নৈশ মহিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কাটোয়ার গোবিন্দবাগান ফুটবল ময়দানে
শহরে এই প্রথম নৈশ মহিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কাটোয়ার গোবিন্দবাগান ফুটবল ময়দানে। কাটোয়া পুরসভার পরিচালিত মহিলা ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন জেলা থেকে আটটি দল অংশ নিয়েছিল।রবিবার বিকাল থেকে খেলা শুরু হয়। কৃত্রিম আলোয় মাঠে মহিলাদের ফুটবল খেলা দেখতে বেশ ভিড় হয়। এদিন ফাইনালে ওঠে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব এবং কাটোয়া এসিসি স্পোর্টিং ক্লাব। রাত সাড়ে আটটায় ফাইনাল খেলা শুরু হয়।
কাটোয়ায় রাজ্য সরকারের দেওয়া আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হলো ৫৬৬ টি পুজো কমিটিকে
কাটোয়া থানা এলাকার ৫৬৬ টি পুজো কমিটিতে সরকারী অনুদানের চেক তুলে দেওয়া হলো। আজ বিকেলে কাটোয়া সংহতি মঞ্চে কাটোয়ার বিধায়ক ও একগুচ্ছ সরকারী আধিকারিকের উপস্থিতিতে রাজ্য সরকারের দেওয়া আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হলো ৫৬৬ টি পুজো কমিটিকে। এরপাশাপসি কাটোয়া থানায় কর্মরত সিভিক ভলেন্টিয়াররা তাদের স্বল্প আয় থেকেই বিশেষভাবে সক্ষম এক ব্যক্তিকে একটি হুইলচেয়ার দেওয়ার ব্যবস্থা করেন। এই হুইলচেয়ারটি তার হাতে তুলে দেন বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী।
আট দফা নিয়ে কাটোয়া পৌরসভায় ডেপুটেশন জমা দিলো সিপিআইএম কর্মী সমর্থকেরা
মহিলাদের ‘রাত দখল’ কর্মসূচি নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ
মহিলাদের ‘রাত দখল’ কর্মসূচি নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তাঁর দাবি, ‘রাত দখল’ কর্মসূচিতে গিয়ে গভীর রাতে মদের দোকানে যাচ্ছেন মহিলারা। মদ কিনে খাচ্ছেন। তাঁদের নিরাপত্তার জন্য আলাদা করে সতর্ক হতে হচ্ছে প্রশাসনকে,মদ্যপ কোনো মহিলার সাথে যদি কোনো অঘটন ঘটে যাই তাহলে তার দায়িত্ব তো আমাদের উপরেই পড়বে।
জল বাড়ছে অজয় ও ভাগীরথী, চিন্তায় নিচু এলাকার বাসিন্দারা
চলন্ত বাসে অষ্টম শ্রেণির ছাত্রীকে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে
যাত্রীবাহী চলন্ত বাসে অষ্টম শ্রেণির ছাত্রীকে গলায় কোপ দিয়ে খুনের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। কেতুগ্রামের কোমরপুর এর কাছে এই ঘটনাটি ঘটে। চলন্ত বাসে হঠাৎ করেই ওঠে, মেয়েটির গ্রামেরই এক যুবক বাবু শেখ। এরপরেই মেয়েটির উপর হামলা চালায় ধারালো অস্ত্র দিয়ে তার গলায় কোপ দেয়। মৃত্যু হয় অষ্টম শ্রেণির ছাত্রীর। চলন্ত বাস থেকেই লাফিয়ে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। বাস সহ মৃতদেহটি কেতুগ্রাম থানায় নিয়ে আসা হয়েছে। কেতুগ্রাম থানার পুলিশ তদন্ত শুরু করেছে। উভয়ের বাড়ি কাটোয়া থানা হরিপুর গ্রামে।
বৃষ্টি পাতে জনজীবন ব্যাহত হয়েছে কাটোয়ায়
নিম্নচাপের কারণে কাটোয়া মহকুমায় টানা তিনদিন ধরে বৃষ্টি চলছেই। শুক্রবার থেকে শুরু হয়ে আজ সোমবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত রয়েছে। যদিও সবসময় ভারী বৃষ্টিপাত হচ্ছে না, তবে মাঝারি ও হালকা বৃষ্টিপাত নিয়মিত হচ্ছে। এ কারণে জনজীবন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। ভারী বৃষ্টিপাতের জন্য মাঝে মাঝে ফেরি চলাচল বন্ধ রাখা হচ্ছে, যা নিত্যযাত্রী ও ব্যবসায়ীদের জন্য সমস্যা তৈরি করছে। কাটোয়াবাসী এখন অপেক্ষা করছে কবে এই নিম্নচাপের বৃষ্টির হাত থেকে মুক্তি মিলবে।
ঢাক বাজিয়ে নির্যাতিতার প্রতীকী ছবি রেখে দেবীজ্ঞানে প্রদীপ দেখালো কাটোয়ার কিছু সাধারণ মানুষ
ঢাক বাজিয়ে নির্যাতিতার প্রতীকী ছবি রেখে দেবীজ্ঞানে প্রদীপ দেখালো কাটোয়ার কিছু সাধারণ মানুষ। মহিলাদের রাত দখল, মানববন্ধন, অবস্থান, প্রতিবাদ মিছিলের পর এবার নির্যাতিতার প্রতীকী ছবিকেই দেবীজ্ঞানে পুজো করলো কাটোয়ার কিছু সাধারন মানুষ । ঢাক বাজিয়ে প্রদীপ দেখিয়ে নির্যাতিতাকে শ্রদ্ধা জানালো কাটোয়াবাসী। আজ সন্ধ্যায় কাটোয়া টেলিফোন ময়দানে নেহরু মূর্তির পাদদেশে অবস্থান করা হয়। সেখানেই মেয়েদের আত্মরক্ষার কিছু টেকনিকও শেখানো হয়। সেখানেই বৃষ্টিতে ভিজে ভিজেই গানও করেন তারা।
সিপিআই(এম) কাটোয়া শহর এরিয়া কমিটির উদ্যোগে শোকমিছিল
আর জি কর কান্ডে নিহত নির্যাতিতা জুনিয়র চিকিৎসকের বিচারের দাবি তুলে রাস্তার উপরে পথচিত্র
কাটোয়া কে ডি আই স্কুলের মোড়ে রাস্তার ওপরে রঙ তুলি নিয়ে আর জি কর কান্ডে নিহত নির্যাতিতা জুনিয়র চিকিৎসকের বিচারের দাবি তুলে রাস্তার উপরে পথচিত্র আঁকতে দেখা গেলো কাটোয়ার সর্বস্তরের চিত্রশিল্পীদের । তাদের দাবি রাস্তা-ক্যানভাসের মাধ্যমে তাঁরা আর জি কর কাণ্ডে নিহত নির্যাতিতা জুনিয়র চিকিৎসকের বিচারের দাবি জানাচ্ছেন । প্রতিবাদে মুখর এক যুবতী জানান, এখন আর উই ওয়ান্ট জাস্টিস নয়, এখন উই ডিমান্ড জাস্টিস। তাঁরা জানান সুবিচার তাঁদের অধিকার।
প্রথম মহিলা ভারতীয় হিসাবে নর্থ চ্যানেল জয় করেছেন কালনার মেয়ে সায়নী দাস
কালনায় ফিরে আরজিকরের ঘটনা নিয়ে সাঁতারু সায়নী দাসের মন্তব্য
প্রথম মহিলা ভারতীয় হিসাবে নর্থ চ্যানেল জয় করেছেন কালনার মেয়ে সায়নী আরজিকরের ঘটনা নিয়ে লজ্জিত হয়েছি, ভয়ও পেয়েছি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, কিন্তু পাশাপাশি বাংলা নারীদের জন্য কতটা নিরাপদ সেই প্রশ্ন চিহ্ন থাকছেই জানালেন সাঁতারু সায়নী দাস দাস
বিচার চেয়ে পথে নামল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের কাটোয়া শাখা
বিজেপির কর্মী সমর্থকরা অবস্থান ও ধর্না কর্মসূচি পালন
মুখ্যমন্ত্রীর পদত্যাগ সহ আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে কাটোয়া ১ নম্বর ব্লক কার্যালয়ের সামনে বিজেপি কাটোয়া নগর কমিটির সদস্যরা অবস্থান ধর্নায় বসেছে।বিজেপির রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুসারে ব্লক অফিসের প্রধান গেটের উল্টো দিকে মঞ্চ করে অবস্থান কর্মসূচি পালন করছে বিজেপির কর্মী সমর্থকরা।এদিন কাটোয়া ২ নম্বর ব্লকের সামনেও বিজেপির কর্মী সমর্থকরা ধর্না কর্মসূচি পালন করছে।
দোষীদের গ্রেপ্তারের দাবিতে মশাল হাতে মিছিল করল কাটোয়ায় বামপন্থী গণসংগঠন
আরজিকর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার দোষীদের গ্রেপ্তারের দাবিতে মশাল হাতে মিছিল করল কাটোয়ায় বামপন্থী গণসংগঠন মঞ্চ। বর্বরোচিত ঘটনার প্রতিবাদে সামিল এদিন হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের শাখা সংগঠনগুলি। দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ" স্লোগান তুলে এদিন মিছিল করা হয়। আজ বিকালে কাটোয়ার সুবোধ স্মৃতি রোডের সিপিআইএম এর কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করে সিপিএমের কার্যালয়ের সামনে এসে মিছিল শেষ হয়
মঙ্গলকোটে গ্রিল গেটের তালা ভেঙে স্কুলে চুরি
গ্রিলগেটের তালা ভেঙে স্কুলে চুরি র ঘটনায় এলাকায় চাঞ্চল্য। গুরুত্বপূর্ণ নথি সহ নগদ টাকা, একটি মনিটর এবং হার্ড ডিস্ক নিয়ে চম্পট দিল দুষ্কৃতীর দল।স্কুলের দুটো আলমারি ও ড্রয়ার ভেঙে তল্লাশি চালিয়েছে দুষ্কৃতীর দল। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে মঙ্গলকোটের যজ্ঞেশ্বরডিহি ভুবনমোহিনী স্মৃতি বিদ্যানিকেতন উচ্চমাধ্যমিক স্কুলে। দাস বৈরাগ্য নামে এক শিক্ষিকা জানান,সকালে স্কুলে এসে দেখি গ্রিলগেটের তালা ভাঙা, অফিসঘরের দরজা খোলা আলমারি দুটো খোলা। সকালেই স্কুলের চুরির ঘটনা মঙ্গলকোট থানাকে জানানো হয়।
কেতুগ্রাম ১ নম্বর ব্লকের মহিলাদের নিয়ে আর জি কর ঘটনার প্রতিবাদে মিছিল ও প্রতিবাদ সভা
পুলিশ কর্মীদের পুলিশ দিবসের শুভেচ্ছা জানাতে পৌঁছে যান দাঁইহাট শহর তৃনমূল কংগ্রেসের কর্মীরা
বেশ কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে এইদিনটি পুলিশ দিবস হিসাবে পালিত হয়ে আসছে। সেইমতো রাজ্যের বিভিন্ন থানার মতোই দাঁইহাট ফাঁড়িতে কর্মরত পুলিশ কর্মীদের পুলিশ দিবসের শুভেচ্ছা জানাতে পৌঁছে যান দাঁইহাট শহর তৃনমূল কংগ্রেসের কর্মীরা। গলায় উত্তরীয় পড়িয়ে হাতে ফুল দিয়ে পুলিশ কর্মীদের শুভেচ্ছা জানালেন তৃনমূল কর্মীরা। উপস্থিত ছিলেন দাঁইহাট শহর তৃনমূল কংগ্রেসের সভাপতি রাধানাথ ভট্টাচার্য, দাঁইহাট পৌরসভার চেয়ারম্যান প্রদীপ কুমার রায় সহ অন্যান্য নেতা ও কর্মীরা।
কাটোয়া কলেজ গেটে তৃণমূল ছাত্র পরিষদ এক ঘন্টা ধরে কলেজ গেটের সামনে এই বিক্ষোভ অবস্থান
আরজি কর মামলায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে কলেজ গেটের সামনে বিক্ষোভ দেখাল তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূল ছাত্র পরিষদ ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ কলেজের সামনে বিক্ষোভ করে ছাত্ররা। আরজিকেওআর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ ও হত্যার অভিযুক্তদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে স্লোগান দেয় কলেজের শিক্ষার্থীরা। সিবিআই তদন্তভার নিলেও এখনও অপরাধীদের গ্রেপ্তার করতে পারছে না। কাটোয়া কলেজ গেটে তৃণমূল ছাত্র পরিষদ এক ঘন্টা ধরে কলেজ গেটের সামনে এই বিক্ষোভ অবস্থান চলে।
কালনার বাজারে যারা দোকান খোলা রেখেছেন তাদের গোলাপ ফুল দিয়ে অভিনন্দন জানালেন কালনার উপ পৌরপ্রধান
বনধের দিনে কালনার বাজারে যারা দোকান খোলা রেখেছেন তাদের গোলাপ ফুল দিয়ে অভিনন্দন জানালেন কালনার উপ পৌরপ্রধান।বিজেপির ডাকা ১২ ঘন্টার বাংলা বন্ধের বিরোধিতা করছে তৃনমূল কংগ্রেস। কালনার ছবিটা এখানে একটু আলাদা। সকাল থেকেই কালনার সব থেকে বড় বাজার, চকবাজার এলাকায় স্বতঃস্ফূর্তভাবে দোকান খুলেছেন ব্যবসায়ীরা । সেই সমস্ত দোকানদারদের গোলাপ ফুল দিয়ে অভিনন্দন জানালেন কালনা পৌরসভার উপ পৌরপ্রধান তপন পোড়েল। তিনি বলেন রাজ্য সরকার সব সময় বনধ বিরোধী, স্বতঃস্ফূর্তভাবে কালনা ব্যবসাদাররা দোকান খুলেছে
দুটি বেসরকারি ব্যাংক খোলাকে কেন্দ্র করে বিজেপি ও তৃনমূল কংগ্রেসের মধ্যে বচসা কালনা শহরে
রেলপুলিশের হাতে আটক বিজেপি নেতা অমর রামকে কাটোয়া জি আরপি থানা থেকে ছাড়িয়ে নিয়ে গেল দলীয় কর্মীরা।
থেকে ধর্মতলার উদ্দেশ্যে তৃণমূল ছাত্র পরিষদের মিছিল
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কাটোয়া থেকে কর্মী ও সমর্থকেরা ধর্মতলার জনসভায় যোগ দিতে মিছিল করে হাওড়াগামী ট্রেন ধরে রওনা দেন। কাটোয়া শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কচি শেখ দাবি করেন, বিজেপির বনধের মাধ্যমে কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের জমায়েত আটকানোর চেষ্টা চলছে।
কাটোয়ায় ট্রেন লাইনের উপর বসে ট্রেন আটকালো বিজেপির কর্মীরা
মঙ্গলকোট জাম্বোরাম কো-অপারেটিভ সোসাইটি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস
মঙ্গলকোটের জাম্বোরাম কো-অপারেটিভ সোসাইটি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল কংগ্রেস। যবগ্রামে একটি সমবায় সমিতি রয়েছে, সেখানে মোট ভোটার সংখ্যা 1225 এবং সেখানে 49 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন কারণ অন্য কোনও রাজনৈতিক দল প্রার্থী দেয়নি। তার পর তৃণমূল কংগ্রেস নয় জনের কমিটি গঠন করে নতুন বোর্ড গঠন করবে বলে জানিয়েছেন মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ধ্রুব ভট্টাচার্য।