Back
আরজিকর ঘটনার প্রতিবাদে তালডাংরায় ধর্নামঞ্চ
Taldangra, West Bengal
তালডাংরা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আরজিকর ঘটনার প্রতিবাদে ধর্নামঞ্চ ও অবস্থান-বিক্ষোভ অনুষ্ঠিত হয়। প্রচুর তৃণমূল কর্মী ও সমর্থকরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
Sitarampur, West Bengal:
21 জুলাই কোলকাতার ধর্মতলার উদ্দেশ্যে আসানসোল স্টেশন থেকে রওনা দিল তৃণমূলের কর্মী ও সমর্থকরা।এদিন অগ্নিবীণা ও কোলফিল্ড এক্সপ্রেস ট্রেনে করে কোলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন।
8
Report
Sitarampur, West Bengal:
*আসানসোলে 19 নম্বর জাতীয় সড়কে ধস*
আসানসোলের 19 নম্বর জাতীয় সড়কের মরিচকোটা এলাকায় রাস্তার মাঝে ধস।ধসের জেরে গর্তের সৃষ্টি।এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়াই।জানা গিয়েছে রবিবার ভোরে হঠাৎই এই ধস নামে। জাতীয় সড়কের একটি লেনে ধসেরেরে আনুমানিক 15 থেকে কুড়ি ফিট গভীর গর্তের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ট্রাফিক পুলিশ সূত্রে খবর ইতিমধ্যেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে ঘটনাস্থল পরিদর্শনে আসার খবর পাওয়া গেছে। এই ধরনের ঘটনা রাতের অন্ধ
12
Report
Ghatal, West Bengal:
চলতি মাসে ৩বার বন্যা পরিস্থিতির শিকার হতে হল ঘাটালের মানুষকে।এখনো জলস্তর বেড়েই চলেছে। বানভাসি ঘাটালের মানুষজন জানাচ্ছেন চরম দুর্ভোগে রয়েছেন তারা। পর্যাপ্ত পানীয় জল নেই,কোনোও ত্রান পাচ্ছেন না তারা । কতদিন এই জলযন্ত্রণা ভোগ করতে হবে সেই উত্তর নেই কারোর কাছেই।
14
Report
Mogalmari, West Bengal:
আসানসোল,,প্রায় 44 কেজি গাঁজা সহ তিনজনকে গ্রেফতার করলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ।বুধবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার কাকড়শোল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।সূত্রের খবর ধৃতরা নদিয়া জেলা থেকে গাঁজা নিয়ে আসানসোল এসেছিল।তবে এত পরিমাণ গাঁজা কোথায় পাচার করা হচ্ছিল তার তদন্তে গোয়েন্দা বিভাগ।
14
Report
Ramchandrapur, West Bengal:
সোমবার থেকে অরণ্য সপ্তাহ পালন শুরু করলো আসানসোল পুরো নিগম
এই উপলক্ষে কয়েক হাজার বৃক্ষ রোপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন পুরো নিগমের মেয়র পারিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জি ।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় ,ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, মেয়র পারিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জি সহ অন্যান্য আধিকারিকরা।
গুরুদাস চ্যাটার্জি বলেন "আজ থেকে অরণ্য সপ্তাহ পালন করা শুরু হলো, আমরা সাধারণ মানুষকে গাছ লাগানোর জন্য এখান থেকে গাছ দেয়া হবে।
14
Report
Ramchandrapur, West Bengal:
আসানসোলের কুলটি থানায় নেয়ামতপুর ফাঁড়ি এলাকায় দেবজ্যোতি খুনের কিনারা করলো কুলটি থানার পুলিশ
সোমবার ডিসিপি অফিসে এক সাংবাদিক বৈঠক জানিয়েছেন ডিসিপি পশ্চিম সন্দীপ কারারা। পুলিশ সূত্রে জানা গেছে জুন মাসের ৪ তারিখ কুলটির নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত এথোড়া রোড সংলগ্ন এলাকায় দেবজ্যোতি সিং এর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ । ঘটনার তদন্তে নেমে পুলিশ পাম্মি সিং নামে এক যুবতিকে গ্রেফতার করে , তদন্ত চালিয়ে পরে পুলিশ রাহুল মাঝি নামে আর একজনকে গ্রেফতার করে। রাহুলকে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ তদন্ত চালয়
14
Report
Sitarampur, West Bengal:
দুর্গাপুর : পাচারের আগে উদ্ধার বিরল প্রজাতির চন্দনা। বাজেয়াপ্ত চার চাকার গাড়ি। গ্রেপ্তার ২। ধৃতদের নাম হান্নান শেখ ও কাশিম খান। দুজনেই পূর্ব বর্ধমানের বাসিন্দা। বনদপ্তর সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পাটনা থেকে একটি চার চাকার গাড়িতে করে বেশ কয়েকটি খাঁচায় বন্দি করে ১৭০ টি টিয়া পাখি আসছিল। পাচারের জন্য পূর্ব বর্ধমানে নিয়ে যাওয়া ছক ছিল। গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান বন বিভাগের দুর্গাপুর বনাঞ্চলের বনাদিকারিক সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাঁশকোপা টোল প্লাজার সামনে ওই গাড়িটিকে আটকানো হয়
14
Report
Asansol, West Bengal:
চারচাকা নিয়ে দীঘা যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল চার বন্ধুর এলাকায় শোকের ছায়া
মৃতদের পরিবার সূত্রে জানা গেছে আসানসোলের কল্যাণপুর হাউসিং সংলগ্ন একটি আবাসন কলোনির বাসিন্দা, চার বন্ধু মিলে আসানসোল থেকে নিজেদের গাড়ি নিয়ে দীঘা বেড়াতে যাচ্ছিলেন। গতকাল রাতে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা এলাকায় গাড়িটির দুর্ঘটনা ঘটে। ঘটনায় চারজনেরই মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে খবর।
মৃতেরা প্রত্যেকেই আসানসোলের ওই আবাসন কলোনী এলাকার বাসিন্দা বলে জানা গেছে। বিশ্বজিৎ মন্ডল, হিমাদ্রিশেখর পাত্র, কার্তিক লাহিড়ী
14
Report
Asansol, West Bengal:
আসানসোল কুলটি
রাস্তায় ধান গাছের চারা লাগিয়ে রাস্তা সারায়ের দাবিতে বিক্ষোভে সামিল কুলটি ব্লক কংগ্রেস
রাস্তার বেহাল দশা, এর প্রতিবাদ জানিয়ে ধানের চারা গাছ লাগিয়ে প্রতিবাদ জানাল কুলটি ব্লক কংগ্রেস। পাসাপাসি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে কংগ্রেস কর্মীরা। কুলটি ডিসেরগড় রোডের রাস্তা অবস্থা বেহাল দশায় রয়েছে, বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে বচসা সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
14
Report
Asansol, West Bengal:
আসানসোল ---
অজয় নদের মাঝখানে পানীয় জলের প্রকল্পের পাইপলাইনে আটকে পড়া একটি যাত্রীবোঝাই নৌকা থেকে ১৬ জন যাত্রীকে সফলভাবে উদ্ধার করা হয়েছে।জানা গেছে, শুক্রবার রাত আটটার নাগাদ বীরভূম থেকে জামুরিয়ার সিদ্ধপুর-বাগডিহা ঘাটের দিকে আসার সময় নৌকাটি ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে নদীর মাঝে পানীয় জলের প্রকল্পের পাইপলাইনে আটকে যায়। নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তবে, সিভিল ডিফেন্স দলের দ্রুত এবং সুসংগঠিত প্রচেষ্টায় শনিবার ভোর চারটে নাগাদ যাত্রীদের নিরাপদে তীরে আন
14
Report
Asansol, West Bengal:
অজয় নদীর উপর জামুরিয়ার এই ঘাটে স্থায়ী সেতুর দাবি জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা সহ নৌকার মাঝি ।তারা জানিয়েছেন স্থায়ী সেতুর হলে বীরভূম জেলার সাথে যোগাযোগের সুবিধা হবে।
14
Report
Sitarampur, West Bengal:
পশ্চিম বর্ধমানের সঙ্গে বীরভূম জেলার যোগাযোগের ক্ষেত্রে অজয় নদীর উপর স্থায়ী সেতুর দাবী জানালো স্থানীয়রা
প্রসঙ্গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জল স্তর বেড়েছে পশ্চিম বর্ধমানের জামুরিয়ার পাশ দিয়ে বয়ে চলা অজয় নদীতে। জামুরিয়া থেকে বীরভূমের সঙ্গে যোগাযোগকারী অজয় নদীর এই ঘাটে তৈরি হয়েছিল অস্থায়ী বাঁসের সেতু।
জল বাড়ার ফলে বাঁশ দিয়ে তৈরি সেতুটি জলের তোড়ে ভেসে যায়। স্থানীয় গ্রামবাসীদের চেষ্টায় প্রাণের ঝুঁকি নিয়ে নৌকায় করে চলছে যাতায়াত। পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার মধ্যে সংযোগকারী এই অ
14
Report
Asansol, West Bengal:
আবারো ধসের ঘটনা ঘটলো আসানসোলের কালীপাহাড়ি ও নিমচা সংলগ্ন পুরুলিয়াডাঙ্গা,চলবলপুর এলাকায়। শুক্রবার সকালে স্থানীয়রা লক্ষ্য করেন পরিতক্ত জঙ্গলের বেশ কিছুটা অংশ ধ্বসে গিয়েছে মাটির নিচে। ধসে যাওয়া জায়গাটি থেকে সামান্য দূরে রয়েছে জনবসতি এলাকা, স্থানীয়রা জানিয়েছেন ভোরে চারটে নাগাদ ধ্বসে যাওয়ার ঘটনা ঘটে । অনেকটা অংশজুড়ে ধস নামার ফলে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়রা আরো জানান ওই এলাকায় পুরনো কোলিয়ারি ছিল, যা বন্ধ অবস্থায় রয়েছে। সে কারণেই ধস কিনা তা তদন্তের পরে বোঝা যাবে।
14
Report
Harirampur, West Bengal:
জল বাড়ছে ঘাটালের প্লাবিত এলাকায়, ডুবেছে যাতায়াতের রাস্তা ঘাট, জলে তলায় আড়গোড়া ১ নম্বর চাতাল রাজ্যসড়ক, বন্ধ রাজ্যসড়কের ধারে দোকানপাট গুলিও । ডিঙি বা নৌকায় চলছে যাতায়াত, ঘাটাল পৌর এলাকা থেকে গ্রামীন এলাকা গুলি জলের তলায়, বৃষ্টির জলে প্লাবিত এলাকার বাসিন্দাদের এখনই দুর্ভোগ কমার কোনও লক্ষ্মণ নেই । সমস্ত পরিস্থিতির উপর নজর রেখে বানভাসি এলাকায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে মহকুমা প্রশাসনের তরফে।
14
Report
Anandapur, West Bengal:
পশ্চিমমেদিনীপুর জেলার দাসপুর ২নং ব্লকে জোৎঘণেশশ্যাম দিলীপ মাইতি বাড়ি গত কাল সন্ধ্যা ৯টা নাগাদ বৃষ্টি কারণে মাটির বাড়িটি ভেঙ্গে পরে যায় ওই পরিবারে ৪সদস্য ছিলেন ওই বাড়ির দুয়ারে কোন রকমে বাইরে বেরিয়ে আসে ঘুমন্ত অবস্হা থাকলে বড় বিপদ হত এমন টা জানাচ্ছেন ওই পরিবারের সদস্য পাশে ৯টি গবাদি পশু মারা যায়।
14
Report