একটি লাইফ সাপোর্ট এম্বুলেন্স পরিষেবার শুভরম্ভ
আচঙ্কায় কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন উত্তর দিনাজপুরের জেলাশাসক
আচঙ্কায় কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন উত্তর দিনাজপুরের জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা। এই পরিদর্শনে সঙ্গে ছিলেন জেলা মূখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণ শর্মা, হাসপাতাল সুপার জয়দেব রায়, মহকুমাশাসক কিংশুক মাইতি, বিডিও প্রশান্ত রায়, পুরপ্রধান রামনিবাস সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার। এদিন পরিদর্শনে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে থাকা রোগী এবং পরিজনদের সঙ্গে কথা বলেন জেমন পাশাপাশি হাসপাতালের স্বাস্থ্যকর্মিদের সাথে কথা বলেন জেলাশাসক।
মদ-গাঁজা বিক্রি বন্ধ করার দাবি নিয়ে বেলতলি গ্রামের মহিলারা হাজির হল কালিয়াগঞ্জ থানায়
মদ-গাঁজা বিক্রি বন্ধ করার দাবি নিয়ে বেলতলি গ্রামের মহিলারা হাজির হল কালিয়াগঞ্জ থানায়। সোমবার একদল মহিলা থানায় এসে মদ-গাঁজা বিক্রেতাদের নামে লিখিত আকারে অভিযোগ দায়ের করে দ্রুত ব্যবস্হা গ্রহণের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন। ধনকৈল অঞ্চলের অধিন বেলতলি গ্রামের এই মহিলাদের অভিযোগ, তাদের এলাকার তিন-চারজন মদ-গাঁজা বিক্রি করছে। মদ-গাঁজা খেয়ে এসে বাড়ির মহিলাদের উপর অত্যাচার করছে পুরুষরা। এই নেশার কারণেই গ্রামের বহু পরিবারে নিত্যদিন অশান্তি লেগেই থাকছে।
কলতান দাশগুপ্তের গ্রেপ্তার: SFI ও DYFI এর প্রতিবাদে থানার ঘেরাও
DYFI কেন্দীয় কমেটির সদস্য কলতান দাশগুপ্তকে গ্রেপ্তারের প্রতিবাদে SFI ও DYFI এর উদ্যোগে কালিয়াগঞ্জ থানা ঘেরাও কর্মসূচি পালন করা হয়। সোমবার বিকালে সুকান্ত মোড়ের সিপিএমের কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল করে থানার সামনে আসলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে থানার মূখ্য গেট বন্ধ করে দেয়। এরপর SFI ও ড্যফী কর্মিরা মানব বন্ধন কর্মসূচি পালন করে থানার সামনে রাজ্য সড়কের উপরে। এই মানব বন্ধন কর্মসূচি জেরে রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ কর্মসূচি চলার পড়ে কর্মসূচি শেষ হয়।
মালদা-শিলিগুড়ি ট্রেনে আগুন, আতঙ্ক ছড়িয়েছে সীমান্ত এলাকায়!
মালদা-শিলিগুড়ি DMU প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে কিষাণগঞ্জের ফড়িংগোলা এলাকায়, যা বাংলা-বিহার সীমান্তে অবস্থিত। ট্রেনটি মালদা থেকে শিলিগুড়ি যাচ্ছিল। আগুন নেভানোর কাজ চলছে এবং আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
কালিয়াগঞ্জের ভোরের আলো ফুটবল প্রেমীদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের আয়োজন
কালিয়াগঞ্জে যুব সমাজকে মোবাইলের আসক্তি থেকে বের করে মাঠমুখী করতে ভোরের আলো ফুটবল প্রেমীদের উদ্যোগে নক আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে উত্তরবঙ্গের আটটি দল অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানে পৌরপ্রধান রাম নিবাস সাহা, কাউন্সিলার রথীন্দ্র নাথ গুহ, ব্যবসায়ী সমিতির সভাপতি প্রকাশ কুন্ডু, শান্তুনু দেবগুপ্ত ও প্রাক্তন খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। স্কুল মাঠে প্রচুর মানুষের সমাগম হয়।
রাস্তায় এক অজ্ঞাত পরিচিত ব্যাক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য
বিজুখোর এলাকায় এক শিক্ষকের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি, ডাকাতিতে বাঁধা দিতে গেলে বোমাবাজি
গভীর রাতে ইসলামপুর থানার বিজুখোর এলাকায় এক শিক্ষকের বাড়িতে ডাকাতি হয়। ১০ থেকে ১২ জনের ডাকাত দল বাড়ির জানালা দিয়ে ঢুকে লুটপাট শুরু করে। বাড়ির লোকজন বাধা দিতে গেলে ডাকাতরা বোমাবাজি করে পালিয়ে যায়, যার ফলে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি তাজা বোমা উদ্ধার করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। ডাকাত দল সোনার গহনা ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। গ্রামবাসীরা দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হন।
কালিয়াগঞ্জ প্রেসক্লাবের দশম দ্বি-বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত
বৃক্ষ রোপণের মধ্য দিয়ে কালিয়াগঞ্জ প্রেসক্লাবের দশম দ্বি-বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হল শুক্রবার হাসপাতাল পাড়ায় অবস্থিত প্রেসক্লাবের নিজস্ব সভাগৃহে। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি অমিত সরকার, সাধারণ সম্পাদক অলিপ মিত্র, ইসলামপুর মহকুমা প্রেসক্লাবের মেহেদী হেদায়েতুল্লা ও শান্তনু মন্ডল। কালিয়াগঞ্জ প্রেসক্লাবের সম্মেলনের প্রকাশ্য অধিবেশনের পর সর্ব সম্মতিক্রমে ২০২৫-২৬ সালের জন্য সভাপতি পদে অনুপ জয়সোয়াল এবং সম্পাদক পদে অর্ণিবান চক্রবর্তীকে,কোষাধক্ষ্য ভাস্কর রায় মনোনীত করা হয়।
বিদ্যালয়ের পড়ুয়াদের সচেতন করে তুলতে সচেতনা শিবির
বাল্যবিবাহ, শিশু শ্রম, শিশু পাচার,সাইবার ক্রাইম সহ একাধিকা বিষয়ের উপরে বিদ্যালয়ের পড়ুয়াদের সচেতন করে তুলতে সচেতনা শিবির অনুষ্ঠিত হল বুধবার কালিয়াগঞ্জ ব্লকের তিনটি উচ্চ বিদ্যালয়ে। উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের নির্দেশে এবং জেলা শিশু সুরক্ষা ইউনিটের সহযোগিতায় এদিন কালিয়াগঞ্জ ব্লকের ফতেপুর সি ডি হাইস্কুল,পুরিয়া মহেশপুর হাইস্কুল ও লক্ষ্মীপুর মহিমচন্দ্র উচ্চ বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের নিয়ে একটি সচেতনা শিবিরের আয়োজন করা হল। কোন সমস্যার পড়লে পড়ে ১০৯৮ হেলফ লাইন রয়েছে সেখানে ফোন করে জানানো।
এক বছরের ৩৬৪ পুরস্কার সহ একাধিক রেকোর্ডে নাম তুলে ফেলেছে
কালিয়াগঞ্জের অমৃতা মোদক এক বছরের মধ্যে ৩৬৪ পুরস্কার ও বেশ কিছু বিরল রেকর্ড অর্জন করে তার অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছেন। তৃতীয় শ্রেণীর ছাত্রী অমৃতা আবৃতি নাচ গান এবং ক্যারাটে তে জেলা রাজ্য, জাতীয় স্তর এমনকি বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে অসাধারণ কৃতিত্বের অধিকারী হয়েছে সে। এক বছরের মধ্যে ৩৬৪ টি পুরস্কার জিতে আমেরিকা বুক অফ রেকর্ড, ওয়েস্ট বেঙ্গল বুক অফ রেকর্ড এবং সর্বশেষ তেলঙ্গানা বুক অফ রেকর্ড সহ বিভিন্ন বিশ্ব রেকর্ডে তার নাম নথিভূক্ত হয়ে নয়া নজির সৃষ্টি করেছে সে।
কালিয়াগঞ্জ কলেজে প্রতিনিধি মূলক ডেপুটেশন দিলো বিজেপির
কালিয়াগঞ্জ কলেজে অস্থায়ী কর্মী পদের নিয়োগ বাতিলের দাবিতে বুধবার কালিয়াগঞ্জ কলেজে প্রতিনিধি মূলক ডেপুটেশন দিলো বিজেপির শহর মন্ডল কমেটি।বুধবার বিজেপির শহর মণ্ডল সভাপতি তথা বিজেপি কাউন্সিলার গৌরাঙ্গ দাসের নেতৃত্বে প্রতিনিধি দল কলেজে গেলে কলেজের গেটে বাধার মূখে পড়ে কিছু পড়ুদের কাছে কলেজে বহিরাগতদের প্রবেশ বন্ধের দাবিতে পড়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড: বিপুল দাসকে ডেপুটেশন তুলে দেয় তারা।গৌরাঙ্গ দাস অভিযোগ করে বলেন কলেজে বেশকিছু অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছে অবৈধ ভাবে।
মোষ পাঁচারের সময় গোপন সুত্রে খবর পেয়ে দুটি কনটেইনারে ৫১ টি মোষ উদ্ধার
চাকুলিয়া থানার কানকি ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দুটি কনটেইনার থেকে ৫১টি মোষ উদ্ধার করেছে। মোষ পাচারের অভিযোগে ৮ পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে এবং দুটি কনটেইনার বাজেয়াপ্ত করা হয়েছে। মঙ্গলবার ডালখোলার দিক থেকে শিলিগুড়ির দিকে আসছিল কনটেইনার দুটি। কানকি ৩১ নম্বর জাতীয় সড়কে তল্লাশি চালিয়ে মোষগুলো উদ্ধার করা হয়। বুধবার অভিযুক্তদের ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে চারজনকে ৫ দিনের পুলিশি হেফাজত এবং বাকি চারজনকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
পুরগ্রামের গৌর গোবিন্দ সেবাশ্রমে তিন দিন ব্যাপী বিভিন্ন ধরণের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন
প্রতি বছরের ন্যায় এবছরও আনন্দ গোস্বামী মহারাজের তিরোধান দিবস উপলক্ষ্যে কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুরের পুরগ্রামের গৌর গোবিন্দ সেবাশ্রমে তিন দিন ব্যাপী বিভিন্ন ধরণের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হয়।মঙ্গলবার ছিল শেষদিন আর শেষ দিনের অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলিত করে অনুষ্ঠানের সূচনা করেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, এছাড়াও উপস্থিত ছিলেন কুনোর ভারত সেবাশ্রমের স্বামীজি জ্যোতিময়ানন্দ মহারাজ,শ্রমের কর্নধার বড় মা,আশ্রমের অন্যতম সদস্য অশীম রঞ্জন পাট্টাদার সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
বাজে ধবাইল এলাকায় জলাধারের কাজের শিলান্যাস
গ্রামীন এলাকার মানুষদের সুবিদার্থে রাজ্যের মূখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প জল স্বপ্ন প্রকল্পের আওতায় কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর অঞ্চলের বাজে ধবাইল এলাকায় জলাধারের কাজের শিলান্যাস করা হল অরাম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার।এদিন শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার,জেলা পরিষের দুই কর্মাধক্ষ্য নিতাই বৈশ্য ও লতা সরকার,গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাম মোস্তাক সহ অন্যান্য। আনুমানিক ৪৫ লক্ষ্য টাকা ব্যায়ে এই জলাধারটি নির্মাণ করা হবে।
বাসুলি মাঠে বিজেপি সাংগঠনিক সভার আয়োজন উপস্থিত সাংসদ
কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েত উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন
সামনেই উৎসবের মরশুম,আর উৎসবের মরশুমে জেলা ব্লাড ব্যাঙ্কে রক্তের অভাব দেখা যায়।মমূর্ষ রোগীদের প্রান বাচাতে ডোনার আনতে হয় রোগীর আত্মীয়দের।জেলা ব্লাড ব্যাঙ্কে রক্তের অভাব মেটাতে মঙ্গলবার কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েত উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন পঞ্চায়েত সমিতির সভাগৃহ রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান ববিতা সরকার,এলাকার বিশিষ্ট শিক্ষক উত্তম সরকার, সহ গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু সদস্যরা।এদিন ৪০ জনের মতো
ঐতিহ্যবাহী নাথমন্দির প্রাঙ্গণে শ্রীচৈতন্য মহাপ্রভু সেবা সমিতির উদ্যোগ ১৮ তম বর্ষ শিক্ষক দিবস উদযাপন
শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক দিবস উদযাপন করা হলো এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্য দিয়ে। সোমবার বিকালে ঐতিহ্যবাহী নাথমন্দির প্রাঙ্গণে শ্রীচৈতন্য মহাপ্রভু সেবা সমিতির উদ্যোগ ১৮ তম বর্ষ শিক্ষক দিবস উদযাপন করা হয়। এদিনে ভারতরত্ন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের ছবিতে পুষ্মাঘ্য অর্ঘ করে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করে।
ঠাকুর পঞ্চানন বর্মার আবক্ষ্য মূর্তিতে মাল্যদান করেন রায়গঞ্জের সাংসদ
রেলের সমন্নয় কমিটির সদস্যদের সাথে বৈঠক
কালিয়াগঞ্জ রেল স্টেশন এর উন্নয়ন এর বিষয়ের পাশাপাশি রেল পরিষেবা আরো ভালো করতে রেলের সমন্নয় কমিটির সদস্যদের সাথে বৈঠক করল রেলের আধিকারিকরা। সোমবার দুপুরে কালিয়াগঞ্জ রেল স্টেশনে স্টেশন মাস্টারের কক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। কালিয়াগঞ্জ রেল স্টেশনের স্টেশন ম্যানেজার পঙ্কজ কুমার সহ রেলের আধিকারিক ও সমন্নয় কমেটির ৫ কাউন্সিলার উপস্থিত ছিলেন একদিনের বৈঠকে। রেলের সমন্নয় কমিটির পক্ষথেকে গৌরাঙ্গ দাস বলেন, রেল স্টেশনের অমৃত ভারত প্রকল্পের আওতান উন্নয়ন মূলক কাজ হচ্ছে।
জাতীয় পর্যায়ে ক্যারাটে চ্যাম্পিয়ন শিপে অংশ নিতে কালিয়াগঞ্জের মেয়ে প্রাচী সরকার
জাতীয় পর্যায়ে ক্যারাটে চ্যাম্পিয়ন শিপে অংশ নিতে কালিয়াগঞ্জের মেয়ে প্রাচী সরকার। সে রায়গঞ্জ মার্শাল আর্ট ক্লাব এর কালিয়াগঞ্জ শাখার ছাত্রী। রায়গঞ্জ মার্শাল আর্ট ক্লাবের উদ্যোগে কালিয়াগঞ্জ পৌরসভা ভবনে বেশ কয়েকমাস ধরে ক্যারাটে প্রশিক্ষণ শিবির চলে। এবার সেই ক্যারাটে প্রশিক্ষণ শিবির থেকেই ছেলে মেয়েরা রাজ্য পর্যায়ে সফলতা লাভ করার পর তাদের মধ্যে একজন ছাত্রী যাচ্ছে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় দিল্লিতে।
বালাস গ্রামে নেশার বিরুদ্ধে মহিলাদের থানায় অভিযোগ, পরিবেশের অবনতি
গ্রামে যাতে কোন ভাবেই নেশার সামগ্রী না বিক্রি হয় সেই কারণে থানার দারস্ত হলো গ্রামের মহিলারা। কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈইল অঞ্চলের বালাস গ্রামে বিভিন্ন দোকানের আড়ালে বেআইনি ভাবে মদ, গাজা সহ বিভিন্ন ধরণের নেশার সামগ্রী বিক্রির অভিযোগ। ফলে এলাকার পরিবেশ যেমন নষ্ট হচ্ছে পাশাপাশি এলাকার যুবকেরা সহ বাড়ির স্বামীরা নেশা গ্রস্থ হয়ে পড়ছে। এতে সংসারে অশান্তি বাড়ছে। যাতে গ্রামে কোন প্রকার নেশা যাতীয় সামগ্রী না বিক্রি হয় সেই কারণে গ্রামের মহিলারা কালিয়াগঞ্জ থানার দারস্ত হলো।
গৌর গোবিন্দ সেবাশ্রম সংঘের বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষ্যে যোগ শিবিরের আয়োজন
সেই কারণে কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের অধিন পুরগ্রামে গৌর গোবিন্দ সেবাশ্রম সংঘের বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষ্যে যোগ শিবিরের আয়োজন করা হয়।এদিনের শিবিরে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলিত করে সূচনা করেন কুনোর ভারত সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী জ্যোতিরময়ানন্দ মহারাজ, এছাড়াও উপস্থিত ছিলেন উদ্যোক্তা অসীম রঞ্জন পাট্টাদার সহ বিশিষ্ট জনেরা। এই যোগ শিবিরে ১১০ জন কচিকাচারা অংশ গ্রহণ করে।পাশাপাশি গৌর গোবিন্দ সেবাশ্রম সংঘের উদ্যোগে তিনদিন ধরে চলবে বিভিন্ন ধরণের ধর্মীয় অনুষ্ঠান
পুলিস ও সিভিক ভলেন্টিয়ার দের সচেতন করতে ওয়ার্কশ
রাধিকাপির- শিলিগুড়ি ৭৫৭০৫ ইন্টারসিটি ছাড়ার মাত্রই সিগন্যালের সমস্যা
কালিয়াগঞ্জ রেলস্টেশন থেকে রাধিকাপির- শিলিগুড়ি ৭৫৭০৫ ইন্টারসিটি ছাড়ার মাত্রই সিগন্যালের সমস্যার কারনে বিবেকানন্দ রেল গেটে দাঁড়িয়ে পড়ে রাধিকাপুর শিলিগুড়ি ইন্টারসিটি প্যাসেঞ্জার ট্রেনটি । এই ঘটনার জেরে চাঞ্চল্য ছাড়ায় এলাকায়। বেশ কিছু সময় ধরে বিবেকানন্দ মোড়ের রেল গেট বন্ধ হয়ে থাকে।পড়ে ইন্টারসিটি ট্রেনকে পুনরায় ব্যাকে রেলস্টেশনে আনা হয়। স্টেশন মাস্টার জানান শিলিগুড়ি গামী ইন্টারসিটি ট্রেনটি স্টেশন থেকে ছাড়ার পড়ে সিগন্যালের বিভ্রাট হয়।
কালিয়াগঞ্জ জাগ্রত নাগরিক সমাজের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন
আর জি কর হাসপাতালে পড়ুয়া চিকিৎসকের নৃশংস হত্যা ও তথ্য প্রমাণ লোপাট জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবীতে কালিয়াগঞ্জ জাগ্রত নাগরিক সমাজের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।শনিবার সন্ধ্যায় কুনোর ভারত সেবাশ্রম সংঘে মহারাজ জ্যোতিরময়ানন্দ স্বামীজির নেতৃত্বে সুকান্ত মোড়ের হিন্দু মিলন মন্দির থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়।হাতে মশাল ও মোবাইলের ফ্লাস লাইট জ্বালিয়ে এই প্রতিবাদ মিছিল রাজ পথ পরিক্রমা করে হাসপাতাল মোড়ে গিয়ে শেষ হয়।