Back
South 24 Parganas743338blurImage

ভাঙ্গন রুখতে কৈখালীতে লাগানো হলো তালগাছ

TATHAGATA CHAKRABORTY
Aug 23, 2024 16:47:26
Gopalganj, West Bengal
দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলীর গোপালগঞ্জ অঞ্চলের কৈখালীতে ভাঙন রুখতে তাল গাছ রোপনের কর্মসূচি নেওয়া হল। কুলতলী বিধানসভার বিধায়ক গনেশ মন্ডল ও কুলতলী পঞ্চায়েত সমিতির সভাপতি ও একাধিক কর্মাধ্যক্ষ উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় কুলতলির কৈখালীতে দশ হাজার তালের বীজ রোপন করা হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত দপ্তর, বনদপ্তর ও সেচদপ্তরের একাধিক আধিকারিক।
0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com