Back
SANDIP GHOSH CHOWDHURY
Purba Bardhaman713130

Katwa: প্রশাসনিক হোলোগ্রামের দাবিতে কাটোয়ার পরিবহন কার্যালয়ের সামনে স্বপরিবারে অবস্থান বঞ্চিত টোটো চালকদের

SANDIP GHOSH CHOWDHURYSANDIP GHOSH CHOWDHURYMay 24, 2025 04:24:36
Katwa, West Bengal:
প্রশাসনিক হলোগ্রাম স্টিকারের দাবিতে কাটোয়ার পরিবহণ কার্যালয়ের সামনে সপরিবারে অবস্থানে বসেছিল বঞ্চিত টোটো চালকরা। টোটো চালকদের দাবি সরকারি হলোগ্রাম না থাকলে প্রশাসন শহরে টোটো চালাতে দেবেনা। টোটো না চালালে আমরা খাব কি?
0
Report
Purba Bardhaman713130

Bardhaman - দীর্ঘ প্রায় পাঁচ বছর বন্ধ থাকার পর ফের কাটোয়া রেল হাসপাতালে টিকাকরণ কর্মসূচি শুরু হল

SANDIP GHOSH CHOWDHURYSANDIP GHOSH CHOWDHURYMay 23, 2025 04:16:45
Katwa, West Bengal:

দীর্ঘ প্রায় পাঁচ বছর বন্ধ থাকার পর ফের কাটোয়া রেল হাসপাতালে টিকাকরণ কর্মসূচি শুরু হল।কাটোয়া পুরসভার স্বাস্থ্যকর্মীরা প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার রেল হাসপাতালে বিশেষ শিবির করে এই টিকাদান করবে। কাটোয়া পুরসভার স্বাস্থ্যদপ্তরের উদ্যোগে রেলের হাসপাতালে এবার থেকে নিয়মিত টিকাকরণ কর্মসূচি চলবে বলে কাটোয়ার পুরপ্রধান সমীর কুমার সাহা জানান।রেলকলোনি সহ কাটোয়া পুরশহরের ১৩,১৪, ১৯ নম্বর ওয়ার্ডের শিশু এবং মায়েদের সুবিধা হবে।উপস্থিত ছিলেন কাটোয়া পুরসভার চেয়ারম্যান সমীর কুমার সাহা, কাটোয়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ্রা রায়, DPHNO করবী দাস, কাটোয়া রেল হাসপাতালের কর্মরত চিকিৎসক।

0
Report
Purba Bardhaman713130

Bardhaman - গরু আনতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হলো এক ব্যক্তির

SANDIP GHOSH CHOWDHURYSANDIP GHOSH CHOWDHURYMay 21, 2025 14:16:30
Katwa, West Bengal:
মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হলো এক ব্যক্তির। পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার অন্তর্গত বালিডাঙ্গা গ্রামের ঘটনা। মৃতের নাম বনমালী ঘোষ।জানা যায়, মঙ্গলবার বিকেলে মাঠে গরু আনতে যায় বনমালি ঘোষ। তারপরই শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। হঠাৎই বজ্রপাত হওয়ায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাকে নিকটস্থ মঙ্গলকোট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তিতে তার মৃতদেহ কাটোয়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়
0
Report
Purba Bardhaman713130

Bardhaman - শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মঘাতী গৃহবধূ

SANDIP GHOSH CHOWDHURYSANDIP GHOSH CHOWDHURYMay 21, 2025 14:15:02
Katwa, West Bengal:
শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মঘাতী গৃহবধূ।পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার অন্তর্গত কেওটশা গ্রামের ঘটনা। মৃতার নাম আন্না দাস (৫৩)। ঘটনায় শোকের ছায়া এলাকাজুড়ে। জানা যায় দীর্ঘদিন ধরে পাইলস সহ একাধিক শারীরিক যন্ত্রণায় ভুগছিলেন তিনি। গতকালকে যন্ত্রনা তীব্র হওয়ায় তা সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মহত্যার পথ বেছে নেন ওই মহিলা। বিষ খেয়ে বমি করার সময় সেটা দেখে মৃতার ছেলে বুঝতে পারেন এবং তড়িঘড়ি তাকে সিঙ্গট গ্রামীণ হাসপতালে নিয়ে যাওয়া হলে সেখানেই কিছুক্ষণ চিকিৎসা চলার পরেই তার মৃত্যু হয়।
0
Report
Advertisement
Purba Bardhaman713130

Katwa: ৫১ সতীপিঠের এক পীঠ পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার অন্তর্গত ক্ষীরগ্রাম

SANDIP GHOSH CHOWDHURYSANDIP GHOSH CHOWDHURYMay 20, 2025 05:17:36
Katwa, West Bengal:
৫১ সতীপিঠের এক পীঠ পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার অন্তর্গত ক্ষীরগ্রাম। দেবী এখানে যোগাদ্যা নামে পূজিতা হন। জানা যায় সতীমায়ের ডান পায়ের বুড়ো আঙুল এই ক্ষীরগ্রামে পড়েছিল। দেবীর প্রস্তরমুর্তি সারাবছরই ক্ষীরদীঘির জলের তলায় নিমজ্জিত থাকে। বছরে বেশ কয়েকবার দেবীমূর্তি জলমন্দির থেকে তুলে পুজো করা হলেও, সাধারণ ভক্তগণ দেবীর দেখা পান মাত্র দুইদিন। বৈশাখ সংক্রান্তিতে মহাপুজোর দিন এবং ৪ ঠা জৈষ্ঠ্য অভিষেকের দিন। এই দুইদিনই শুধু মাত্র সাধারণ মানুষ দেবীর দর্শন পান। ৪ ঠা জৈষ্ঠ্য দেবীকে দর্শন করতে ভক্তের ঢল পূর্ব বর্ধমানের ক্ষীরগ্রামে।
0
Report
Purba Bardhaman713130

Bardhaman - অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপনে তিনশ ফুট দীর্ঘ তিরঙ্গা পতাকা নিয়ে কাটোয়া শহরে মিছিল বিজেপি

SANDIP GHOSH CHOWDHURYSANDIP GHOSH CHOWDHURYMay 19, 2025 16:12:52
Katwa, West Bengal:
অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপনে তিনশ ফুট দীর্ঘ তিরঙ্গা পতাকা নিয়ে কাটোয়া শহরে মিছিল করল জেলা বিজেপি নেতৃত্ব। আজ বিকালে বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার সভাপতি স্মৃতিকণা বসুর নেতৃত্বে বীরভূমের দলীয় বিধায়ক সহ জেলার কর্মীরা কাটোয়ার ঘোষহাট থেকে মিছিল শুরু করে। তিরঙ্গা যাত্রা কাটোয়া শহর পরিক্রমা করে লেনিন সরণিতে শেষ হয়।এদিনের মিছিলে পা মিলিয়েছিলেন বীরভূমের দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা, বিজেপির প্রাক্তন জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ সহ বিশিষ্ট নেতারা।
1
Report
Purba Bardhaman713130

Katwa: বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হলো কাটোয়ায়

SANDIP GHOSH CHOWDHURYSANDIP GHOSH CHOWDHURYMay 18, 2025 17:24:51
Katwa, West Bengal:
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভারতের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হলো কাটোয়ায়। কাটোয়ার পুরসভা মোড়ে জাতীয় পতাকার নিচে দাঁড়িয়ে স্থানীয় শিল্পীদের দেশাত্ববোধক গান ও নাচে ভারতীয় বীর সেনাবাহিনীকে শ্রদ্ধা জানানো হয়। রবিবার কাটোয়া পুরসভা মোড়ে এই উৎসব উদযাপনে শহরের দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেনীর মানুষ যোগ দিয়েছিল।উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী, পুরপ্রধান সমীর কুমার সাহা।
0
Report
Purba Bardhaman713130

নৈশ মহিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কাটোয়ার গোবিন্দবাগান ফুটবল ময়দানে

SANDIP GHOSH CHOWDHURYSANDIP GHOSH CHOWDHURYOct 28, 2024 07:13:01
Katwa, West Bengal:

শহরে এই প্রথম নৈশ মহিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কাটোয়ার গোবিন্দবাগান ফুটবল ময়দানে। কাটোয়া পুরসভার পরিচালিত মহিলা ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন জেলা থেকে আটটি দল অংশ নিয়েছিল।রবিবার বিকাল থেকে খেলা শুরু হয়। কৃত্রিম আলোয় মাঠে মহিলাদের ফুটবল খেলা দেখতে বেশ ভিড় হয়। এদিন ফাইনালে ওঠে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব এবং কাটোয়া এসিসি স্পোর্টিং ক্লাব। রাত সাড়ে আটটায় ফাইনাল খেলা শুরু হয়।

1
Report
Purba Bardhaman713130

কাটোয়ায় রাজ্য সরকারের দেওয়া আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হলো ৫৬৬ টি পুজো কমিটিকে

SANDIP GHOSH CHOWDHURYSANDIP GHOSH CHOWDHURYSept 28, 2024 06:32:23
Katwa, West Bengal:

কাটোয়া থানা এলাকার ৫৬৬ টি পুজো কমিটিতে সরকারী অনুদানের চেক তুলে দেওয়া হলো। আজ বিকেলে কাটোয়া সংহতি মঞ্চে কাটোয়ার বিধায়ক ও একগুচ্ছ সরকারী আধিকারিকের উপস্থিতিতে রাজ্য সরকারের দেওয়া আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হলো ৫৬৬ টি পুজো কমিটিকে। এরপাশাপসি কাটোয়া থানায় কর্মরত সিভিক ভলেন্টিয়াররা তাদের স্বল্প আয় থেকেই বিশেষভাবে সক্ষম এক ব্যক্তিকে একটি হুইলচেয়ার দেওয়ার ব্যবস্থা করেন। এই হুইলচেয়ারটি তার হাতে তুলে দেন বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী।

0
Report
Purba Bardhaman713130

আট দফা নিয়ে কাটোয়া পৌরসভায় ডেপুটেশন জমা দিলো সিপিআইএম কর্মী সমর্থকেরা

SANDIP GHOSH CHOWDHURYSANDIP GHOSH CHOWDHURYSept 20, 2024 01:22:53
Katwa, West Bengal:
আট দফা নিয়ে কাটোয়া পৌরসভায় ডেপুটেশন জমা দিলো সিপিআইএম কর্মী সমর্থকেরা। আজ বিকেলে কাটোয়া ষ্টেশন বাজার চৌরাস্তায় জমায়েত করে হাতে দলীয় পতাকা নিয়ে মিছিল করে কাটোয়া পৌরসভার সামনে গিয়ে পথসভা করে সিপিএম কর্মীরা। এবং চারজনের একটি প্রতিনিধি দল পৌরপ্রধানের ঘরে যান ডেপুটেশন জমা দিতে তারপর দীর্ঘক্ষণ তাদের দাবি দাওয়া নিয়ে আলোচনা করেন করেন পৌর কর্তৃপক্ষের সাথে। কোনোও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে কাটোয়া থানার বিশাল পুলিস বাহিনী মোতায়েন করা হয়েছিল।
1
Report
Purba Bardhaman713130

মহিলাদের ‘রাত দখল’ কর্মসূচি নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ

SANDIP GHOSH CHOWDHURYSANDIP GHOSH CHOWDHURYSept 18, 2024 07:24:39
Katwa, West Bengal:

মহিলাদের ‘রাত দখল’ কর্মসূচি নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তাঁর দাবি, ‘রাত দখল’ কর্মসূচিতে গিয়ে গভীর রাতে মদের দোকানে যাচ্ছেন মহিলারা। মদ কিনে খাচ্ছেন। তাঁদের নিরাপত্তার জন্য আলাদা করে সতর্ক হতে হচ্ছে প্রশাসনকে,মদ্যপ কোনো মহিলার সাথে যদি কোনো অঘটন ঘটে যাই তাহলে তার দায়িত্ব তো আমাদের উপরেই পড়বে।

1
Report
Purba Bardhaman713130

জল বাড়ছে অজয় ও ভাগীরথী, চিন্তায় নিচু এলাকার বাসিন্দারা

SANDIP GHOSH CHOWDHURYSANDIP GHOSH CHOWDHURYSept 17, 2024 12:29:46
Katwa, West Bengal:
নিম্নচাপের জেরে চার দিনের টানা বৃষ্টিতে জল বেড়েছে অজয় ও ভাগীরথীর। কাটোয়া মহকুমার বিস্তৃর্ণ অঞ্চলের মানুষ যারা নিচু জায়গায় বাস করেন তাদের রাতের ঘুম উড়ে উড়েছে। যদিও এখনও পর্যন্ত জল বিপদসীমার নিচে রয়েছে তাতেই আতঙ্কিত হয়ে রায়েছেন নদী পাড়ের বাসিন্দারা। এখনোও পর্যন্ত ফেরী পারাপার হচ্ছে তবে জল আরও বাড়লে ফেরী পরিসেবা বন্ধ রাখবে প্রসাশন।
1
Report
Purba Bardhaman713130

চলন্ত বাসে অষ্টম শ্রেণির ছাত্রীকে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে

SANDIP GHOSH CHOWDHURYSANDIP GHOSH CHOWDHURYSept 17, 2024 12:28:22
Katwa, West Bengal:

যাত্রীবাহী চলন্ত বাসে অষ্টম শ্রেণির ছাত্রীকে গলায় কোপ দিয়ে খুনের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। কেতুগ্রামের কোমরপুর এর কাছে এই ঘটনাটি ঘটে। চলন্ত বাসে হঠাৎ করেই ওঠে, মেয়েটির গ্রামেরই এক যুবক বাবু শেখ। এরপরেই মেয়েটির উপর হামলা চালায় ধারালো অস্ত্র দিয়ে তার গলায় কোপ দেয়। মৃত্যু হয় অষ্টম শ্রেণির ছাত্রীর। চলন্ত বাস থেকেই লাফিয়ে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। বাস সহ মৃতদেহটি কেতুগ্রাম থানায় নিয়ে আসা হয়েছে। কেতুগ্রাম থানার পুলিশ তদন্ত শুরু করেছে। উভয়ের বাড়ি কাটোয়া থানা হরিপুর গ্রামে।

1
Report
Purba Bardhaman713130

বৃষ্টি পাতে জনজীবন ব্যাহত হয়েছে কাটোয়ায়

SANDIP GHOSH CHOWDHURYSANDIP GHOSH CHOWDHURYSept 16, 2024 07:55:11
Katwa, West Bengal:

নিম্নচাপের কারণে কাটোয়া মহকুমায় টানা তিনদিন ধরে বৃষ্টি চলছেই। শুক্রবার থেকে শুরু হয়ে আজ সোমবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত রয়েছে। যদিও সবসময় ভারী বৃষ্টিপাত হচ্ছে না, তবে মাঝারি ও হালকা বৃষ্টিপাত নিয়মিত হচ্ছে। এ কারণে জনজীবন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। ভারী বৃষ্টিপাতের জন্য মাঝে মাঝে ফেরি চলাচল বন্ধ রাখা হচ্ছে, যা নিত্যযাত্রী ও ব্যবসায়ীদের জন্য সমস্যা তৈরি করছে। কাটোয়াবাসী এখন অপেক্ষা করছে কবে এই নিম্নচাপের বৃষ্টির হাত থেকে মুক্তি মিলবে।

0
Report
Purba Bardhaman713130

ঢাক বাজিয়ে নির্যাতিতার প্রতীকী ছবি রেখে দেবীজ্ঞানে প্রদীপ দেখালো কাটোয়ার কিছু সাধারণ মানুষ

SANDIP GHOSH CHOWDHURYSANDIP GHOSH CHOWDHURYSept 15, 2024 10:11:14
Katwa, West Bengal:

ঢাক বাজিয়ে নির্যাতিতার প্রতীকী ছবি রেখে দেবীজ্ঞানে প্রদীপ দেখালো কাটোয়ার কিছু সাধারণ মানুষ। মহিলাদের রাত দখল, মানববন্ধন, অবস্থান, প্রতিবাদ মিছিলের পর এবার নির্যাতিতার প্রতীকী ছবিকেই দেবীজ্ঞানে পুজো করলো কাটোয়ার কিছু সাধারন মানুষ । ঢাক বাজিয়ে প্রদীপ দেখিয়ে নির্যাতিতাকে শ্রদ্ধা জানালো কাটোয়াবাসী। আজ সন্ধ্যায় কাটোয়া টেলিফোন ময়দানে নেহরু মূর্তির পাদদেশে অবস্থান করা হয়। সেখানেই মেয়েদের আত্মরক্ষার কিছু টেকনিকও শেখানো হয়। সেখানেই বৃষ্টিতে ভিজে ভিজেই গানও করেন তারা।

0
Report
Purba Bardhaman713130

সিপিআই(এম) কাটোয়া শহর এরিয়া কমিটির উদ্যোগে শোকমিছিল

SANDIP GHOSH CHOWDHURYSANDIP GHOSH CHOWDHURYSept 14, 2024 03:31:29
Katwa, West Bengal:
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরি গতপরশু দিন ৩টে ০৫ মিনিটে প্রয়াত হয়েছেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সিপিআই(এম) কাটোয়া শহর এরিয়া কমিটির উদ্যোগে শোকমিছিল সংগঠিত হয়।অসংখ্য দলীয় কর্মী, শুভানুধ্যায়ী মানুষ প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানাতে আজকের মিছিলে শামিল হয়েছিলেন।
0
Report
Purba Bardhaman713130

আর জি কর কান্ডে নিহত নির্যাতিতা জুনিয়র চিকিৎসকের বিচারের দাবি তুলে রাস্তার উপরে পথচিত্র

SANDIP GHOSH CHOWDHURYSANDIP GHOSH CHOWDHURYSept 11, 2024 06:21:18
Katwa, West Bengal:

কাটোয়া কে ডি আই স্কুলের মোড়ে রাস্তার ওপরে রঙ তুলি নিয়ে আর জি কর কান্ডে নিহত নির্যাতিতা জুনিয়র চিকিৎসকের বিচারের দাবি তুলে রাস্তার উপরে পথচিত্র আঁকতে দেখা গেলো কাটোয়ার সর্বস্তরের চিত্রশিল্পীদের । তাদের দাবি রাস্তা-ক্যানভাসের মাধ্যমে তাঁরা আর জি কর কাণ্ডে নিহত নির্যাতিতা জুনিয়র চিকিৎসকের বিচারের দাবি জানাচ্ছেন । প্রতিবাদে মুখর এক যুবতী জানান, এখন আর উই ওয়ান্ট জাস্টিস নয়, এখন উই ডিমান্ড জাস্টিস। তাঁরা জানান সুবিচার তাঁদের অধিকার।

0
Report
Purba Bardhaman713130

প্রথম মহিলা ভারতীয় হিসাবে নর্থ চ্যানেল জয় করেছেন কালনার মেয়ে সায়নী দাস

SANDIP GHOSH CHOWDHURYSANDIP GHOSH CHOWDHURYSept 08, 2024 16:44:49
Katwa, West Bengal:
প্রথম মহিলা ভারতীয় হিসাবে নর্থ চ্যানেল জয় করেছেন কালনার মেয়ে সায়নী দাস। গত ৩০ সে আগষ্ট ১৩ ঘন্টা ২২ মিনিট এর বেশি সময় ধরে সাঁতার কেটে নর্থ চ্যানেল জয় করা ভারতের প্রথম মহিলা হিসাবে নিজের নাম তুলেছে সায়নী। বিদেশ থেকে দেশে ফিরে তার অভিজ্ঞতার কথা জানালেন
1
Report
Purba Bardhaman713130

কালনায় ফিরে আরজিকরের ঘটনা নিয়ে সাঁতারু সায়নী দাসের মন্তব্য

SANDIP GHOSH CHOWDHURYSANDIP GHOSH CHOWDHURYSept 08, 2024 16:27:12
Katwa, West Bengal:

প্রথম মহিলা ভারতীয় হিসাবে নর্থ চ্যানেল জয় করেছেন কালনার মেয়ে সায়নী আরজিকরের ঘটনা নিয়ে লজ্জিত হয়েছি, ভয়ও পেয়েছি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, কিন্তু পাশাপাশি বাংলা নারীদের জন্য কতটা নিরাপদ সেই প্রশ্ন চিহ্ন থাকছেই জানালেন সাঁতারু সায়নী দাস দাস

1
Report
Purba Bardhaman713130

বিচার চেয়ে পথে নামল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের কাটোয়া শাখা

SANDIP GHOSH CHOWDHURYSANDIP GHOSH CHOWDHURYSept 08, 2024 16:24:05
Katwa, West Bengal:
আরজি কর কাণ্ডের নির্যাতিতার বিচার চেয়ে পথে নামল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের কাটোয়া শাখার সদস্যরা।এদিন বিকালে সংগঠনের চিকিৎসকদের সঙ্গে প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছিল শহরের নাগরিকরা।কাটোয়া কাছারি রোডের ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করে মহকুমা শাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। ব্যানার সহ প্লাকার্ড হাতে মিছিলে খুদে সহ প্রবীন চিকিৎসকদের দেখা যায়।
0
Report
Purba Bardhaman713130

বিজেপির কর্মী সমর্থকরা অবস্থান ও ধর্না কর্মসূচি পালন

SANDIP GHOSH CHOWDHURYSANDIP GHOSH CHOWDHURYSept 04, 2024 16:43:32
Katwa, West Bengal:

মুখ্যমন্ত্রীর পদত্যাগ সহ আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে কাটোয়া ১ নম্বর ব্লক কার্যালয়ের সামনে বিজেপি কাটোয়া নগর কমিটির সদস্যরা অবস্থান ধর্নায় বসেছে।বিজেপির রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুসারে ব্লক অফিসের প্রধান গেটের উল্টো দিকে মঞ্চ করে অবস্থান কর্মসূচি পালন করছে বিজেপির কর্মী সমর্থকরা।এদিন কাটোয়া ২ নম্বর ব্লকের সামনেও বিজেপির কর্মী সমর্থকরা ধর্না কর্মসূচি পালন করছে।

1
Report
Purba Bardhaman713130

দোষীদের গ্রেপ্তারের দাবিতে মশাল হাতে মিছিল করল কাটোয়ায় বামপন্থী গণসংগঠন

SANDIP GHOSH CHOWDHURYSANDIP GHOSH CHOWDHURYSept 04, 2024 04:28:14
Katwa, West Bengal:

আরজিকর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার দোষীদের গ্রেপ্তারের দাবিতে মশাল হাতে মিছিল করল কাটোয়ায় বামপন্থী গণসংগঠন মঞ্চ। বর্বরোচিত ঘটনার প্রতিবাদে সামিল এদিন হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের শাখা সংগঠনগুলি। দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ" স্লোগান তুলে এদিন মিছিল করা হয়। আজ বিকালে কাটোয়ার সুবোধ স্মৃতি রোডের সিপিআইএম এর কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করে সিপিএমের কার্যালয়ের সামনে এসে মিছিল শেষ হয় 

1
Report
Purba Bardhaman713130

মঙ্গলকোটে গ্রিল গেটের তালা ভেঙে স্কুলে চুরি

SANDIP GHOSH CHOWDHURYSANDIP GHOSH CHOWDHURYSept 03, 2024 10:56:32
Katwa, West Bengal:

গ্রিলগেটের তালা ভেঙে স্কুলে চুরি র ঘটনায় এলাকায় চাঞ্চল্য। গুরুত্বপূর্ণ নথি সহ নগদ টাকা, একটি মনিটর এবং হার্ড ডিস্ক নিয়ে চম্পট দিল দুষ্কৃতীর দল।স্কুলের দুটো আলমারি ও ড্রয়ার ভেঙে তল্লাশি চালিয়েছে দুষ্কৃতীর দল। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে মঙ্গলকোটের যজ্ঞেশ্বরডিহি ভুবনমোহিনী স্মৃতি বিদ্যানিকেতন উচ্চমাধ্যমিক স্কুলে। দাস বৈরাগ্য নামে এক শিক্ষিকা জানান,সকালে স্কুলে এসে দেখি গ্রিলগেটের তালা ভাঙা, অফিসঘরের দরজা খোলা আলমারি দুটো খোলা। সকালেই স্কুলের চুরির ঘটনা মঙ্গলকোট থানাকে জানানো হয়।

1
Report
Purba Bardhaman713130

কেতুগ্রাম ১ নম্বর ব্লকের মহিলাদের নিয়ে আর জি কর ঘটনার প্রতিবাদে মিছিল ও প্রতিবাদ সভা

SANDIP GHOSH CHOWDHURYSANDIP GHOSH CHOWDHURYSept 02, 2024 09:01:38
Katwa, West Bengal:
কেতুগ্রামের বিধায়ক শেখ শাহানওয়াজের উদ্যোগে কেতুগ্রাম ১ নম্বর ব্লকের মহিলাদের নিয়ে আর জি কর ঘটনার প্রতিবাদে মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কেতুগ্রামের কাঁন্দরা চৌরাস্তা মোড়ে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সম্প্রীতি ঘটে যাওয়া আর জি কর হাসপাতালের মহিলা ধর্ষণ কাণ্ডের মূল দোষীদের অবিলম্বে ধরে দ্রুত শাস্তির দাবিতে,এই প্রতিবাদ মিছিল।এই প্রতিবাদ ধর্মা মঞ্চে এবং প্রতিবাদ মিছিলেপা মেলান প্রায় দুই হাজারের বেশি মহিলা। এই প্রতিবাদ মঞ্চ থেকে কেতুগ্রামের বিধায়ক শেখ শাওনওয়াজ সিবিআই দের বিরুদ্ধে সরব হন।
1
Report
Purba Bardhaman713130

পুলিশ কর্মীদের পুলিশ দিবসের শুভেচ্ছা জানাতে পৌঁছে যান দাঁইহাট শহর তৃনমূল কংগ্রেসের কর্মীরা

SANDIP GHOSH CHOWDHURYSANDIP GHOSH CHOWDHURYSept 02, 2024 07:34:03
Katwa, West Bengal:

বেশ কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে এইদিনটি পুলিশ দিবস হিসাবে পালিত হয়ে আসছে। সেইমতো রাজ্যের বিভিন্ন থানার মতোই দাঁইহাট ফাঁড়িতে কর্মরত পুলিশ কর্মীদের পুলিশ দিবসের শুভেচ্ছা জানাতে পৌঁছে যান দাঁইহাট শহর তৃনমূল কংগ্রেসের কর্মীরা। গলায় উত্তরীয় পড়িয়ে হাতে ফুল দিয়ে পুলিশ কর্মীদের শুভেচ্ছা জানালেন তৃনমূল কর্মীরা। উপস্থিত ছিলেন দাঁইহাট শহর তৃনমূল কংগ্রেসের সভাপতি রাধানাথ ভট্টাচার্য, দাঁইহাট পৌরসভার চেয়ারম্যান প্রদীপ কুমার রায় সহ অন্যান্য নেতা ও কর্মীরা।

1
Report
Purba Bardhaman713130

কাটোয়া কলেজ গেটে তৃণমূল ছাত্র পরিষদ এক ঘন্টা ধরে কলেজ গেটের সামনে এই বিক্ষোভ অবস্থান

SANDIP GHOSH CHOWDHURYSANDIP GHOSH CHOWDHURYAug 31, 2024 18:26:26
Katwa, West Bengal:

আরজি কর মামলায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে কলেজ গেটের সামনে বিক্ষোভ দেখাল তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূল ছাত্র পরিষদ ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ কলেজের সামনে বিক্ষোভ করে ছাত্ররা। আরজিকেওআর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ ও হত্যার অভিযুক্তদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে স্লোগান দেয় কলেজের শিক্ষার্থীরা। সিবিআই তদন্তভার নিলেও এখনও অপরাধীদের গ্রেপ্তার করতে পারছে না। কাটোয়া কলেজ গেটে তৃণমূল ছাত্র পরিষদ এক ঘন্টা ধরে কলেজ গেটের সামনে এই বিক্ষোভ অবস্থান চলে।

0
Report