২২শে সেপ্টেম্বর, ২০০৯ সালে নন্দীগ্রাম ভূমি রক্ষা আন্দোলনের নেতা নিশিকান্ত মন্ডল আততায়ীদের হাতে খুন হন। আজকের দিনে তাঁর বলিদান দিবস হিসেবে স্মরণ করা হয়। সকালে পরিবারের সদস্যরা মূর্তিতে মাল্যদান করেন, পরে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মাল্যদান করেন। বিকেলে সোনাচুড়া এলাকায় নন্দীগ্রাম ১ ব্লকের নেতৃত্ব ও রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যসহ তৃণমূলের নেতারা শ্রদ্ধা জানান। নিশিকান্ত মন্ডল ২৫ বছর ত্রিস্তরীয় পঞ্চায়েতিরাজ ব্যবস্থায় যুক্ত থাকার জন্য রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত।
Back
721603
নিশিকান্ত মন্ডলের বলিদান দিবসে শ্রদ্ধা: নেতারা মাল্যদান করলেন!
Natshal, West Bengal
0
Share
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Kumarganj, West Bengal:
দীর্ঘ দিনের দুর্ভোগ কাটিয়ে তৈরি হতে চলছে ১কোটি১৮লক্ষ্ টাকা ব্যায়ে গার্ডওয়ালlকাউন্সিলরের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবে রূপ নেবে দ্রুত,খবর বালুরঘাট পৌরসভা সূত্রে।এ.কে.গোপালন কলোনিতে ৬০০০এর অধিক লোকের বাস।এই ওয়ার্ড দিয়েই বয়ে গেছে আত্রেয়ী খাড়ি।বৃষ্টির জেরে প্লাবিত হয়ে পড়ে এই এলাকাlরিটায়ার্ড ৪জন IASএনে DPRকরে রাজ্য সরকারের কাছে পাঠানো হয়।অর্থ বরাদ্দ করে সরকার। কাউন্সিলর বিপুলকান্তি ঘোষ,চেয়ারম্যান অশোক মিত্র সহযোগিতায় ও মন্ত্রী বিপ্লব মিত্র প্রচেষ্টায় কাজটি সেচ দপ্তরের দ্বারা সম্পন্ন হবে।
0
Share
Report
Kumarganj, West Bengal:
গতবৃহস্পতি বার রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জুড়ে পালিত হয়েছে শ্যামা মায়ের পুজো। শ্যামা মায়ের পুজো শেষ এবার বিশ্বর্জনের পালা। সন্ধ্যা লাগতেই বেড়িয়ে পড়েন বিশ্বর্জন দিতে পুজো উদ্যোক্তারা ।।দক্ষিণ দিনাজপুর জেলার জেলা পুলিশের প্রহরায় নির্বিগ্নে পালিত হয় মায়ের বিসর্জনের পর্ব। বিসর্জন ঘাটে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন ছিল ।
0
Share
Report
Kumarganj, West Bengal:
ভাতৃদ্বিতীয়ায় বোনেরা ভাইয়ের মঙ্গল কামনায় ফোঁটা দেয় ভাইকে। ওদের নিজের বলতে সে ভাবে কেউ নেই। তাই বালুরঘাট শহরের রঘুনাথপুর সিএনআই মিশনে আবাসিকদের নিয়ে ভাইফোঁটার আয়োজন করল শহরের এক মহিলা। নিজের মেয়েকে নিয়ে ফোঁটা দিতে মিশনে উপস্থিত হন বালুরঘাটের রিতা বসাক নামে এক মহিলা। মিশনের সকলকে ফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করেন। শুধুমাত্র ভাইফোঁটা দেওয়া নয় সকলের জন্য পেট ভরে খাওয়ার আয়োজন করা হয়।
0
Share
Report
Kumarganj, West Bengal:
দক্ষিণ দিনাজপুরের তপন বিধানসভার ৯ নং অঞ্চলের গোপালবাটি গ্রামের একটি বাড়িতে আগুন লেগে সমস্ত কিছু পুড়ে যায়, ঘটনার খবর পেয়ে সেই পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তপন বিধানসভার বিধায়ক বুধরাই টুডু l তিনি ত্রিপল,শাড়ি ও কিছু খাবার সামগ্রী দিয়ে পাশে থাকার আশ্বাস দিলেন ক্ষতিগ্রস্ত পরিবারকে l বিধায়কের সঙ্গে ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার সহ অন্যান্যরা।
0
Share
Report
Kumarganj, West Bengal:
ব্রাজিলের ফোর্টালেজায় অনুষ্ঠিত G20 Education Ministers Meetingএ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত বোধ করছি।বৈঠকে বিকশিত ভারতের লক্ষ্যে এগিয়ে চলা শিক্ষা ব্যবস্থার উন্নতির বিষয় ও জাতীয় শিক্ষানীতির বিষয় উপস্থাপন করলেন ডক্টর সুকান্ত মজুমদারl তিনি বলেন,জি-২০তে যে সদস্য দেশগুলি আছে, তাদের সমস্ত শিক্ষামন্ত্রীর বৈঠক এটি। একাধিক সেশন আছে এবং এটা বিরাট বড় সুযোগ।প্রধানমন্ত্রী মোদিকে সেজন্য ধন্যবাদ জানাইl
0
Share
Report
Kanksa, West Bengal:
ভাতৃদ্বিতীয়ার সন্ধ্যায় নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার ধান জমি থেকে। খুনের আশঙ্কা স্থানীয়দের। কাঁকসার মলানদিঘি ফাঁড়ির নয়া কাঞ্চনপুরের বাসিন্দা। ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ।
0
Share
Report
Durgapur, West Bengal:
ভাইফোঁটা দিতে স্বপরিবারে দুর্গাপুরের স্টিল টাউন শিপের এজোনে যাচ্ছিলেন এক মহিলা। তিনি রানীগঞ্জে থাকেন।টোটো চেপে যাবার সময় একচেনা মহিলা টোটো উঠেন এবং নেমে যান।এরপরেই ব্যাগ থেকে সোনার গহনা সব উধাও হয়ে যায় বলে দাবি। দুর্গাপুরের প্রান্তিকা ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছে। অজ্ঞাত পরিচয় ঔ মহিলার সন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
0
Share
Report
Durgapur, West Bengal:
দুর্গাপুরে রবিবার ভাইফোঁটার দিনে অভিনব কায়দায় দুর্গাপুরের ট্রাফিক গার্ডের পক্ষ থেকে হেলমেট অভিযান করা হলো। দুর্গাপুরের ভকৎ সিং মোড়ে যেসকল বাইক আরোহী হেলমেট না পরে বাইক চালিয়ে যাচ্ছিলেন তাদের রাস্তায় আটকে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ভাইফোঁটা দেওয়া হয়। উলু ধ্বনি দিয়ে কপালে চন্দনের ফোঁটা পরানো হয়। বাইক আরোহীর দীর্ঘায়ু কামনা করে মাথায় হেলমেট পরিয়ে দেওয়া হয়। ট্রাফিক গার্ডের ওসি বিনয় লায়েকের নেতৃত্বে এই অভিনব অভিযান করে দুর্গাপুরের ট্রাফিক গার্ডের পুলিশ।
0
Share
Report
Durgapur, West Bengal:
গত দুবছর ধরে দুর্গাপুরের স্টিল টাউন শিপের এজোনের দয়ানন্দ কালচার সোসাইটি শ্যামা পূজো উপলক্ষে গন ভাই ফোঁটার আয়োজন করে রবিবার সকালে।একশ জন শিশুকে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। সেইসঙ্গে বসে খাওয়ানো হয় লুচি তরিতরকারি মিষ্টি।
0
Share
Report
Khandra, West Bengal:
অন্ডালের খান্দরা উদ্ববর্তন বৃদ্ধাশ্রমে হলো ভাইফোঁটার অনুষ্ঠান । হাজির থাকলেন অতিথিরা । দেওয়া হলো উপহার । ছিল মধ্যাহ্ন ভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠানে ও । এদিন রবিবার প্রতিবছরের মত এ বছরও খান্দরা উদবর্তন বৃদ্ধাশ্রমে ঘটা করে হলো ভাইফোঁটা অনুষ্ঠান।এবারে ৮ বছরে পদার্পন করল এই অনুষ্ঠান ।আবাসিকরা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি ও আবাসিকদের পরিবারের সদস্যরাও । আবাসিক মহিলারা চন্দনের ফোঁটা দেন পুরুষ আবাসিক ও অতিথিদের কপালে।
0
Share
Report