আসানসোল জেলা হাসপাতালে বিধায়ক অগ্নিমিত্রা
আরজি করে ঘটনার প্রতিবাদ এবার দুর্গাপুরে
ঘটনার প্রতিবাদে দুর্গাপুর সিটি সেন্টারে বিক্ষোভ করেছে সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসক ও শিক্ষার্থীরা। বিক্ষোভকারীরা দুর্গাপুর মহকুমা ম্যাজিস্ট্রেটের কাছে একটি স্মারকলিপি পেশ করে বলেছেন যে প্রকৃতপক্ষে যারা দোষী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এ ঘটনার পর চিকিৎসকরা নিরাপত্তার অভাবে ভুগছেন বলেও অভিযোগ রয়েছে।
ফের মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের।
সাব্রুমগামী রেলে কাটা পড়ে মৃত্যু হলো বৃদ্ধার
আগরতলা সাব্রুমগামী রেলে কাটা পড়ে মৃত্যু হলো বৃদ্ধার । বৃদ্ধার নাম স্বপ্না মজুমদার । বাড়ি বিলোনীয়া কলেজ স্কোয়ার এলাকায়।ঘটনা সোমবার বিকেলে চারটা নাগাদ। বিলোনীয়া মুহুরী নদীর উপর রেল ব্রীজ সংলগ্ন এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জিআরপি থানার পুলিশ। এরপর রেল লাইন থেকে বৃদ্ধা স্বপ্না মজুমদারের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় বিলোনিয়া হাসপাতালের মর্গে। জানা যায় বৃদ্ধা স্বপ্না মজুমদার ছেরি কালচার দপ্তরে গ্ৰুপডি পদে কর্মরত।
চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আরজির স্মারকলিপি
বাম সমর্থক সিটুর তরফে মল্লারপুর থানায় একটি স্মারকলিপি পেশ করা হয়েছে যেখানে ডাক্তারকে ধর্ষণ ও হত্যার প্রকৃত দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানানো হয়েছে। মূলতঃ বামপন্থী CITU ময়ূরেশ্বর ব্লক সমন্বয় কমিটি ১নং মল্লারপুর থানায় একটি স্মারকলিপি পেশ করা হয় ধর্ষণ ও খুনের প্রকৃত দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবিতে এবং সম্পাদকের নেতৃত্বে আজকের কর্মসূচীতে মানুষ অংশ নেয়।
খুঁদে চিত্রশিল্পী সৃজন পোদ্দারের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অভিনব চিত্রকলা প্রদর্শন
ভারত-বাংলাদেশ সীমান্তে শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফর করেছে বিএসএফ
বিএসএফ কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ভারত-বাংলাদেশ সীমান্তে একটি শিক্ষা সফর করেছে। গেদে সীমান্তে বিএসএফ-এর ৩২ ব্যাটালিয়ন আয়োজিত এই শিক্ষা সফরে কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের প্রায় 100 জন শিক্ষার্থী ও তাদের শিক্ষকরা অংশগ্রহণ করেন। এদিন গেদে অবস্থিত বিএসএফের ৩২তম ব্যাটালিয়নের ক্যাম্পে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএসএফের দাবি, এ ধরনের ঘটনা আগেও ঘটেছে এবং আগামী দিনেও ঘটবে।
অন্ডালে ইসিএল কর্মীর আবাসনে আগুন
আরজি কর কান্ডে প্রতিবাদে দুর্গাপুরে বিজেপির পথ অবরোধ ও বিক্ষোভ
দুর্গাপুরে বিজেপি পথ অবরোধ ও বিক্ষোভ দেখাল। আরজি কর হাসপাতালে ছাত্রী হত্যা, ভাতাড় হাসপাতালে চিকিৎসক হুমকি এবং বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে সিটি সেন্টার বাসস্ট্যান্ড, কর্পোরেশন অফিস ও এস বি মোড়ে মানববন্ধন ও মিছিল হয়। উপস্থিত ছিলেন বিধায়ক লক্ষণ গুরুই ও অমিতাভ ব্যানার্জি।
চন্ডিকর লেনে প্রাচীন বহুতল বাড়ি ধ্বংস, কোনো হতাহত নেই
পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের চন্ডিকর লেনে একটি প্রাচীন বহুতল বাড়ি ভেঙে পড়েছে। গত শুক্রবার রাতে স্থানীয় বাসিন্দারা বিকট শব্দ শুনে দেখেন বাড়ির একাংশ রাস্তায় ধ্বসে পড়েছে। প্রতিবেশীদের মতে, বাড়িটি দীর্ঘদিন ধরে বিপদজনক অবস্থায় ছিল এবং আগেই খালি করা হয়েছিল। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কর্তৃপক্ষ ধ্বংসাবশেষ অপসারণের কাজ শুরু করেছে এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
মল্লারপুরে শিবভক্তদের জন্য মহাপ্রসাদের আয়োজন
শ্রাবণের শেষ সোমবারে মল্লারপুরের মল্লেশ্বর শিব মন্দিরে হাজার হাজার ভক্তের সমাগম হয়। 'মানুষের পাশে মানুষের সাথে' নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা ১০-১২ হাজার ভক্তের জন্য খিচুড়ি প্রসাদের আয়োজন করে। এই উদ্যোগ নজির সৃষ্টি করেছে এলাকায়।
রায়নায় ম্যাক্স-বাস সংঘর্ষে দিনমজুরের মৃত্যু
রায়নার মোগলমারিতে সোমবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল। ধান রোপণের কাজে যাওয়ার পথে একটি ম্যাক্স ও বাসের সংঘর্ষে উত্তম মাঝি নামে এক দিনমজুরের প্রাণ গেল। বাঁকুড়ার শাসপুর থেকে প্রায় ত্রিশজন দিনমজুর ধানের চারা নিয়ে মাঠে যাচ্ছিলেন। সকাল ৬:২০ নাগাদ বর্ধমান-পলাশী রুটের একটি বেসরকারি বাস ম্যাক্স গাড়িটিকে ধাক্কা মারে। দুর্ঘটনায় উত্তম মাঝি গাড়ি থেকে ছিটকে পড়ে মারা যান। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
শ্রাবণের শেষ সোমবারে জয়দেব কেন্দুলিতে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো
দলছুট দাঁতালের তাণ্ডব, বিঘার পর বিঘা ধানের জমি তছনছ বাঁকুড়ার বড়জোড়ায়
খবরের যের আলু গাড়ি কারবারে গ্রেফতার জয়ন্ত অধিকারী ওরফে চিকু দা
ট্যালেন্ট হান্টের চূড়ান্ত পর্যায়ে সুর সনগ্রাম অনুষ্ঠিত হলো দুর্গাপুরে
আসানসোলে ছাগল চুরির অভিযোগে দুই যুবক গ্রেফতার, মারধরের ঘটনা
আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়ির লালগঞ্জ এলাকায় ছাগল চুরির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে স্থানীয় বাসিন্দারা তাদের হাতেনাতে ধরে ফেলে এবং মারধর করে। পুলিশ এসে তাদের উদ্ধার করে। ধৃতরা হলো মুৎসুদ্দি মহল্লার মহঃ আমির ও মুসলিম হক। তাদের পরিবারের দাবি, একজন ফেরিওয়ালা ও অন্যজন রাজমিস্ত্রীর কুলি। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে, যা চাঞ্চল্য সৃষ্টি করেছে।
মুচিপাড়া মিলন সংঘের ১৫ তম বর্ষ রানিং ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর আয়োজন করা হয়
একই পরিবারের তিন জনের মৃত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
ক্ষুদিরাম বসুর ১১৬তম আত্মস্বর্গ দিবস উপলক্ষে স্টুডেন্টস কালচারাল ফোরামের পথসভা
দুর্গাপুরের সেরা পুজো হওয়ার বার্তা তবে বাজেট বলতে নারাজ, ২৫তম বছরে রয়েছে চমক
সাউথ বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো দুর্গাপুরে
দুর্গাপুর ক্যারাটে একাডেমির উদ্যোগে INDEPENDENCE 9th সাউথ বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো দুর্গাপুরের সিধু কানু স্টেডিয়ামে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পুরসভার পুরো প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়। উদ্যোক্তারা জানালেন এই ক্যারাটে কম্পিটিশনে আটটা জেলা থেকে সাড়ে ৬০০ বাচ্চা প্রতিযোগিরা উপস্থিত হয়েছেন, জাতীয় ও আন্তর্জাতিক থেকে খেলে তারা এই প্রতিযোগিতায় খেলতে এসেছে। ছেলে মেয়ে মিলিয়ে মোট ৬৮ টা বিভাগে অংশগ্রহণ করেছে।
অবৈধভাবে চোরা কারবারের মাধ্যমে রমরমিয়ে আলু অন্য রাজ্যে যাচ্ছে
ভরা গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল ১৫ বছর বয়সী এক কিশোর
বীরভূমে আবগারির অভিযান: ২০০০ লিটার অবৈধ মদের কাঁচামাল উদ্ধার
বীরভূমের ময়ূরেশ্বরের লোকপাড়ার মুদিপাড়া গ্রামে আবগারি পুলিশের অভিযান। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার এই অভিযান চালানো হয়। গ্রামের একটি জঙ্গল থেকে প্রায় ২০০০ লিটার অবৈধ মদ তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়। এছাড়াও ৩০ লিটার অবৈধ চুলাই মদও পাওয়া যায়। আবগারি পুলিশ উদ্ধার করা সমস্ত অবৈধ মদ ও কাঁচামাল নষ্ট করে দেয়। এই অভিযানে বড় সাফল্য পেয়েছে আবগারি দপ্তর।