफ शिकायत करते हुए इंसाफ की गुहार लगाई है पीड़ित ने बताया कि कपिल और उसके साथी जमीनों को औने पौने दामों में खरीदकर अपने रसूख और दबंगई के दम पर अगल बगल की जमीनों को कब्जा करते है。
10
comment0
Report
RDRAJKUMAR DIXIT
Oct 25, 2025 19:05:06
Sitapur, Uttar Pradesh:यूपी के सीतापुर में नैमिषारण्य दर्शन करने पहुंचे। डीजीपी राजीव कृष्ण ने सभी सर्किल के सीओ की पीडब्ल्यूडी गेस्ट हाउस में बैठक की। डीजीपी की यह बैठक लंबी चली। इसमें सभी सीओ को डीजीपी ने लॉ इन ऑर्डर को लेकर कड़े दिशा निर्देश दिए। राजीव कृष्ण पत्नी सहित बैठक के बाद नैमिषारण्य मां ललिता देवी मंदिर पहुंचे और माता की विधिवत पूजा अर्चना की। डीजीपी राजीव कृष्ण ने बताया कि माननीय मुख्यमंत्री जी के नेतृत्व में अपराधियों के प्रति जो जीरो टॉलरेंस के निर्देश हैं। ऑर्गेनाइज्ड क्राईम पर पूरी तरीके से अंकुश लगा है। मिशन शक्ति के तहत प्रत्येक थाने में केंद्र स्थापित किए गए हैं। महिलाओं के प्रति अपराध जांच तक ही सीमित नहीं हैं बल्कि उनके सेफ्टी और इंपावरमेंट के लिए ऐसा एक वातावरण तैयार हो जो महिलाएं और बच्चियाँ अपनी समस्याओं को खुलकर बता सकें। बिहार चुनाव को लेकर बॉर्डर पर अचार संहिता के अनुपालन को लेकर कार्रवाई की जा रही है। प्रयागराज में पत्रकार की हत्या को लेकर बोले जिसमें दो अभियुक्त थे तत्काल गिरफ्तार हुए और कड़ी कार्रवाई हुई。
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Oct 25, 2025 19:02:58
Kolkata, West Bengal:आज विकেলের আবহাওয়া। জগদ্ধাত্রী পুজোতে ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ উত্তরবঙ্গে হালকা বৃষ্টি! दक्षिणবঙ্গে आगामी सप्ताहे ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণ বঙ্গোপসাগরে ঘুর্নাবর্ত গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এই সিস্টেম। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এলাকায় গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই ঘূর্ণিঝড়ের অভিমুখ থাকবে পশ্চিম উত্তর-পশ্চিম দিক। এই ঘূর্ণিঝড়ের নাম হবে মান্থা। এই নাম দিয়েছে থাইল্যান্ড। এর অর্থ মন্থন। মঙ্গলবার সন্ধ্যায় ল্যান্ডফল করবে শক্তিশালী ঘূর্ণিঝড় মান্থা। শক্তিশালী ঘূর্ণিঝড় ল্যান্ডফল করবে কাকিনাড়াতে। মঙ্গলবার সন্ধ্যায় स्थলভাগে প্রবেশের প্রবল সম্ভাবনা। ল্যান্ড ফলের সময় গতিবেগ সর্বোচ্চ ১০০-১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ২৮ অক্টোবর মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ২৭ তারিখের মধ্যে উপকূলে ফিরে আসতে পরামর্শ। উত্তরবঙ্গ। শনি ও রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। সোমমবার থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা কমবে। পশ্চিমী ঝঞ্ঝা পাস করে যেতেই শুষ্ক আবহাওয়া। বৃহস্পতিবার ও শুক্রবারে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি মালদা, উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে। দক্ষিণবঙ্গ। আজ মূলত শুষ্ক হাওয়া। আংশিক মেঘলা আকাশ। উপকূলের কাছাকাছি আবহাওয়ার পরিবর্তন। সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সোমবার রাতে ও মঙ্গলবার সকালে ছট পুজোর দিন বৃষ্টির সামান্য সম্ভাবনা। দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ; বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস সব জেলাতেই। থাকবে বজ্রপাতের আশঙ্কাও। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টির সঙ্গে উপকূলের ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বুধবার হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই ছয় জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতি ও শুক্রবারে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি মালদা, উত্তর দিনাজপুর এবং আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে। কলকাতা। আজ ঝলমলে আকাশ। পরে আংশিক মেঘলা আকাশ। আগামী দুদিন বৃষ্টির সম্ভাবনা নেই। দিনভর পরিষ্কার আকাশ। দক্ষিণা বাতাসের দাপট। সোমবার রাতে আবহাওয়ার পরিবর্তন। আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা/ মাঝারি বৃষ্টির সম্ভাবনা শহরে। সঙ্গে দমকা ঝড়ো হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে। আবহাওয়া দপ্তরের পরামর্শ। কৃষকদের পরামর্শ মাঠে পাকা ফসল থাকলে তা কেটে তুলে নেওয়ার জন্য বিশেষ করে দক্ষিণবঙ্গের চাষীদের। নীচু এলাকায় জল জমতে পারে। পাহাড়ের দৃশ্যমানতা কমতে পারে ভারী বৃষ্টির কারণে।
0
comment0
Report
BSBidhan Sarkar
Oct 25, 2025 19:01:54
Chinsurah, West Bengal:অস্মিকার হাতে উদ্বোধন হলো "সোনা মায়ের",সোনা আর হীরের গহনায় সাজানো হলো হৈমন্তীকাকে, চতুর্থীতেই দর্শনার্থীদের ঢল চন্দননগরের। চন্দনগর হেলোপুকুর ধার জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন রানাঘাটের ছোট্ট অস্মিকা।স্পাইনাল মাসকুলার এসট্রফিক নামক বিরল রোগে আক্রান্ত এই শিশুর চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন ছিল। পরিবারের পক্ষ থেকে সেই টাকা যোগাড় করা কার্যত অসম্ভব হয়ে পড়েছিল। অবশেষে তাকে সেই বহু মূল্যবান ইনজেকশন দেওয়া হয়। বিভিন্ন মানুষ অস্মিকার জীবন বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। চন্দননগর হেলাপুকুর জগদ্ধাত্রী পুজো কমিটির কয়েক মাস আগে ওই শিশুর চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করে এবং তখন থেকেই তারা মনস্থির করেছিল জগদ্ধাত্রী পুজোতে তাকে দিয়েই দেবীর উদ্বোধন করাবে। আজ চতুর্থীর দিন দেবী জগদ্ধাত্রী উদ্বোধন হলো অস্মিকা দাসের হাত দিয়ে। অস্মিকা ছাড়াও পুজোর উদ্বোধনী ছিলেন রাজ্যের মন্ত্রী তথা চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন, চন্দননগর পৌর নিগমের ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল সহ বিশিষ্টরা। চতুর্থীর সন্ধাতেই দর্শনার্থীদের ঢল নামে মন্ডপে。 অস্মিকার বাবা শুভঙ্কর দাস বলেন, হেলা পুকুর জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে অস্মিকাকে আনার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে আমি গর্বিত। এর আগে এখানে বহু সেলিব্রেটি উদ্বোধন করেছে । এই পুজো কমিটি সমাজের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করল। আরো বহু শিশু আছে আমার ম daughter's মতো তাদের পাশেও যদি মানুষ থাকে সেই বার্তায় পৌঁছে দিয়েছে পুজো কমিটি। এর আগে আমি কোনদিনও চন্দননগরে আসেনি, এই প্রথম এলাম এবং আমার ভালো লাগছে। আগের থেকে মেয়ে অনেকটাই সুস্থ। আমরা সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ ,কোনদিনও ভাবিনি মেয়েকে নিয়ে পুজোর উদ্বোধন করব। মেয়ে যে লড়াই করেছে তা পশ্চিমবঙ্গের ইতিহাসে বিরল। বহু মানুষ আছে যারা এই বিরল রোগ থেকে মুক্তি পাবার জন্য সাহায্যের অপেক্ষায় রয়েছে। প্রত্যেক মাসে বা সপ্তাহে মেয়ের রক্ত পরীক্ষা, ফিজিওথেরাপি করতে হয়। পুজো কমিটির সাধারণ সম্পাদক সুমিত সরকার বলেন, এবছর এই পুজো ৫৬ বছরে পদার্পণ করেছে। এখানে মা জগদ্ধাত্রীর নাম "সোনা মা"।একটি স্বর্ণ প্রতিষ্ঠান সোনায় মুড়িয়ে দেয় মা জগদ্ধাত্রীকে সেই কারণেই লোকমুখে এই মায়ের নাম হয়েছে সোনা মা। তাই সোনা মা'র উদ্বোধন অন্য ধরনের করেছি। বিরল রোগে আক্রান্ত রানাঘাটের অস্মিকা দাস অসুস্থ অবস্থায় তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলাম। বছরখানেক আগে আমাদের পুজো কমিটির উদ্যোগে মানুষের কাছে অস্মিকার জন্য অর্থ সংগ্রহ করেছিলাম। ৮৫ হাজার টাকা তার বাবার হাতে তুলে দিয়েছিলাম মেয়ের চিকিৎসার জন্য। আমরা ঠিক করেছিলাম সে সুস্থ হওয়ার পর তাকে দিয়ে উদ্বোধন করাবো । তাই আজ তার হাত দিয়ে এই মায়ের উদ্বোধন হলো। এ বছরে মা জগদ্ধাত্রীকে সাদা সোনার গহনা ও হিরে দিয়ে মাকে সাজানো হয়েছে। অর্থাৎ সোনা মা কে হীরের সাজে সাজানো হয়েছে。 আর চতুর্থীর সন্ধাতেই মানুষের উপস্থিতি জানান দিচ্ছে আগামী কয়েকটা দিন জনজোয়ারে ভাসতে চলেছে আলোর শহর চন্দননগর।।।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Oct 25, 2025 19:00:44
Baruipur, West Bengal:ভাঙড়ে তৃণমূল নেতা কাইজার আহমেদের পার্টি অফিসে ভাঙচুর, এলাকায় তীব্র উত্তেজনা। ভাঙড়ে ফের রাজনৈতিক অশান্তি। তৃণমূল কংগ্রেস নেতা কাইজার আহমেদের পার্টি অফিসে ভাঙচুর ও গুরুত্বপূর্ণ নথি লুঠের অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই ভাঙড় থানার বিশাল পুলিশবাহিনী মোতায়েন রয়েছে। সূত্রের খবর, শনিবার রাতে কাইজার আহমেদের অনুগামীরা আতসবাজি ফাটাচ্ছিলেন। এর আগে দক্ষিণ ২৪ পরগণার জয়নগরে এক সভা থেকে তৃণমূল নেতা জাহাঙ্গীর খাঁন ঘোষণা করেন— তাঁকে জয়নগর, যাদবপুর, ডায়মন্ডহারবার ও মথুরাপুর লোকসভার অন্তর্গত একটি করে বিধানসভা এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কাইজার আহমেদের অনুগামীরা উদযাপনে মেতে ওঠেন। অভিযোগ, কিছুক্ষণের মধ্যেই একদল দুষ্কৃতি এসে কাইজারের পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর চালায় এবং গুরুত্বপূর্ণ নথি লুঠ করে নিয়ে যায়। অন্যদিকে ঘটকপুকুর-গোবিন্দপুর এলাকায় কাইজারের অনুগামী ও শাওকত মোল্লা ঘনিষ্ঠদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকাজুড়ে এখনও থমথমে পরিবেশ。
0
comment0
Report
Diwali 2025
Advertisement
Back to top