পুলিশের লাঠি চালানোর প্রতিবাদে বারুইপুর থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি বিজেপি কর্মী ও সমর্থকদের
মায়ের সাক্ষ্যে স্ত্রী হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
বারুইপুর ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক এক স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। ২০১৮ সালের ১৮ নভেম্বর কুলতলী থানা এলাকায় যদু মান্না তার স্ত্রী রমা মান্নাকে কাঁস্তে দিয়ে গলা কেটে হত্যা করেন। অভিযোগ, রমার পরকীয়া সম্পর্কের জেরে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার রাতে যদুর মা পুত্রবধূর আর্তনাদ শুনে ঘরে ঢুকে রক্তাক্ত দেহ দেখেন। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। মায়ের সাক্ষ্যের ভিত্তিতেই এই রায় দেওয়া হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্টের বিরুদ্ধে থানায় অভিযোগ ছাত্র নেত্রীর
তৃণমূল ছাত্র নেত্রী রাজন্যা হালদারের ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় অশালীন পোস্ট করা হয়েছে। এর প্রতিবাদে তিনি সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বারুইপুর পুলিশ জেলার অধীন সাইবার ক্রাইম থানা এই ঘটনার তদন্ত করবে। রাজন্যা বলেন, যারা আর জি কর কাণ্ডে নারী নির্যাতনের বিরুদ্ধে সুবিচার চাইছেন, তাদের অনেকেই আবার অন্য নারীর প্রতি অশালীন মন্তব্য করছেন। তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকার কারণেই তাঁর বিরুদ্ধে এই কুৎসা রটানো হচ্ছে।
আর জি করের ঘটনার প্রতিবাদে বারুইপুরের রাজপথে নামলেন ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়ারা
ভাঙ্গন রুখতে কৈখালীতে লাগানো হলো তালগাছ
হাসপাতালে মহিলা চিকিৎসককে হুমকি দিলেন এম্বুলেন্স চালকরা
অর্পন মন্ডল বারুইপুর মহাকুমা হাসপাতালে এম্বুলেন্স চালকদের দাদাগিরি। মহিলা চিকিৎসককে হুমকি,অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগ। ঘটনায় হাসপাতাল সুপার ও স্বাস্থ্য দপ্তরের লিখিত অভিযোগ দায়ের মহিলা চিকিৎসকের। খবর পেয়ে ঘটনাস্থলে বারুইপুর থানার পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে স্বাস্থ্য দপ্তর ও পুলিশ সূত্রে। বিষয়টি নিয়ে এর আগেও তিনি স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানিয়েছিলেন। সেই সময়ের দিন ১৫ জন্য বিষয়টির সমস্যার সমাধান হলেও ফের নতুন করে এই সমস্যা দেখা দেয়।
সোনারপুরে পাঁচ বছরের শিশুর উপর নারকীয় অত্যাচারের অভিযোগ
মৈপীটে মহিলারা আর জি কর কাণ্ডে বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল করলেন
চম্পাহাটি এলাকায় যানজট রুখতে কড়া পদক্ষেপ প্রশাসনের
বারুইপুরের চম্পাহাটিতে ফুটপাত থেকে দখলদার সরাতে প্রশাসন আবারও সাতদিনের সময়সীমা বেঁধে দিয়েছে। পূর্বে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পরও কার্যকরী ব্যবস্থা না নেওয়ায় প্রশাসনিক বৈঠকে নতুন সময়সীমা ঘোষণা করা হয়। স্থানীয় চম্পাহাটি পঞ্চায়েত মাইকিং করেও অটো ও টোটো নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। এবারের বৈঠকে উপস্থিত ছিলেন বারুইপুর মহকুমাশাসক, বারুইপুর ও জয়নগর ১ নম্বর ব্লকের বিডিও, বিধায়ক বিভাস সরদার এবং বারুইপুর পুলিশ জেলার ট্রাফিক ও থানার পুলিশ কর্তারা।
ক্যানিং-জয়নগরের সেতুর বেহাল দশা: বাসিন্দারা ঝুঁকির মধ্যে
ক্যানিং ও জয়নগরের মধ্যে যোগাযোগের অন্যতম সেতুর বেহাল দশা চলছে। এক বছরেরও বেশি সময় ধরে এই কাঠের সেতুর অবস্থা খারাপ, যার ফলে এলাকার বাসিন্দারা প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। জয়নগরের তিলপি গ্রামের বধূকুলের খেয়া মাতলার নদীর শাখা পিয়ালী নদীর উপর তৈরি এই সেতু বর্তমানে ভেঙে পড়েছে। সেতুর একদিকে ধোষা চন্দনেশ্বর গ্রাম এবং অপর দিকে ক্যানিং গোপালাপুর গ্রামের হাজার হাজার মানুষ এই সেতু দিয়ে যাতায়াত করেন। কাঠের সেতুর পাঠাতন ভেঙে যাওয়ায় গ্রামবাসীরা ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।
কুলতলি ব্লক হাসপাতালে মহিলা ওয়ার্ডে পুরুষদের দাপাদাপি
কুলতলি ব্লক হাসপাতালের মহিলা ওয়ার্ডে পুরুষদের অস্বাভাবিক প্রবেশ ও দাপাদাপির ঘটনা ঘটছে। পুরুষরা ওয়ার্ডে ঢুকে শুয়ে পড়ছেন, বসছেন এবং আড্ডা মারছেন। প্রতিবাদ সত্ত্বেও কোনও ফল মিলছে না। হাসপাতালের নিরাপত্তার অভাব, সিসিটিভি ক্যামেরার অভাব এবং সিভিক পুলিশ সদস্যদের অনুপস্থিতি এই পরিস্থিতি সৃষ্টি করেছে। রুগীদের সাথেও অনধিকার প্রবেশ করছে অনেকেই, ফলে আতঙ্কিত রয়েছেন চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা।
আরজিকর কান্ডের প্রতিবাদে কুলতলিতে আন্দোলনের শিক্ষক ও শিক্ষাকর্মীরা
বারুইপুরে আরজিকর কান্ডের প্রতিবাদে আইনজীবীদের মিছিল
বারুইপুরের আইনজীবীরা আরজিকর কান্ডে ন্যায্য বিচারের ও মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মিছিল করেছেন। মিছিলকারীরা আদালতের পরিকাঠামোর উন্নয়নের দাবিও জানিয়েছেন, যাতে দ্রুত বিচার সম্ভব হয়। তারা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে আদালত ও হাসপিতালের চত্বর থেকে মিছিল করেন।
বারুইপুরে জলাভূমির উপর বেআইনী নির্মাণের অভিযোগ
বারুইপুরের চরণ এলাকায় জলাভূমির উপর বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই মাটি নরম এলাকায় বহুতল নির্মাণ করায় ভবন ভেঙ্গে পড়ার ঝুঁকি রয়েছে। এদিকে, প্রশাসন কোনও ভূমিকা না নেওয়ায় স্থানীয়রা চিন্তায় পড়েছেন। যদিও পঞ্চায়েতে আবেদন জমা হয়েছে, কিন্তু এখনও অনুমতি দেওয়া হয়নি।
বারুইপুরে বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ
বারুইপুরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠেছে। অন্তঃসত্ত্বা অবস্থায় ভর্তি হওয়া একজন রোগীর সঙ্গে ঘটনা ঘটেছে। রোগীর পরিবার বেসরকারি হাসপাতাল ও চিকিৎসকের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
স্মার্ট ভ্যালুর বিরুদ্ধে বেকার যুবকদের টাকা আত্মসাতের অভিযোগ
দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে স্মার্ট ভ্যালুর বিরুদ্ধে কম্পিউটার প্রশিক্ষণের নাম করে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১৮০০০ থেকে ২৫০০০ টাকা নিয়েছে প্রতিষ্ঠানটি। টাকা দিয়েও প্রশিক্ষণ বা চাকরি না পাওয়ায় প্রতারিত যুবক-যুবতীরা ভাঙড় থানার সামনে বিক্ষোভ দেখিয়েছে।
আর জি করের ঘটনায় শাস্তির দাবিতে বারুইপুরে মহিলাদের মোমবাতি মিছিল
আরজিকর কান্ডে বারুইপুরে প্রতিবাদ মিছিল
আরজিকর কাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে বারুইপুর বার অ্যাসোসিয়েশন এবং ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের যৌথ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে আইনজীবী ও কর্মীরা বারুইপুর আদালত থেকে এসপি অফিস হয়ে হাসপাতাল পর্যন্ত মিছিল করেন।
নরেন্দ্রপুর থানায় পালিত হল রাখি বন্ধন উৎসব
সোনারপুর থানার পুলিশ কর্মীদের উদ্যোগে পালিত হলো রাখি বন্ধন উৎসব
পুলিশের সাথে রাখি বন্ধন উৎসব পালন করলেন বিধায়ক লাভলী মৈত্র
সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক লাভলী মৈত্র সোনারপুর থানার পুলিশ কর্মীদের সাথে রাখি বন্ধন উৎসব পালন করেন। থানার আইসি ও অন্যান্য পুলিশ কর্মীদের রাখি পরিয়ে মিষ্টিমুখ করান তিনি। লাভলী মৈত্র জানান, পুলিশের জন্যই সবাই নিরাপদে থাকে, তাই প্রতি বছর তিনি পুলিশ কর্মীদের সাথে রাখি বন্ধন উৎসব পালন করেন। সোনারপুর মোড় ও বৈকন্ঠপুরসহ বিভিন্ন এলাকায়ও তিনি রাখি উৎসব পালন করেন।