Back
Purulia723101blurImage

পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ আড়ষায়

Manoranjan Mishra
Aug 24, 2024 05:17:44
Purulia, West Bengal
পুরুলিয়া: পানীয় জলের দাবিতে রাস্তার উপর জলের পাত্র রেখে পথ অবরোধে গ্রামবাসীদের । ঘটনা পুরুলিয়ার আড়ষা থানার গন্ধবাজারে। অভিযোগ, প্রায় তিন মাস ধরে অকেজো অবস্থায় পড়ে রয়েছে গ্রামের সমস্ত নলকূপ। দূর দূরান্ত থেকে জল বয়ে নিয়ে আসতে হচ্ছে গ্রামবাসীদের । বিভিন্ন জায়গায় আবেদন করেও কোনো সুরাহা না হওয়ায় পুরুলিয়া - আড়ষা অবরোধ করেন গ্রামবাসীরা । এদিনের অবরোধের জেরে আটকে পড়ে বহু যানবাহন । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আড়ষা থানার পুলিশ । প্রায় ২ ঘন্টা পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।
0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com