Back
Subhrachal Chowdhury
Bankura722207blurImage

চার বছর ধরে ত্রিপল খাচিয়ে বসবাস স্থানীয়দের, দৃষ্টির অগোচরে সোনামুখীর তিন নাম্বার ওয়ার্ড।

Subhrachal ChowdhurySubhrachal ChowdhurySept 04, 2024 08:01:05
Sonamukhi, West Bengal:

বাঁকুড়ার সোনামুখী পৌরসভার তিন নাম্বার ওয়ার্ডের দত্তপুকুর, কেঁচকিবন এলাকায় ১০ থেকে ১৫ টি পরিবার ত্রিপল খাঁচিয়ে বসবাস করছে।স্থানীয়দের তার পরথেকে পৌরসভায় তাদের অবস্থার কথা বারংবার জানানো হয়েছে কিন্তু এখনো পর্যন্ত তাতেও কোন কাজ হয়নি। স্থানীয়রা জানাচ্ছে যে আমরা সরকারকে দেখছি কিন্তু সরকার আমাদেরকে দেখছে না, আমরা কি মানুষ নই, সরকার যদি আমাদেরকে একটা ঘর করে দেয়, খুব ভালো হয়। এই দাবি সামনে রেখে স্থানীয়রা হুঁশিয়ারি দিয়ে বলেন যে আমরা যদি আবাস যোজনার বাড়ি না পাই তাহলে ভোট দেব না।

0
Report
Bankura722137blurImage

সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি ঝাঁটিপাহাড়ি পুলিশ ফাঁড়ির

Subhrachal ChowdhurySubhrachal ChowdhurySept 02, 2024 10:14:45
Jhantipahari, West Bengal:
পথ নিরাপত্তা সচেতনতায় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি করল ছাতনা থানার অন্তর্গত ঝাঁটিপাহাড়ি পুলিশ ফাঁড়ি। আজ সকালে ঝাঁটিপাহাড়ি বাজার পরিক্রমা করে ঝাঁটিপাহাড়ি পুলিশ। এই কর্মসূচিতে আজ অংশ নেন পুলিশ ফাঁড়ির আইসি অনিমেষ চর।
0
Report
Bankura722132blurImage

মুখ্যমন্ত্রীর সম্পর্কে আপত্তিকর মন্তব্য, ছাতনায় ধৃত ১

Subhrachal ChowdhurySubhrachal ChowdhuryAug 31, 2024 17:26:53
Chhatna, West Bengal:
মুখ্যমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে বৃহস্পতিবার এক ব্যক্তিকে ছাতনা থানার পুলিস গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম সমীর মণ্ডল। তার বাড়ি ছাতনা থানার শালুনি গ্রামে। বাঁকুড়ার পুলিস সুপার বৈভব তেওয়ারি বলেন, ধৃতকে এদিন বাঁকুড়া আদালতে তোলা হয়। বিচারক এক দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। ধৃতকে জেরা করে এব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
0
Report
Bankura722132blurImage

মিরগা গ্ৰামে বসলো সোলার পাম্প সহ পানীয় জলের ট্যাংক, খুশি গ্রামবাসীরা।

Subhrachal ChowdhurySubhrachal ChowdhuryAug 31, 2024 17:22:04
Chhatna, West Bengal:
সাধারণ মানুষের দাবি মেনে মিরগা গ্রামে বসলো সোলার পাম্প সহ জলের ট্যাংক। এবার কল খুললেই জল পাবেন গ্রামবাসীরা। ছাতনা ব্লকের ১ নম্বর অঞ্চলের মিরগা গ্রামে পানীয় জলের সমস্যা ছিল দীর্ঘদিনের তাই সাধারণ মানুষের কথা ভেবে ছাতনা পঞ্চায়েত‌ সমিতির তরফ থেকে তৈরি করে দেওয়া হলো সোলার পাম্প সহ জলের ট্যাঙ্ক। বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা পেয়ে খুশি গ্রামবাসীরা।
0
Report
Howrah711303blurImage

বাঁকুড়ায় আন্দোলনের তীব্র মুখোমুখি মিছিলে 'আর.জি করে' দাবি

Subhrachal ChowdhurySubhrachal ChowdhuryAug 31, 2024 17:09:31
Bankura, West Bengal:

আর.জি করের ঘটনার প্রতিবাদে বাঁকুড়ায় আন্দোলন তীব্র হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে, বাঁকুড়া গার্লস ও টাউন গার্লস স্কুলের ছাত্রীরা প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল করেছে। তাদের সঙ্গে শিক্ষিকা ও অভিভাবকরাও যোগ দেন। মিছিলটি বঙ্গ বিদ্যালয় ময়দান থেকে শুরু হয়ে হেড পোষ্ট অফিস, ট্যাক্সি স্ট্যান্ড, জেলা পরিষদ অডিটোরিয়াম হয়ে বঙ্গ বিদ্যালয়ের সামনে শেষ হয়। উপস্থিত সবাই এককথায় দাবি করেন, "উই ওয়ান্ট জাস্টিস" এবং "আর.জি করের বিচার চাই"।

0
Report
Bankura722148blurImage

আদিবাসী সমাজের হামলা: পত্রিকার স্টল ভেঙে গুঁড়িয়ে দেওয়া

Subhrachal ChowdhurySubhrachal ChowdhuryAug 31, 2024 06:24:08
Ranibandh, West Bengal:
সাঁওতালি ভাষার পত্র পত্রিকার অস্থায়ী স্টল ভেঙে গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদে গর্জে উঠল আদিবাসী সমাজ। গতকাল একদল দুস্কৃতি আচমকাই ওই স্টলে হামলা চালিয়ে স্টলটি ভেঙে গুঁড়িয়ে দেয়। ঘটনার কথা জানাজানি হতেই ময়দানে নামে আদিবাসীদের সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল। অবিলম্বে দুস্কৃতিকে গ্রেফতারের দাবীতে রানীবাঁধে পথ অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন আদিবাসীরা। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা অবরোধস্থলে গিয়ে আস্বাস দিলে অবরোধ তুলে নেয় আদিবাসীরা।
0
Report
Bankura722101blurImage

সিপিএমের বিক্ষোভে দুর্গাপুর রাস্তা অবরোধ, মানুষ দুর্ভোগের শিকার

Subhrachal ChowdhurySubhrachal ChowdhuryAug 31, 2024 06:18:23
Bankura, West Bengal:

দীর্ঘদিন ধরে বেহাল হয়ে থাকা দুর্গাপুর ব্যারেজের রাস্তা সংস্কারের দাবীতে সিপিএম আজ রাস্তা অবরোধ করে বিক্ষোভ জানায়। বাঁকুড়া থেকে দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চল এবং কলকাতা পর্যন্ত যাতায়াতের প্রধান রাস্তা এটি। ২০২৩ সালের জুলাই মাসে রাস্তা মেরামতের জন্য ওয়ার্ক অর্ডার দেওয়া হলেও, সরকারি দেরিতে এখনও কাজ শুরু হয়নি। এর ফলে সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। সিপিএম নেতৃত্ব জানিয়েছে, অবিলম্বে রাস্তা মেরামত না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

0
Report
Bankura722148blurImage

রানীবাঁধে মৎস্যজীবিদের জালে উঠে এলো বিশালাকার পাইথন

Subhrachal ChowdhurySubhrachal ChowdhuryAug 30, 2024 04:51:44
Ranibandh, West Bengal:

বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো রানীবাঁধের অম্বিকানগরে। স্থানীয় সূত্রে খবর, অম্বিকানগরের পুরাতন রাজবাড়ীর পিছনে কুমারী নদীতে অন্যান্য দিনের মতো এদিনও ধরার জন্য জাল পেতেছিলেন স্থানীয় মৎস্যজীবিরা। জাল তোলার সময় ওই বিশালাকার পাইথনটি তারা দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় বনদপ্তরে জানানো হয়। অম্বিকানগর রাজবাড়ির বর্তমান সদস্য গৌরীশঙ্কর নারায়ণ দেও টেলিফোনে বলেন, বনদপ্তরকে খবর দেওয়ার পর তাঁদের প্রতিনিধিরা এসে আনুমানিক ১২ কেজি ওজনের ময়ালটিকে উদ্ধার করে নিয়ে যান।

0
Report
Bankura722166blurImage

BJP এর ডাকা ১২ ঘন্টার বনধে মানুষ সাড়া দিয়েছে দাবি বিজেপি বিধায়ক চন্দনা বাউরীর

Subhrachal ChowdhurySubhrachal ChowdhuryAug 29, 2024 05:07:25
Shaltora, West Bengal:

আজ সকাল 6টা থেকে বিজেপি নেতা-কর্মীরা বিভিন্ন জায়গায় বনধের সমর্থনে বিক্ষোভ ও বিক্ষোভ দেখান। বিভিন্ন স্থান থেকে বন্‌ধে সমর্থনকারীদের গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকালে বাঁকুড়ার দুর্লভপুর থেকে বেশ কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে গঙ্গাজলঘাঁটি পুলিশ। আজ সন্ধ্যায় তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। সেই সমস্ত বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে দুর্লভপুর বাজারে মিছিল করে বিজেপি। পুলিশের ভূমিকা নিয়েও তিনি চরম ক্ষোভ প্রকাশ করেন।

0
Report
Bankura722132blurImage

বনধ এর প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের মুখোমুখি ছাতনা তৃণমূলের ব্লক সভাপতি

Subhrachal ChowdhurySubhrachal ChowdhuryAug 28, 2024 15:20:59
Chhatna, West Bengal:
বাঁকুড়া জেলা জুড়ে বিভিন্ন জায়গায় বনধের সমর্থনে পথে নেমেছে বিজেপি নেতৃত্ব কর্মী সমর্থকরা। এরই প্রতিবাদ জানিয়ে এবং সাধারণ মানুষকে বনধ এর বিরুদ্ধে গিয়ে সবকিছু সচল থাকার আহ্বান জানালেন ছাতনা তৃণমূলের ব্লক সভাপতি। আজ ধবন মোড়ে সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে তিনি কি বললেন শুনুন।
0
Report
Bankura722148blurImage

বিজেপির ডাকা এই বনধে মিশ্র প্রভাব দেখা গেল বাঁকুড়ার জঙ্গলমহলে।

Subhrachal ChowdhurySubhrachal ChowdhuryAug 28, 2024 07:12:41
Ranibandh, West Bengal:

নবান্ন অভিযানে অংশ নেওয়া ছাত্রদের উপর বর্বরোচিত পুলিশী আক্রমণ, রাজ্যের মহিলাদের উপর নির্যাতনের অভিযোগ তুলে ১২ ঘন্টা বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি। বিজেপির ডাকা এই বনধে সকাল ১০ টা পর্যন্ত মিশ্র প্রভাব দেখা গেছে বাঁকুড়ার জঙ্গল মহলে। এই এলাকার রানীবাঁধে অধিকাংশ দোকান বন্ধ থাকলেও রাস্তার পাশে সব্জীর পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। অন্যদিকে বনধের সমর্থণে রানীবাঁধে যখন মিছিল করছেন বিজেপি কর্মী-সমর্থকরা, ঠিক তখনই বনধ ব্যর্থ করতে দলীয় পতাকা হাতে পথে নেমেছেন তৃণমূল কর্মী সমর্থকেরাও। 

0
Report
Bankura722140blurImage

খাতড়ার রাজাপাড়া মোড়ে পুলিশের সাথে বচসা বনধ্ সমর্থনকারীদের

Subhrachal ChowdhurySubhrachal ChowdhuryAug 28, 2024 06:49:55
Khatra, West Bengal:
খাতড়ার রাজাপাড়া মোড়ে পুলিশের সাথে বচসা বনধ্ সমর্থনকারীদের। আজ খাতড়া রাজাপাড়া মোড়ে বনধ সফল করতে দলীয় পতাকা হাতে পথে নামে বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশ সঙ্গে বনধ সমর্থককারীদের বচসার ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়।
0
Report
Bankura722133blurImage

বাঁকুড়ায় একাধিক বিজেপি নেতা-কর্মীকে আটক পুলিশের

Subhrachal ChowdhurySubhrachal ChowdhuryAug 28, 2024 06:38:19
Gangajalghati, West Bengal:
বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার দুর্লভপুর মোড়ে বিজেপির ডাকা ১২ ঘন্টা বাংলা বন্ধের সমর্থনে মিছিল ও রাস্তা অবরোধ করার জন্য একাধিক বিজেপির নেতা ও কর্মীকে আটক করে নিয়ে যায় গঙ্গাজলঘাটি থানার পুলিশ। পুলিশের সাথে ব্যাপক বচসায় জড়িয়ে পড়ে বিজেপি কর্মীরা। পরে বাঁকুড়া জেলার বিজেপি নেতা সুজিত অগস্থি কেও পুলিশ জোর করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। আজ সকাল থেকে দুর্লভপুর মোড়ে বাংলা বন্ধের ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায়। একটিও দোকান পাঠ খোলেনি এমনটাই ছবি উঠে আসে আমাদের ক্যামেরায়।
0
Report
Howrah711303blurImage

বনধ সফলের আবেদন জানিয়ে বাঁকুড়া শহরে বাইক মিছিল করলো বাঁকুড়ার বিজেপি বিধায়ক

Subhrachal ChowdhurySubhrachal ChowdhuryAug 28, 2024 03:50:47
Bankura, West Bengal:
বাঁকুড়া শহরে বিজেপির বিধায়ক নীলাদ্রিশেখর দানা এবং প্রাক্তন সাংসদ সুভাষ সরকার বাঁকুড়া শহর জুড়ে বাইক মিছিল করে রাস্তায় রাস্তায় দোকানপাট বন্ধ করে বনধ সফল করার আবেদন জানায়। আমাদের ক্যামেরায় ধরা পড়লো ঠিক এমনই ছবি।
0
Report
Howrah711303blurImage

বাঁকুড়ায় খোলা সবজি বাজার, তবে বাঁকুড়ায় বন্ধ দোকানের শাটার

Subhrachal ChowdhurySubhrachal ChowdhuryAug 28, 2024 03:48:12
Bankura, West Bengal:
বন্ধের বিরোধিতায় পথে তৃণমূল, খোলা সবজি বাজার, তবে বন্ধ দোকানের শাটার। বন্ধের বিরোধিতায় পথে নেমেছে তৃনমূল। বাঁকুড়ার চকবাজার সহ বিভিন্ন বাজার খোলা রয়েছে অন্যান্য দিনের মতোই। তবে এখনোও দোকানের শাটার বন্ধ।
0
Report
Bankura722137blurImage

ঝান্টিপাহাড়ি বাসস্টেন্ড মোড়ে বিজেপির পথ অবরোধ ও বাংলা বনধ সফল করার জন্য দোকানপাঠ বন্ধ রাখার আবেদন

Subhrachal ChowdhurySubhrachal ChowdhuryAug 28, 2024 03:44:48
Jhantipahari, West Bengal:
গতকাল নবান্ন অভিযানে ছাত্রদের উপর পুলিশী লাঠিচার্জ, অত্যাচারের প্রতিবাদে রাজ্য বিজেপির পক্ষ থেকে আজ বুধবার সকাল ৬ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত ১২ ঘন্টা বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে সেই মোতাবিক সকাল থেকেই ছাতনার অন্যতম ব্যবসায়িক প্রাণকেন্দ্র ঝান্টিপাহাড়ি বাসস্টেন্ড মোড়ে বিজেপির পথ অবরোধ ও বাংলা বনধ সফল করার জন্য দোকানপাঠ বন্ধ রাখার আবেদন।
0
Report
Bankura722182blurImage

শতাধিক বছরের প্রাচীন শুশুনিয়া জন্মাষ্টমী মন্দিরের শোভাযাত্রা বার হল গ্রামে

Subhrachal ChowdhurySubhrachal ChowdhuryAug 28, 2024 01:00:15
Susunia, West Bengal:
শুশুনিয়া গ্রামের জন্মাষ্টমী পূজো ১০০ বছরের বেশি প্রাচীন। আর এই পুজোকে ঘিরে শুশুনিয়া গ্রামের মানুষের এক আলাদা উদ্দীপনা চোখে পড়ে। আজ জন্মাষ্টমী পূজো উপলক্ষে শুশুনিয়া গ্রামে একটি শোভাযাত্রা বার হয় এবং সেটি শুশুনিয়া গ্রাম পরিক্রমা করে।
0
Report
Bankura722182blurImage

জন্মাষ্টমী উপলক্ষে গ্রামের কচিকাঁচারা সাজলো রাধা, কৃষ্ণ ও সখীর সাজ

Subhrachal ChowdhurySubhrachal ChowdhuryAug 28, 2024 00:59:35
Susunia, West Bengal:
শুশুনিয়া গ্রামে দীর্ঘদিন ধরে হয়ে আসছে জন্মাষ্টমী পূজ। আর এই পুজো উপলক্ষে শুশুনিয়া গ্রামের ছোট্ট ছোট্ট কচিকাঁচারা সাজলো রাধা, কৃষ্ণ ও সখীর সাজে। জন্মাষ্টমীর দিনে ছোট্ট ছোট্ট রাধা কৃষ্ণকে মুঠোফোনে বন্দী করতে ভিড় জমলো শুশুনিয়ার রাস্তায়।
0
Report
Bankura722152blurImage

বাঁকুড়ার ভীমাড়া কেশাতড়া মন্দিরে জমকালো জন্মাষ্টমী উদযাপন

Subhrachal ChowdhurySubhrachal ChowdhuryAug 27, 2024 17:05:29
Taldangra, West Bengal:

দেশ ও রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলা জুড়েও শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে জন্মাষ্টমী ও নন্দোৎসব মহা সমারোহে পালিত হচ্ছে। তালডাংরার ভীমাড়া কেশাতড়া মহাকালেশ্বর শিব মন্দিরে রাধাকৃষ্ণ মন্দিরে এই উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই অনেক পূণ্যার্থী উপস্থিত হন। এদিন মন্দির প্রাঙ্গণ থেকে বিশাল শোভাযাত্রা বের হয় যা ভীমাড়া, কেশাতড়া, কিয়াশোল ও মহিষাকানালী গ্রাম পরিক্রমা করে। শোভাযাত্রা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

0
Report
Howrah711303blurImage

আর.জি করের ঘটনার প্রতিবাদে হিন্দু স্কুল প্রাক্তনীদের বিশাল মিছিল

Subhrachal ChowdhurySubhrachal ChowdhuryAug 27, 2024 17:02:48
Bankura, West Bengal:

আর.জি করের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং নারী নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য বাঁকুড়ার ঐতিহ্যশালী হিন্দু স্কুলের প্রাক্তনীরা মঙ্গলবার স্কুলের সামনে থেকে বিশাল মিছিল বের করেন। প্ল্যাকার্ড, ফেস্টুন এবং মশাল হাতে প্রাক্তনীদের সঙ্গে মিছিলে যোগ দেন অনেক সাধারণ মানুষ। মিছিল থেকে আর.জি করের ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে জোরালো সওয়াল করা হয়।

0
Report
Bankura722132blurImage

গ্রামের রাস্তার দুইপাশের আগাছা পরিষ্কারের উদ্যোগ নিল গ্রামের যুবশক্তি কমিটি

Subhrachal ChowdhurySubhrachal ChowdhuryAug 27, 2024 05:29:58
Chhatna, West Bengal:
ছাতনা থানার অন্তর্গত সালডিয়া অঞ্চলের ছাতাপাথর গ্রামে রাস্তার দুই পাশে জমে থাকা আগাছার জন্য নিত্য যাতায়াতের ক্ষেত্রে প্রচন্ড অসুবিধার সম্মুখীন হচ্ছিল গ্রামবাসীরা। সেই আগাছা পরিষ্কার করে রাস্তাকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনলো ছাতাপাথর যুবশক্তি কমিটির সদস্যরা। এক গ্রামবাসীর কথায় বিশেষ করে বড় গাড়ি যাতায়াতে সমস্যা হচ্ছিল এছাড়াও গ্রামের ছেলে মেয়েরা যারা কমলপুর পড়াশোনার জন্য নিত্য দুই বেলা যাতায়াত করত তাদেরও সুবিধা হল।
0
Report
Howrah711303blurImage

নবান্ন অভিযানে বাঁকুড়া থেকে সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা

Subhrachal ChowdhurySubhrachal ChowdhuryAug 27, 2024 04:46:20
Bankura, West Bengal:

পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে যোগ দিতে বাঁকুড়া স্টেশন থেকে ট্রেনে চড়ে রওনা হল সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা। গতকাল রাত থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মীরা কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। আজ ভোর থেকে আরও ট্রেনে করে আন্দোলনকারীরা কলকাতার দিকে রওনা দেন। তাঁদের দাবী, আর জি করে নির্যাতিতার বিচার এখনও সম্পন্ন হয়নি এবং রাজ্যের আইন শৃঙ্খলা ও প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে। আন্দোলনকারীরা নির্যাতিতার বিচার ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে আজকের অভিযানে যোগ দিচ্ছেন।

0
Report
Howrah711303blurImage

বাঁকুড়ার সুনুকপাহাড়ি সহ পার্শ্ববর্তী অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত

Subhrachal ChowdhurySubhrachal ChowdhuryAug 26, 2024 06:57:33
Bankura, West Bengal:
বাঁকুড়া সনুকপাহাড়িতে হাট বসে প্রতি সোমবার। আর আজ হাটের দিনেই ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে সুনুকপাহাড়ী সহ পার্শ্ববর্তী এলাকায়। এর কারণে হাটে আসা ব্যবসায়ীরা কিছুটা হলেও ক্ষতি সম্মুখীন হবে বলে মনে করছেন স্থানীয়রা।
0
Report
Bankura722101blurImage

বড়কুড়্যা প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হলো রক্তদান শিবির রক্তদান করলেন ৭৩ জন

Subhrachal ChowdhurySubhrachal ChowdhuryAug 26, 2024 06:07:11
Bankura, West Bengal:
বড়কুড়্যা প্রাথমিক বিদ্যালয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। বড়কুড়্যা সার্বজনীন দূর্গাপূজো কমিটির উদ্যোগে প্রধান শিক্ষিকা রমা মন্ডলের ৬০ বছর পূর্তি উপলক্ষে তার জন্মদিনে নারী-পুরুষ মিলিয়ে ৭৩ জন রক্তদাতা রক্তদান করেন। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিদ্যালয় এর সমস্ত শিক্ষক শিক্ষিকা ও অনেক সমাজসেবী ব্যক্তিত্ব ও স্থানীয়রা।
0
Report
Howrah711303blurImage

আর জি কর কান্ডের তদন্তের অসন্তোষ প্রকাশ করে পথ অবরোধ যুব সহ বিভিন্ন বাম সংগঠনের

Subhrachal ChowdhurySubhrachal ChowdhuryAug 26, 2024 06:06:25
Bankura, West Bengal:
আর জি কর কান্ডের তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে এবং ঘটনার দায় মাথায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবী করে আজ বাঁকুড়ার কাটজুড়িডাঙ্গা এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়ল ডি ওয়াই এফ আই সহ বিভিন্ন বাম সংগঠন। এদিন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের লেডিজ হোস্টেলের সামনে থেকে মিছিল করে বিভিন্ন বাম গন সংগঠনের কর্মীরা কাটজুড়িডাঙ্গা মোড়ে হাজির হন। সেখানে বেশ কিছুক্ষণ ধরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় সংগঠনগুলি।
0
Report
Bankura722152blurImage

বাঁকুড়ায় পথ দুর্ঘটনায় দুই বাইক আরোহীর মৃত্যু

Subhrachal ChowdhurySubhrachal ChowdhuryAug 25, 2024 23:55:27
Taldangra, West Bengal:

বাঁকুড়ার গোবিন্দপুর-বিবড়দা রাজ্য সড়কের ভাগাবাঁধ মোড় এলাকায় আজ দুপুরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুই বাইক আরোহীর মৃত্যু হয়েছে। মৃত দুই যুবক হলেন বাপন গোপ ও সত্যজিৎ নাগ মোদক। তারা গোবিন্দপুর থেকে বিবড়দার দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা তালডাংরা থানা পুলিশকে খবর দেন। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

0
Report