তৃণমূল ছাত্র নেত্রী রাজন্যা হালদারের ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় অশালীন পোস্ট করা হয়েছে। এর প্রতিবাদে তিনি সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বারুইপুর পুলিশ জেলার অধীন সাইবার ক্রাইম থানা এই ঘটনার তদন্ত করবে। রাজন্যা বলেন, যারা আর জি কর কাণ্ডে নারী নির্যাতনের বিরুদ্ধে সুবিচার চাইছেন, তাদের অনেকেই আবার অন্য নারীর প্রতি অশালীন মন্তব্য করছেন। তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকার কারণেই তাঁর বিরুদ্ধে এই কুৎসা রটানো হচ্ছে।