Back
Purulia723101blurImage

নাবালিকা কলেজ ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে গ্রেফতার অধ্যাপক

Manoranjan Mishra
Sep 05, 2024 07:01:42
Purulia, West Bengal

পুরুলিয়া : নাবালিকা কলেজ ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে গ্রেফতার অধ্যাপক । পুরুলিয়া এক মহিলা মহাবিদ্যালয়ের ঘটনা। আজ অভিযুক্তকে তোলা হয় পুরুলিয়া জেলা আদালতে । কলেজের এক আবাসিক ছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে পুরুলিয়া মহিলা সদর থানার পুলিশ অভিযুক্ত অধ্যাপক বিকাশ দত্তকে বুধবার রাতে গ্রেফতার করে । পুরুলিয়া শহরের দেশবন্ধু রোডের ভাড়া বাড়িতে থাকতেন ওই অধ্যাপক । ছাত্রীকে শ্লীলতাহানীর ঘটনায় গ্রেফতার অধ্যাপকের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

1
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com