Back
BHASKAR ROY
Uttar Dinajpur733129blurImage

ভেলাই স্কুল মাঠ একাদশের উদ্যোগে নক আউট নৈশ ফুটবল টুর্নামেন্টে

BHASKAR ROYBHASKAR ROYSept 22, 2024 09:51:50
Kaliyaganj, West Bengal:

গ্রাম গঞ্জের খেলা ধূলার মান উন্নয়নের লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবছর কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েত অধিন ভেলাই স্কুল মাঠ একাদশের উদ্যোগে নক আউট নৈশ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।এই টুর্নামেন্টে ৮টি দল অংশ গ্রহণ করেছে।এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার,পুরসভার পুরপ্রধান রাম নিবাস সাহা, আই সি দেবব্রত মুখার্জি সহ বিশিষ্ট জনেরা।

0
Report
Uttar Dinajpur733129blurImage

বন্ধ হয়ে থাকা রাধিকাপুর_দিল্লী এক্সপ্রেস ট্রেনটি পুনরায় চালু হতে যাচ্ছে

BHASKAR ROYBHASKAR ROYSept 22, 2024 09:26:13
Kaliyaganj, West Bengal:

বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা শুরুর আগেই তিন বছর ধরে বন্ধ হয়ে থাকা রাধিকাপুর_দিল্লী এক্সপ্রেস ট্রেনটি পুনরায় চালু হতে যাচ্ছে।শনিবার উত্তর দিনাজপুর জেলার ভারত_ বাংলাদেশ সীমান্তের প্রান্তিক রেল স্টেশনে এক সাংবাদিক সম্মেলনে এই কথাগুলি বলেন উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডি আর এম সুরেন্দ্র কুমার। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডি আর এম সুরেন্দ্র কুমার আরো জানান উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ_বুনিয়াদপুর রেল প্রকল্পের কাজ এতদিন ডিফরিজ হয়ে ছিল।

0
Report
Uttar Dinajpur733129blurImage

সরকারি অনুদানের চেক তুলে দিল পুলিশ এবং পুর প্রশাসন

BHASKAR ROYBHASKAR ROYSept 22, 2024 08:58:55
Kaliyaganj, West Bengal:

হাতে গোনা আর কয়েকদিন বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গা পূজা।রাজ্য সরকারের পক্ষ থেকে দূর্গা পূজা কমেটি গুলিকে এবছর ৮৫ হাজার টাকা আর্থিক অনুদানের কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতাবেক কালিয়াগঞ্জ শহরের দুর্গোৎসব কমিটির হাতে রাজ্য সরকারি অনুদানের চেক তুলে দিল পুলিশ এবং পুর প্রশাসনের কর্তারা।বিভিন্ন দূর্গাপুজা কমিটির হাতে অনুদান বাবদ ৮৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জি এবং পুরপ্রধান রামনিবাস সাহা।

0
Report
Uttar Dinajpur733129blurImage

একটি লাইফ সাপোর্ট এম্বুলেন্স পরিষেবার শুভরম্ভ

BHASKAR ROYBHASKAR ROYSept 20, 2024 01:21:48
Kaliyaganj, West Bengal:
রায়গঞ্জের প্রাক্তন সংসদ দেবশ্রী চৌধুরীর তত্ত্বাবধানে ও কোল ইন্ডিয়া অঅর্থানুকূল্যে, কালিয়াগঞ্জ ভারত সেবাশ্রম সংঘের মাধ্যমে একটি লাইফ সাপোর্ট এম্বুলেন্স পরিষেবার শুভরম্ভ হলো, এলাকাবাসীর চিকিৎসা পরিষেবায় এই এম্বুলেন্স বিশেষ সুবিধা প্রদান করবে। ফিতে কেটে উদ্বোধন করেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক চন্দ্র পাল। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রমের স্বামীজী জ্যোতির্ময়নন্দ মহারাজ, সহ আশ্রমের কার্যকর্তারা।
0
Report
Uttar Dinajpur733129blurImage

আচঙ্কায় কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন উত্তর দিনাজপুরের জেলাশাসক

BHASKAR ROYBHASKAR ROYSept 19, 2024 05:27:45
Kaliyaganj, West Bengal:

আচঙ্কায় কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন উত্তর দিনাজপুরের জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা। এই পরিদর্শনে সঙ্গে ছিলেন জেলা মূখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণ শর্মা, হাসপাতাল সুপার জয়দেব রায়, মহকুমাশাসক কিংশুক মাইতি, বিডিও প্রশান্ত রায়, পুরপ্রধান রামনিবাস সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার। এদিন পরিদর্শনে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে থাকা রোগী এবং পরিজনদের সঙ্গে কথা বলেন জেমন পাশাপাশি হাসপাতালের স্বাস্থ্যকর্মিদের সাথে কথা বলেন জেলাশাসক।

0
Report
Uttar Dinajpur733129blurImage

মদ-গাঁজা বিক্রি বন্ধ করার দাবি নিয়ে বেলতলি গ্রামের মহিলারা হাজির হল কালিয়াগঞ্জ থানায়

BHASKAR ROYBHASKAR ROYSept 17, 2024 05:56:52
Kaliyaganj, West Bengal:

মদ-গাঁজা বিক্রি বন্ধ করার দাবি নিয়ে বেলতলি গ্রামের মহিলারা হাজির হল কালিয়াগঞ্জ থানায়। সোমবার একদল মহিলা থানায় এসে মদ-গাঁজা বিক্রেতাদের নামে লিখিত আকারে অভিযোগ দায়ের করে দ্রুত ব্যবস্হা গ্রহণের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন। ধনকৈল অঞ্চলের অধিন বেলতলি গ্রামের এই মহিলাদের অভিযোগ, তাদের এলাকার তিন-চারজন মদ-গাঁজা বিক্রি করছে। মদ-গাঁজা খেয়ে এসে বাড়ির মহিলাদের উপর অত্যাচার করছে পুরুষরা। এই নেশার কারণেই গ্রামের বহু পরিবারে নিত্যদিন অশান্তি লেগেই থাকছে। 

0
Report
Uttar Dinajpur733129blurImage

কলতান দাশগুপ্তের গ্রেপ্তার: SFI ও DYFI এর প্রতিবাদে থানার ঘেরাও

BHASKAR ROYBHASKAR ROYSept 17, 2024 05:54:44
Kaliyaganj, West Bengal:

DYFI কেন্দীয় কমেটির সদস্য কলতান দাশগুপ্তকে গ্রেপ্তারের প্রতিবাদে SFI ও DYFI এর উদ্যোগে কালিয়াগঞ্জ থানা ঘেরাও কর্মসূচি পালন করা হয়। সোমবার বিকালে সুকান্ত মোড়ের সিপিএমের কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল করে থানার সামনে আসলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে থানার মূখ্য গেট বন্ধ করে দেয়। এরপর SFI ও ড্যফী কর্মিরা মানব বন্ধন কর্মসূচি পালন করে থানার সামনে রাজ্য সড়কের উপরে। এই মানব বন্ধন কর্মসূচি জেরে রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ কর্মসূচি চলার পড়ে কর্মসূচি শেষ হয়। 

0
Report
Uttar Dinajpur733129blurImage

মালদা-শিলিগুড়ি ট্রেনে আগুন, আতঙ্ক ছড়িয়েছে সীমান্ত এলাকায়!

BHASKAR ROYBHASKAR ROYSept 16, 2024 11:09:40
Kaliyaganj, West Bengal:

মালদা-শিলিগুড়ি DMU প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে কিষাণগঞ্জের ফড়িংগোলা এলাকায়, যা বাংলা-বিহার সীমান্তে অবস্থিত। ট্রেনটি মালদা থেকে শিলিগুড়ি যাচ্ছিল। আগুন নেভানোর কাজ চলছে এবং আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

0
Report
Uttar Dinajpur733129blurImage

কালিয়াগঞ্জের ভোরের আলো ফুটবল প্রেমীদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের আয়োজন

BHASKAR ROYBHASKAR ROYSept 16, 2024 11:03:10
Kaliyaganj, West Bengal:

কালিয়াগঞ্জে যুব সমাজকে মোবাইলের আসক্তি থেকে বের করে মাঠমুখী করতে ভোরের আলো ফুটবল প্রেমীদের উদ্যোগে নক আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে উত্তরবঙ্গের আটটি দল অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানে পৌরপ্রধান রাম নিবাস সাহা, কাউন্সিলার রথীন্দ্র নাথ গুহ, ব্যবসায়ী সমিতির সভাপতি প্রকাশ কুন্ডু, শান্তুনু দেবগুপ্ত ও প্রাক্তন খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। স্কুল মাঠে প্রচুর মানুষের সমাগম হয়।

0
Report
Uttar Dinajpur733129blurImage

রাস্তায় এক অজ্ঞাত পরিচিত ব্যাক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

BHASKAR ROYBHASKAR ROYSept 16, 2024 11:01:28
Kaliyaganj, West Bengal:
রাস্তায় এক অজ্ঞাত পরিচিত ব্যাক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে কালিয়াগঞ্জ পুরসভার শহরের শিমূলতলা এলাকায় রাজ্য সড়কের উপরে।এদিন সকালে প্রাতহভ্রমণে বেড়নো সাধারণ মানুষদের প্রথমে চোখে পড়ে। খবর দেওয়া হয় কালিয়াগঞ্জ থানার পুলিশকে।পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।মৃত ব্যাক্তির নাম ও পরিচয় জানাজায়নি।পুলিশ মৃত ব্যাক্তির নাম ও পরিচয় জানার চেষ্টা করছে এবং ঘটনার তদন্তে নেমেছে।
0
Report
Uttar Dinajpur733202blurImage

বিজুখোর এলাকায় এক শিক্ষকের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি, ডাকাতিতে বাঁধা দিতে গেলে বোমাবাজি

BHASKAR ROYBHASKAR ROYSept 14, 2024 18:04:41
Islampur, West Bengal:

গভীর রাতে ইসলামপুর থানার বিজুখোর এলাকায় এক শিক্ষকের বাড়িতে ডাকাতি হয়। ১০ থেকে ১২ জনের ডাকাত দল বাড়ির জানালা দিয়ে ঢুকে লুটপাট শুরু করে। বাড়ির লোকজন বাধা দিতে গেলে ডাকাতরা বোমাবাজি করে পালিয়ে যায়, যার ফলে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি তাজা বোমা উদ্ধার করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। ডাকাত দল সোনার গহনা ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। গ্রামবাসীরা দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হন।

0
Report
Uttar Dinajpur733129blurImage

কালিয়াগঞ্জ প্রেসক্লাবের দশম দ্বি-বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত

BHASKAR ROYBHASKAR ROYSept 13, 2024 11:46:21
Kaliyaganj, West Bengal:

বৃক্ষ রোপণের মধ্য দিয়ে কালিয়াগঞ্জ প্রেসক্লাবের দশম দ্বি-বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হল শুক্রবার হাসপাতাল পাড়ায় অবস্থিত প্রেসক্লাবের নিজস্ব সভাগৃহে। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি অমিত সরকার, সাধারণ সম্পাদক অলিপ মিত্র, ইসলামপুর মহকুমা প্রেসক্লাবের মেহেদী হেদায়েতুল্লা ও শান্তনু মন্ডল। কালিয়াগঞ্জ প্রেসক্লাবের সম্মেলনের প্রকাশ্য অধিবেশনের পর সর্ব সম্মতিক্রমে ২০২৫-২৬ সালের জন্য সভাপতি পদে অনুপ জয়সোয়াল এবং সম্পাদক পদে অর্ণিবান চক্রবর্তীকে,কোষাধক্ষ্য ভাস্কর রায় মনোনীত করা হয়।

0
Report
Uttar Dinajpur733129blurImage

বিদ্যালয়ের পড়ুয়াদের সচেতন করে তুলতে সচেতনা শিবির

BHASKAR ROYBHASKAR ROYSept 13, 2024 06:48:41
Kaliyaganj, West Bengal:

বাল্যবিবাহ, শিশু শ্রম, শিশু পাচার,সাইবার ক্রাইম সহ একাধিকা বিষয়ের উপরে বিদ্যালয়ের পড়ুয়াদের সচেতন করে তুলতে সচেতনা শিবির অনুষ্ঠিত হল বুধবার কালিয়াগঞ্জ ব্লকের তিনটি উচ্চ বিদ্যালয়ে। উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের নির্দেশে এবং জেলা শিশু সুরক্ষা ইউনিটের সহযোগিতায় এদিন কালিয়াগঞ্জ ব্লকের ফতেপুর সি ডি হাইস্কুল,পুরিয়া মহেশপুর হাইস্কুল ও লক্ষ্মীপুর মহিমচন্দ্র উচ্চ বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের নিয়ে একটি সচেতনা শিবিরের আয়োজন করা হল। কোন সমস্যার পড়লে পড়ে ১০৯৮ হেলফ লাইন রয়েছে সেখানে ফোন করে জানানো।

0
Report
Uttar Dinajpur733129blurImage

এক বছরের ৩৬৪ পুরস্কার সহ একাধিক রেকোর্ডে নাম তুলে ফেলেছে

BHASKAR ROYBHASKAR ROYSept 13, 2024 06:35:27
Kaliyaganj, West Bengal:

কালিয়াগঞ্জের অমৃতা মোদক এক বছরের মধ্যে ৩৬৪ পুরস্কার ও বেশ কিছু বিরল রেকর্ড অর্জন করে তার অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছেন। তৃতীয় শ্রেণীর ছাত্রী অমৃতা আবৃতি নাচ গান এবং ক্যারাটে তে জেলা রাজ্য, জাতীয় স্তর এমনকি বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে অসাধারণ কৃতিত্বের অধিকারী হয়েছে সে। এক বছরের মধ্যে ৩৬৪ টি পুরস্কার জিতে আমেরিকা বুক অফ রেকর্ড, ওয়েস্ট বেঙ্গল বুক অফ রেকর্ড এবং সর্বশেষ তেলঙ্গানা বুক অফ রেকর্ড সহ বিভিন্ন বিশ্ব রেকর্ডে তার নাম নথিভূক্ত হয়ে নয়া নজির সৃষ্টি করেছে সে। 

0
Report
Uttar Dinajpur733129blurImage

কালিয়াগঞ্জ কলেজে প্রতিনিধি মূলক ডেপুটেশন দিলো বিজেপির

BHASKAR ROYBHASKAR ROYSept 12, 2024 12:31:34
Kaliyaganj, West Bengal:

কালিয়াগঞ্জ কলেজে অস্থায়ী কর্মী পদের নিয়োগ বাতিলের দাবিতে বুধবার কালিয়াগঞ্জ কলেজে প্রতিনিধি মূলক ডেপুটেশন দিলো বিজেপির শহর মন্ডল কমেটি।বুধবার বিজেপির শহর মণ্ডল সভাপতি তথা বিজেপি কাউন্সিলার গৌরাঙ্গ দাসের নেতৃত্বে প্রতিনিধি দল কলেজে গেলে কলেজের গেটে বাধার মূখে পড়ে কিছু পড়ুদের কাছে কলেজে বহিরাগতদের প্রবেশ বন্ধের দাবিতে পড়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড: বিপুল দাসকে ডেপুটেশন তুলে দেয় তারা।গৌরাঙ্গ দাস অভিযোগ করে বলেন কলেজে বেশকিছু অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছে অবৈধ ভাবে। 

0
Report
Uttar Dinajpur733129blurImage

মোষ পাঁচারের সময় গোপন সুত্রে খবর পেয়ে দুটি কনটেইনারে ৫১ টি মোষ উদ্ধার

BHASKAR ROYBHASKAR ROYSept 12, 2024 09:55:05
Kaliyaganj, West Bengal:

চাকুলিয়া থানার কানকি ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দুটি কনটেইনার থেকে ৫১টি মোষ উদ্ধার করেছে। মোষ পাচারের অভিযোগে ৮ পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে এবং দুটি কনটেইনার বাজেয়াপ্ত করা হয়েছে। মঙ্গলবার ডালখোলার দিক থেকে শিলিগুড়ির দিকে আসছিল কনটেইনার দুটি। কানকি ৩১ নম্বর জাতীয় সড়কে তল্লাশি চালিয়ে মোষগুলো উদ্ধার করা হয়। বুধবার অভিযুক্তদের ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে চারজনকে ৫ দিনের পুলিশি হেফাজত এবং বাকি চারজনকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

0
Report
Uttar Dinajpur733129blurImage

পুরগ্রামের গৌর গোবিন্দ সেবাশ্রমে তিন দিন ব্যাপী বিভিন্ন ধরণের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন

BHASKAR ROYBHASKAR ROYSept 12, 2024 04:39:06
Kaliyaganj, West Bengal:

প্রতি বছরের ন্যায় এবছরও আনন্দ গোস্বামী মহারাজের তিরোধান দিবস উপলক্ষ্যে কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুরের পুরগ্রামের গৌর গোবিন্দ সেবাশ্রমে তিন দিন ব্যাপী বিভিন্ন ধরণের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হয়।মঙ্গলবার ছিল শেষদিন আর শেষ দিনের অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলিত করে অনুষ্ঠানের সূচনা করেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, এছাড়াও উপস্থিত ছিলেন কুনোর ভারত সেবাশ্রমের স্বামীজি জ্যোতিময়ানন্দ মহারাজ,শ্রমের কর্নধার বড় মা,আশ্রমের অন্যতম সদস্য অশীম রঞ্জন পাট্টাদার সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

0
Report
Uttar Dinajpur733129blurImage

বাজে ধবাইল এলাকায় জলাধারের কাজের শিলান্যাস

BHASKAR ROYBHASKAR ROYSept 12, 2024 04:28:06
Kaliyaganj, West Bengal:

গ্রামীন এলাকার মানুষদের সুবিদার্থে রাজ্যের মূখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প জল স্বপ্ন প্রকল্পের আওতায় কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর অঞ্চলের বাজে ধবাইল এলাকায় জলাধারের কাজের শিলান্যাস করা হল অরাম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার।এদিন শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার,জেলা পরিষের দুই কর্মাধক্ষ্য নিতাই বৈশ্য ও লতা সরকার,গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাম মোস্তাক সহ অন্যান্য। আনুমানিক ৪৫ লক্ষ্য টাকা ব্যায়ে এই জলাধারটি নির্মাণ করা হবে।

0
Report
Uttar Dinajpur733129blurImage

বাসুলি মাঠে বিজেপি সাংগঠনিক সভার আয়োজন উপস্থিত সাংসদ

BHASKAR ROYBHASKAR ROYSept 11, 2024 06:16:07
Kaliyaganj, West Bengal:
বিজেপির সংগঠনকে শক্তিশালী করতে কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েত অধিন বাসুলি মাঠে বিজেপি সাংগঠনিক সভার আয়োজন করা হয় মঙ্গলবার বিকালে।সেই সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল,মণ্ডল সভাপতি তারিনী সরকার,প্রাক্তন জেলা পরিষদের সদস্য কমল সরকার সহ অন্যান্যরা।এদিন সাংগঠনিক আলোচনা পাশাপাশি সাংসদ কার্তিক চন্দ্র পাল বিজেপি কর্মিদের ধন্যবাদ জানান তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে তিনি জয়ী হতে পেরেছেন পাশাপাশি জশশ্রী প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত শক্ত করতে হয়েছে।
0
Report
Uttar Dinajpur733129blurImage

কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েত উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন

BHASKAR ROYBHASKAR ROYSept 11, 2024 06:14:35
Kaliyaganj, West Bengal:

সামনেই উৎসবের মরশুম,আর উৎসবের মরশুমে জেলা ব্লাড ব্যাঙ্কে রক্তের অভাব দেখা যায়।মমূর্ষ রোগীদের প্রান বাচাতে ডোনার আনতে হয় রোগীর আত্মীয়দের।জেলা ব্লাড ব্যাঙ্কে রক্তের অভাব মেটাতে মঙ্গলবার কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েত উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন পঞ্চায়েত সমিতির সভাগৃহ রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান ববিতা সরকার,এলাকার বিশিষ্ট শিক্ষক উত্তম সরকার, সহ গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু সদস্যরা।এদিন ৪০ জনের মতো 

0
Report
Uttar Dinajpur733129blurImage

ঐতিহ্যবাহী নাথমন্দির প্রাঙ্গণে শ্রীচৈতন্য মহাপ্রভু সেবা সমিতির উদ্যোগ ১৮ তম বর্ষ শিক্ষক দিবস উদযাপন

BHASKAR ROYBHASKAR ROYSept 10, 2024 04:48:20
Kaliyaganj, West Bengal:

শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক দিবস উদযাপন করা হলো এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্য দিয়ে। সোমবার বিকালে ঐতিহ্যবাহী নাথমন্দির প্রাঙ্গণে শ্রীচৈতন্য মহাপ্রভু সেবা সমিতির উদ্যোগ ১৮ তম বর্ষ শিক্ষক দিবস উদযাপন করা হয়। এদিনে ভারতরত্ন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের ছবিতে পুষ্মাঘ্য অর্ঘ করে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করে। 

0
Report
Uttar Dinajpur733129blurImage

ঠাকুর পঞ্চানন বর্মার আবক্ষ্য মূর্তিতে মাল্যদান করেন রায়গঞ্জের সাংসদ

BHASKAR ROYBHASKAR ROYSept 10, 2024 04:46:56
Kaliyaganj, West Bengal:
আজ ৯ ই সেপ্টেম্বর রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার তিরোধান দিবস।এই দিনকে যথাযথ মর্যাদা সহকারে পালন করা হচ্ছে।সেই মতাবেক সোমবার কালিয়াগঞ্জের ধনকৈইলের পঞ্চানন মোড়ে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার আবক্ষ্য মূর্তিতে মাল্যদান করেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল।এদিন অ্যানদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি কাউন্সিলার বিভাস সাহা, সহ অন্যান্যরা।
0
Report
Uttar Dinajpur733129blurImage

রেলের সমন্নয় কমিটির সদস্যদের সাথে বৈঠক

BHASKAR ROYBHASKAR ROYSept 10, 2024 04:45:26
Kaliyaganj, West Bengal:

কালিয়াগঞ্জ রেল স্টেশন এর উন্নয়ন এর বিষয়ের পাশাপাশি রেল পরিষেবা আরো ভালো করতে রেলের সমন্নয় কমিটির সদস্যদের সাথে বৈঠক করল রেলের আধিকারিকরা। সোমবার দুপুরে কালিয়াগঞ্জ রেল স্টেশনে স্টেশন মাস্টারের কক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। কালিয়াগঞ্জ রেল স্টেশনের স্টেশন ম্যানেজার পঙ্কজ কুমার সহ রেলের আধিকারিক ও সমন্নয় কমেটির ৫ কাউন্সিলার উপস্থিত ছিলেন একদিনের বৈঠকে। রেলের সমন্নয় কমিটির পক্ষথেকে গৌরাঙ্গ দাস বলেন, রেল স্টেশনের অমৃত ভারত প্রকল্পের আওতান উন্নয়ন মূলক কাজ হচ্ছে। 

0
Report
Uttar Dinajpur733129blurImage

জাতীয় পর্যায়ে ক্যারাটে চ্যাম্পিয়ন শিপে অংশ নিতে কালিয়াগঞ্জের মেয়ে প্রাচী সরকার

BHASKAR ROYBHASKAR ROYSept 10, 2024 04:43:35
Kaliyaganj, West Bengal:

জাতীয় পর্যায়ে ক্যারাটে চ্যাম্পিয়ন শিপে অংশ নিতে কালিয়াগঞ্জের মেয়ে প্রাচী সরকার। সে রায়গঞ্জ মার্শাল আর্ট ক্লাব এর কালিয়াগঞ্জ শাখার ছাত্রী। রায়গঞ্জ মার্শাল আর্ট ক্লাবের উদ্যোগে কালিয়াগঞ্জ পৌরসভা ভবনে বেশ কয়েকমাস ধরে ক্যারাটে প্রশিক্ষণ শিবির চলে। এবার সেই ক্যারাটে প্রশিক্ষণ শিবির থেকেই ছেলে মেয়েরা রাজ্য পর্যায়ে সফলতা লাভ করার পর তাদের মধ্যে একজন ছাত্রী যাচ্ছে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় দিল্লিতে।

0
Report
Uttar Dinajpur733129blurImage

বালাস গ্রামে নেশার বিরুদ্ধে মহিলাদের থানায় অভিযোগ, পরিবেশের অবনতি

BHASKAR ROYBHASKAR ROYSept 09, 2024 04:18:00
Kaliyaganj, West Bengal:

গ্রামে যাতে কোন ভাবেই নেশার সামগ্রী না বিক্রি হয় সেই কারণে থানার দারস্ত হলো গ্রামের মহিলারা। কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈইল অঞ্চলের বালাস গ্রামে বিভিন্ন দোকানের আড়ালে বেআইনি ভাবে মদ, গাজা সহ বিভিন্ন ধরণের নেশার সামগ্রী বিক্রির অভিযোগ। ফলে এলাকার পরিবেশ যেমন নষ্ট হচ্ছে পাশাপাশি এলাকার যুবকেরা সহ বাড়ির স্বামীরা নেশা গ্রস্থ হয়ে পড়ছে। এতে সংসারে অশান্তি বাড়ছে। যাতে গ্রামে কোন প্রকার নেশা যাতীয় সামগ্রী না বিক্রি হয় সেই কারণে গ্রামের মহিলারা কালিয়াগঞ্জ থানার দারস্ত হলো।

0
Report
Uttar Dinajpur733129blurImage

গৌর গোবিন্দ সেবাশ্রম সংঘের বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষ্যে যোগ শিবিরের আয়োজন

BHASKAR ROYBHASKAR ROYSept 09, 2024 04:10:19
Kaliyaganj, West Bengal:

সেই কারণে কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের অধিন পুরগ্রামে গৌর গোবিন্দ সেবাশ্রম সংঘের বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষ্যে যোগ শিবিরের আয়োজন করা হয়।এদিনের শিবিরে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলিত করে সূচনা করেন কুনোর ভারত সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী জ্যোতিরময়ানন্দ মহারাজ, এছাড়াও উপস্থিত ছিলেন উদ্যোক্তা অসীম রঞ্জন পাট্টাদার সহ বিশিষ্ট জনেরা। এই যোগ শিবিরে ১১০ জন কচিকাচারা অংশ গ্রহণ করে।পাশাপাশি গৌর গোবিন্দ সেবাশ্রম সংঘের উদ্যোগে তিনদিন ধরে চলবে বিভিন্ন ধরণের ধর্মীয় অনুষ্ঠান

0
Report