Back
Purba Bardhaman713104blurImage

রায়নায় ম্যাক্স-বাস সংঘর্ষে দিনমজুরের মৃত্যু

Jiarul Mallick
Aug 12, 2024 12:08:31
Korar, West Bengal

রায়নার মোগলমারিতে সোমবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল। ধান রোপণের কাজে যাওয়ার পথে একটি ম্যাক্স ও বাসের সংঘর্ষে উত্তম মাঝি নামে এক দিনমজুরের প্রাণ গেল। বাঁকুড়ার শাসপুর থেকে প্রায় ত্রিশজন দিনমজুর ধানের চারা নিয়ে মাঠে যাচ্ছিলেন। সকাল ৬:২০ নাগাদ বর্ধমান-পলাশী রুটের একটি বেসরকারি বাস ম্যাক্স গাড়িটিকে ধাক্কা মারে। দুর্ঘটনায় উত্তম মাঝি গাড়ি থেকে ছিটকে পড়ে মারা যান। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com