Back
TATHAGATA CHAKRABORTY
South 24 Parganas700144

পুলিশের লাঠি চালানোর প্রতিবাদে বারুইপুর থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি বিজেপি কর্মী ও সমর্থকদের

TATHAGATA CHAKRABORTYTATHAGATA CHAKRABORTYAug 23, 2024 17:02:44
Baruipur, West Bengal:
স্বাস্থ্য ভবন অভিযানে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বারুইপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী এবং সমর্থকরা। আন্দোলনকারীদের বক্তব্য রাজ্যের আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তারা বলেন রানী উলঙ্গ হয়ে গিয়েছে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল আরজিকর কান্ডের সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছে বলে অভিযোগ করেন তারা। সর্বস্তরের মানুষ এর প্রতিবাদে নেমেছেন। আগামী দিনে এই আন্দোলন আরো বৃহত্তর রূপ নেবে বলে দাবি বিজেপি নেতা ও কর্মীদের।
0
Report
South 24 Parganas700144

মায়ের সাক্ষ্যে স্ত্রী হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

TATHAGATA CHAKRABORTYTATHAGATA CHAKRABORTYAug 23, 2024 17:01:11
Baruipur, West Bengal:

বারুইপুর ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক এক স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। ২০১৮ সালের ১৮ নভেম্বর কুলতলী থানা এলাকায় যদু মান্না তার স্ত্রী রমা মান্নাকে কাঁস্তে দিয়ে গলা কেটে হত্যা করেন। অভিযোগ, রমার পরকীয়া সম্পর্কের জেরে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার রাতে যদুর মা পুত্রবধূর আর্তনাদ শুনে ঘরে ঢুকে রক্তাক্ত দেহ দেখেন। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। মায়ের সাক্ষ্যের ভিত্তিতেই এই রায় দেওয়া হয়েছে।

0
Report
South 24 Parganas743318

সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্টের বিরুদ্ধে থানায় অভিযোগ ছাত্র নেত্রীর

TATHAGATA CHAKRABORTYTATHAGATA CHAKRABORTYAug 23, 2024 16:55:35
Sonarpur, West Bengal:

তৃণমূল ছাত্র নেত্রী রাজন্যা হালদারের ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় অশালীন পোস্ট করা হয়েছে। এর প্রতিবাদে তিনি সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বারুইপুর পুলিশ জেলার অধীন সাইবার ক্রাইম থানা এই ঘটনার তদন্ত করবে। রাজন্যা বলেন, যারা আর জি কর কাণ্ডে নারী নির্যাতনের বিরুদ্ধে সুবিচার চাইছেন, তাদের অনেকেই আবার অন্য নারীর প্রতি অশালীন মন্তব্য করছেন। তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকার কারণেই তাঁর বিরুদ্ধে এই কুৎসা রটানো হচ্ছে। 

0
Report
South 24 Parganas700144

আর জি করের ঘটনার প্রতিবাদে বারুইপুরের রাজপথে নামলেন ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়ারা

TATHAGATA CHAKRABORTYTATHAGATA CHAKRABORTYAug 23, 2024 16:47:56
Baruipur, West Bengal:
আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের উপর অমানশিক অত্যাচার ও তাঁকে খুনের ঘটনার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিল সংগঠিত হচ্ছে। রাজনৈতিক, অরাজনৈতিক, শিল্পী, পড়ুয়া সকলেই পথে নেমেছেন প্রতিবাদে। এবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা পথে নামলেন। শুক্রবার বিকেলে বারুইপুর পদ্মপুকুর মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন তাঁরা। আরজিকর কান্ডে দোষীদের গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবি এবং পথে ঘাটে মহিলাদের নিরাপত্তার দাবিতে এই প্রতিবাদ মিছিল সংগঠিত হয় এদিন।
0
Report
Advertisement
South 24 Parganas743338

ভাঙ্গন রুখতে কৈখালীতে লাগানো হলো তালগাছ

TATHAGATA CHAKRABORTYTATHAGATA CHAKRABORTYAug 23, 2024 16:47:26
Gopalganj, West Bengal:
দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলীর গোপালগঞ্জ অঞ্চলের কৈখালীতে ভাঙন রুখতে তাল গাছ রোপনের কর্মসূচি নেওয়া হল। কুলতলী বিধানসভার বিধায়ক গনেশ মন্ডল ও কুলতলী পঞ্চায়েত সমিতির সভাপতি ও একাধিক কর্মাধ্যক্ষ উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় কুলতলির কৈখালীতে দশ হাজার তালের বীজ রোপন করা হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত দপ্তর, বনদপ্তর ও সেচদপ্তরের একাধিক আধিকারিক।
0
Report
South 24 Parganas700144

হাসপাতালে মহিলা চিকিৎসককে হুমকি দিলেন এম্বুলেন্স চালকরা

TATHAGATA CHAKRABORTYTATHAGATA CHAKRABORTYAug 23, 2024 05:54:24
Baruipur, West Bengal:

অর্পন মন্ডল বারুইপুর মহাকুমা হাসপাতালে এম্বুলেন্স চালকদের দাদাগিরি। মহিলা চিকিৎসককে হুমকি,অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগ। ঘটনায় হাসপাতাল সুপার ও স্বাস্থ্য দপ্তরের লিখিত অভিযোগ দায়ের মহিলা চিকিৎসকের। খবর পেয়ে ঘটনাস্থলে বারুইপুর থানার পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে স্বাস্থ্য দপ্তর ও পুলিশ সূত্রে। বিষয়টি নিয়ে এর আগেও তিনি স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানিয়েছিলেন। সেই সময়ের দিন ১৫ জন্য বিষয়টির সমস্যার সমাধান হলেও ফের নতুন করে এই সমস্যা দেখা দেয়।

0
Report
South 24 Parganas700150

সোনারপুরে পাঁচ বছরের শিশুর উপর নারকীয় অত্যাচারের অভিযোগ

TATHAGATA CHAKRABORTYTATHAGATA CHAKRABORTYAug 23, 2024 05:48:19
Rajpur Sonarpur, West Bengal:
পাঁচ বছরের শিশু কন্যার উপর নারকীয় অত্যাচার। বেধড়ক মারধরের পাশাপাশি জ্বলন্ত সিগারেটের ছ্যাকা দেওয়া হয় বলে অভিযোগ। শিশুটির সারা শরীরে আঘাতের চিহ্ন। আপাতত শিশুটিকে সরকারি হোমে রাখা হয়েছে। এই ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবিতে সোনারপুর থানায় অভিভাবকরা বিক্ষোভ দেখায়। ঘটনার তদন্তে সোনারপুর থানার পুলিশ।
0
Report
South 24 Parganas743383

মৈপীটে মহিলারা আর জি কর কাণ্ডে বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল করলেন

TATHAGATA CHAKRABORTYTATHAGATA CHAKRABORTYAug 23, 2024 05:33:03
Baikuntapur, West Bengal:
কুলতলির মৈপিঠ গঙ্গার ঘাট থেকে শনিবারের বাজার পর্যন্ত ছয় কিলোমিটারের অধিক পায়ে হেঁটে প্রচন্ড রৌদ্র কে উপেক্ষা করে কুলতলী মৈপিঠ কোস্টাল থানার অধীনস্থ আইসিডিএস আশা এসএইচ জি গ্রুপ এর মহিলারা, ভিআরপি, গ্রামীন গৃহবধূরা জাস্টিস ফর আরজিকর বিষয় নিয়ে পদযাত্রা করলেন।
0
Report
Hooghly712121

চম্পাহাটি এলাকায় যানজট রুখতে কড়া পদক্ষেপ প্রশাসনের

TATHAGATA CHAKRABORTYTATHAGATA CHAKRABORTYAug 23, 2024 05:30:29
Champahati, West Bengal:

বারুইপুরের চম্পাহাটিতে ফুটপাত থেকে দখলদার সরাতে প্রশাসন আবারও সাতদিনের সময়সীমা বেঁধে দিয়েছে। পূর্বে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পরও কার্যকরী ব্যবস্থা না নেওয়ায় প্রশাসনিক বৈঠকে নতুন সময়সীমা ঘোষণা করা হয়। স্থানীয় চম্পাহাটি পঞ্চায়েত মাইকিং করেও অটো ও টোটো নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। এবারের বৈঠকে উপস্থিত ছিলেন বারুইপুর মহকুমাশাসক, বারুইপুর ও জয়নগর ১ নম্বর ব্লকের বিডিও, বিধায়ক বিভাস সরদার এবং বারুইপুর পুলিশ জেলার ট্রাফিক ও থানার পুলিশ কর্তারা। 

0
Report
South 24 Parganas743376

ক্যানিং-জয়নগরের সেতুর বেহাল দশা: বাসিন্দারা ঝুঁকির মধ্যে

TATHAGATA CHAKRABORTYTATHAGATA CHAKRABORTYAug 21, 2024 09:53:48
Matla, West Bengal:

ক্যানিং ও জয়নগরের মধ্যে যোগাযোগের অন্যতম সেতুর বেহাল দশা চলছে। এক বছরেরও বেশি সময় ধরে এই কাঠের সেতুর অবস্থা খারাপ, যার ফলে এলাকার বাসিন্দারা প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। জয়নগরের তিলপি গ্রামের বধূকুলের খেয়া মাতলার নদীর শাখা পিয়ালী নদীর উপর তৈরি এই সেতু বর্তমানে ভেঙে পড়েছে। সেতুর একদিকে ধোষা চন্দনেশ্বর গ্রাম এবং অপর দিকে ক্যানিং গোপালাপুর গ্রামের হাজার হাজার মানুষ এই সেতু দিয়ে যাতায়াত করেন। কাঠের সেতুর পাঠাতন ভেঙে যাওয়ায় গ্রামবাসীরা ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।

0
Report
South 24 Parganas743338

কুলতলি ব্লক হাসপাতালে মহিলা ওয়ার্ডে পুরুষদের দাপাদাপি

TATHAGATA CHAKRABORTYTATHAGATA CHAKRABORTYAug 21, 2024 09:45:02
Dakshin Garankati, West Bengal:

কুলতলি ব্লক হাসপাতালের মহিলা ওয়ার্ডে পুরুষদের অস্বাভাবিক প্রবেশ ও দাপাদাপির ঘটনা ঘটছে। পুরুষরা ওয়ার্ডে ঢুকে শুয়ে পড়ছেন, বসছেন এবং আড্ডা মারছেন। প্রতিবাদ সত্ত্বেও কোনও ফল মিলছে না। হাসপাতালের নিরাপত্তার অভাব, সিসিটিভি ক্যামেরার অভাব এবং সিভিক পুলিশ সদস্যদের অনুপস্থিতি এই পরিস্থিতি সৃষ্টি করেছে। রুগীদের সাথেও অনধিকার প্রবেশ করছে অনেকেই, ফলে আতঙ্কিত রয়েছেন চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা।

0
Report
South 24 Parganas743329

আরজিকর কান্ডের প্রতিবাদে কুলতলিতে আন্দোলনের শিক্ষক ও শিক্ষাকর্মীরা

TATHAGATA CHAKRABORTYTATHAGATA CHAKRABORTYAug 21, 2024 03:46:03
Uttar Mokamberia, West Bengal:
কুলতলী সার্কেল প্রাথমিক শিক্ষক ও শিক্ষা কর্মী দের মৌন মিছিল দক্ষিণ ২৪ পরগনার কুলতলী জামতলার ব্যস্ততম বাজার থেকে জয়নগর কুলতলী গ্রামীণ হাসপাতাল পর্যন্ত মৌন মিছিল ।যেখানে কয়েক শত প্রাথমিক শিক্ষক ও শিক্ষা কর্মীদেরকে যোগদান করতে দেখা গেল।
0
Report
South 24 Parganas700144

বারুইপুরে আরজিকর কান্ডের প্রতিবাদে আইনজীবীদের মিছিল

TATHAGATA CHAKRABORTYTATHAGATA CHAKRABORTYAug 21, 2024 03:45:05
Baruipur, West Bengal:

বারুইপুরের আইনজীবীরা আরজিকর কান্ডে ন্যায্য বিচারের ও মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মিছিল করেছেন। মিছিলকারীরা আদালতের পরিকাঠামোর উন্নয়নের দাবিও জানিয়েছেন, যাতে দ্রুত বিচার সম্ভব হয়। তারা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে আদালত ও হাসপিতালের চত্বর থেকে মিছিল করেন।

0
Report
South 24 Parganas700144

বারুইপুরে জলাভূমির উপর বেআইনী নির্মাণের অভিযোগ

TATHAGATA CHAKRABORTYTATHAGATA CHAKRABORTYAug 21, 2024 03:42:41
Baruipur, West Bengal:

বারুইপুরের চরণ এলাকায় জলাভূমির উপর বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই মাটি নরম এলাকায় বহুতল নির্মাণ করায় ভবন ভেঙ্গে পড়ার ঝুঁকি রয়েছে। এদিকে, প্রশাসন কোনও ভূমিকা না নেওয়ায় স্থানীয়রা চিন্তায় পড়েছেন। যদিও পঞ্চায়েতে আবেদন জমা হয়েছে, কিন্তু এখনও অনুমতি দেওয়া হয়নি।

0
Report
South 24 Parganas700144

বারুইপুরে বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ

TATHAGATA CHAKRABORTYTATHAGATA CHAKRABORTYAug 21, 2024 03:40:39
Baruipur, West Bengal:

বারুইপুরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠেছে। অন্তঃসত্ত্বা অবস্থায় ভর্তি হওয়া একজন রোগীর সঙ্গে ঘটনা ঘটেছে। রোগীর পরিবার বেসরকারি হাসপাতাল ও চিকিৎসকের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

0
Report
South 24 Parganas743502

স্মার্ট ভ্যালুর বিরুদ্ধে বেকার যুবকদের টাকা আত্মসাতের অভিযোগ

TATHAGATA CHAKRABORTYTATHAGATA CHAKRABORTYAug 20, 2024 04:36:01
Bhangar, West Bengal:

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে স্মার্ট ভ্যালুর বিরুদ্ধে কম্পিউটার প্রশিক্ষণের নাম করে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১৮০০০ থেকে ২৫০০০ টাকা নিয়েছে প্রতিষ্ঠানটি। টাকা দিয়েও প্রশিক্ষণ বা চাকরি না পাওয়ায় প্রতারিত যুবক-যুবতীরা ভাঙড় থানার সামনে বিক্ষোভ দেখিয়েছে।

0
Report
South 24 Parganas700144

আর জি করের ঘটনায় শাস্তির দাবিতে বারুইপুরে মহিলাদের মোমবাতি মিছিল

TATHAGATA CHAKRABORTYTATHAGATA CHAKRABORTYAug 19, 2024 17:09:06
Baruipur, West Bengal:
আরজিকরের ঘটনায় আবারো রাতে রাস্তায় নামল মহিলারা। মোমবাতি হাতে নিয়ে বারুইপুর রাসমঠ থেকে রেলগেট পর্যন্ত আরজিকরে ধর্ষণ খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় স্কুল ছাত্রী থেকে, ৫০ উর্ধ্বে মহিলারা। একটাই দাবি জাস্টিস ফর আরজিকর। অপরাধী শাস্তি চাই।
0
Report
South 24 Parganas700144

আরজিকর কান্ডে বারুইপুরে প্রতিবাদ মিছিল

TATHAGATA CHAKRABORTYTATHAGATA CHAKRABORTYAug 19, 2024 16:19:22
Baruipur, West Bengal:

আরজিকর কাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে বারুইপুর বার অ্যাসোসিয়েশন এবং ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের যৌথ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে আইনজীবী ও কর্মীরা বারুইপুর আদালত থেকে এসপি অফিস হয়ে হাসপাতাল পর্যন্ত মিছিল করেন।

0
Report
Howrah711410

নরেন্দ্রপুর থানায় পালিত হল রাখি বন্ধন উৎসব

TATHAGATA CHAKRABORTYTATHAGATA CHAKRABORTYAug 19, 2024 11:10:57
Narendrapur, West Bengal:
নরেন্দ্রপুর থানার পুলিশ কর্মীরা রাখি বন্ধন উৎসব পালন করলেন। থানার মধ্যেই পুলিশ কর্মীদের উদ্যোগে সেদিন রাখি বন্ধন উৎসব পালিত হয়। থানার পুলিশ কর্মীরা একে অপরের হাতে রাখি পরিয়ে দেন। থানার মধ্যেই রাখি বন্ধন উৎসব পালন হওয়ায় খুশি নরেন্দ্রপুর থানার পুলিশ কর্মীরা।
0
Report
South 24 Parganas700150

সোনারপুর থানার পুলিশ কর্মীদের উদ্যোগে পালিত হলো রাখি বন্ধন উৎসব

TATHAGATA CHAKRABORTYTATHAGATA CHAKRABORTYAug 19, 2024 10:39:30
Rajpur Sonarpur, West Bengal:
সাধারণ মানুষের সাথে রাখিবন্ধন উৎসব পালন করলেন সোনারপুর থানার পুলিশকর্মীরা। ব্যবসায়ী থেকে আরম্ভ করে পথ চলতি মানুষ সবার হাতেই রাখি পরিয়ে দিয়ে রাখি বন্ধন উৎসব পালন করা হয় সোনারপুর থানার পুলিশের পক্ষ থেকে। তাদের মিষ্টিমুখও করানো হয়। উপস্থিত ছিলেন সোনারপুর থানার আধিকারিক আশিস দাস সহ অন্যান্য পুলিশকর্মীরা।
0
Report
South 24 Parganas700150

পুলিশের সাথে রাখি বন্ধন উৎসব পালন করলেন বিধায়ক লাভলী মৈত্র

TATHAGATA CHAKRABORTYTATHAGATA CHAKRABORTYAug 19, 2024 10:38:16
Rajpur Sonarpur, West Bengal:

সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক লাভলী মৈত্র সোনারপুর থানার পুলিশ কর্মীদের সাথে রাখি বন্ধন উৎসব পালন করেন। থানার আইসি ও অন্যান্য পুলিশ কর্মীদের রাখি পরিয়ে মিষ্টিমুখ করান তিনি। লাভলী মৈত্র জানান, পুলিশের জন্যই সবাই নিরাপদে থাকে, তাই প্রতি বছর তিনি পুলিশ কর্মীদের সাথে রাখি বন্ধন উৎসব পালন করেন। সোনারপুর মোড় ও বৈকন্ঠপুরসহ বিভিন্ন এলাকায়ও তিনি রাখি উৎসব পালন করেন।

0
Report
South 24 Parganas700144

আর জি করের ঘটনায় কাটোয়ায় তৃণমূলের প্রতিবাদ সভা

TATHAGATA CHAKRABORTYTATHAGATA CHAKRABORTYAug 18, 2024 23:28:15
Baruipur, West Bengal:
সেচ্ছাসেবী সংস্থা নতুন ভোরের পক্ষ থেকে বারুইপুরে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় ৷ এই শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার অ্যালভিটো সহ আরও অনেকেই ৷ বারুইপুর থানার আইসি সহ সহ অনেকেই এই রক্তদান শিবিরে আসেন ও রক্তদাতাদের উৎসাহিত করেন ৷ একশো জনেরও বেশী এদিন রক্ত দেন বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে ৷ এইবছর তৄতীয় বর্ষে পড়ল এই রক্তদান শিবির ৷ আগামীকাল তারা রাখীবন্ধন উৎসবও পালন করবেন বলে জানান ৷
0
Report
South 24 Parganas700144

আরজিকর কান্ডের প্রতিবাদে বারুইপুরে ফের পথে নামলেন মহিলারা

TATHAGATA CHAKRABORTYTATHAGATA CHAKRABORTYAug 18, 2024 23:25:42
Baruipur, West Bengal:
স্বেচ্ছাসেবী সংস্থা বারুইপুর স্নেহের পক্ষ থেকে বারুইপুরে একটি প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয় ৷ এই মিছিলে বিভিন্ন বয়সের মহিলারা যোগদান করেন ৷ মহিলাদের নিরাপত্তার দাবিতে ও আরজিকর কাণ্ডে সুবিচারের দাবিতে এই মিছিলের ডাক দেওয়া হয় ৷ দুর্যোগের মধ্যেও এই মিছিলে বিভিন্ন পেশার সাথে যুক্ত বহু মহিলা যোগদান করেন ৷ মিছিলকে কেন্দ্র করে সাময়িক যানজটও তৈরি হয় ৷
0
Report
South 24 Parganas743337

আরজিকর কান্ডে জয়নগরে মাঠে নামলেন ক্রীড়াপ্রেমীরা

TATHAGATA CHAKRABORTYTATHAGATA CHAKRABORTYAug 18, 2024 23:25:08
Jaynagar Mazilpur, West Bengal:
আরজিকর কান্ডের প্রতিবাদে জয়নগরে মাঠে নামলেন ক্রীড়া প্রেমীরা ৷ খেলোয়াড় থেকে আরম্ভ করে ক্রীড়াপ্রেমী মানুষ জন জয়নগরের খেলার মাঠ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেন ৷ এই প্রতিবাদ মিছিল জয়নগর মজিলপুর রেলষ্টেশন পর্যন্ত যায় ৷ আরজিকর কাণ্ডে নির্ভয়ার বিচারের দাবিতেই এই প্রতিবাদ মিছিলের আয়োজন বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে ৷
0
Report
South 24 Parganas700144

বারুইপুর থানার সামনে অবস্থান বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের

TATHAGATA CHAKRABORTYTATHAGATA CHAKRABORTYAug 18, 2024 23:24:31
Baruipur, West Bengal:
বারুইপুর পশ্চিম বিধানসভা তৄণমুল কংগ্রেসের পক্ষ থেকে আরজিকর কাণ্ডে অভিযুক্তের ফাঁসির দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচী ও গণ অবস্থান করা হয় ৷ বারুইপুর থানার পাশে মঞ্চ বেঁধে এই কর্মসূচী পালন করা হয় ৷ ব্লক সভাপতি গৌতম দাস এই ঘটনায় বিজেপি ও সিপিএমকে একহাত নেন ৷ তার অভিযোগ আরজিকরে পরিকল্পনা করে ভাঙচুর চালানো হয়েছে ৷ এরফলে প্রায় একশো কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি ৷
0
Report
South 24 Parganas743337

মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে জয়নগরে মুখ্যমন্ত্রীর প্রতিবাদ মিছিল

TATHAGATA CHAKRABORTYTATHAGATA CHAKRABORTYAug 18, 2024 23:23:58
Jaynagar Mazilpur, West Bengal:
আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে জয়নগরে মিছিল বের করল বিজেপির ৷ বিজেপির পক্ষ থেকে জয়নগর থানা মোড় থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয় ৷ এই মিছিলে যোগদান করেন বিজেপির কর্মী ও সমর্থকরা ৷ আরজিকরের ঘটনার কড়া নিন্দা করে বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয় ৷ তাদের এই দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন বিজেপি কর্মী ও সমর্থকরা ৷
0
Report