Back
चाकदह नगरपालिका में प्रशासक नियुक्त, 21 सभासदों के नोटिस के बाद पूरा बोर्ड भंग
BMBiswajit Mitra
Dec 17, 2025 02:01:43
Ranaghat, West Bengal
*নাগরিক পরিষেবার চরম অবনতিতে চাকদহ পৌরসভায় প্রশাসক, ২১ কাউন্সিলরকে শোকজের পর পুরো বোর্ড ভেঙে দিল রাজ্য*
চাকদহ পৌরসভার নাগরিক পরিষেবার অবনতি এমন এক চরম পর্যায়ে পৌঁছেছিল যে শেষ পর্যন্ত রাজ্য সরকারের নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর কঠোর পদক্ষেপে বাধ্য হলো। শহরের শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসায়িক মহলের টানা অভিযোগের প্রেক্ষিতে পৌরসভার ২১ জন কাউন্সিলরকে শোকজ করার পর অবশেষে পুরো পৌরবোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ১৭ নভেম্বর চাকদহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসায়িক সংগঠনের প্রধানদের স্বাক্ষরিত একটি বিস্তৃত অভিযোগপত্র পশ্চিমবঙ্গের নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরে জমা পড়ে। অভিযোগে শহরের বর্জ্য অপসারণ, নিকासी ব্যবস্থা, রাস্তার বেহাল দশা ও যান চলাচল সংক্রান্ত একাধিক গুরুতর সমস্যার কথা তুলে ধরা হয়। অভিযোগ গুরুত্ব সহকারে পর্যালোচনা করে দপ্তর গত ২১ নভেম্বর চাকদহ পৌরসভার ২১ জন কাউন্সিলরকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ পাঠায়। নির্দিষ্ট সময়ের মধ্যেই কাউন্সিলররা শোকজের জবাব দেন।
অভিযোগপত্রে বলা হয়, পৌরসভার বর্জ্য অপসারণ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। ২১টি ওয়ার্ডের রাস্তায় দীর্ঘদিন ধরে আবর্জনা জমে থাকায় তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। ড্রেন পরিষ্কার না হওয়ায় নোংরা জল ও জঞ্জালে ভরে উঠেছে নিকासी ব্যবস্থা। শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকায় প্রতিদিন সমস্যাায় পড়ছেন ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ ও যানবাহনের চালকরা। পাশাপাশি টোটো ও ভ্যান চলাচল নিয়ন্ত্রণে চরম অব্যবস্থাপনা শহরের যাতায়াত ব্যবস্থাকে আরও বিপর্যস্ত করে তুলেছে।
ব্যবসায়ী সমিতি ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অভিযোগ, দীর্ঘদিন ধরে পৌরসভার কাছে লিখিত ও মৌখিকভাবে সমস্যা জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। শেষ পর্যন্ত বাধ্য হয়েই তারা রাজ্য দপ্তরের দ্বারস্থ হন।
সরকারি পর্যবেক্ষণের ভিত্তিতে আজ চাকদহ পৌরসভার পুরো বোর্ডে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে নতুন পৌরবোর্ড গঠন না হওয়া পর্যন্ত কল্যাণীর মহকুমা শাসক অভিজিৎ সামন্তকে পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে চাকদহ পৌরসভার ভাইস-চেয়ারম্যান জানান, এখনও আনুষ্ঠানিক চিঠি হাতে পাননি। তবে তিনি বলেন, “শুনেছি কাল থেকে আমরা সাধারণ নাগরিক ও দলের কর্মী হিসেবে মানুষের পাশে থাকব।”
অন্যদিকে, পৌরসভায় প্রশাসক বসানোয় খুশি ব্যবসায়ী সমিতি থেকে শুরু করে সাধারণ মানুষ। কল্যাণীর মহকুমা শাসক অভিজিত Summant বলেন, “কিছুক্ষণ আগেই চিঠি হাতে পেয়েছি। আমাকে চাকদহ পৌরসভার দায়িত্ব নিতে বলা হয়েছে।”
সামনেই বিধানসভা নির্বাচন। সেই প্রেক্ষাপটে চাকদহ পৌরসভায় এই প্রশাসনিক পদক্ষেপকে রাজনৈতিক ও প্রশাসনিক—দু’দিক থেকেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
1. অভিজিৎ সামন্ত পৌর প্রশাসক চাকদাহ
2. দেবব্রত নাগ এক্স ভাইস চেয়ারম্যান
3. রাজু ঘোষ ব্যবসায়ী সমিতির সহ-সম্পাদক
4. উজ্জ্বল বিশ্বাস মন্ত্রী
5. স্থানীয় বাসিন্দা
6. বঙ্কিম ঘোষ চারটা বিধানসভা বিধায়ক।
0
Report
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
Advertisement
GPGYANENDRA PRATAP
FollowDec 17, 2025 05:05:200
Report
ASAJEET SINGH
FollowDec 17, 2025 05:05:090
Report
0
Report
VVvirendra vasinde
FollowDec 17, 2025 05:04:520
Report
PSPIYUSH SHUKLA
FollowDec 17, 2025 05:04:320
Report
GYGAUKARAN YADU
FollowDec 17, 2025 05:03:330
Report
KJKamran Jalili
FollowDec 17, 2025 05:03:150
Report
0
Report
AKAshok Kumar sharma
FollowDec 17, 2025 05:03:010
Report
KSKAMARJEET SINGH
FollowDec 17, 2025 05:02:430
Report
0
Report
RSRahul shukla
FollowDec 17, 2025 05:00:350
Report
PSPritesh Sharda
FollowDec 17, 2025 05:00:130
Report
MGMartand Gupta
FollowDec 17, 2025 05:00:110
Report