হরিরামপুর,:-প্রতিবছরের মধ্যে এ বছরও হরিরামপুর থানার পক্ষ থেকে ছট পূজা উপলক্ষে ছোট ছোট ছেলে মেয়েদেরকে জমা দেওয়া হয়। দক্ষিণ দিনাজপুর জেলায় এই প্রথম কোন থানার পক্ষ থেকে ছোট ছোট শিশুদের ছট পূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করে। এখানে উপস্থিত ছিল হরিরামপুর থানার ভারপ্রাপ্ত অধিকারী ক অভিষেক তালুকদার, এছাড়া উপস্থিত ছিল বিভিন্ন পদস্থ আধিকারিকরা। হরিরামপুর থানার এলাকার বিভিন্ন ছোট ছোট দুধের প্রতি থানার এই কর্তব্য পরায়ণে খুশি হরিরামপুরবাসী।