চার বছর ধরে ত্রিপল খাচিয়ে বসবাস স্থানীয়দের, দৃষ্টির অগোচরে সোনামুখীর তিন নাম্বার ওয়ার্ড।
বাঁকুড়ার সোনামুখী পৌরসভার তিন নাম্বার ওয়ার্ডের দত্তপুকুর, কেঁচকিবন এলাকায় ১০ থেকে ১৫ টি পরিবার ত্রিপল খাঁচিয়ে বসবাস করছে।স্থানীয়দের তার পরথেকে পৌরসভায় তাদের অবস্থার কথা বারংবার জানানো হয়েছে কিন্তু এখনো পর্যন্ত তাতেও কোন কাজ হয়নি। স্থানীয়রা জানাচ্ছে যে আমরা সরকারকে দেখছি কিন্তু সরকার আমাদেরকে দেখছে না, আমরা কি মানুষ নই, সরকার যদি আমাদেরকে একটা ঘর করে দেয়, খুব ভালো হয়। এই দাবি সামনে রেখে স্থানীয়রা হুঁশিয়ারি দিয়ে বলেন যে আমরা যদি আবাস যোজনার বাড়ি না পাই তাহলে ভোট দেব না।
সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি ঝাঁটিপাহাড়ি পুলিশ ফাঁড়ির
মুখ্যমন্ত্রীর সম্পর্কে আপত্তিকর মন্তব্য, ছাতনায় ধৃত ১
মিরগা গ্ৰামে বসলো সোলার পাম্প সহ পানীয় জলের ট্যাংক, খুশি গ্রামবাসীরা।
বাঁকুড়ায় আন্দোলনের তীব্র মুখোমুখি মিছিলে 'আর.জি করে' দাবি
আর.জি করের ঘটনার প্রতিবাদে বাঁকুড়ায় আন্দোলন তীব্র হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে, বাঁকুড়া গার্লস ও টাউন গার্লস স্কুলের ছাত্রীরা প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল করেছে। তাদের সঙ্গে শিক্ষিকা ও অভিভাবকরাও যোগ দেন। মিছিলটি বঙ্গ বিদ্যালয় ময়দান থেকে শুরু হয়ে হেড পোষ্ট অফিস, ট্যাক্সি স্ট্যান্ড, জেলা পরিষদ অডিটোরিয়াম হয়ে বঙ্গ বিদ্যালয়ের সামনে শেষ হয়। উপস্থিত সবাই এককথায় দাবি করেন, "উই ওয়ান্ট জাস্টিস" এবং "আর.জি করের বিচার চাই"।
আদিবাসী সমাজের হামলা: পত্রিকার স্টল ভেঙে গুঁড়িয়ে দেওয়া
সিপিএমের বিক্ষোভে দুর্গাপুর রাস্তা অবরোধ, মানুষ দুর্ভোগের শিকার
দীর্ঘদিন ধরে বেহাল হয়ে থাকা দুর্গাপুর ব্যারেজের রাস্তা সংস্কারের দাবীতে সিপিএম আজ রাস্তা অবরোধ করে বিক্ষোভ জানায়। বাঁকুড়া থেকে দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চল এবং কলকাতা পর্যন্ত যাতায়াতের প্রধান রাস্তা এটি। ২০২৩ সালের জুলাই মাসে রাস্তা মেরামতের জন্য ওয়ার্ক অর্ডার দেওয়া হলেও, সরকারি দেরিতে এখনও কাজ শুরু হয়নি। এর ফলে সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। সিপিএম নেতৃত্ব জানিয়েছে, অবিলম্বে রাস্তা মেরামত না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
রানীবাঁধে মৎস্যজীবিদের জালে উঠে এলো বিশালাকার পাইথন
বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো রানীবাঁধের অম্বিকানগরে। স্থানীয় সূত্রে খবর, অম্বিকানগরের পুরাতন রাজবাড়ীর পিছনে কুমারী নদীতে অন্যান্য দিনের মতো এদিনও ধরার জন্য জাল পেতেছিলেন স্থানীয় মৎস্যজীবিরা। জাল তোলার সময় ওই বিশালাকার পাইথনটি তারা দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় বনদপ্তরে জানানো হয়। অম্বিকানগর রাজবাড়ির বর্তমান সদস্য গৌরীশঙ্কর নারায়ণ দেও টেলিফোনে বলেন, বনদপ্তরকে খবর দেওয়ার পর তাঁদের প্রতিনিধিরা এসে আনুমানিক ১২ কেজি ওজনের ময়ালটিকে উদ্ধার করে নিয়ে যান।
BJP এর ডাকা ১২ ঘন্টার বনধে মানুষ সাড়া দিয়েছে দাবি বিজেপি বিধায়ক চন্দনা বাউরীর
আজ সকাল 6টা থেকে বিজেপি নেতা-কর্মীরা বিভিন্ন জায়গায় বনধের সমর্থনে বিক্ষোভ ও বিক্ষোভ দেখান। বিভিন্ন স্থান থেকে বন্ধে সমর্থনকারীদের গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকালে বাঁকুড়ার দুর্লভপুর থেকে বেশ কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে গঙ্গাজলঘাঁটি পুলিশ। আজ সন্ধ্যায় তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। সেই সমস্ত বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে দুর্লভপুর বাজারে মিছিল করে বিজেপি। পুলিশের ভূমিকা নিয়েও তিনি চরম ক্ষোভ প্রকাশ করেন।
বনধ এর প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের মুখোমুখি ছাতনা তৃণমূলের ব্লক সভাপতি
বিজেপির ডাকা এই বনধে মিশ্র প্রভাব দেখা গেল বাঁকুড়ার জঙ্গলমহলে।
নবান্ন অভিযানে অংশ নেওয়া ছাত্রদের উপর বর্বরোচিত পুলিশী আক্রমণ, রাজ্যের মহিলাদের উপর নির্যাতনের অভিযোগ তুলে ১২ ঘন্টা বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি। বিজেপির ডাকা এই বনধে সকাল ১০ টা পর্যন্ত মিশ্র প্রভাব দেখা গেছে বাঁকুড়ার জঙ্গল মহলে। এই এলাকার রানীবাঁধে অধিকাংশ দোকান বন্ধ থাকলেও রাস্তার পাশে সব্জীর পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। অন্যদিকে বনধের সমর্থণে রানীবাঁধে যখন মিছিল করছেন বিজেপি কর্মী-সমর্থকরা, ঠিক তখনই বনধ ব্যর্থ করতে দলীয় পতাকা হাতে পথে নেমেছেন তৃণমূল কর্মী সমর্থকেরাও।
খাতড়ার রাজাপাড়া মোড়ে পুলিশের সাথে বচসা বনধ্ সমর্থনকারীদের
বাঁকুড়ায় একাধিক বিজেপি নেতা-কর্মীকে আটক পুলিশের
বনধ সফলের আবেদন জানিয়ে বাঁকুড়া শহরে বাইক মিছিল করলো বাঁকুড়ার বিজেপি বিধায়ক
বাঁকুড়ায় খোলা সবজি বাজার, তবে বাঁকুড়ায় বন্ধ দোকানের শাটার
ঝান্টিপাহাড়ি বাসস্টেন্ড মোড়ে বিজেপির পথ অবরোধ ও বাংলা বনধ সফল করার জন্য দোকানপাঠ বন্ধ রাখার আবেদন
শতাধিক বছরের প্রাচীন শুশুনিয়া জন্মাষ্টমী মন্দিরের শোভাযাত্রা বার হল গ্রামে
জন্মাষ্টমী উপলক্ষে গ্রামের কচিকাঁচারা সাজলো রাধা, কৃষ্ণ ও সখীর সাজ
বাঁকুড়ার ভীমাড়া কেশাতড়া মন্দিরে জমকালো জন্মাষ্টমী উদযাপন
দেশ ও রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলা জুড়েও শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে জন্মাষ্টমী ও নন্দোৎসব মহা সমারোহে পালিত হচ্ছে। তালডাংরার ভীমাড়া কেশাতড়া মহাকালেশ্বর শিব মন্দিরে রাধাকৃষ্ণ মন্দিরে এই উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই অনেক পূণ্যার্থী উপস্থিত হন। এদিন মন্দির প্রাঙ্গণ থেকে বিশাল শোভাযাত্রা বের হয় যা ভীমাড়া, কেশাতড়া, কিয়াশোল ও মহিষাকানালী গ্রাম পরিক্রমা করে। শোভাযাত্রা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।
আর.জি করের ঘটনার প্রতিবাদে হিন্দু স্কুল প্রাক্তনীদের বিশাল মিছিল
আর.জি করের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং নারী নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য বাঁকুড়ার ঐতিহ্যশালী হিন্দু স্কুলের প্রাক্তনীরা মঙ্গলবার স্কুলের সামনে থেকে বিশাল মিছিল বের করেন। প্ল্যাকার্ড, ফেস্টুন এবং মশাল হাতে প্রাক্তনীদের সঙ্গে মিছিলে যোগ দেন অনেক সাধারণ মানুষ। মিছিল থেকে আর.জি করের ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে জোরালো সওয়াল করা হয়।
গ্রামের রাস্তার দুইপাশের আগাছা পরিষ্কারের উদ্যোগ নিল গ্রামের যুবশক্তি কমিটি
নবান্ন অভিযানে বাঁকুড়া থেকে সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা
পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে যোগ দিতে বাঁকুড়া স্টেশন থেকে ট্রেনে চড়ে রওনা হল সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা। গতকাল রাত থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মীরা কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। আজ ভোর থেকে আরও ট্রেনে করে আন্দোলনকারীরা কলকাতার দিকে রওনা দেন। তাঁদের দাবী, আর জি করে নির্যাতিতার বিচার এখনও সম্পন্ন হয়নি এবং রাজ্যের আইন শৃঙ্খলা ও প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে। আন্দোলনকারীরা নির্যাতিতার বিচার ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে আজকের অভিযানে যোগ দিচ্ছেন।
বাঁকুড়ার সুনুকপাহাড়ি সহ পার্শ্ববর্তী অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত
বড়কুড়্যা প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হলো রক্তদান শিবির রক্তদান করলেন ৭৩ জন
আর জি কর কান্ডের তদন্তের অসন্তোষ প্রকাশ করে পথ অবরোধ যুব সহ বিভিন্ন বাম সংগঠনের
বাঁকুড়ায় পথ দুর্ঘটনায় দুই বাইক আরোহীর মৃত্যু
বাঁকুড়ার গোবিন্দপুর-বিবড়দা রাজ্য সড়কের ভাগাবাঁধ মোড় এলাকায় আজ দুপুরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুই বাইক আরোহীর মৃত্যু হয়েছে। মৃত দুই যুবক হলেন বাপন গোপ ও সত্যজিৎ নাগ মোদক। তারা গোবিন্দপুর থেকে বিবড়দার দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা তালডাংরা থানা পুলিশকে খবর দেন। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।