Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Subhrachal Chowdhury
Bankura722207

চার বছর ধরে ত্রিপল খাচিয়ে বসবাস স্থানীয়দের, দৃষ্টির অগোচরে সোনামুখীর তিন নাম্বার ওয়ার্ড।

SCSubhrachal ChowdhurySept 04, 2024 08:01:05
Sonamukhi, West Bengal:

বাঁকুড়ার সোনামুখী পৌরসভার তিন নাম্বার ওয়ার্ডের দত্তপুকুর, কেঁচকিবন এলাকায় ১০ থেকে ১৫ টি পরিবার ত্রিপল খাঁচিয়ে বসবাস করছে।স্থানীয়দের তার পরথেকে পৌরসভায় তাদের অবস্থার কথা বারংবার জানানো হয়েছে কিন্তু এখনো পর্যন্ত তাতেও কোন কাজ হয়নি। স্থানীয়রা জানাচ্ছে যে আমরা সরকারকে দেখছি কিন্তু সরকার আমাদেরকে দেখছে না, আমরা কি মানুষ নই, সরকার যদি আমাদেরকে একটা ঘর করে দেয়, খুব ভালো হয়। এই দাবি সামনে রেখে স্থানীয়রা হুঁশিয়ারি দিয়ে বলেন যে আমরা যদি আবাস যোজনার বাড়ি না পাই তাহলে ভোট দেব না।

0
comment0
Report
Bankura722137

সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি ঝাঁটিপাহাড়ি পুলিশ ফাঁড়ির

SCSubhrachal ChowdhurySept 02, 2024 10:14:45
Jhantipahari, West Bengal:
পথ নিরাপত্তা সচেতনতায় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি করল ছাতনা থানার অন্তর্গত ঝাঁটিপাহাড়ি পুলিশ ফাঁড়ি। আজ সকালে ঝাঁটিপাহাড়ি বাজার পরিক্রমা করে ঝাঁটিপাহাড়ি পুলিশ। এই কর্মসূচিতে আজ অংশ নেন পুলিশ ফাঁড়ির আইসি অনিমেষ চর।
0
comment0
Report
Bankura722132

মুখ্যমন্ত্রীর সম্পর্কে আপত্তিকর মন্তব্য, ছাতনায় ধৃত ১

SCSubhrachal ChowdhuryAug 31, 2024 17:26:53
Chhatna, West Bengal:
মুখ্যমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে বৃহস্পতিবার এক ব্যক্তিকে ছাতনা থানার পুলিস গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম সমীর মণ্ডল। তার বাড়ি ছাতনা থানার শালুনি গ্রামে। বাঁকুড়ার পুলিস সুপার বৈভব তেওয়ারি বলেন, ধৃতকে এদিন বাঁকুড়া আদালতে তোলা হয়। বিচারক এক দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। ধৃতকে জেরা করে এব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
0
comment0
Report
Bankura722132

মিরগা গ্ৰামে বসলো সোলার পাম্প সহ পানীয় জলের ট্যাংক, খুশি গ্রামবাসীরা।

SCSubhrachal ChowdhuryAug 31, 2024 17:22:04
Chhatna, West Bengal:
সাধারণ মানুষের দাবি মেনে মিরগা গ্রামে বসলো সোলার পাম্প সহ জলের ট্যাংক। এবার কল খুললেই জল পাবেন গ্রামবাসীরা। ছাতনা ব্লকের ১ নম্বর অঞ্চলের মিরগা গ্রামে পানীয় জলের সমস্যা ছিল দীর্ঘদিনের তাই সাধারণ মানুষের কথা ভেবে ছাতনা পঞ্চায়েত‌ সমিতির তরফ থেকে তৈরি করে দেওয়া হলো সোলার পাম্প সহ জলের ট্যাঙ্ক। বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা পেয়ে খুশি গ্রামবাসীরা।
0
comment0
Report
Advertisement
Howrah711303

বাঁকুড়ায় আন্দোলনের তীব্র মুখোমুখি মিছিলে 'আর.জি করে' দাবি

SCSubhrachal ChowdhuryAug 31, 2024 17:09:31
Bankura, West Bengal:

আর.জি করের ঘটনার প্রতিবাদে বাঁকুড়ায় আন্দোলন তীব্র হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে, বাঁকুড়া গার্লস ও টাউন গার্লস স্কুলের ছাত্রীরা প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল করেছে। তাদের সঙ্গে শিক্ষিকা ও অভিভাবকরাও যোগ দেন। মিছিলটি বঙ্গ বিদ্যালয় ময়দান থেকে শুরু হয়ে হেড পোষ্ট অফিস, ট্যাক্সি স্ট্যান্ড, জেলা পরিষদ অডিটোরিয়াম হয়ে বঙ্গ বিদ্যালয়ের সামনে শেষ হয়। উপস্থিত সবাই এককথায় দাবি করেন, "উই ওয়ান্ট জাস্টিস" এবং "আর.জি করের বিচার চাই"।

0
comment0
Report
Advertisement
Back to top