
ভেলাই স্কুল মাঠ একাদশের উদ্যোগে নক আউট নৈশ ফুটবল টুর্নামেন্টে
গ্রাম গঞ্জের খেলা ধূলার মান উন্নয়নের লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবছর কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েত অধিন ভেলাই স্কুল মাঠ একাদশের উদ্যোগে নক আউট নৈশ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।এই টুর্নামেন্টে ৮টি দল অংশ গ্রহণ করেছে।এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার,পুরসভার পুরপ্রধান রাম নিবাস সাহা, আই সি দেবব্রত মুখার্জি সহ বিশিষ্ট জনেরা।
বন্ধ হয়ে থাকা রাধিকাপুর_দিল্লী এক্সপ্রেস ট্রেনটি পুনরায় চালু হতে যাচ্ছে
বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা শুরুর আগেই তিন বছর ধরে বন্ধ হয়ে থাকা রাধিকাপুর_দিল্লী এক্সপ্রেস ট্রেনটি পুনরায় চালু হতে যাচ্ছে।শনিবার উত্তর দিনাজপুর জেলার ভারত_ বাংলাদেশ সীমান্তের প্রান্তিক রেল স্টেশনে এক সাংবাদিক সম্মেলনে এই কথাগুলি বলেন উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডি আর এম সুরেন্দ্র কুমার। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডি আর এম সুরেন্দ্র কুমার আরো জানান উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ_বুনিয়াদপুর রেল প্রকল্পের কাজ এতদিন ডিফরিজ হয়ে ছিল।
সরকারি অনুদানের চেক তুলে দিল পুলিশ এবং পুর প্রশাসন
হাতে গোনা আর কয়েকদিন বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গা পূজা।রাজ্য সরকারের পক্ষ থেকে দূর্গা পূজা কমেটি গুলিকে এবছর ৮৫ হাজার টাকা আর্থিক অনুদানের কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতাবেক কালিয়াগঞ্জ শহরের দুর্গোৎসব কমিটির হাতে রাজ্য সরকারি অনুদানের চেক তুলে দিল পুলিশ এবং পুর প্রশাসনের কর্তারা।বিভিন্ন দূর্গাপুজা কমিটির হাতে অনুদান বাবদ ৮৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জি এবং পুরপ্রধান রামনিবাস সাহা।
একটি লাইফ সাপোর্ট এম্বুলেন্স পরিষেবার শুভরম্ভ
আচঙ্কায় কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন উত্তর দিনাজপুরের জেলাশাসক
আচঙ্কায় কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন উত্তর দিনাজপুরের জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা। এই পরিদর্শনে সঙ্গে ছিলেন জেলা মূখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণ শর্মা, হাসপাতাল সুপার জয়দেব রায়, মহকুমাশাসক কিংশুক মাইতি, বিডিও প্রশান্ত রায়, পুরপ্রধান রামনিবাস সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার। এদিন পরিদর্শনে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে থাকা রোগী এবং পরিজনদের সঙ্গে কথা বলেন জেমন পাশাপাশি হাসপাতালের স্বাস্থ্যকর্মিদের সাথে কথা বলেন জেলাশাসক।