আচঙ্কায় কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন উত্তর দিনাজপুরের জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা। এই পরিদর্শনে সঙ্গে ছিলেন জেলা মূখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণ শর্মা, হাসপাতাল সুপার জয়দেব রায়, মহকুমাশাসক কিংশুক মাইতি, বিডিও প্রশান্ত রায়, পুরপ্রধান রামনিবাস সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার। এদিন পরিদর্শনে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে থাকা রোগী এবং পরিজনদের সঙ্গে কথা বলেন জেমন পাশাপাশি হাসপাতালের স্বাস্থ্যকর্মিদের সাথে কথা বলেন জেলাশাসক।
আচঙ্কায় কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন উত্তর দিনাজপুরের জেলাশাসক
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
লাউদোহায় সোমবার পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের মাধাইপুর কলিয়ারীর সার্বজনীন দুর্গা পূজা কমিটির মণ্ডপের উদ্বোধন করেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। পূজা কমিটির সম্পাদক কাঞ্চন ঘোষ জানান, এবছর তাদের পূজার ৪৭তম বর্ষ। মণ্ডপটি কর্নাটকের মহীশূরের ইসকনের নব বৃন্দাবন ধামের আদলে তৈরি হচ্ছে এবং আনুমানিক খরচ ১০ লক্ষ টাকা। পূজার চার দিন মণ্ডপ সংলগ্ন প্রাঙ্গণে বিভিন্ন বিচিত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।
দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূলের এসি ওবিসি আবারো দায়িত্ব পরিবর্তন হলো। গত সাড়ে তিন বছর আগে অর্থাৎ ২০২১ সালের এপ্রিল মাসে দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূলের SC, OBC মোর্চার ভাইস প্রেসিডেন্ট ছিল জিতেন সরকার এবং রিনা বর্মন। কিন্তু আজকে হঠাৎ রবিবার দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন করে আবারো দায়িত্ব দেওয়া হল রঞ্জন বর্মনকে। নতুন করে দায়িত্ব দেওয়ার পরে রঞ্জন বর্মন বুনিয়াদপুর পুরসভার কোর্ট মোরে অবস্থিত তৃণমূলের সদর কার্যালয়ে বসে কর্মীদের সঙ্গে আবারো নতুন করে আলাপ আলোচনায় বসে।
বৃষ্টিকে উপেক্ষা করে বুনিয়াদপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডে বন্ধু নামে একটি সংস্থার উদ্যোগে ৩০০ জন গরিব এবং দুস্থ ভিখারিদের বস্ত্র প্রদান করা হয়। এখানে উপস্থিত ছিল বংশীহারী উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন প্রধানশিক্ষক অনিল চন্দ্র রায়, দক্ষিণ দিনাজপুর জেলার বিদ্যুৎ দপ্তরের আধিকারিক দীপঙ্কর দাস সহ বন্ধু নামে সংস্কার বিভিন্ন সদস্য এবং সদস্যাবৃন্দ। ২০২০ সালে এই বন্ধু নামে সংস্থাটি পথচলা শুরু করে। পরবর্তী সময়ে করোনা কালে বিভিন্ন ধরনের সাহায্য করে থাকে বিভিন্ন এলাকার দুস্থদের।
পাণ্ডবেশ্বর:- পুজোর মুখে আবারো চুরির ঘটনায় আতঙ্ক ছড়ানো এলাকায়। ইসিএল এর নিরাপত্তা রক্ষীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে একটা ঘরে তালা বন্ধ করে লক্ষাধিক টাকার দামি যন্ত্রাংশ নিয়ে চম্পট দিল দুষ্কৃতি দল। ঘটনাটি ঘটেছে গত রাতে পাণ্ডবেশ্বর বিধানসভার বাঁকোলা এরিয়ার তিলাবনী কলিয়ারীতে। এমডিও প্রোজেক্টের দরুন কিছুদিন হল বন্ধ হয়েছে বাঁকোলা এরিয়ার তিলাবনী কোলিয়ারির উৎপাদন। আর সে কারণেই সংশ্লিষ্ট খনিতে কমেছে শ্রমিকদের সংখ্যা।
পাণ্ডবেশ্বের :গতকাল সন্ধ্যায় পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত কেন্দ্রার দু নম্বর এলাকার বাসিন্দা ফুল ধরা বাউড়ি পাণ্ডবেশ্বর বাজারে এসেছিল পুজোর কেনাকাটার করার জন্য । বাজারের ভিড়ের মধ্যে তার ব্যাগ হারিয়ে যায়। এবং সেই ব্যাগ কুড়িয়ে পায় পাণ্ডবেশ্বর বাজারে ডিউটিতে থাকা দুই সিভিক ভলেন্টিয়ার মহম্মদ সালমান খান ও শেখ সাবীর আলী। ব্যাগের মধ্যে ছিল আট হাজার একশো টাকা । ব্যাগ সহ ওই টাকা ফিরিয়ে দেয় ঐ মহিলার হাতে । হারিয়ে যাওয়া ব্যাগ ফিরে পেয়ে খুশি ওই মহিলা।
দুর্গাপুর গোটা পৃথিবীজুড়ে এখন ভারতীয় দাবারুদের জয়জয়কার সম্প্রতি পৃথিবীর সেরা দাবারু হিসেবে চিহ্নিত হয়েছে ভারতবর্ষের দাবা খেলোয়াড়রা সেই ধারাকে অব্যাহত রাখতে ও ও ছোট ছোট স্কুল পড়ুয়াদের মধ্যে দাবা খেলা কি আরো জনপ্রিয় করে তোলার লক্ষ্যে গতকাল দুর্গাপুর দুর্গাপুর ইস্পাত নগরীর এরিসন রোডে স্ফীত বিধান ভবনে অনুষ্ঠিত হলো এক দিবসীয় প্রভাত কুমার মজুমদার ও গীতা মজুমদার মেমোরিয়াল চেস চ্যাম্পিয়নশিপ দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় ১২০ জন দাবা খেলোয়াড় এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ।
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর বিধানসভার বন্যা কবলিত এলাকা খতিয়ে দেখতে এবং বন্যায় কবলিত মানুষদের সাহায্যার্থে এগিয়ে এলেন ভারত সরকারের উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী, রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার । বিকাল থেকে রাত্রি অবধি তিনি বন্যার ফলে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেনl ক্ষতিগ্রস্তদের হাতে সাহায্য তুলে দেনl
পাণ্ডবেশ্বরে পুজোর আগে আবারও চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। ইসিএলের নিরাপত্তা রক্ষীদের অস্ত্র দেখিয়ে, বাঁকোলা এরিয়ার তিলাবনী কলিয়ারীতে একটি ঘর তালাবদ্ধ করে লক্ষাধিক টাকার দামি যন্ত্রাংশ চুরি করে পালিয়ে গেছে দুষ্কৃতী দল। বাঁকোলা এরিয়ার সিকিউরিটি ইনচার্জ সরোজ ব্যানার্জি জানান, নিরাপত্তারক্ষীরা ঝুঁকি নিয়ে কাজ করলেও, ইসিএলের ম্যানেজমেন্ট তাদের নিরাপত্তার বিষয়ে কোনও মনোযোগ দিচ্ছে না। দুষ্কৃতীরা মুখে কাপড় বেঁধে এসেছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত করছে।
মেদিনীপুর শহরের একটি গ্রামে দুই নাবালিকা ছাত্রী ও এক মহিলাকে ধর্ষণ ও খুনের ঘটনায় বিচারের দাবিতে মেদিনীপুর শহরে বিক্ষোভ করেছে বাম ছাত্র, যুব ও মহিলা সংগঠনগুলি। রবিবার বিকেলে গোটা মেদিনীপুর শহরে এই প্রতিবাদ মিছিল বের করা হয়। মার্চ মাস থেকে পুলিশের নিষ্ক্রিয়তা ও নৈরাজ্যের অভিযোগও ওঠে।