Back
South 24 Parganas700150blurImage

আরজিকরের ঘটনার প্রতিবাদে সোনারপুরে সিটুর প্রতিবাদ মিছিল

TATHAGATA CHAKRABORTY
Aug 14, 2024 01:43:32
Rajpur Sonarpur, West Bengal
আরজিকরের ঘটনার প্রতিবাদে সোনারপুরের সিটুর প্রতিবাদ মিছিল ও থানা ঘেরাও কর্মসুচি। বামপন্থী শ্রমিক সংগঠন সিটুর ডাকে সোনারপুরের বৈকুন্ঠপুর মোড় থেকে এই প্রতিবাদ মিছিল সোনারপুর থানা পর্যন্ত যায়। বামপন্থী কর্মী ও সমর্থকরা এই মিছিলে পা পেলান। আরজিকরের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে এই মিছিল বলে জানান আন্দোলনকারীরা।
0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com