হলদিয়া: রাজ্যে হাসপাতালে হাসপাতালে বাড়ছে অশান্তির ঘটনা। শান্তি বজায় ও নিরাপত্তার স্বার্থে বাড়ানো হলো নিরাপত্তারক্ষ্মী। দেওয়া হলো প্রশিক্ষণ। হাসপাতালের নিরাপত্তা জোরদার করতে বাড়ানো হয়েছে সিকিউরিটি ফোর্স ।হলদিয়া মহকুমা হাসপাতালে এমন সিকিউরিটি ১২ জনকে নিয়ে এক কর্মসূচি অনুষ্ঠিত হলো হলদিয়ায়।প্রশিক্ষক হিসেবে হাজির ছিলেন এসডিপিও হলদিয়া ,অরিন্দম অধিকারী , দুর্গাচক থানার ওসি গোপাল পাঠক ,অন্যান্য পুলিশ অফিসারেরা।