Back
Dakshin Dinajpur733121blurImage

মাঝি পরগনা গাঁওতা সামাজিক সংগঠনের পক্ষ থেকে মহকুমা শাসক কে স্মারকলিপি প্রদান

Shantanu Misra
Sep 05, 2024 11:46:17
Buniadpur, West Bengal

বংশীহারী ব্লকের একটি গ্রামে নাবালিকা মেয়েকে ধর্ষণ করে খুনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার কঠোর শাস্তির দাবিতে বৃহস্পতিবার বুনিয়াদপুর শহরে তীর-ধনুক নিয়ে মিছিল করেছে মাঝি পরগনা গাঁওতা নামের একটি সামাজিক সংগঠন। সংগঠনটি 8 দফা দাবি নিয়ে গঙ্গারামপুর বিভাগীয় শাসকের কাছে স্মারকলিপি পেশ করেছে, যার মূল দাবি অভিযুক্ত যুবকদের কঠোর শাস্তি দেওয়া। মিছিলের নিরাপত্তার জন্য বংশীহারী থানার পক্ষ থেকে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com