Back
Purba Bardhaman713104blurImage

গ্রামবাসীরা শিব মন্দিরের জমি উদ্ধার করল দীর্ঘ ৩০ বছর পর

Prabir Mondal
Aug 04, 2024 16:08:42
Jotram, West Bengal

মেমারি-১ ব্লকের নিমো-২ গ্রামে শিবের দেবোত্তর সম্পত্তি ৩০-৩৫ বছর ধরে আব্দুল্লাহ মোল্লা নামক প্রভাবশালী ব্যক্তি জবরদখল করে ব্যবসা চালাচ্ছিলেন। বৈধ কাগজ থাকা সত্ত্বেও তিনি জমি ছাড়তে অস্বীকার করেন। গ্রামবাসীদের প্রতিবাদে তিনি পুলিশের ভয় দেখান। পরে BDO ও BLRO অফিস জানায় এটি দেবোত্তর সম্পত্তি, ব্যক্তিগতভাবে দখল করা যাবে না। রবিবার গ্রামবাসীরা একত্রিত হয়ে জমিটি উদ্ধার করে শিবের নামে পুনঃদখল নেন।

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com