বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডাঃ শর্মিলা সরকার কাটোয়ায় উড়ালপুল নির্মাণের জন্য জমি পরিদর্শন করলেন। তিনি স্থানীয় বিধায়ক ও পুরসভার ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে কাটোয়া পুরএলাকার ১২ ও ২০ নম্বর ওয়ার্ডের বেলতলা এলাকা ঘুরে দেখেন। সাংসদ জানান, রেলমন্ত্রীর সঙ্গে এই প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। আগামী ৩ সেপ্টেম্বর হাওড়ায় ডিআরএমের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে। জমি সমস্যার কারণে এতদিন প্রকল্পটি আটকে ছিল, এবার তা সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কাটোয়ায় উড়ালপুল নির্মাণে সাংসদ শর্মিলা সরকারের পরিদর্শন
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
কাটোয়া কে ডি আই স্কুলের মোড়ে রাস্তার ওপরে রঙ তুলি নিয়ে আর জি কর কান্ডে নিহত নির্যাতিতা জুনিয়র চিকিৎসকের বিচারের দাবি তুলে রাস্তার উপরে পথচিত্র আঁকতে দেখা গেলো কাটোয়ার সর্বস্তরের চিত্রশিল্পীদের । তাদের দাবি রাস্তা-ক্যানভাসের মাধ্যমে তাঁরা আর জি কর কাণ্ডে নিহত নির্যাতিতা জুনিয়র চিকিৎসকের বিচারের দাবি জানাচ্ছেন । প্রতিবাদে মুখর এক যুবতী জানান, এখন আর উই ওয়ান্ট জাস্টিস নয়, এখন উই ডিমান্ড জাস্টিস। তাঁরা জানান সুবিচার তাঁদের অধিকার।
সামনেই উৎসবের মরশুম,আর উৎসবের মরশুমে জেলা ব্লাড ব্যাঙ্কে রক্তের অভাব দেখা যায়।মমূর্ষ রোগীদের প্রান বাচাতে ডোনার আনতে হয় রোগীর আত্মীয়দের।জেলা ব্লাড ব্যাঙ্কে রক্তের অভাব মেটাতে মঙ্গলবার কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েত উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন পঞ্চায়েত সমিতির সভাগৃহ রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান ববিতা সরকার,এলাকার বিশিষ্ট শিক্ষক উত্তম সরকার, সহ গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু সদস্যরা।এদিন ৪০ জনের মতো
গঙ্গারামপুর,দক্ষিণ দিনাজপুর;কলকাতা আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল কান্ডের প্রতিবাদে এলাকার যুবতীরা প্রতিবাদ মিছিল করলো মঙ্গলবার বিকাল ৫ টা নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ঠ্যাঙ্গাপাড়া জুড়ে। এদিন গঙ্গারামপুর থানার ঠ্যাঙ্গাপাড়া ট্রাফিক মোড় থেকে প্রতিবাদ মিছিলটি শুরু করে ঠ্যাঙ্গাপাড়া, মহারাজপুর ঘুরে প্রতিবাদ মিছিলটি করা হয়।
বেলিয়াতোড়, ১০ সেপ্টেম্বর: বাঁকুড়ার বেলিয়াতোড়ে এক কলেজ ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার বিকালে, ছাত্রীটি তার জেঠিমার সঙ্গে গ্রামের রাস্তায় হাঁটছিলেন। তিনজন ইভটিজার বাইকে এসে তাকে উত্ত্যক্ত করে। ছাত্রীটি তাদের উপেক্ষা করলে, দুর্বৃত্তরা বাইক থামিয়ে তার কাছে মোবাইল ছিনতাই করে। ঘটনার পর পুলিশে অভিযোগ দিলে, সরিফুল মন্ডল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এলাকাবাসী পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছে।
অভয়া ক্লিনিকের পর এবার মেডিক্যাল পড়ুয়াদের শিক্ষাদানে মেদিনীপুর মেডিক্যালে শুরু হতে চলেছে "অভয়া পাঠশালা"। মূলত পোস্ট গ্র্যাজুয়েট এর দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের আন্ডার গ্র্যাজুয়েট পোড়ানোর জন্য ক্লিনিক্যাল ক্লাসেস করানো হয়। যেখানে ক্লিনিক্যাল ক্লাসে রোগী দেখিয়ে পড়াতে হয়। তাই ক্লিনিক্যাল ক্লাসে কিছু পরিবর্তন এনে PG এবং UG ট্রেনিদের জন্য এই অভয়া পাঠশালা শুরু করতে চলেছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।