কেতুগ্রাম থানার পাঁচুন্দি গ্রামে আজ বিকেলে মহিলাদের প্রতিবাদ মিছিল
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
দুর্গাপুর ব্যারেজে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক যুবকের ঝাড়খণ্ড এর বাসিন্দা রাহুল মোদি যদিও তিনি বর্তমানে দুর্গাপুরের করঙ্গ পাড়ায় থাকতেন। মঙ্গলবার সকালে স্কুটি নিয়ে এসে দুর্গাপুর ব্যারেজে তিনি ঝাঁপ দেন বলে খবর। পরে বিষয়টি জানতে পেরে তার পরিবারের লোকজন দুর্গাপুর ব্যারেজে আসেন। খবর পেয়ে আসেন বড়জোড়া থানার পুলিশ এবং অন্যদিকে দুর্গাপুর কোকওভেন থানার পুলিশ। আরও পরে বড়জোড়া থানার পক্ষ থেকে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের দিয়ে ব্যারেজ এ তল্লাশি চালালেও ওই যুবকের খোঁজ মেলেনি।
কীর্ণাহার উত্তরপাড়ার ৭৫ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ বাঁটুল দোলুই বাড়ি থেকে বেরিয়ে পায়ে হেঁটে লাভপুর যাচ্ছিলেন। পথে সিউড়ি কাটোয়া রাজ্য সড়কে আহত অবস্থায় পড়ে থাকেন। কীর্ণাহার থানার দুই সিভিক ভলেন্টিয়ার, পলাশ মণ্ডল ও জগন্নাথ গড়াই, বৃদ্ধকে উদ্ধার করে কীর্ণাহার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। বৃদ্ধের ওপর নজর পড়ার পর সিভিক ভলেন্টিয়াররা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে কীর্ণাহার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসার পর, তাঁকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
কাটোয়া কে ডি আই স্কুলের মোড়ে রাস্তার ওপরে রঙ তুলি নিয়ে আর জি কর কান্ডে নিহত নির্যাতিতা জুনিয়র চিকিৎসকের বিচারের দাবি তুলে রাস্তার উপরে পথচিত্র আঁকতে দেখা গেলো কাটোয়ার সর্বস্তরের চিত্রশিল্পীদের । তাদের দাবি রাস্তা-ক্যানভাসের মাধ্যমে তাঁরা আর জি কর কাণ্ডে নিহত নির্যাতিতা জুনিয়র চিকিৎসকের বিচারের দাবি জানাচ্ছেন । প্রতিবাদে মুখর এক যুবতী জানান, এখন আর উই ওয়ান্ট জাস্টিস নয়, এখন উই ডিমান্ড জাস্টিস। তাঁরা জানান সুবিচার তাঁদের অধিকার।
সামনেই উৎসবের মরশুম,আর উৎসবের মরশুমে জেলা ব্লাড ব্যাঙ্কে রক্তের অভাব দেখা যায়।মমূর্ষ রোগীদের প্রান বাচাতে ডোনার আনতে হয় রোগীর আত্মীয়দের।জেলা ব্লাড ব্যাঙ্কে রক্তের অভাব মেটাতে মঙ্গলবার কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েত উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন পঞ্চায়েত সমিতির সভাগৃহ রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান ববিতা সরকার,এলাকার বিশিষ্ট শিক্ষক উত্তম সরকার, সহ গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু সদস্যরা।এদিন ৪০ জনের মতো
গঙ্গারামপুর,দক্ষিণ দিনাজপুর;কলকাতা আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল কান্ডের প্রতিবাদে এলাকার যুবতীরা প্রতিবাদ মিছিল করলো মঙ্গলবার বিকাল ৫ টা নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ঠ্যাঙ্গাপাড়া জুড়ে। এদিন গঙ্গারামপুর থানার ঠ্যাঙ্গাপাড়া ট্রাফিক মোড় থেকে প্রতিবাদ মিছিলটি শুরু করে ঠ্যাঙ্গাপাড়া, মহারাজপুর ঘুরে প্রতিবাদ মিছিলটি করা হয়।
বেলিয়াতোড়, ১০ সেপ্টেম্বর: বাঁকুড়ার বেলিয়াতোড়ে এক কলেজ ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার বিকালে, ছাত্রীটি তার জেঠিমার সঙ্গে গ্রামের রাস্তায় হাঁটছিলেন। তিনজন ইভটিজার বাইকে এসে তাকে উত্ত্যক্ত করে। ছাত্রীটি তাদের উপেক্ষা করলে, দুর্বৃত্তরা বাইক থামিয়ে তার কাছে মোবাইল ছিনতাই করে। ঘটনার পর পুলিশে অভিযোগ দিলে, সরিফুল মন্ডল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এলাকাবাসী পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছে।
অভয়া ক্লিনিকের পর এবার মেডিক্যাল পড়ুয়াদের শিক্ষাদানে মেদিনীপুর মেডিক্যালে শুরু হতে চলেছে "অভয়া পাঠশালা"। মূলত পোস্ট গ্র্যাজুয়েট এর দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের আন্ডার গ্র্যাজুয়েট পোড়ানোর জন্য ক্লিনিক্যাল ক্লাসেস করানো হয়। যেখানে ক্লিনিক্যাল ক্লাসে রোগী দেখিয়ে পড়াতে হয়। তাই ক্লিনিক্যাল ক্লাসে কিছু পরিবর্তন এনে PG এবং UG ট্রেনিদের জন্য এই অভয়া পাঠশালা শুরু করতে চলেছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।