
চার বছর ধরে ত্রিপল খাচিয়ে বসবাস স্থানীয়দের, দৃষ্টির অগোচরে সোনামুখীর তিন নাম্বার ওয়ার্ড।
বাঁকুড়ার সোনামুখী পৌরসভার তিন নাম্বার ওয়ার্ডের দত্তপুকুর, কেঁচকিবন এলাকায় ১০ থেকে ১৫ টি পরিবার ত্রিপল খাঁচিয়ে বসবাস করছে।স্থানীয়দের তার পরথেকে পৌরসভায় তাদের অবস্থার কথা বারংবার জানানো হয়েছে কিন্তু এখনো পর্যন্ত তাতেও কোন কাজ হয়নি। স্থানীয়রা জানাচ্ছে যে আমরা সরকারকে দেখছি কিন্তু সরকার আমাদেরকে দেখছে না, আমরা কি মানুষ নই, সরকার যদি আমাদেরকে একটা ঘর করে দেয়, খুব ভালো হয়। এই দাবি সামনে রেখে স্থানীয়রা হুঁশিয়ারি দিয়ে বলেন যে আমরা যদি আবাস যোজনার বাড়ি না পাই তাহলে ভোট দেব না।
সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি ঝাঁটিপাহাড়ি পুলিশ ফাঁড়ির
মুখ্যমন্ত্রীর সম্পর্কে আপত্তিকর মন্তব্য, ছাতনায় ধৃত ১
মিরগা গ্ৰামে বসলো সোলার পাম্প সহ পানীয় জলের ট্যাংক, খুশি গ্রামবাসীরা।
বাঁকুড়ায় আন্দোলনের তীব্র মুখোমুখি মিছিলে 'আর.জি করে' দাবি
আর.জি করের ঘটনার প্রতিবাদে বাঁকুড়ায় আন্দোলন তীব্র হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে, বাঁকুড়া গার্লস ও টাউন গার্লস স্কুলের ছাত্রীরা প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল করেছে। তাদের সঙ্গে শিক্ষিকা ও অভিভাবকরাও যোগ দেন। মিছিলটি বঙ্গ বিদ্যালয় ময়দান থেকে শুরু হয়ে হেড পোষ্ট অফিস, ট্যাক্সি স্ট্যান্ড, জেলা পরিষদ অডিটোরিয়াম হয়ে বঙ্গ বিদ্যালয়ের সামনে শেষ হয়। উপস্থিত সবাই এককথায় দাবি করেন, "উই ওয়ান্ট জাস্টিস" এবং "আর.জি করের বিচার চাই"।