নন্দীগ্রামে বিশ্বকর্মা পুজো উদ্বোধনে শুভেন্দু
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
দূর্গা পূজোয় মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাস্তায় নামছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের মহিলা পুলিশ বাহিনী। মহিলা সাইকেল বাহিনী রাস্তায় রাস্তায় ঘুরে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করবে।৬০জন এই মহিলা পুলিশ সাইকেল বাহিনী জেলায় পোষ্টিং দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই মহিলা পুলিশ সাইকেল বাহিনী গঠন করা হয়েছে বলে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়েছে।
পঞ্চমীর সন্ধ্যায় মশাল মিছিল মহিলাদের আরজি করের ঘটনার প্রতিবাদে মহিলাদের এই মহা মিছিল যেখানে মহিলারা মশাল নিয়ে এ মিছিল অংশগ্রহণ করে ইংরেজবাজার শহরের তালতলা থেকে এই মিছিল শুরু হয় শহর জুড়ে এই মেশিন পরিক্রমা করবে।
তমলুকঃ* পুজোর মরশুমে অপরাধমূলক কাজকর্মে লাগাম টানতে এবার আরও তৎপর পুলিশ। আসন্ন পুজোর মরশুমে জেলা জুড়ে নিরাপত্তার জন্য থাকছে প্রায় ৫ হাজারের বেশি পুলিশ। মূলত অপরাধমূলক কাজকর্ম কমাতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। পুজোর আগেই পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করে তুলতে উইনার্স টিমের পাশাপাশি পিঙ্ক মোবাইল ভ্যানের সূচনা করা হয়েছে।