আরজিকরের ঘটনায় অপরাধীদের দ্রুত শাস্তির দাবিতে এবং ধর্ষকদের ফাঁসির সাজার আইন বলবতের দাবিতে অবস্থান বিক্ষোভ পুরুলিয়া শহর তৃনমূল নেতৃত্বের। এদিন নিজেদের দাবিদাওয়া ভিত্তিক ব্যানার পোস্টার হাতে নিয়ে শহর জুড়ে মিছিল করেন তারা । পরে পুরুলিয়া ট্যাক্সিস্ট্যান্ড মোড়ে অবস্থান বিক্ষোভে সামিল হন বিক্ষোভকারীরা। উপস্থিত ছিলেন পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালি, অন্যান্য কাউন্সিলররা এবং শহরের তৃনমূল নেতাকর্মী সমর্থকরা।
আরজিকরের ঘটনায় অপরাধীদের দ্রুত শাস্তির দাবি তৃনমূলের
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
শিল্প শহর হলদিয়ায় শুক্রবার রাত ১১:১৫ মিনিটে আকস্মিক ঝড়ের কারণে একাধিক গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়েছে। হলদিয়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে ব্যাপক ক্ষতি হয়েছে। চকদ্বীপা এলাকায় রাস্তার ওপর অনেক গাছ পড়েছে এবং ৪টি ট্রান্সফরমার ও ২০টিরও বেশি বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে, ফলে গোটা এলাকা বিদ্যুতহীন হয়ে পড়েছে। পুরকর্মীরা আজ সকাল থেকে গাছ সরানোর কাজ শুরু করেছেন। শিল্পাঞ্চল চিরঞ্জীবপুর, টাউনশিপসহ বেশ কয়েকটি এলাকা প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে।
শুক্রবার বিকেল ৪:১০ মিনিটে ট্রেন নং 38824 DN মেদিনীপুর-হাওড়া লোকাল ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাওয়ার সময় এক বৃদ্ধা যাত্রী চলন্ত ট্রেনে উঠার চেষ্টা করছিলেন। ট্রেনের গতি বাড়লে বৃদ্ধা ট্রেনের চাকার তলায় পড়তে যাচ্ছিলেন। এ সময় কর্তব্যরত রেলওয়ে লেডি কনস্টেবল এস বিশ্বাস দ্রুত পদক্ষেপ নিয়ে বৃদ্ধাকে বিপদের মুখ থেকে উদ্ধার করেন। পুরো ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। স্টেশনের যাত্রী, রেলওয়ে কর্মী ও আধিকারিকরা কনস্টেবল বিশ্বাসকে ধন্যবাদ জানিয়েছেন এবং তাঁকে কুর্নিশ জানিয়েছেন।
নিম্নচাপের প্রভাবে শুক্রবার সকাল থেকে হলদিয়ায় টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়া চলছে, যা জনজীবনকে ব্যহত করেছে। রাস্তা-ঘাটে মানুষের চলাচল অনেক কম, এবং গুটিকয়েক মানুষই প্রয়োজনের তাগিদে বাইরে বের হচ্ছেন। জেলার বিভিন্ন এলাকায় জল থৈথৈ অবস্থার সৃষ্টি হয়েছে, বিশেষ করে শিল্প শহর হলদিয়ায়। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন জল নিস্কাশনের জন্য দ্রুত ব্যবস্থা নিচ্ছে। গাঙ্গেয় এলাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি ও ঝড়ের মাত্রা আরও বাড়বে বলে সতর্ক করেছেন স্থানীয় প্রতিনিধিরা। জনগণকে সাবধান থাকতে বলা হয়েছে।
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব হলেও হলদিয়ায় বিশ্বকর্মা পুজো থেকেই পুজোর আনন্দ শুরু হয়। তবে এই বছর আবহাওয়া সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার থেকে টানা বৃষ্টির কারণে রোদের দেখা নেই এবং ঠাকুর শুকানো তো দূরের কথা, জলমগ্ন হয়ে নষ্ট হচ্ছে। এ কারণে মন্ডপে প্রতিমা পাঠানো নিয়ে প্রতিমা শিল্পীরা চিন্তায় আছেন। ১৭ সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া, মহিষাদল, কোলাঘাট, কাঁথি সহ অন্যান্য এলাকাগুলিতে পুজোর আয়োজন রয়েছে। প্রাকৃতিক দূর্যোগ কাটিয়ে পুজোর ছন্দে ফেরা সম্ভব হবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
শুক্রবার রাত থেকে টানা বৃষ্টি চলছে কলকাতা এবং সংলগ্ন শহরতলিতে। কখনও বৃষ্টির বেগ বাড়ছে, কখনও কমছে। আলিপুর আবহাওয়া দফতর জানাল, শনিবার দিনভর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও ঝড়বৃষ্টি হতে পারে। নিম্নচাপের প্রভাবেই এই বৃষ্টি। শনিবার দক্ষিণের দু’টি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশ উপকূলে থাকা নিম্নচাপ ক্রমে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরেছে। গত ছ’ঘণ্টায় তার গতি ছিল ঘণ্টায় ২৩ কিলোমিটার।
রাজ্যে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। নিয়ন্ত্রণে তৎপর রাজ্য সরকার। রাজ্য সরকার এক নির্দেশিকায় জেলার প্রতিটি জিপি( গ্রাম পঞ্চায়েত) এলাকা পরিস্কার পরিচ্ছন্ন করার কথা জানিয়েছে। সেই নির্দেশিকা অনুসারে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লক এলাকার জিপি এলাকায় পরিস্কার পরিচ্ছন্ন করার কাজ হচ্ছে। জেলার অন্যান্য জিপির পাশাপাশি এদিন মহিষাদল ব্লকের নাটশাল-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান শিবপ্রসাদ বেরার নেতৃত্বে গেঁওখালী বাজার এলাকা পরিস্কার পরিচ্ছন্ন করা হয়।
পুরুলিয়া: নাবালিকাকে এসিড হামলার ঘটনার প্রতিবাদে পুরুলিয়ায় শহরের বিজেপির মিছিল । এদিন দুলমি মোড় থেকে এই মিছিল শুরু হয় । শহরের একাংশ পরিক্রমা করে হাসপাতাল মোড় পর্যন্ত পৌঁছায় । কোনরকম বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন ছিল পুলিশ বাহিনী। বিজেপির প্রতিবাদ মিছিলে হাঁটেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সহ অন্যান্য নেতাকর্মীরা । এই প্রতিবাদ মিছিল থেকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি সাংসদ।