Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Biju
Purba Bardhaman713424

শিল্পপতি দীপক রুদ্রকে " নবরত্ন" সম্মান ফসবেকির...SBFCI

BijuBijuSept 29, 2025 13:50:07
Chhota Bainan, West Bengal:
বেঙ্গল ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ তথা ফসবেকি আসানসোল শহর তথা শিল্পাঞ্চলের প্রখ্যাত শিল্পপতি দীপক রুদ্রকে তাঁর শিল্প কৃতিত্বের জন্য সম্মানিত করলো। তাকে দেওয়া হলো " নবরত্ন" সম্মান। দক্ষিণবঙ্গের অন্যতম বড় বনিকসভা ফসবেকির মহাসচিব জগদীশ বাগড়ি, পুরস্কার অনুষ্ঠানের সভাপতি সচিন রায় এবং বিনোদ গুপ্তা দীপক রুদ্রকে সম্মানিত করেন। এই সম্মান পেয়ে দীপক রুদ্র সাউথ বেঙ্গল ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই সম্মান আমাকে সমাজসেবা এবং আরো ভালো কাজ করার প্রেরণা জোগাবে। তিনি সংগঠনের প্রশংসা করে বলেন, এই ধরনের সম্মান শিল্পপতিদের উৎসাহ বাড়ায়। যা তাঁদের ভবিষ্যতে আরও ভালো কাজ করতে সহায়তা করবে। তিনি বলেন, রুদ্র গ্রুপ বর্তমানে মাহিন্দ্রা অটোমোটিভ
0
comment0
Report
Paschim Bardhaman713331

দুর্গাপূজোয় নতুন ভাবনা পূর্ব রেলের আসানসোল ডিভিশনের / ষষ্ঠী থেকে শুরু, চলবে নবমী পর্যন্ত / অপারেশনাল

BijuBijuSept 29, 2025 13:27:32
Chittaranjan, West Bengal:
দুর্গাপূজোর শুরুতে মহিলা কর্মীদেরকে নিয়ে নতুন ভাবনা পূর্ব রেলের আসানসোল ডিভিশনের। চারদিনের জন্যে করা হবে আসানসোল ডিভিশনের রেল পরিষেবার নিরাপত্তা এবং সময়ানুবর্তিতার দায়িত্ব বৃদ্ধি এক স্পেশাল অপারেশনাল পরিদর্শন । পূর্ব রেলের আসানসোল ডিভিশনের সম্পূর্ণ মহিলা কর্মীদের নিয়ে তৈরি দল চার দিনের জন্য পরিদর্শন করবেন।
3
comment0
Report
Paschim Bardhaman713301

পুজোর মুখে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশের বড় সাফল্য,চিনাকুড়ির খুনের ঘটনায় মুম্বাই থেকে ২জনকে গ্রেপ্তার করলো নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ

BijuBijuSept 29, 2025 13:01:00
Asansol, West Bengal:
ঘটনার সম্বন্ধে জানিয়ে দেওয়া হচ্ছে গত ১৮ ই আগস্ট এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার ঘটনা ঘটে ।ঘটনাটি ঘটে আসানসোল দুর্গাপুর পুলিশ কামিশনারেট এর কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত চিনাকুড়ি এলাকায়।মৃত ব্যক্তির নাম গোপাল মাহাত (৪৫)।মৃতের পরিবার নিয়ামতপুর ফাঁড়িতে অভিযোগ করেন এলাকার বেশ কয়েকজন গোপাল মাহাত কে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে তাকে বেধড়ক মারধর করে চিনাকুড়ি ডিসপেনসারির কাছে ফেলে দেওয়া হয়।খবর পেয়ে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ অচৈতন্য অবস্থায় গোপাল মাহাতকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানেই তার মৃত্যু হয়। গোপাল মাহাত'র স্ত্রী কোমল দেবীর অভিযোগের ভিত্তিতে পুলিশ
0
comment0
Report
Navaratri 2025
Advertisement
Back to top