গ্রামে যাতে কোন ভাবেই নেশার সামগ্রী না বিক্রি হয় সেই কারণে থানার দারস্ত হলো গ্রামের মহিলারা। কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈইল অঞ্চলের বালাস গ্রামে বিভিন্ন দোকানের আড়ালে বেআইনি ভাবে মদ, গাজা সহ বিভিন্ন ধরণের নেশার সামগ্রী বিক্রির অভিযোগ। ফলে এলাকার পরিবেশ যেমন নষ্ট হচ্ছে পাশাপাশি এলাকার যুবকেরা সহ বাড়ির স্বামীরা নেশা গ্রস্থ হয়ে পড়ছে। এতে সংসারে অশান্তি বাড়ছে। যাতে গ্রামে কোন প্রকার নেশা যাতীয় সামগ্রী না বিক্রি হয় সেই কারণে গ্রামের মহিলারা কালিয়াগঞ্জ থানার দারস্ত হলো।
বালাস গ্রামে নেশার বিরুদ্ধে মহিলাদের থানায় অভিযোগ, পরিবেশের অবনতি
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
পাণ্ডবেশ্বরে পুজোর আগে আবারও চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। ইসিএলের নিরাপত্তা রক্ষীদের অস্ত্র দেখিয়ে, বাঁকোলা এরিয়ার তিলাবনী কলিয়ারীতে একটি ঘর তালাবদ্ধ করে লক্ষাধিক টাকার দামি যন্ত্রাংশ চুরি করে পালিয়ে গেছে দুষ্কৃতী দল। বাঁকোলা এরিয়ার সিকিউরিটি ইনচার্জ সরোজ ব্যানার্জি জানান, নিরাপত্তারক্ষীরা ঝুঁকি নিয়ে কাজ করলেও, ইসিএলের ম্যানেজমেন্ট তাদের নিরাপত্তার বিষয়ে কোনও মনোযোগ দিচ্ছে না। দুষ্কৃতীরা মুখে কাপড় বেঁধে এসেছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত করছে।
মেদিনীপুর শহরের একটি গ্রামে দুই নাবালিকা ছাত্রী ও এক মহিলাকে ধর্ষণ ও খুনের ঘটনায় বিচারের দাবিতে মেদিনীপুর শহরে বিক্ষোভ করেছে বাম ছাত্র, যুব ও মহিলা সংগঠনগুলি। রবিবার বিকেলে গোটা মেদিনীপুর শহরে এই প্রতিবাদ মিছিল বের করা হয়। মার্চ মাস থেকে পুলিশের নিষ্ক্রিয়তা ও নৈরাজ্যের অভিযোগও ওঠে।
খড়্গপুর টাউনের 15 নম্বর ওয়ার্ডের নিউ সেটেলমেন্ট এলাকা থেকে শুক্রবার থেকে নিখোঁজ ছিল এক নাবালক। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানোর পর পুলিশ নিখোঁজদের খোঁজ শুরু করে। শনিবার বিকেলে একটি নির্জন কোয়ার্টারে নাবালকের দেহ পাওয়া যায়। এরপর পুলিশ মৃতদেহ খড়্গপুর থানায় নিয়ে যায় এবং নিখোঁজ নাবালকের মা, বোন ও বোনের প্রেমিকাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে নিয়ে যায়। পরে নিহতের বোন ও তার প্রেমিককে আটক করা হয়।
জাম্বানীর নিমডিহা গ্রামে ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করার দায়ে পরিমল পাতরকে মাননীয় বিচারক যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছেন। ঘটনা ঘটে ১৪ জানুয়ারি ২০১৮, যেখানে একজন যুবক মাথায় আঘাত পেয়ে পরদিন হাসপাতালে মারা যান। নির্যাতিতার ছেলে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। দুই মাসের মধ্যে চার্জশিট দাখিলের পর ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল আসামিকে দোষী সাব্যস্ত করা হয়।
পরিবেশ সচেতনতার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা পুলিশের পক্ষ থেকে ৩০ টি ই- সাইকেল সম্বলিত গ্রীন উইনার্স টিমের উদ্বোধন করা হয়। একই সাথে জেলার তিনটি মহকুমার পুজো ও তৎসংলগ্ন এলাকায় মহিলা নিরাপত্তার লক্ষ্যে ইভটিজিং রুখতে চালু করা হলো তিনটি পিঙ্ক মোবাইল টিম বলে জানালেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। তিনি আরও জানান, পূজোর পরেই এই গ্রীন উইনার্স ও পিঙ্ক মোবাইল টিম গুলিকে বিভিন্ন কমিউনিটি প্রোগ্রামে লাগানো হবে।