Back
Ranjan Maity
Purba Medinipur721628blurImage

আর জি কর ঘটনার প্রতিবাদে কাঁথিতে প্রতিবাদ মিছিল ও সভা শুভেন্দুর, বাংলার হিন্দু ঐক্যের আহ্বান

Ranjan MaityRanjan MaitySep 19, 2024 05:41:45
Garh Kamalpur, West Bengal:
কাঁথি: আর জি কর ঘটনার প্রতিবাদে বুধবার কাঁথিতে প্রতিবাদ মিছিল ও সভায় উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। এদিন কাঁথি শহর পদযাত্রায় পা মেলান। শেষ সভায় উপস্থিত হয়ে আগামী ২৬ শের বিধানসভার আগে বাংলার সনাতনীদের ঐক্যবদ্ধ হয়ে ১০ শতাংশ ভোট বাড়ানোর কথা বলেন। তবেই বাংলা থেকে মমতার সরকারকে পরাস্থ করা যাবে। নাহলে এক সম্প্রদায়ের মানুষের হাতে হিন্দুদের হেনস্থার স্বীকার হতে হবে।।
0
Report
Purba Medinipur721603blurImage

"কাঁথিতে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন"

Ranjan MaityRanjan MaitySep 18, 2024 12:30:57
Natshal, West Bengal:

কাঁথিতে বুধবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা এলাকায় চাঞ্চল সৃষ্টি করে। কাঁথির সৌলা রাস্তার কাছে জগন্নাথপুরে একটি বাড়ি ও চারটি লরিতে আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা, এবং স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে হাত লাগান। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। জানা গেছে, প্রতিমা বিসর্জনের সময় পটকার আগুন ছিটকে এসে এই ঘটনা ঘটেছে। লরিগুলিতে ফলের প্লাস্টিকের বাক্স থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি, এবং কাঁথি থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

0
Report
Purba Medinipur721603blurImage

কয়েক দফা দাবিতে জেলাশাসক এবং জেলা পরিষদের সভাধিপতিকে স্মারকলিপি এসইউসিআই

Ranjan MaityRanjan MaitySep 18, 2024 12:20:30
Natshal, West Bengal:

নিম্নচাপজনিত প্রবল বৃষ্টির কারণে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট,পাঁশকুড়া,পটাশপুর,ভগবানপুর,শহীদ মাতঙ্গিনী সহ জেলার এক বিরাট এলাকা জলমগ্ন হয়েছে। এর উপর কংসাবতী ব্যারেজ থেকে অত্যধিক পরিমাণে জল ছাড়ার ফলে কংসাবতী নদীবাঁধ ভেঙে পাঁশকুড়া পৌরসভা সহ ব্লকের বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতি তৈরি করেছে। এই বন্যার জল তমলুক,শহীদ মাতঙ্গিনী,কোলাঘাট ব্লকের বিভিন্ন এলাকাকেও প্লাবিত করবে।

0
Report
Purba Medinipur721171blurImage

পাঁশকুড়ায় কাঁসাই নদীর বাঁধ ভেঙ্গে একাধিক জায়গায় ঢুকলো জল, চিন্তায় এলাকার মানুষ

Ranjan MaityRanjan MaitySep 18, 2024 05:57:19
Panskura, West Bengal:

একদিকে নিম্নচাপের কারনে টানা বৃষ্টি অপরদিকে ডিভিসি জল ছাড়ায় কাঁসাই নদীর জল বেড়ে যায়। সোমবার থেকেই নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইতে থাকে। একাধিক জায়গায় ধস নেমে গর্ত দেখা দেয়। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা নদী বাঁধের দুর্বল জায়গাগুলি মেরামতির কাজ করলেও। নদীর জলের মাত্রা ক্রমে বাড়তে থাকায় বুধবার ভোরে একাদিক দুর্বল জায়গা ভেঙ্গে জল লোকালয়ে ঢুকে পড়ে।পাঁশকুড়ার গড় পুরুষোত্তমপুর, ডোমঘাট, গোবিন্দনগর, বীজহারপুর-সহ বিস্তীর্ণ এলাকা জল ঢুকে পড়েছে।

0
Report
Purba Medinipur721603blurImage

বিশ্বকর্মা পুজো উপহার প্রদান করলেন মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী

Ranjan MaityRanjan MaitySep 18, 2024 05:42:48
Natshal, West Bengal:

মহিষাদল: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে উৎসবে ফেরার আহ্বান জানিয়েছেন। বিশ্বকর্মা পুজোয় মানুষের উপস্থিতিতেই বোঝা যাচ্ছে বাংলার মানুষ ধিরে ধিরে উৎসবে ফিরছেন। বাংলার বিভিন্ন প্রান্তের সাথে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে একাধিক পুজো অনুষ্ঠিত হয়। তারই অঙ্গ হিসাবে মঙ্গলবার সন্ধ্যায় মহিষাদল শহীদবেদি প্রাঙ্গণে বিশ্বকর্মা পুজোয় এলাকার দারিদ্র মানুষের হাতে পোষাক উপহার হিসাবে তুলেদেন। বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস সহ অন্যান্যরা।

0
Report
Purba Medinipur721603blurImage

নন্দীগ্রামে বিশ্বকর্মা পুজো উদ্বোধনে শুভেন্দু

Ranjan MaityRanjan MaitySep 18, 2024 05:40:17
Natshal, West Bengal:
নন্দীগ্রাম: নন্দীগ্রামের রেয়াপাড়ায় বিধায়ক কার্যালয়ের সামনে বিশ্বকর্মা পুজোয় উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।এদিন তিনি কর্মের দেবতার সামনে প্রণাম করে বাংলা মানুষের মঙ্গল প্রার্থনা করেন। স্থানীয় মানুষদের সাথে আলাপচারিতাও করেন শুভেন্দু।।
0
Report
Purba Medinipur721603blurImage

মোদী সরকারের ১০০ দিন পুরন, কেন্দ্রীয় সরকারের সাফল্য নিয়ে নন্দীগ্রামে সাংবাদিক বৈঠকে শুভেন্দু

Ranjan MaityRanjan MaitySep 18, 2024 05:36:36
Natshal, West Bengal:

নন্দীগ্রাম: কেন্দ্রে তৃতীয় বারের জন্য নরেন্দ্র মোদীর নেতৃত্বে এন ডি এ সরকারের ১০০ দিন পুরন হয়েছে। সেই সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, অন্যান্য রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পের উন্নয়ন ঘটলেও পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় প্রকল্পের সুফল মিলছে না। সদ্য রাজ্য সরকার নির্দেশিকা জারি করে একাধিক পুলিশ কর্তার বদলি করিয়েছেন সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন, সিপির পরিবর্তন ঘটিয়ে বিনীত গোয়েলকে সরিয়ে মনোজ ভর্মাকে সিপি করা করা হয়েছে।

0
Report
Purba Medinipur721603blurImage

স্কুলে বিশ্বকর্মা পুজো, শিক্ষা বন্ধুদের দেওয়া হলো সংবর্ধনা

Ranjan MaityRanjan MaitySep 17, 2024 10:36:59
Natshal, West Bengal:

রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের এপেক্স একাডেমি একটি ইংলিশ মিডিয়াম স্কুলে আয়োজন করা হলো বিশ্বকর্মা পুজো। উপস্থিত ছিলেন স্কুলের ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি দেবাশীস মাইতি, সম্পাদক রমেশ সাঁতরা, প্রিন্সিপাল নয়নতারা রায় সহ অন্যান্যরা। স্কুলের প্রায় ৮০ জন শিক্ষা বন্ধুকে এদিন ফুল, মিষ্টির পাশাপাশি একটি করে উপহার দিয়ে সংবর্ধনা জানানো হয়। শিক্ষক দিবসে যেমন শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয় তেমনি বিশ্বকর্মা পুজোতে স্কুলের শিক্ষা বন্ধুদের সংবর্ধনার আয়োজন করা হয়।

0
Report
Purba Medinipur721654blurImage

মহিষাদলে নদীর ফাটল: সেচ মন্ত্রীর জরুরি পরিদর্শন!

Ranjan MaityRanjan MaitySep 17, 2024 05:28:15
Dwari Berya Chak, West Bengal:
মহিষাদল: সম্প্রতি মহিষাদল ব্লকের অমৃতবেড়িয়ায় রুপনারায়ন নদীর ফাটল দেখা দেয়। যুদ্ধাকালীন তৎপরতায় বাঁধ মেরামতির কাজ চলছে। সোমবার সেই কাজ পরিদর্শন করতে এলেন রাজ্যের সেচ মন্ত্রী মানসরঞ্জন ভূঁইয়া। সেই সাথে উপস্থিত ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজী, পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য্য, মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী, বিডিও বরুনাশীস সরকার সহ অন্যান্যরা। এদিন মানসরঞ্জন ভূঁইয়া জানান, সেচ দপ্তর ও জেলা প্রশাসন যৌথ উদ্যোগে সাথী বাঁধ মেরামতি করা হবে।
0
Report
Purba Medinipur721603blurImage

বিশ্বকর্মা পুজোয় ফুলের চড়া দাম

Ranjan MaityRanjan MaitySep 17, 2024 04:59:21
Natshal, West Bengal:

পূর্ব মেদিনীপুরের কোলাঘাট এবং দেউলিয়া ফুলবাজার, মহিষাদল ফুলবাজার সুত্রে জানা গেছে, এই মুহূর্তে পাইকারী বাজারে লাল গাঁদা ৬০ টাকা, হলুদ গাঁদা ৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। রজনীগন্ধা ৩০০ টাকা, বেল ৩৫০ টাকা, জুঁই ৪০০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হয়েছে। এছাড়াও পদ্ম প্রতিটি ৮ থেকে ১০ টাকা, গোলাপ ৩ টাকা দরে বিক্রি হয়েছে। দোপাটি ৩০ টাকা ও অপরাজিতা ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। ফুল চাষীরা জানাচ্ছেন, বিশ্বকর্মা পুজোর বাজারের জন্য অনেক ফুল স্থানীয় কোল্ড স্টোরে সংরক্ষণের ব্যবস্থা করেছেন।

0
Report
Purba Medinipur721628blurImage

"দুর্যোগ কাটতেই মন্ডপের পথে বিশ্বকর্মা"

Ranjan MaityRanjan MaitySep 16, 2024 13:56:57
Mahishadal, West Bengal:

নিম্নচাপের কারনে টানা কয়েকদিন বৃষ্টির কারনে প্রতিমা মন্ডপে পৌঁছানো সম্ভব হয়নি। দূর্যোগ কাটতেই সোমবার সকাল থেকে মন্ডপের পথে বিশ্বকর্মা প্রতিমা। দূর্যোগ কাটতেই হাসি ফুটেছে প্রতিমা শিল্পী থেকে পুজো উদ্যোগতাদের মধ্যে।

0
Report
Purba Medinipur721603blurImage

"জলের তোড়ে ময়না ও পাঁশকুড়ার যোগাযোগকারী বাসের সাঁকো ভেঙ্গে পড়লো, সমস্যায় স্থানীয় মানুষ"

Ranjan MaityRanjan MaitySep 16, 2024 13:48:10
Natshal, West Bengal:
কাঁসাই নদীতে বাড়ছে জল,প্রজাবাড়ে ভেঙে গেল ময়না ও পাঁশকুড়ার যোগাযোগকারী বাসের সাঁকো। ফলে পাঁশকুড়া ময়না এলাকার যোগাযোগের অন্যতম মাধ্যমে ভেঙ্গে যাওয়ায় সমস্যায় এলাকার মানুষজন।
0
Report
Purba Medinipur721603blurImage

পাঁশকুড়ায় অপরাধীদের শাস্তির দাবিতে জনতার প্রতিবাদ!

Ranjan MaityRanjan MaitySep 16, 2024 07:54:07
Natshal, West Bengal:

পাঁশকুড়া নাগরিক সমাজের পক্ষ থেকে আর জি করের ঘটনায় সমস্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং মাইশোরা এলাকায় তরুণী নিগ্রহের ঘটনায় যুক্ত অপরাধীকে অবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবিতে পাঁশকুড়া থানায় ডেপুটেশন দেওয়া হয়েছে। এলাকাবাসীদের অভিযোগ, মাইশোরা এলাকায় পুলিশ ক্যাম্প বর্তমানে নিষ্ক্রিয় এবং রাস্তার ধারে লাইসেন্স প্রাপ্ত মদের দোকানসহ বেশ কয়েকটি চোলাই মদের ঠেক রয়েছে। এছাড়া, প্রকাশ্যে মদ খাওয়ার দৃশ্যও দেখা যাচ্ছে।

0
Report
Purba Medinipur721603blurImage

"চিকিৎসা পরিষেবা না মেলার অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্র ঢুকে ভাঙ্গচুর, বিক্ষোভ উত্তেজনা রুগীর পরিবারের"

Ranjan MaityRanjan MaitySep 16, 2024 05:15:12
Natshal, West Bengal:

ভগবানপুরের বাজকুল রোডে বাইক দুর্ঘটনার পর আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য কাজলাগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসক জানান, রোগীর ঘাড়ের হাড় ভেঙে গেছে এবং তাকে তমলুক জেলা হাসপাতালে যেতে হবে। এ তথ্য শুনে রোগীর সঙ্গে উপস্থিত প্রায় ১৫ জন ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাদের অভিযোগ, স্বাস্থ্য কেন্দ্রে কেন পর্যাপ্ত পরিষেবা নেই এবং কেন বাইরের হাসপাতালে যেতে বলা হচ্ছে। এই নিয়ে ডাক্তার এবং রোগীর আত্মীয়দের মধ্যে বাগবিতণ্ডা হয় এবং শেষপর্যন্ত ডাক্তারকে মারধরের অভিযোগ উঠে।

0
Report
Purba Medinipur721603blurImage

বন্ধুর ৬৩ তম জন্মদিনে প্রবীনরা, কেক কেটে রক্তদানের মধ্যদিয়ে পালিত হল জন্মদিন

Ranjan MaityRanjan MaitySep 16, 2024 04:04:20
Natshal, West Bengal:

অন্য ভাবে জন্মদিন পালন। রবিবার এমন ছবি দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বালিঘাইতে। বিশিষ্ট সমাজসেবী আশীষ ধাওয়ার ৬৩ তম জন্মদিনে তাঁর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে রক্তদাতা সংগঠনের সঙ্গে যুক্ত সংগঠনগুলি সহ এলাকার মানুষজন। রবিবার দুপুরে বালিঘাই জগন্নাথ জিউ সেবা সমিতির মন্দির প্রাঙ্গনে আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। মুমুর্শ রোগীদের জীবন বাঁচাতে এই রক্তদান শিবির বলে জানিয়েছেন আশীষবাবু। এদিন পুরুষ ও মহিলা সহ এলাকার মোট ১২৫ জন রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে এগরা ব্লাড ব্যাংক।

0
Report
Purba Medinipur721603blurImage

হলদিয়ায় প্রাকৃতিক দুর্যোগ: ২০০ যাত্রী আটকা

Ranjan MaityRanjan MaitySep 15, 2024 10:22:37
Natshal, West Bengal:

হলদিয়া:প্রাকৃতিক দুর্যোগের কারনে শনিবার দুপুর থেকে বন্ধ হয়ে যায় কুকড়াহাটি-রায়চক এবং কুকড়াহাটি-ডায়মন্ড হারবার, হলদিয়া টাউনশিপ ও নন্দীগ্রাম ফেরি সার্ভিস । সব মিলিয়ে প্রায় ২০০ জন যাত্রী আটকে পড়েছেন কুকড়াহাটি ও টাউনশিপ পয়েন্টে । লঞ্চ চালানোর জন্য যাত্রীরা জেটি ঘাটে বিক্ষোভ দেখাতে থাকে। বিশেষ করে ডায়মন্ড হারবার যাত্রীরা লঞ্চ চালু করার জন্য জেটি ঘাটে চাপ দিতে থাকে । খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় সুতাহাটা থানার বিশাল পুলিশ বাহিনী। তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন ।

0
Report
Purba Medinipur721603blurImage

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারনে আগামী ১৫ ই সেপ্টেম্বর সমুদ্রে মৎস্য শিকারে নিষেধাজ্ঞা

Ranjan MaityRanjan MaitySep 15, 2024 03:27:05
Natshal, West Bengal:

কাঁথি: বঙ্গোপসাগরের উপর ঘনিভুত নিম্নচাপের কারনে আগামী কাল রবিবার মাঝ সমুদ্রে মৎস্যজীবীদের মাৎস্য শিকারের নিষেধাজ্ঞা জারি করা হয়।শনিবার বিকাল থেকে কাঁথির দেশপ্রান মৎস্য বন্দর থেকে সহ মৎস্য অধিকর্তা সামুদ্রিকের নির্দেশক্রমে মাইকিং করে মৎস্যজীবীদের জানিয়ে দেওয়া হয়। নিষেধাজ্ঞা অমান্য করে যদি কোনো ট্রলার বা ফিসিং নৌকা মাছ ধরতে যায় তাহলে সরকারি নির্দেশিকা অনুসারে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে। নিম্নচাপের কারনে টানা বৃষ্টি সাথে ঝোড়ো হাওয়া হওয়ায় সমুদ্র উত্তাল হওয়ার সম্ভবনা রয়েছে।

0
Report
Purba Medinipur721603blurImage

"হলদিয়ায় কয়েক মিনিটের ঝড়ে ভেঙ্গে পড়লো একাধিক গাছ ও বিদ্যুতের খুঁটি"

Ranjan MaityRanjan MaitySep 14, 2024 17:04:55
Natshal, West Bengal:

শিল্প শহর হলদিয়ায় শুক্রবার রাত ১১:১৫ মিনিটে আকস্মিক ঝড়ের কারণে একাধিক গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়েছে। হলদিয়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে ব্যাপক ক্ষতি হয়েছে। চকদ্বীপা এলাকায় রাস্তার ওপর অনেক গাছ পড়েছে এবং ৪টি ট্রান্সফরমার ও ২০টিরও বেশি বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে, ফলে গোটা এলাকা বিদ্যুতহীন হয়ে পড়েছে। পুরকর্মীরা আজ সকাল থেকে গাছ সরানোর কাজ শুরু করেছেন। শিল্পাঞ্চল চিরঞ্জীবপুর, টাউনশিপসহ বেশ কয়েকটি এলাকা প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে।

0
Report
Purba Medinipur721603blurImage

"নিম্নচাপের টানা বৃষ্টি, ব্যহত জনজীবন"

Ranjan MaityRanjan MaitySep 14, 2024 16:50:51
Natshal, West Bengal:

নিম্নচাপের প্রভাবে শুক্রবার সকাল থেকে হলদিয়ায় টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়া চলছে, যা জনজীবনকে ব্যহত করেছে। রাস্তা-ঘাটে মানুষের চলাচল অনেক কম, এবং গুটিকয়েক মানুষই প্রয়োজনের তাগিদে বাইরে বের হচ্ছেন। জেলার বিভিন্ন এলাকায় জল থৈথৈ অবস্থার সৃষ্টি হয়েছে, বিশেষ করে শিল্প শহর হলদিয়ায়। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন জল নিস্কাশনের জন্য দ্রুত ব্যবস্থা নিচ্ছে। গাঙ্গেয় এলাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি ও ঝড়ের মাত্রা আরও বাড়বে বলে সতর্ক করেছেন স্থানীয় প্রতিনিধিরা। জনগণকে সাবধান থাকতে বলা হয়েছে।

0
Report
Purba Medinipur721603blurImage

"টানা বৃষ্টি,চিন্তায় প্রতিমা শিল্পীরা"

Ranjan MaityRanjan MaitySep 14, 2024 16:39:41
Natshal, West Bengal:

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব হলেও হলদিয়ায় বিশ্বকর্মা পুজো থেকেই পুজোর আনন্দ শুরু হয়। তবে এই বছর আবহাওয়া সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার থেকে টানা বৃষ্টির কারণে রোদের দেখা নেই এবং ঠাকুর শুকানো তো দূরের কথা, জলমগ্ন হয়ে নষ্ট হচ্ছে। এ কারণে মন্ডপে প্রতিমা পাঠানো নিয়ে প্রতিমা শিল্পীরা চিন্তায় আছেন। ১৭ সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া, মহিষাদল, কোলাঘাট, কাঁথি সহ অন্যান্য এলাকাগুলিতে পুজোর আয়োজন রয়েছে। প্রাকৃতিক দূর্যোগ কাটিয়ে পুজোর ছন্দে ফেরা সম্ভব হবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

0
Report
Purba Medinipur721603blurImage

দিঘায় প্রবল বৃষ্টি, সুনসান সমুদ্রতট

Ranjan MaityRanjan MaitySep 14, 2024 09:37:40
Natshal, West Bengal:

শুক্রবার রাত থেকে টানা বৃষ্টি চলছে কলকাতা এবং সংলগ্ন শহরতলিতে। কখনও বৃষ্টির বেগ বাড়ছে, কখনও কমছে। আলিপুর আবহাওয়া দফতর জানাল, শনিবার দিনভর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও ঝড়বৃষ্টি হতে পারে। নিম্নচাপের প্রভাবেই এই বৃষ্টি। শনিবার দক্ষিণের দু’টি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশ উপকূলে থাকা নিম্নচাপ ক্রমে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরেছে। গত ছ’ঘণ্টায় তার গতি ছিল ঘণ্টায় ২৩ কিলোমিটার।

0
Report
Purba Medinipur721603blurImage

ডেঙ্গু সচেতনতায় তৎপর জেলা প্রশাসন, চলছে জিপিতে জিপিতে সাফাই অভিযান

Ranjan MaityRanjan MaitySep 14, 2024 09:28:52
Natshal, West Bengal:

রাজ্যে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। নিয়ন্ত্রণে তৎপর রাজ্য সরকার। রাজ্য সরকার এক নির্দেশিকায় জেলার প্রতিটি জিপি( গ্রাম পঞ্চায়েত) এলাকা পরিস্কার পরিচ্ছন্ন করার কথা জানিয়েছে। সেই নির্দেশিকা অনুসারে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লক এলাকার জিপি এলাকায় পরিস্কার পরিচ্ছন্ন করার কাজ হচ্ছে। জেলার অন্যান্য জিপির পাশাপাশি এদিন মহিষাদল ব্লকের নাটশাল-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান শিবপ্রসাদ বেরার নেতৃত্বে গেঁওখালী বাজার এলাকা পরিস্কার পরিচ্ছন্ন করা হয়।

0
Report
Purba Medinipur721603blurImage

প্রয়াত কমরেড সীতারাম ইয়েচুরির শ্রদ্ধা জ্ঞাপন ও শোক মিছিল

Ranjan MaityRanjan MaitySep 13, 2024 16:54:26
Natshal, West Bengal:

CPI(M) পূর্ব মেদিনীপুর জেলা কমিটি উদ্যোগে তমলুকের নিমতৌড়িতে জেলাা কেন্দ্রে সংবিধান ও ধর্মনিরপেক্ষতা রক্ষার অতন্দ্র প্রহরী CPI(M) এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড সিতারাম ইয়েচুরির স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও শোক মিছিল।

0
Report
Purba Medinipur721657blurImage

হলদিয়া রিফানারি উদ্যোগে দিব্যাঙ্গদের সাহায়ক যন্ত্র প্রদান

Ranjan MaityRanjan MaitySep 13, 2024 16:36:54
Haldia, West Bengal:
হলদিয়া: হলদিয়া রিফানারি উদ্যোগে দিব্যাঙ্গদের সাহায়ক যন্ত্র প্রদান করা হলো শুক্রবার। শুক্রবার দুপুর দুটোর সময় হলদিয়া সতীশ চন্দ্র সামন্ত ট্রেড সেন্টারে ৭২ জন দেব্যাঙ্গ দের সহায়কযন্ত্র প্রদান করা হয়। উপস্থিত ছিল হলদিয়া উন্নয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতিরময় কর, ভাইস চেয়ারম্যান সাধন চন্দ্র জানা, হলদিয়া উন্নয়ন পরিষদের CEO,হলদিয়া রিফানারি ইডি অতনু সান্ডাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
0
Report
Purba Medinipur721603blurImage

"বৃষ্টির মাঝে আর জি কর ঘটনার দোষীদের শাস্তির দাবিতে দাবিতে রাস্তায় শাদকদল তৃণমূল"

Ranjan MaityRanjan MaitySep 13, 2024 13:12:38
Natshal, West Bengal:

আরজিকর কান্ডের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তৃণমূল কংগ্রেস পথে নেমেছে। শুক্রবার পূর্ব মেদিনীপুর এগরা 1 ব্লকের বরিদা অঞ্চলে তৃণমূলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। বরিদা গ্রাম পঞ্চায়েত কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি খামারি বাজারে গিয়ে শেষ হয়। কয়েকশো কর্মী ও সমর্থক এতে অংশ নেন। মিছিলকারীরা দোষীদের চিহ্নিত করে সিবিআইয়ের মাধ্যমে গ্রেফতার করার দাবি জানান এবং মূল অভিযুক্তকে ফাঁসি দেওয়ার দাবি তোলেন। এছাড়া রাজ্যের সমস্ত হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়।

0
Report
Purba Medinipur721628blurImage

মহিলা নিরাপত্তায় পিঙ্ক মোবাইল ভ্যানের উদ্বোধন পুলিশের

Ranjan MaityRanjan MaitySep 13, 2024 10:21:48
Mahishadal, West Bengal:
মহিলাদের নিরাপত্তায় হলদিয়া মহকুমায় চালু করা হলো পিঙ্ক মোবাইল ভ্যান। উপস্থিত ছিলেন ডিএসপি ( ডিএবি) পূর্ব মেদিনীপুর জেলা শান্তব্রত চন্দ, হলদিয়া মহিলা থানার ইনচার্জ দেবযানী মাল, মহিষাদল থানার অফিসার ইনচার্জ নাড়ুগোপাল বিশ্বাস, মহিলা উইনার্স টিমের প্রতিনিধিরা। হলদিয়া মহকুমা এলাকা জুড়ে টহল দেবে পিঙ্ক মোবাইল ভ্যান। মহিলারা বিপদে পড়লেই অভিযোগ জানাতে পারে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে মোবাইল ভ্যান। হেল্পলাইন নম্বর ৯৮০০৭৭৫৯৯৯।।
0
Report