
পুলিশের লাঠি চালানোর প্রতিবাদে বারুইপুর থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি বিজেপি কর্মী ও সমর্থকদের
মায়ের সাক্ষ্যে স্ত্রী হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
বারুইপুর ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক এক স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। ২০১৮ সালের ১৮ নভেম্বর কুলতলী থানা এলাকায় যদু মান্না তার স্ত্রী রমা মান্নাকে কাঁস্তে দিয়ে গলা কেটে হত্যা করেন। অভিযোগ, রমার পরকীয়া সম্পর্কের জেরে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার রাতে যদুর মা পুত্রবধূর আর্তনাদ শুনে ঘরে ঢুকে রক্তাক্ত দেহ দেখেন। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। মায়ের সাক্ষ্যের ভিত্তিতেই এই রায় দেওয়া হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্টের বিরুদ্ধে থানায় অভিযোগ ছাত্র নেত্রীর
তৃণমূল ছাত্র নেত্রী রাজন্যা হালদারের ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় অশালীন পোস্ট করা হয়েছে। এর প্রতিবাদে তিনি সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বারুইপুর পুলিশ জেলার অধীন সাইবার ক্রাইম থানা এই ঘটনার তদন্ত করবে। রাজন্যা বলেন, যারা আর জি কর কাণ্ডে নারী নির্যাতনের বিরুদ্ধে সুবিচার চাইছেন, তাদের অনেকেই আবার অন্য নারীর প্রতি অশালীন মন্তব্য করছেন। তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকার কারণেই তাঁর বিরুদ্ধে এই কুৎসা রটানো হচ্ছে।