Back
मेदिनीपुर नगरपालिका के सफाई कर्मचारियों की हड़ताल से शहर गंदगी में डूब गया
CDChampak Dutta
Nov 18, 2025 23:46:39
Kaji Chak, West Bengal
নিয়মিত সময়ে বেতন দিতে হবে, পাশাপাশি বেতন বৃদ্ধির দাবিতে বিগত ৬দিন ধরে টানা ধর্মঘটে সামিল হয়েছিলেন শতাধিক সাফাই কর্মী। ফলে মেদিনীপুর শহরের রাস্তাঘাট থেকে শুরু করে নালা নর্দমা কোন কিছুই পরিষ্কার হয়নি। সবচেয়ে শোচনীয় অবস্থা মেদিনীপুর শহরের পৌরসভার তৈরি করা ভ্যাট গুলোতে। সাফাই না হওয়ার কারণে আবর্জনা স্তূপ জন্মেছে ওই ভ্যাট গুলোতে। সেই ভ্যাট গুলি থেকে আবর্জনা ছাড়িয়ে এসে পৌঁছেছে রাস্তার উপরে। ছড়াচ্ছে প্রচন্ড দুর্গন্ধ। তবু শহরবাসীর বক্তব্য, সাফাই কর্মীরা মাঝে মাঝেই এইরকম ধর্মঘট করে, আর দুর্ভোগ পোহাতে হয় আমাদের। এবং মুখ্যমন্ত্রী ধর্মঘটের বিরুদ্ধে থাকলেও এরকম বারে বারে ধর্মঘট হবে আর ভোগান্তি পোহাতে হবে মানুষদের জন্য একটা নির্দিষ্ট ব্যবস্থা হওয়া উচিত। অনেকে মনে করছেন শহরের বুকে ভ্যাট উঠে যাওয়াই ভালো। সেক্ষেত্রে ডোর টু ডোর আবর্জনা কালেকশন করে বাইরে কোথাও ফেলার ব্যবস্থা করুক পৌরসভা। মেদিনীপুর শহরের অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ডে পরিবেশ বান্ধব ভ্যাট গড়ে তুলেছিল মেদিনীপুর পৌরসভা। যেখানে ওয়ার্ডের বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করে সমস্ত আবর্জনা পৌরসভার সাফাই কর্মীরা নিয়ে এসে ফেলতো নির্দিষ্ট সেই ভ্যাট এ। কিন্তু সাফাই কর্মীদের ধর্মঘটের জেরে বিগত ৬ দিন ধরে দেখা নেই সাফাই কর্মীদেরকে। ফলে সমস্যায় পড়তে হয়েছে শহরবাসীকে। এই বিষয়ে মেদিনীপুর পৌরসভার বিরোধী কংগ্রেস কাউন্সিলর মোঃ সাইফুল বলেন, অচল অবস্থায় মধ্য দিয়ে চলছে মেদিনীপুর পৌরসভা। এর জন্য মূলত যারা পৌর প্রশাসকের দায়িত্বে আছেন তাদেরই দায়ী। ২০২২ সাল থেকে তৃণমূলের বর্তমান মেদিনীপুর পৌর বোর্ড চালু হয়েছে। ২০২৫ সালের এখনো পর্যন্ত ১১০০ জন কর্মী নিয়োগ হয়েছে। এবং এই কর্মী গুলো অবৈধ উপায়ে নিয়োগ হয়েছে। কারণ পৌর বোর্ডে কোনো সিদ্ধান্ত নিতে গেলে বোর্ড অফ কাউন্সিলরদের মিটিংয়ে সেটা আলোচনা করতে হয় এবং সিদ্ধান্ত পাশ করতে হয়। কোন আলোচনার বিশেষে কোন সিদ্ধান্তের বিশেষে এই লোক নিয়োগ হয়নি এবং অবৈধভাবে এই লোক নিয়োগ করা হয়েছে, তাই বেতন দিতে গেলে অন্যান্য কর্মচারীদের বেতন দিতে গিয়ে পৌরসভা কে হিমশিম খেতে হচ্ছে। পৌরসভার মাসে গড় আয় ৭০ থেকে ৭৫ লাখ টাকা যেখানে খরচা হচ্ছে ১ কোটি ৪০ লাখ টাকা। পৌরসভার ফিক্স ডিপোজিট এবং বিভিন্ন ফান্ডের টাকা সব এই লেবারদের বেতন দিতে দিতেই চলে যাচ্ছে। এইভাবে বেশি দিন মনে হয় পৌরসভা আর চালাতে পারবে না। পৌরসনের বোর্ডে যারা রয়েছে তারা ইস্তফা দিয়ে দিন, বোর্ড আর বেশি দিন চলবে না। মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান বলেন, আমাদের মেদিনীপুর পৌরসভা নয়, সারা পশ্চিমবঙ্গে পৌরসভার ক্ষেত্রে গ্রামের দিকে সরকার পুরোটাই দেয়, আর শহরাঞ্চলে যেসব পৌরসভা রয়েছে সেখানে আমাদের নিজেদের ইনকাম থেকে টাকা দিতে হয়। যার ফলে আমাদের একটু দেরি হয়। আজ পর্যন্ত আমরা বেতন দিতে পারিনি তা নয়, যেটা ৭ তারিখে দেওয়ার কথা সেটা হয়তো ১০ বা ১২ তারিখ হয়েছে, আমরা কিন্তু দিয়ে আসছি। আমাদের সরকার ও মাননীয়া মুখ্যমন্ত্রী এ বিষয়ে অনেক সহানুভূতিশীল। দুর্গা পূজার মাসে আমরা কয়েকদিন মাত্র কর্মদিবস পেয়েছি, তারপরের মাসে ১১ দিন কর্মদিবস পেয়েছি, তারপরের মাসে ১২ দিন কর্মদিবস পেয়েছি। ফলে আমাদের ইনকাম করার জায়গা সেগুলো একদম বন্ধ থাকার কারণে আমাদের এই কালেকশনটা প্রায় ফল করে গিয়েছিল। গত দুদিন ধরে সবারই টাকা প্রায় মিটিয়ে দেওয়া হয়েছে। কারোর আর বেতন বাকি নেই। আমরা জানি যারা এই সাফাই কাজটা করেন তাদের যেমন পারিশ্রমিকও কম কিন্তু তারা শহরকে পরিষ্কার রাখে, পরিষ্কার রাখে। যে কাজটা তারা করেন আমরা তাদের প্রতি মানবিক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শ্রমিকদের প্রতি অত্যন্ত মানবিক। সৌমেন খান জানান, সাফাই কর্মীদের দাবি মত আশ্বাস করে বলা হয়েছে এরপর থেকে নিয়মিত বেতন হবে। উল্লেখ্য, গত দুর্গাপুজার সময় একই দাবিতে ধর্মঘটে গিয়েছিল সাফাই কর্মীরা। এবার আবারো তারা ধর্মঘট করছেন। পৌরসভা কর্তৃপক্ষের দাবি আলোচনার মাধ্যমে সমস্যা মিটে গিয়েছে। শহর আবার পরিষ্কার হয়ে যাবে। সত্যিই কি তাই? তা সময়েই বলবে।
143
Report
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
Advertisement
0
Report
MKManitosh Kumar
FollowNov 19, 2025 01:02:490
Report
WJWalmik Joshi
FollowNov 19, 2025 01:01:380
Report
ASABDUL SATTAR
FollowNov 19, 2025 01:01:250
Report
SJSantosh Jaiswal
FollowNov 19, 2025 01:01:110
Report
ASARUN SINGH
FollowNov 19, 2025 01:00:410
Report
SMSarfaraj Musa
FollowNov 18, 2025 23:48:00184
Report
SMSarfaraj Musa
FollowNov 18, 2025 23:47:48208
Report
DPDhaval Parekh
FollowNov 18, 2025 23:47:33174
Report
MKManitosh Kumar
FollowNov 18, 2025 23:47:09160
Report
BBBimal Basu
FollowNov 18, 2025 23:46:50193
Report
CDChampak Dutta
FollowNov 18, 2025 23:46:17129
Report
CDChampak Dutta
FollowNov 18, 2025 23:46:02240
Report
SJSantosh Jaiswal
FollowNov 18, 2025 23:45:35222
Report