Back
Purulia723101blurImage

বেসরকারি বাসের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

Manoranjan Mishra
Sept 10, 2024 13:50:54
Purulia, West Bengal
পুরুলিয়া : বেসরকারি বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বাঘমুন্ডি-বলরামপুর রাস্তায় গোবিন্দপুর গ্রামের অদূরে । মৃত বৃদ্ধার নাম রমণী মাঝি (৭৪) । বাড়ি বাঘমুন্ডি থানার রথটাঁড় গ্রামে। জানা যায়, এদিন গোবিন্দপুর এলাকায় ওই বৃদ্ধা বাস ধরার জন্য রাস্তা পারাপার করার সময় বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায় ।
1
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com