Back
Subhrachal Chowdhuryসেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি ঝাঁটিপাহাড়ি পুলিশ ফাঁড়ির
Jhantipahari, West Bengal:পথ নিরাপত্তা সচেতনতায় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি করল ছাতনা থানার অন্তর্গত ঝাঁটিপাহাড়ি পুলিশ ফাঁড়ি। আজ সকালে ঝাঁটিপাহাড়ি বাজার পরিক্রমা করে ঝাঁটিপাহাড়ি পুলিশ। এই কর্মসূচিতে আজ অংশ নেন পুলিশ ফাঁড়ির আইসি অনিমেষ চর।
0
Report
Advertisement