Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Shantanu Misra

হরিরামপুর থানার পক্ষ থেকে ছট পূজা কে কেন্দ্র করে শিশুদের মধ্যে বস্ত্র বিতরণ

Shantanu MisraShantanu MisraNov 08, 2024 18:11:20
:

হরিরামপুর,:-প্রতিবছরের মধ্যে এ বছরও হরিরামপুর থানার পক্ষ থেকে ছট পূজা উপলক্ষে ছোট ছোট ছেলে মেয়েদেরকে জমা দেওয়া হয়। দক্ষিণ দিনাজপুর জেলায় এই প্রথম কোন থানার পক্ষ থেকে ছোট ছোট শিশুদের ছট পূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করে। এখানে উপস্থিত ছিল হরিরামপুর থানার ভারপ্রাপ্ত অধিকারী ক অভিষেক তালুকদার, এছাড়া উপস্থিত ছিল বিভিন্ন পদস্থ আধিকারিকরা। হরিরামপুর থানার এলাকার বিভিন্ন ছোট ছোট দুধের প্রতি থানার এই কর্তব্য পরায়ণে খুশি হরিরামপুরবাসী।

0
comment0
Report
Dakshin Dinajpur733121

বিজেপির বিক্ষোভ সমাবেশ

Shantanu MisraShantanu MisraOct 26, 2024 06:05:17
Buniadpur, West Bengal:

বুনিয়াদপুর, দক্ষিণ দিনাজপুর;মহকুমা পুলিশ আধিকারিক সঠিকভাবে কাজ না করলে রাজ্যস্তরের সভা করে মহকুমা পুলিশ আধিকারিক এর অফিস থেকে জাতীয় পতাকা সরিয়ে তৃণমূলের দলীয় পতাকা ও হাওয়াই চটি সিম্বল লাগানো নিদান দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে জেলা বিজেপির ডাকা গঙ্গারামপুরের মহকুমা শাসকের কাছে ডেপুটেশনে যোগ দিতে এসে এমনটাই জানান বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

0
comment0
Report
Dakshin Dinajpur733121

গভীর রাতে কচ্ছপ উদ্ধার করল বনদপ্তর বংশীহারীতে

Shantanu MisraShantanu MisraOct 21, 2024 14:36:54
Buniadpur, West Bengal:

গতকাল গভীর রাতে প্রচুর কচ্ছপ উদ্ধার করল বুনিয়াদপুর বনদপ্তর । গোপন সূত্রে খবর পেয়ে কুশমন্ডি রেঞ্জ, বালুরঘাট রেঞ্জ এবং উত্তর দিনাজপুর জেলার ফরে স্ট রেঞ্জ যৌথ উদ্যোগে অভিযান চালায় বংশীহারী এলাকায়। অভিযান চালিয়ে একটি গাড়িসহ 60 টি কচ্ছপ উদ্ধার করে এবং সেই সঙ্গে গাড়ি চালকসহ মোট সাতজনকে গ্রেফতার করে। ফরেস্ট সূত্রে খবর বিক্রির উদ্দেশ্যে মালদা থেকে গঙ্গারামপুরে যাচ্ছিল। তবে কচ্ছপগুলোর বাজার মূল্য পায়ের লক্ষাদির টাকা।

0
comment0
Report
Dakshin Dinajpur733121

তৃণমূলের এসি ওবিসি আবারো দায়িত্ব পরিবর্তন

Shantanu MisraShantanu MisraOct 08, 2024 02:08:44
Buniadpur, West Bengal:

দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূলের এসি ওবিসি আবারো দায়িত্ব পরিবর্তন হলো। গত সাড়ে তিন বছর আগে অর্থাৎ ২০২১ সালের এপ্রিল মাসে দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূলের SC, OBC মোর্চার ভাইস প্রেসিডেন্ট ছিল জিতেন সরকার এবং রিনা বর্মন। কিন্তু আজকে হঠাৎ রবিবার দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন করে আবারো দায়িত্ব দেওয়া হল রঞ্জন বর্মনকে। নতুন করে দায়িত্ব দেওয়ার পরে রঞ্জন বর্মন বুনিয়াদপুর পুরসভার কোর্ট মোরে অবস্থিত তৃণমূলের সদর কার্যালয়ে বসে কর্মীদের সঙ্গে আবারো নতুন করে আলাপ আলোচনায় বসে।

0
comment0
Report
Advertisement
Dakshin Dinajpur733121

দুঃস্থদের বস্ত্র বিতরণ করল বন্ধু নামে একটি সংস্থা

Shantanu MisraShantanu MisraOct 08, 2024 02:04:38
Buniadpur, West Bengal:

বৃষ্টিকে উপেক্ষা করে বুনিয়াদপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডে বন্ধু নামে একটি সংস্থার উদ্যোগে ৩০০ জন গরিব এবং দুস্থ ভিখারিদের বস্ত্র প্রদান করা হয়। এখানে উপস্থিত ছিল বংশীহারী উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন প্রধানশিক্ষক অনিল চন্দ্র রায়, দক্ষিণ দিনাজপুর জেলার বিদ্যুৎ দপ্তরের আধিকারিক দীপঙ্কর দাস সহ বন্ধু নামে সংস্কার বিভিন্ন সদস্য এবং সদস্যাবৃন্দ। ২০২০ সালে এই বন্ধু নামে সংস্থাটি পথচলা শুরু করে। পরবর্তী সময়ে করোনা কালে বিভিন্ন ধরনের সাহায্য করে থাকে বিভিন্ন এলাকার দুস্থদের।

0
comment0
Report
Advertisement
Back to top