কালিয়াগঞ্জ কলেজে অস্থায়ী কর্মী পদের নিয়োগ বাতিলের দাবিতে বুধবার কালিয়াগঞ্জ কলেজে প্রতিনিধি মূলক ডেপুটেশন দিলো বিজেপির শহর মন্ডল কমেটি।বুধবার বিজেপির শহর মণ্ডল সভাপতি তথা বিজেপি কাউন্সিলার গৌরাঙ্গ দাসের নেতৃত্বে প্রতিনিধি দল কলেজে গেলে কলেজের গেটে বাধার মূখে পড়ে কিছু পড়ুদের কাছে কলেজে বহিরাগতদের প্রবেশ বন্ধের দাবিতে পড়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড: বিপুল দাসকে ডেপুটেশন তুলে দেয় তারা।গৌরাঙ্গ দাস অভিযোগ করে বলেন কলেজে বেশকিছু অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছে অবৈধ ভাবে।

কালিয়াগঞ্জ কলেজে প্রতিনিধি মূলক ডেপুটেশন দিলো বিজেপির
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
পাকিস্তানে বন্দি ভারতীয় জওয়ান পুর্নাম কুমার সাউ।পুর্নামের বাড়ি হুগলীর রিষড়ায়। পুর্নামের দুর্গাপুরে শ্বশুরবাড়ির।১৪ দিন আগে পাকিস্তান রেঞ্জার্স এর হাতে আটক হয় পূর্ণাম। ছাড়ার কথা চলার মধ্যেই যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। দুশ্চিন্তায় তাই পুর্নামের পরিবারের লোকজন।পুর্নামের স্ত্রীর বৌদি রানী গুপ্তা বলেন, দুই দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। পুর্নামকে কবে পাকিস্তান ছাড়বে আমরা জানি না।আমরা খুব দুশ্চিন্তায় রয়েছি। জানা গেছে পুর্নামের একটি ছোট্ট শিশু এবং স্ত্রী সন্তান সম্ভবা।
বলে 2C তে ছবি অবৈধ ভাবে বাংলাদেশে যাওয়ার সময়ে স্বরূপনগর থানার হাকিমপুর থেকে এক বাংলাদেশী দম্পতিকে গ্রেফতার করল স্বরূপনগর থানার পুলিস স্থানীয় এক দালালের সাথে সীমান্ত পার হওয়ায় চেষ্টা করলে পুলিস তাদের ধরে। পুলিস জনায় হাকিমপুর সীমান্ত এলাকায় ঘোরাফেরা করার সময়ে সন্দেহ হওয়ায় পরিচয় জানতে চাইলে প্রথমে তারা কিছু বলতে না চাইলেও জেরার তারা জানায় বাংলাদেশ থেকে অবৈধ ভাবে এপারে এসে দীর্ঘদিন আমেদাবাদে ছিল সেখান থেকে দালাল মিরাজুল গাজি কে টাকা দিয়ে তাদের বাড়ি বাংলাদেশে বাগেরহাটে ফিরছিল। মোঃ আলি আকবর ও সবেদা বিবি তারা স্বামী স্ত্রী।
বুধবার চিত্তরঞ্জন রেল শহরের বেশ কয়েকটি স্কুলে মক ড্রিল করা হয়।এদিন সিভিল ডিফেন্স এর পক্ষ থেকে স্কুল পড়ুয়াদের কাছে যুদ্ধকালীন পরিস্থিতিতে কিভাবে আত্মরক্ষা এবং কি কি করণীয় তা দেখানো হয়েছে।এর পাশাপাশি সাইরান বাজানো হয়েছে।যুদ্ধ কালীন পরিস্থিতিতে কোন সায়রেনের কি মানে তাও বোঝানো হয়েছে।
আসানসোলে হলো সিঁদুর খেলা।। অপারেশন সিঁন্দুর। এর সাফল্যের পর সাধারণ মানুষকে সিঁন্দুরের টিপ পড়িয়ে উল্লাসে মাতল আসানসোলভাসী। পহেলগাঁও হামলার বদলা নিল ভারত।পাকিস্তান ও পাক অধিগৃত কাশ্মীরে একের এর এক জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো ভারতীয় সেনা।আর এই খবরে খুশির হাওয়া আসানসোলে।বুধবার আসানসোলের রবীন্দ্রভবনের সামনে জাতীয় পতাকা হাতে এবং সিঁন্দুর খেলে উল্লাস করলেন ভারতীয় নাগরিকরা।এর পাশাপাশি পথ চলতি মানুষদের লাড্ডু বিতরণ করা হয়।
দুর্গাপুর নগর নিগমের ১৪নং ওয়ার্ডের ওল্ড কোর্ট এলাকায় একটি বহুতল আবাসন নির্মান হচ্ছে।এই আবাসন নির্মাণে প্রকাশ্যে কিভাবে বেআইনি বৃহৎ আকারের কুয়ো খোড়া শুরু হলো এই নিয়ে দুর্গাপুরে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে।স্থানীয় মানুষের অভিযোগ এই বৃহৎ আকারের কুয়ো খোঁড়ার ফলে এলাকায় তীব্র জল সংকট শুরু হয়েছে।স্থানীয় মানুষ কুয়োটি বন্ধের দাবি করে অবিলম্বে দুর্গাপুর নগর নিগমের হস্তক্ষেপ দাবি করেন। ১৪নংএর প্রাক্তন কাউন্সিলর তথা ডিএমসির প্রশাসক মন্ডলীর সদস্য রাখি তেওয়ারি বিষয়টি দেখার আশ্বাস দেন।