
পুজোয় পূর্ব মেদিনীপুরে নিরাপত্তায় ৫ হাজার পুলিশ
তমলুকঃ* পুজোর মরশুমে অপরাধমূলক কাজকর্মে লাগাম টানতে এবার আরও তৎপর পুলিশ। আসন্ন পুজোর মরশুমে জেলা জুড়ে নিরাপত্তার জন্য থাকছে প্রায় ৫ হাজারের বেশি পুলিশ। মূলত অপরাধমূলক কাজকর্ম কমাতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। পুজোর আগেই পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করে তুলতে উইনার্স টিমের পাশাপাশি পিঙ্ক মোবাইল ভ্যানের সূচনা করা হয়েছে।
হলদিয়া মহকুমা হাসপাতালে বাড়ানো হলো নিরাপত্তা, নিরাপত্তা রক্ষীদের দেওয়া হলো প্রশিক্ষণ
হলদিয়া: রাজ্যে হাসপাতালে হাসপাতালে বাড়ছে অশান্তির ঘটনা। শান্তি বজায় ও নিরাপত্তার স্বার্থে বাড়ানো হলো নিরাপত্তারক্ষ্মী। দেওয়া হলো প্রশিক্ষণ। হাসপাতালের নিরাপত্তা জোরদার করতে বাড়ানো হয়েছে সিকিউরিটি ফোর্স ।হলদিয়া মহকুমা হাসপাতালে এমন সিকিউরিটি ১২ জনকে নিয়ে এক কর্মসূচি অনুষ্ঠিত হলো হলদিয়ায়।প্রশিক্ষক হিসেবে হাজির ছিলেন এসডিপিও হলদিয়া ,অরিন্দম অধিকারী , দুর্গাচক থানার ওসি গোপাল পাঠক ,অন্যান্য পুলিশ অফিসারেরা।
পাঁশকুড়ায় বানভাসিদের হাতে ত্রান তুলে দিলেন বাম ছাত্র সংগঠন
শুভেন্দুর গড়ে উড়লো গেরুয়া আবির, নন্দীগ্রামে সমবায়ে সব আসনেই জয় বিজেপির
"বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার ৮২ তম আত্ম বলিদান দিবস তাম্রলিপ্তে"
১৯৪২ সালে ২৯ শে সেপ্টেম্বর তমলুক থানা দখল করতে গিয়ে ব্রিটিশদের গুলিতে নিহত হন তমলুক থানার অন্তর্গত আলিনান গ্রামের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা। মাতঙ্গিনী হাজরা ব্রিটিশ বিরোধী আন্দোলনে যেভাবে ঝাঁপিয়েছিলেন তা আজও স্মরণ করে তমলুকবাসী। ছুটির দিনে তাম্রলিপ্ত পৌরসভার গেটের সামনে প্রতিকৃতিতে মাল্যদান করেন তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় সহ একাধিক কাউন্সিলর এবং পৌর কর্মীরা। সেই জায়গায় মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মাল্যদান করেন তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়