বর্ষার শুরুতেই পুরুলিয়ায় ম্যালেরিয়ার প্রকোপ বেড়েছে। ১৬৬ জন আক্রান্ত, যার মধ্যে বলরামপুর ব্লকে সর্বাধিক। শিশু থেকে বৃদ্ধ সকলেই চিকিৎসাধীন। জেলা স্বাস্থ্য দপ্তর উদ্বিগ্ন। আশাকর্মী ও স্বাস্থ্যকর্মীরা গ্রামে গ্রামে অস্থায়ী ক্যাম্প করে রক্ত পরীক্ষা করছেন। আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা দিয়ে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হচ্ছে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ অশোক বিশ্বাস জানান, গত বছরের তুলনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। স্বাস্থ্য দপ্তর বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
পুরুলিয়ায় ম্যালেরিয়া আতঙ্ক: ১৬৬ আক্রান্ত, স্বাস্থ্য দপ্তর সতর্ক
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে জেলায় পৌঁছল ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সোমবার থেকেই জেলা পুলিশ আধিকারিকদের নেতৃত্বে টহল বা রুট মার্চ শুরু করেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শালবনী থানা, গুড়গুড়িপাল থানা এবং কোতোয়ালী থানার অধীন এলাকাগুলিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তথা এলাকাবাসীদের আশ্বস্ত করতেই এই রুট মার্চ বলেও জানিয়েছেন পুলিশ সুপার ধৃতিমান সরকার।
ব্যাংক মিত্রদের অভিযোগ, প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প "জন ধন যোজনা" বাস্তবায়নকারী ব্যাংক মিত্রদের উপর কোম্পানি ও ব্যাংক এর স্বৈরাচারী মনোভাব ও অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে সামঞ্জস্য বজায় না রেখে পারিশ্রমিক কমানো এবং দিন দিন গ্রাহক সেবা কেন্দ্রের গ্রাহকদের হয়রানীর প্রতিবাদে এদিনের এই বিক্ষোভ ও ডেপুটেশন। তাদের এই দাবিগুলি যদি না মানা হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন ব্যাঙ্ক মিত্ররা।