Back
Bijuউত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয় / দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে ও সাহায্যের আবেদন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের
Asansol, West Bengal:
প্রাকৃতিক বিপর্যয়ের কারণে উত্তরবঙ্গের মানুষ ভয়াবহ সংকটের মুখে। একটানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এই সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজেপির রাজ্য কমিটির নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়।
এদিন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, রাজ্য সরকারের উপর আমাদের কোনও আস্থা নেই। তাই আমি আসানসোল সহ গোটা বাংলার মানুষদেরকে এই কঠিন পরিস্থিতিতে উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। যাতে সেখানকার মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হয়।
এছাড়াও তিনি, এদিন উত্তরবঙ্গে দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে গিয়ে দলের এক সাংসদ ও বিধায়কের আক্রান্ত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।
10
Report
লাগাতার বৃষ্টি ,মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ালো ডিভিআরআরসি
Asansol, West Bengal:
লাগাতার বৃষ্টির জেরে মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়ার পরিমাণ একধাক্কায় অনেকটাই বাড়ালো ডিভিআরআরসি অর্থাৎ দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি। এরফলে এই উৎসবের মরশুমে রাজ্যের একাধিক জেলায় নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। জল ছাড়ার গোটা বিষয়টি সবিস্তারে সংশ্লিষ্ট সব দপ্তরের আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের জানিয়েছেন ডিভিআরআরসির মেম্বার সেক্রেটারি সঞ্জীব কুমার। নবমী অর্থাৎ বুধবার থেকে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ও দুর্গাপুরের পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলায় টানা বৃষ্টি শুরু হয়েছে। একাদশীর বৃষ্টি হচ্ছে।
13
Report
দুর্গাপুরে চতুরঙ্গ সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর আজ সিঁদুর খেলা তে মেতে উঠলো মহিলারা
Asansol, West Bengal:
দুর্গাপুরে চতুরঙ্গ সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো ৩৮ বছরে পদার্পণ করেছে। আজ একাদশীর দিন বিকেল সাড়ে চারটের সময় মহিলারা সিঁদুর খেলায় মাতলো। মাকে বরণ করার পর একে অপরকে সিঁদুর লাগিয়ে সিঁদুর খেলায় মাতলেন। মহিলা উদ্যোক্তা প্রতিংসা দত্ত জানালেন আজ আমরা সিঁদুর খেলায় মত্ত হলাম। দূর্গা পুজো যখন শেষ হয় মায়ের যাবার সময় হয় সিঁদুর খেলার সঙ্গে মাকে বিদায় জানাই। আসছে বছর আবার হবে। বাঙ্গালীদের জন্য এই উৎসব বড় উৎসব দীর্ঘ এক বছর থেকে অপেক্ষা করে দুর্গাপুজো আশা সিঁদুর খেলায় মহিলারা আনন্দ উপভোগ করেন।
12
Report
আজ আসানসোল ও দুর্গাপুরে " পুজোর কার্নিভাল ২০২৫ " / শেষ প্রস্তুতি খতিয়ে দেখলেন পশ্চিম বর্ধমানের জেলাশ
Chinchuria, West Bengal:
রাজ্য সরকারের তরফে গত দুবছর ধরে দুর্গাপূজোর পর রাজ্য জুড়ে দুর্গাপূজো কার্নিভালের আয়োজন করা হচ্ছে। এই বছরের পুজোর কার্নিভাল তৃতীয় বছরে পড়লো। এর আগে এই কার্নিভাল শুধুমাত্র কলকাতায় অনুষ্ঠিত হতো। কিন্তু এখন এটি রাজ্য জুড়ে সব জেলায় অনুষ্ঠিত হচ্ছে। ৪ অক্টোবর শনিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোল এবং দুর্গাপুরে পুজোর কার্নিভাল অনুষ্ঠিত হবে। আসানসোলের পুজোর কার্নিভাল হবে বার্নপুর রোডে। পুলিশ লাইনের ঠিক সামনে মুল স্টেজ তৈরি করা হয়েছে। তার চূড়ান্ত প্রস্তুতি চলছে। জানালেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক
14
Report
Advertisement
চোরের রাজত্ব, আতঙ্কে পুজো পার্বণ পাহারা থাকলেও সুরক্ষা নেই
Asansol, West Bengal:
একটা সময় ছিল, চোররা পুলিশের ভয়ে পালিয়ে বেড়াত। এখন ছবিটা ঠিক উল্টো চোরেরা জানে কখন পুলিশ বেরোবে, কোথায় টহল দেবে। সেই ফাঁক গলেই তারা কাজ সেরে যাচ্ছে।সালানপুর ও রূপনারায়ণপুরে চলতি বছরের শেষ কয়েক মাসে চুরির ঘটনা এতটাই বেড়েছে যে সাধারণ মানুষ শুধু পুজোর দিন নয়, এখন প্রতিদিনই আতঙ্কে দিন কাটাচ্ছে।সর্বশেষ ঘটনাটি ঘটেছে শ্রীগুরু পল্লিতে, অষ্টমীর রাতে। ব্যবসায়ী সনৎ কুমার মন্ডল বাড়ি তালা দিয়ে পুজো দেখতে বেরিয়েছিলেন। স্ত্রী ছিলেন পুরুলিয়ায়। ফিরে এসে দেখেন, পেছনের জানালার গ্রিল খুলে ঘরে ঢুকে চোরের দল লণ্ডভণ্ড করে গেছে সব কিছু। এক লক্ষ টাকা এবং প্রায় তিন ভরি সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে। বাড়ির সমস্ত আলমারি-ডিভান ভাঙচুর করেছে তারা। আশেপাশের আরও তিনটি বাড়ি তখন ফাঁকা ছিল, ভাগ্যক্রমে সেগুলিতে হানা পড়েনি।
13
Report