Back
Ranjan Maity
Purba Medinipur721603blurImage

পুজোয় পূর্ব মেদিনীপুরে নিরাপত্তায় ৫ হাজার পুলিশ

Ranjan MaityRanjan MaityOct 09, 2024 04:54:41
Natshal, West Bengal:

তমলুকঃ* পুজোর মরশুমে অপরাধমূলক কাজকর্মে লাগাম টানতে এবার আরও তৎপর পুলিশ। আসন্ন পুজোর মরশুমে জেলা জুড়ে নিরাপত্তার জন্য থাকছে প্রায় ৫ হাজারের বেশি পুলিশ। মূলত অপরাধমূলক কাজকর্ম কমাতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। পুজোর আগেই পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করে তুলতে উইনার্স টিমের পাশাপাশি পিঙ্ক মোবাইল ভ্যানের সূচনা করা হয়েছে।

0
Report
Kolkata700014blurImage

হলদিয়া মহকুমা হাসপাতালে বাড়ানো হলো নিরাপত্তা, নিরাপত্তা রক্ষীদের দেওয়া হলো প্রশিক্ষণ

Ranjan MaityRanjan MaityOct 02, 2024 05:02:49
Kolkata, West Bengal:

হলদিয়া: রাজ্যে হাসপাতালে হাসপাতালে বাড়ছে অশান্তির ঘটনা। শান্তি বজায় ও নিরাপত্তার স্বার্থে বাড়ানো হলো নিরাপত্তারক্ষ্মী। দেওয়া হলো প্রশিক্ষণ। হাসপাতালের নিরাপত্তা জোরদার করতে বাড়ানো হয়েছে সিকিউরিটি ফোর্স ।হলদিয়া মহকুমা হাসপাতালে এমন সিকিউরিটি ১২ জনকে নিয়ে এক কর্মসূচি অনুষ্ঠিত হলো হলদিয়ায়।প্রশিক্ষক হিসেবে হাজির ছিলেন এসডিপিও হলদিয়া ,অরিন্দম অধিকারী , দুর্গাচক থানার ওসি গোপাল পাঠক ,অন্যান্য পুলিশ অফিসারেরা। 

0
Report
North 24 Parganas700129blurImage

পাঁশকুড়ায় বানভাসিদের হাতে ত্রান তুলে দিলেন বাম ছাত্র সংগঠন

Ranjan MaityRanjan MaitySept 30, 2024 02:26:58
Kolkata, West Bengal:
হলদিয়া রেড ভলেন্টিয়ার্স এর উদ্যোগে ছাত্র-যুব-মহিলা ও শ্রমিক সংগঠন সহ কিছু বিশিষ্ট মানুষের সহযোগিতায় পাঁশকুড়ার বন্যা কবলিত এলাকার গড় পুরুষোত্তমপুর, জয়কৃষ্ণপুর ও ধর্মপুরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
0
Report
North 24 Parganas700129blurImage

শুভেন্দুর গড়ে উড়লো গেরুয়া আবির, নন্দীগ্রামে সমবায়ে সব আসনেই জয় বিজেপির

Ranjan MaityRanjan MaitySept 30, 2024 02:25:57
Kolkata, West Bengal:
নন্দীগ্রামঃ নন্দীগ্রাম, একদিকে আন্দোলনের জেলা অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভা। আর সেখানেই উড়ল গেরুয়া আবির। রবিবার নন্দীগ্রাম বিধানসভার মহম্মদপুর কৃষি সমবায় সমিতির নির্বাচন হয়। সমবায়ের মোট আসন ৯ টি। সেই ৯ টি আসনেই বিজেপি সমর্থীত প্রার্থীরা জয়লাভ করে। সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্যদিয়ে চলে নির্বাচন প্রক্রিয়া। ফলাফল প্রকাশের পর বিজেপি সমর্থকেরা গেরুয়া আবির উড়িয়ে উল্লাসে মেতে ওঠে।
0
Report
North 24 Parganas700129blurImage

"বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার ৮২ তম আত্ম বলিদান দিবস তাম্রলিপ্তে"

Ranjan MaityRanjan MaitySept 29, 2024 10:28:12
Kolkata, West Bengal:

১৯৪২ সালে ২৯ শে সেপ্টেম্বর তমলুক থানা দখল করতে গিয়ে ব্রিটিশদের গুলিতে নিহত হন তমলুক থানার অন্তর্গত আলিনান গ্রামের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা। মাতঙ্গিনী হাজরা ব্রিটিশ বিরোধী আন্দোলনে যেভাবে ঝাঁপিয়েছিলেন তা আজও স্মরণ করে তমলুকবাসী। ছুটির দিনে তাম্রলিপ্ত পৌরসভার গেটের সামনে প্রতিকৃতিতে মাল্যদান করেন তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় সহ একাধিক কাউন্সিলর এবং পৌর কর্মীরা। সেই জায়গায় মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মাল্যদান করেন তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়

0
Report
North 24 Parganas700129blurImage

চলমান মোটরবাইকে আগুন, চাঞ্চল্য শিল্প শহরে

Ranjan MaityRanjan MaitySept 29, 2024 09:40:40
Kolkata, West Bengal:

হলদিয়া: পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ার টাউনশিপে মোড়ে চলমান বাইকে আগুন। জানা যায় এক যুবক টাউনশিপ মাখান বাবুর বাজারে দিকে আসেন। প্রথমে গাড়ি থেকে ধোঁয়া বেরোয়। ধোঁয়া দেখেই আতঙ্কে দাঁড়িয়ে পড়ে। তারপরেই দাউ দাউ করে আগুন ধরে উঠে । এলাকার মানুষজন দোকানদাররা জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে দমকল দপ্তরের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। হলদিয়া থানা পুলিশ এবং হলদিয়া দমকলের ইঞ্জিন আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। হঠৎই রাস্তার মধ্যে বাইকে দাউ দাউ করে আগুন লেগে যায়।

0
Report
North 24 Parganas700129blurImage

"মমতা ব্যানার্জি সমস্যার মূল কারণ, সাগর দত্তের ঘটনায় খোঁচা শুভেন্দুর"

Ranjan MaityRanjan MaitySept 29, 2024 09:37:31
Kolkata, West Bengal:

হাসপাতালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় ফের কর্ম বিরতির ডাক দিয়েছেন জুনিয়র। সেই ঘটনায় এবার মমতা বন্দ্যোপাধ্যায় কে খোঁচা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থেকে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় সমস্যার মূল কারণ। উনি যত সময় মুখ্যমন্ত্রী থাকবেন তত সময় এই ধরনের ঘটনা ঘটবে। মহারাষ্ট্রের বদলাপুরে রাম নাম সত্য হে করে দিয়েছে ধর্ষকদের। কিন্তু এখানে ধর্ষকদের প্রটেকশন দেয় মমতা ব্যানার্জি। লজ্জার বিষয় হলো এখানে পুলিশ ডাক্তার এবং ধর্ষক একসাথে জেলে আছে।”

0
Report
Purba Medinipur721603blurImage

হলদিয়ায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড!

Ranjan MaityRanjan MaitySept 28, 2024 08:07:08
Natshal, West Bengal:

হলদিয়ায় ৭ম শ্রেণির নাবালক ছাত্রকে টিভি। দেখার নাম করে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ ও হত্যা মামলায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। যেখানে শুক্রবার হলদিয়া মহকুমা আদালতে ৫ বছরের পুরনো এই মামলার রায় দেন বিচারক অঞ্জন সরকার। ২১ জনের স্বাক্ষরের ভিত্তিতে অভিযুক্ত সুজন পাত্রের বিরুদ্ধে এই সাজা ঘোষণা করেন আদালত। বিচারক নির্যাতিতার পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছেন। মামলাটি 2019 সালের 13 সেপ্টেম্বরের, পেশায় কারখানার কর্মচারী সুজন ধর্ষণের মতো গুরুতর অপরাধ করেছিলেন।

0
Report
Purba Medinipur721603blurImage

"ময়নায় ১২ চাকার লরি উল্টে বিপত্তি, ভাঙলো বসত বাড়ি"

Ranjan MaityRanjan MaitySept 27, 2024 07:18:45
Natshal, West Bengal:
ময়নাঃ পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের প্রজাবাড় এলাকায় ভোররাতে মাছের খাওয়ার বোঝাই বারো চাকার লরি উল্টে বিপত্তি! যার ফলে দুটো বসত বাড়ীর একাংশ ভেঙে গিয়েছে। ঘটনাস্থলে ময়না থানার বিশাল পুলিশ লাইনে এসে পৌঁছায়। গাড়িটি উদ্ধার কার্য চলছে। ঘটনাস্থল পরিদর্শনে আসেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহাজান আলী। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। এই ঘটনায় এলাকায় ব্যাপক চঞ্চলে ছড়িয়েছে।
0
Report
Purba Medinipur721603blurImage

"অপুষ্টিকর শিশুদের খাদ্যসামগ্রী তুলেদিলেন বিধায়ক"

Ranjan MaityRanjan MaitySept 27, 2024 06:58:00
Natshal, West Bengal:

অপুষ্টকর শিশুদের পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ ও পুষ্টি মাস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মহিষাদলের রবীন্দ্র পাঠাগার মঞ্চে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিষাদলের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বরুনাশীষ সরকার, মহিষারল বিধানসভার বিধায়ক তিলক চক্রবর্তী, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, সিডিপিও সুজন দাস সহ অন্যান্যরা। এদিন মহিষাদল ব্লকে ১৫ টি শিশুর পরিবারে হাতে পুষ্টিকর খাওয়ার তুলেদেন মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী।

0
Report
Purba Medinipur721603blurImage

দিঘাকে ইন্ডাস্ট্রিয়াল মর্যাদা দেওয়ার দাবি, হোটেল ব্যবসায়ীদের প্রতিবাদ

Ranjan MaityRanjan MaitySept 26, 2024 11:03:03
Natshal, West Bengal:

দিঘাকে ইন্ডাস্ট্রিয়াল মর্যাদা দেওয়া হোক। সেই সাথে ইন্ডাস্ট্রিয়াল এলাকার নির্ধারিত বিদ্যুৎ বিল প্রদান করা হোক। প্রতিনিয়ত যেভাবে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ এর বিল বেড়ে চলেছে তার প্রতিবাদে বুধবার দিঘা বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশনে সামিল হন দিঘা শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন প্রতিনিধিরা। রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘা। সেই দিঘায় লাখো লাখো মানুষের পরিষেবা প্রদান করে চলেছে হোটেল মালিক কর্তৃপক্ষ। পরিষেবা দিতে গিয়ে অতিরিক্ত বিদ্যুৎ এর মাসুল দিতে দিতে খুব সমস্যায় পড়ছেন হোটেল ব্যবসায়ীরা। 

0
Report
Purba Medinipur721603blurImage

টিফিনের টাকা বাঁচিয়ে বন্যার্তদের সাহায্যের হাত বাড়িয়ে দিল স্কুলের ছাত্র-ছাত্রীরা

Ranjan MaityRanjan MaitySept 26, 2024 06:46:53
Natshal, West Bengal:

কাঁথি: ডিভিসির অতিমাত্রায় জল ছাড়ায় রাজ্যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জেলার পাঁশকুড়ার পাশাপাশি কাঁথি বিস্তীর্ণ এলাকা বন্যার জলে জলমগ্ন রয়েছে। আর সেই সমস্ত জলমগ্ন এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এলো স্কুলের খুদে পড়ুয়ারা। নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে বন্যার্তদের সাহায্যের হাত বাড়িয়ে দিল কাঁথির একটি স্কুলের ছাত্র-ছাত্রীরা। 

0
Report
Purba Medinipur721603blurImage

রাস্তা অবরোধ করে বিক্ষোভ, যানচলাচল স্বাভাবিক করতে অবরোধ কারিদের হটিয়েদেয় পুলিশ

Ranjan MaityRanjan MaitySept 26, 2024 06:44:17
Purbba Srirampur, West Bengal:

পাঁশকুড়ার বন্যা দূর্গত মানুষের পাশে থেকে সাহায্য করায় যখন পুলিশ প্রশাসন ব্যাস্ত তখনই পাঁশকুড়া বিডিও অফিসের সামনে বিক্ষোভ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল বিজেপি নেতৃত্বরা।বন্যা কবলিত এলাকায় মানুষ ঠিকমতো ত্রাণ না পাওয়ার অভিযোগ , ত্রাণ নিয়ে দ্বিচারিতার অভিযোগে বুধবার ১১ টা নাগাদ পাঁশকুড়া বিডিও অফিসের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপির কর্মী সমর্থকরা। বিডিও অফিসের সামনে পুলিশ বিক্ষোভকারীদের আটকে দেওয়ার পর গেটের মুখেই বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকে তারা।

0
Report
Purba Medinipur721648blurImage

"গণপিটুনি নয়,রাজনীতির যোগ নেই,পটাশপুর কান্ড নিয়ে স্পষ্ট করলো পুলিশ"

Ranjan MaityRanjan MaitySept 25, 2024 05:38:14
Paramhansapur, West Bengal:

পটাশপুরে চোর সন্দেহে মহিলাকে বিবস্ত্র করে বস্তায় ভরে গণপিটুনি দেওয়ার ঘটনায় এবার রাজনৈতিক তত্ত্ব ওড়ালো পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। পাশাপাশি নির্যাতিতা মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে পুলিশ। একেবারে হাসপাতালে গিয়ে নির্যাতিতা মহিলার বক্তব্য সংগ্রহ করে তদন্ত। উল্লেখ্য, পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের সাউথখন্ড গ্রাম পঞ্চায়েত এলাকার চক ভবানী এলাকায় এক মহিলাকে চোর অপবাদে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বস্তায় ভরে বিবস্ত করে গণপিটুনি দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় এক প্রতিবেশীর বিরুদ্ধে।

0
Report
Purba Medinipur721648blurImage

তমলুকের অনন্যা জয় করলো আন্তর্জাতিক যোগাসনে সোনার পদক

Ranjan MaityRanjan MaitySept 25, 2024 05:31:06
Paramhansapur, West Bengal:

থাইল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক যোগার আসর থেকে সোনার পদক ছিনিয়ে নিলো তমলুকের অনন্যা। এশিয়া-প্যাসিফিক যোগাসনের আসর থেকে স্বর্ণপদক জয় করল অনন্যা প্রামাণিক । ১৭থেকে ২০ সেপ্টেম্বর থাইল্যান্ডের পাটায়ায় ইউনিভার্সাল যোগা স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বসেছিল এই যোগার আসর। ভারত, শ্রীলঙ্কা, আমেরিকা, মালয়েশিয়া, থাইল্যান্ড, জাপান-সহ ১১ টি দেশের প্রায় ৩০০ প্রতিযোগী অংশগ্রহণ করে। তাদের মধ্যে সাব জুনিয়র বালিকা বিভাগে (১৩-১৫ বছর) তমলুকের অনন্যা প্রামাণিক। 

0
Report
Purba Medinipur721603blurImage

রাজ্য সরকারের উন্নয়ন প্রকল্পের গান: সাধারণ মানুষের জন্য বিশেষ উদ্যোগ

Ranjan MaityRanjan MaitySept 24, 2024 09:35:46
Natshal, West Bengal:

জনবহুল এলাকায় রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের পরিষেবা গুলি গানের মাধ্যমে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ। জেলায় বন্যা পরিস্থিতিতে জনজীবন স্বাভাবিক করে তোলার যুদ্ধ যেমন প্রশাসনের পক্ষ থেকে চলছে তেমনি সাধারন মানুষ সরকারি সাহায্য গুলি কিভাবে পাবে তা লোকশিল্পীদের গানের মাধ্যমে তুলে ধরতেই এই ধরনের কর্মশালার আয়োজন। জেলার লোকশিল্পীদের নিয়ে তিনদিনের বিশেষ কর্মশালার শুভ সূচনা হলো মঙ্গলবার। তিনদিনব্যাপী এই কর্মশালার মূল উদ্দেশ্য হল লোকশিল্পীদের প্রসার৷

0
Report
Purba Medinipur721628blurImage

মহিষাদলে দুর্গোৎসব: রাজ্য সরকারের অনুদান পেয়ে খুশি পুজো কমিটি!

Ranjan MaityRanjan MaitySept 23, 2024 15:15:01
Garh Kamalpur, West Bengal:

মহিষাদলে দুর্গোৎসব সুন্দরভাবে পরিচালনার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে পুজো উদ্যোগতাদের সরকারি সাহায্য প্রদান করা হচ্ছে। সোমবার সন্ধ্যায় মহিষাদল থানার পুলিশের পক্ষ থেকে পুজো কমিটির সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাগৃহে এই অনুষ্ঠানে ৭৮টি পুজো কমিটির মধ্যে মোট ৮৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়, যদিও আর জি কর কান্ড ও বন্যা পরিস্থিতির কারণে কিছু পুজো উদ্যোগতা অনুদান নিতে অস্বীকৃতি জানান।

0
Report
Purba Medinipur721603blurImage

নিশিকান্ত মন্ডলের বলিদান দিবসে শ্রদ্ধা: নেতারা মাল্যদান করলেন!

Ranjan MaityRanjan MaitySept 23, 2024 10:24:09
Natshal, West Bengal:

২২শে সেপ্টেম্বর, ২০০৯ সালে নন্দীগ্রাম ভূমি রক্ষা আন্দোলনের নেতা নিশিকান্ত মন্ডল আততায়ীদের হাতে খুন হন। আজকের দিনে তাঁর বলিদান দিবস হিসেবে স্মরণ করা হয়। সকালে পরিবারের সদস্যরা মূর্তিতে মাল্যদান করেন, পরে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মাল্যদান করেন। বিকেলে সোনাচুড়া এলাকায় নন্দীগ্রাম ১ ব্লকের নেতৃত্ব ও রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যসহ তৃণমূলের নেতারা শ্রদ্ধা জানান। নিশিকান্ত মন্ডল ২৫ বছর ত্রিস্তরীয় পঞ্চায়েতিরাজ ব্যবস্থায় যুক্ত থাকার জন্য রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত।

0
Report
Purba Medinipur721603blurImage

"কথা রাখলেন শুভেন্দু, তুলেদিলেন প্রতিশ্রুতির ৫ লক্ষ টাকা"

Ranjan MaityRanjan MaitySept 23, 2024 10:22:38
Natshal, West Bengal:

পাঁশকুড়ার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী স্যালারি অ্যাকাউন্ট থেকে ৫ লক্ষ টাকার চেক বন্যা দুর্গত গণেশচন্দ্র ভূঁইয়ার হাতে তুলে দিলেন। কংসাবতী নদীর ভাঙনে গণেশ বাবুর বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। শুভেন্দু অধিকারী বন্যা এলাকা পরিদর্শনের সময় তাঁকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেন। রবিবার প্রতিনিধি মারফত সেই চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিজেপি নেতৃত্ব সিন্টুসেনাপতি, সুকুমার ভূঁইয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

0
Report
Purba Medinipur721603blurImage

পাঁশকুড়ায় " অভয়া ক্লিনিক" পরিষেবায় কিঞ্জল ও অনিকেতরা

Ranjan MaityRanjan MaitySept 22, 2024 08:36:51
Natshal, West Bengal:

আর জি কর ঘটনায় জুনিয়র ডাক্তাদের আন্দোলনের প্রথমসারির মুখ মেদিনীপুরের দুই যুবক কিঞ্জল নন্দ ও অনিকেত মাহাতো। এবার তাদের উদ্যোগেই পাশকুড়ায় খোলা হলো " অভয়া ক্লিনিক"। প্রাকৃতিক দূর্যোগ ও ডিভিসির অতিরিক্ত জল ছাড়ায় রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকায় বন্যায় জলবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। তাদের চিকিৎসা পরিষেবা দিতে এবার এগিয়ে এলো জুনিয়র চিকিৎসকেরা। রবিবার পাঁশকুড়া নাগরিক সমাজের ব্যবস্থাপনায় WBJDF এর পরিচালনায় দুটি " অভয়া ক্লিনিক" খোলা হয়।

0
Report
Purba Medinipur721603blurImage

বীরভূমের নেতারা বাড়াবাড়ি করবেন না, পরামর্শ শুভেন্দুর

Ranjan MaityRanjan MaitySept 22, 2024 08:31:46
Natshal, West Bengal:

নন্দীগ্রামঃ সাম্প্রতিক কয়েকদিন আগেই জামিন পেয়েছেন বীরভূম জেলা তৃণমূলের বেতাজবাদশা অনুব্রত মণ্ডল। সেই ঘটনায় এবার বীরভূমের নেতাদের বাড়াবাড়ি না করার পরামর্শ দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার নন্দীগ্রামের ভূমি উচ্ছেদ প্রতিরোধ আন্দোলনের অন্যতম শহীদ নিশিকান্ত মন্ডল এর বলিদান দিবস উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু। সেখান থেকে শুভেন্দু হুঁশিয়ারি দিয়ে বলেন, "এদের কোন শিক্ষা দীক্ষা ও লাজ-লজ্জা নেই। এদের ভাষা দেখুন বলছে বাঘ নাকি ফিরে এসেছে।

0
Report
Purba Medinipur721603blurImage

ভ্রমণের সাথে অভিজ্ঞতা অর্জনের বিশেষ গাইডের ব্যবস্থা দিঘায়,শিঘ্রই চালু হচ্ছে পরিষেবা

Ranjan MaityRanjan MaitySept 22, 2024 06:29:27
Natshal, West Bengal:

দিঘা: রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘা। সেই দিঘার আসেপাশে রয়েছে বহু দর্শনীয়স্থান,প্রাচীন মন্দির,মসজিদ। সেই সমস্ত স্থানের, মন্দির, মসজিদ এমনকি নানা প্রজাতির মাছের বিষয়ে জানাতে দিঘায় প্রশিক্ষণ প্রাপ্ত বিশেষ গাইডের পরিষেবা চালু হচ্ছে খুব শীঘ্রই। পুজোর আগে এই পরিষেবা চালু হলে ভ্রমণপিপাসু মানুষের কাছে বাড়তি পাওয়না হয়ে উঠবে। ভ্রমণের সাথে টুরিস্ট গাইড কথাটি ওতপ্রতভাবে জড়িত। দিঘা, মান্দারমনি তাজপুর সহ পর্যটন ক্ষেত্রে সরকারি প্রশিক্ষণপ্রাপ্ত টুরিস্ট গাইড আসতে চলেছে।

0
Report
Purba Medinipur721603blurImage

শুভেন্দু অধিকারীর পাঁশকুড়া পরিদর্শন: বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি!

Ranjan MaityRanjan MaitySept 21, 2024 11:22:37
Natshal, West Bengal:

পাঁশকুড়ায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি পাঁশকুড়া বাজার থেকে বাইকে করে জন্দড়ায় পৌঁছে বানভাসি মানুষের সঙ্গে কথা বলেন। বন্যায় ক্ষতিগ্রস্ত একটি পাকা বাড়ির লোকজনকে সহায়তার প্রতিশ্রুতি দিয়ে বলেন, "প্রয়োজনে নিজের টাকা দিয়ে সাহায্য করবো।" ঝাড়খণ্ড সীমান্ত নিয়ে তিনি জানান, কুলটির বিধায়ক বিক্ষোভ করছেন এবং প্রয়োজন হলে তিনিও যাবেন। রাজ্যপালের সঙ্গে আলোচনা করার কথা বলেন এবং ডি ভি সি সম্পর্ক ছিন্ন করার বিষয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের জবাব দেন।

0
Report
Purba Medinipur721628blurImage

পাঁশকুড়ায় জলমগ্ন: মুখ্যমন্ত্রীর পরিদর্শন, স্থানীয়দের বিক্ষোভ!

Ranjan MaityRanjan MaitySept 20, 2024 11:10:31
Mahishadal, West Bengal:
পাঁশকুড়া: পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন। গতকাল পাঁশকুড়ার মঙ্গলদ্বারী এলাকায় জলমগ্ন এলাকা পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ত্রানের যাতে কোনো সমস্যা না হয় সেদিকে জেলাশাদক ও পুলিশ সুপারকে নজর দেওয়ার কথা বলে জান। পরিষেবা না মেলায় আজ ১৬ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভে স্থানীয়রা।
0
Report
Purba Medinipur721171blurImage

বন্যায় ঘরের মধ্যে আটকে বৃদ্ধা,উদ্ধার এনডিআরএফ টিম

Ranjan MaityRanjan MaitySept 20, 2024 01:38:38
Panskura, West Bengal:

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া এলাকার জলমগ্ন। কংসাবতী নদীর বাঁধ ভেঙে ঘটে বিপত্তি।গোবিন্দনগর অঞ্চলের কয়া মঙ্গলদারি সহ বহু গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে রয়েছে। একতলা বাড়ি সহ বহু বাড়ি জলের তলায়, এমনকি ভেঙ্গে পড়েছে বেশ কয়েকটি বাড়ি। আতঙ্কে ঘর ছেড়ে কেউ ত্রাণ শিবিরে কেউ বা রাস্তায় আশ্রয় নিয়েছে। তবে বেশ কিছু মানুষ এখনো পর্যন্ত জলবন্দী হয়ে রয়েছে। তবে প্রশাসনের তরফ থেকে ওই এলাকায় মঙ্গলদ্বারী স্কুলে একটি ত্রান শিবির খোলা হয়েছে। তবে সেই প্রাণ শিবিরো বন্যার জলের মধ্যে ডুবে রয়েছে ।

0
Report
Purba Medinipur721401blurImage

ডিভিসির সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করবোইঃ মমতা

Ranjan MaityRanjan MaitySept 20, 2024 00:32:53
Contai, West Bengal:

পাঁশকুড়াঃ ব্যারেজের জল ও ক্রমাগত কয়েকদিনের বৃষ্টিতে কার্যত বানভাসি বাংলা। বাংলার একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে ডিভিসির বিরুদ্ধে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ডিভিসির সঙ্গে সম্পূর্ণ সম্পর্ক বিচ্ছিন্ন করবেন বলে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কেন্দ্রীয় সরকার যেভাবে বাংলার ওপর অত্যাচার চালাচ্ছে তার বিরুদ্ধে আগামী দিনে আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

0
Report