ধান, পাট ও কাঠের পুঁতিতে রাখি বাঁধলো বর্ধমানের পড়ুয়ারা
পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে বর্ধমানের আলিশা বাসস্ট্যান্ডে রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হল। রবীন্দ্রনাথ ও কাজী নজরুল ইসলামের ছবিতে মাল্যদান করে অনুষ্ঠান শুরু হয়। ধান, পাট ও কাঠের পুঁতিতে নকশা করা রাখি পরিয়ে পদ্ধতিগত বন্ধন উপলক্ষে এই উত্সব পালিত হয়। রাস্তায় চলমান মানুষ, বাস ও টোটো চালকরাও এই উত্সবে যুক্ত হন।
‘বাংলাদেশি হিন্দুদের বাঁচান', স্বস্তিপল্লীতে প্রতিবাদ মিছিল হিন্দুদের
আজিজ রহমান সেখ ও মিজানুর রহমান সেখ স্মৃতি উদ্দেশ্যে বামে চ্যালেঞ্জ ট্রফি ২০২৪
প্রতি বছরের মতো এবছরও বর্ধমান দুই নম্বর ব্লকের বয়ান গ্রামে বৈকুণ্ঠপুর-১ গ্রাম পঞ্চায়েত সদস্য ও সংগঠক আজাদ রহমান সেখের উদ্যোগে বায়ান ফুটবল মাঠের ব্যবস্থাপনায় একদিনের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। আমরা সবাই সংঘ, যাকে গ্রাম পঞ্চায়েত বৈকুণ্ঠপুর-১ সমর্থন করেছিল। আজাদ রহমান শেখ ক্রীড়াপ্রেমী ভাই আজিজ রেহমান শেখ ও মিজানুর রহমান শেখের স্মরণে এই খেলার আয়োজন করেন। এই খেলায় মোট ১৬টি দল অংশগ্রহণ করে এবং ফাইনালে টাইব্রেকারে মা ইলেভেন ও তালিত সেভেন স্টার জয়লাভ করে।
গ্রামবাসীরা শিব মন্দিরের জমি উদ্ধার করল দীর্ঘ ৩০ বছর পর
মেমারি-১ ব্লকের নিমো-২ গ্রামে শিবের দেবোত্তর সম্পত্তি ৩০-৩৫ বছর ধরে আব্দুল্লাহ মোল্লা নামক প্রভাবশালী ব্যক্তি জবরদখল করে ব্যবসা চালাচ্ছিলেন। বৈধ কাগজ থাকা সত্ত্বেও তিনি জমি ছাড়তে অস্বীকার করেন। গ্রামবাসীদের প্রতিবাদে তিনি পুলিশের ভয় দেখান। পরে BDO ও BLRO অফিস জানায় এটি দেবোত্তর সম্পত্তি, ব্যক্তিগতভাবে দখল করা যাবে না। রবিবার গ্রামবাসীরা একত্রিত হয়ে জমিটি উদ্ধার করে শিবের নামে পুনঃদখল নেন।