Back
Jiarul Mallick
Paschim Bardhaman713301blurImage

আসানসোল জেলা হাসপাতালে বিধায়ক অগ্নিমিত্রা

Jiarul MallickJiarul MallickAug 13, 2024 11:06:44
Asansol, West Bengal:
আসানসোল :আসানসোল জেলা হাসপাতালে বিধায়ক অগ্নিমিত্রা,কথা বললেন নার্স ও ডাক্তারদের সাথে, পাসে থাকার আশ্বাস।আর জি করের ঘটনার পরে রাজ্যরাজনীতি তোলপাড়, আসানসোল জেলা হাঁসপাতালে নিরাপত্তা এবং পরিষেবা খতিয়ে দেখেন বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল, মহিলা ডাক্তার ও নার্সদের সাথে কথা বলে পাসে থাকার বার্তা দেন এবং ডাক্তার সিস্টারদের হাতে ফুল দিয়ে পাশে থাকার আশ্বাস দেন অগ্নিমিত্রা পাল । বিজেপি জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জী সহ বিজেপি কর্মীরা সঙ্গে ছিলেন।
0
Report
Paschim Bardhaman713203blurImage

আরজি করে ঘটনার প্রতিবাদ এবার দুর্গাপুরে

Jiarul MallickJiarul MallickAug 13, 2024 11:00:24
Durgapur, West Bengal:

ঘটনার প্রতিবাদে দুর্গাপুর সিটি সেন্টারে বিক্ষোভ করেছে সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসক ও শিক্ষার্থীরা। বিক্ষোভকারীরা দুর্গাপুর মহকুমা ম্যাজিস্ট্রেটের কাছে একটি স্মারকলিপি পেশ করে বলেছেন যে প্রকৃতপক্ষে যারা দোষী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এ ঘটনার পর চিকিৎসকরা নিরাপত্তার অভাবে ভুগছেন বলেও অভিযোগ রয়েছে।

0
Report
Paschim Bardhaman713432blurImage

ফের মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের।

Jiarul MallickJiarul MallickAug 13, 2024 10:38:38
Chinchuria, West Bengal:
ফের মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের। মৃতের নাম অনন্ত ঘোষ(৪০)। তিনি গঙ্গাজলঘাটির বাঁকদহ গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। সূত্রের খবর সোমবার সন্ধ্যায় মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কোল হ্যান্ডেলিং প্লান্টে ৫ ও ৬ নম্বর ইউনিটের ক্লিনিং-এর কাজ করছিলেন ওই ঠিকা শ্রমিক। সেই সময় কোনোভাবে কয়লার বেল্টে জড়িয়ে যায় ওই শ্রমিক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পরে ঘটনাটি সন্ধ্যা ছটা নাগাদ অন্যান্য শ্রমিকদের নজরে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রকল্পের চিফ ইঞ্জিনিয়ার সহ আধিকারিকরা।
0
Report
West Tripura799001blurImage

সাব্রুমগামী রেলে কাটা পড়ে মৃত্যু হলো বৃদ্ধার

Jiarul MallickJiarul MallickAug 13, 2024 09:59:30
Agartala, Tripura:

আগরতলা সাব্রুমগামী রেলে কাটা পড়ে মৃত্যু হলো বৃদ্ধার । বৃদ্ধার নাম স্বপ্না মজুমদার । বাড়ি বিলোনীয়া কলেজ স্কোয়ার এলাকায়।ঘটনা সোমবার বিকেলে চারটা নাগাদ। বিলোনীয়া মুহুরী নদীর উপর রেল ব্রীজ সংলগ্ন এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জিআরপি থানার পুলিশ। এরপর রেল লাইন থেকে বৃদ্ধা স্বপ্না মজুমদারের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় বিলোনিয়া হাসপাতালের মর্গে। জানা যায় বৃদ্ধা স্বপ্না মজুমদার ছেরি কালচার দপ্তরে গ্ৰুপডি পদে কর্মরত।

0
Report
Birbhum731238blurImage

চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আরজির স্মারকলিপি

Jiarul MallickJiarul MallickAug 13, 2024 08:57:33
Birbhum, West Bengal:

বাম সমর্থক সিটুর তরফে মল্লারপুর থানায় একটি স্মারকলিপি পেশ করা হয়েছে যেখানে ডাক্তারকে ধর্ষণ ও হত্যার প্রকৃত দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানানো হয়েছে। মূলতঃ বামপন্থী CITU ময়ূরেশ্বর ব্লক সমন্বয় কমিটি ১নং মল্লারপুর থানায় একটি স্মারকলিপি পেশ করা হয় ধর্ষণ ও খুনের প্রকৃত দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবিতে এবং সম্পাদকের নেতৃত্বে আজকের কর্মসূচীতে মানুষ অংশ নেয়।

0
Report
Purba Medinipur721401blurImage

খুঁদে চিত্রশিল্পী সৃজন পোদ্দারের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অভিনব চিত্রকলা প্রদর্শন

Jiarul MallickJiarul MallickAug 13, 2024 08:55:49
Hugli, West Bengal:
হুগলীর ভদ্রেশ্বরের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্রশিল্পী সমরেশ পোদ্দারের পুত্র খুঁদে চিত্রশিল্পী সৃজন পোদ্দার ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আজ সকালে দেড়মিনিটের মধ্যে চোদ্দটি জাতীয় পতাকা অঙ্কণ করে নতুন রেকর্ড স্থাপন করলো। হুগলীর ভদ্রেশ্বরের চাঁপদানী পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্রর বাসভবনের অনুষ্ঠান কক্ষে পৌরপ্রধান সুরেশ মিশ্রর উপস্থিতিতে ছোট্ট সৃজন এই অনন্য নজীর স্থাপন করলো। এর আগেও সৃজন অসংখ্য রেকর্ড করেছে।আগামীদিনে ওর লক্ষ্য গ্রীনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলা।
0
Report
Nadia741101blurImage

ভারত-বাংলাদেশ সীমান্তে শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফর করেছে বিএসএফ

Jiarul MallickJiarul MallickAug 13, 2024 08:54:52
Krishnanagar, West Bengal:

বিএসএফ কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ভারত-বাংলাদেশ সীমান্তে একটি শিক্ষা সফর করেছে। গেদে সীমান্তে বিএসএফ-এর ৩২ ব্যাটালিয়ন আয়োজিত এই শিক্ষা সফরে কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের প্রায় 100 জন শিক্ষার্থী ও তাদের শিক্ষকরা অংশগ্রহণ করেন। এদিন গেদে অবস্থিত বিএসএফের ৩২তম ব্যাটালিয়নের ক্যাম্পে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএসএফের দাবি, এ ধরনের ঘটনা আগেও ঘটেছে এবং আগামী দিনেও ঘটবে।

0
Report
Paschim Bardhaman713321blurImage

অন্ডালে ইসিএল কর্মীর আবাসনে আগুন

Jiarul MallickJiarul MallickAug 13, 2024 03:13:28
Andal, West Bengal:
অন্ডালে ইসিএল কর্মীর আবাসনে আগুন কাজোড়া এলাকার এক ইসিএল কর্মীর বাড়িতে রবিবার রাতে আগুন লাগে। কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ। ভস্মীভূত হয়ে ২টি স্কুটি, ওয়াশিং মেশিন সহ বাড়ির অন্যান্য আসবাব পত্র। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ। পুলিশ তদন্ত শুরু করেছে। ওই আবাসনে ইসিএল কর্মী রঞ্জু দেবী তাঁর দুই মেয়েকে নিয়ে থাকেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
0
Report
Paschim Bardhaman713011blurImage

আরজি কর কান্ডে প্রতিবাদে দুর্গাপুরে বিজেপির পথ অবরোধ ও বিক্ষোভ

Jiarul MallickJiarul MallickAug 13, 2024 02:43:24
Durgapur, West Bengal:

দুর্গাপুরে বিজেপি পথ অবরোধ ও বিক্ষোভ দেখাল। আরজি কর হাসপাতালে ছাত্রী হত্যা, ভাতাড় হাসপাতালে চিকিৎসক হুমকি এবং বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে সিটি সেন্টার বাসস্ট্যান্ড, কর্পোরেশন অফিস ও এস বি মোড়ে মানববন্ধন ও মিছিল হয়। উপস্থিত ছিলেন বিধায়ক লক্ষণ গুরুই ও অমিতাভ ব্যানার্জি।

0
Report
Purulia723101blurImage

চন্ডিকর লেনে প্রাচীন বহুতল বাড়ি ধ্বংস, কোনো হতাহত নেই

Jiarul MallickJiarul MallickAug 12, 2024 12:24:35
Purulia, West Bengal:

পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের চন্ডিকর লেনে একটি প্রাচীন বহুতল বাড়ি ভেঙে পড়েছে। গত শুক্রবার রাতে স্থানীয় বাসিন্দারা বিকট শব্দ শুনে দেখেন বাড়ির একাংশ রাস্তায় ধ্বসে পড়েছে। প্রতিবেশীদের মতে, বাড়িটি দীর্ঘদিন ধরে বিপদজনক অবস্থায় ছিল এবং আগেই খালি করা হয়েছিল। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কর্তৃপক্ষ ধ্বংসাবশেষ অপসারণের কাজ শুরু করেছে এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

0
Report
Birbhum731238blurImage

মল্লারপুরে শিবভক্তদের জন্য মহাপ্রসাদের আয়োজন

Jiarul MallickJiarul MallickAug 12, 2024 12:21:59
Birbhum, West Bengal:

শ্রাবণের শেষ সোমবারে মল্লারপুরের মল্লেশ্বর শিব মন্দিরে হাজার হাজার ভক্তের সমাগম হয়। 'মানুষের পাশে মানুষের সাথে' নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা ১০-১২ হাজার ভক্তের জন্য খিচুড়ি প্রসাদের আয়োজন করে। এই উদ্যোগ নজির সৃষ্টি করেছে এলাকায়।

0
Report
Purba Bardhaman713104blurImage

রায়নায় ম্যাক্স-বাস সংঘর্ষে দিনমজুরের মৃত্যু

Jiarul MallickJiarul MallickAug 12, 2024 12:08:31
Korar, West Bengal:

রায়নার মোগলমারিতে সোমবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল। ধান রোপণের কাজে যাওয়ার পথে একটি ম্যাক্স ও বাসের সংঘর্ষে উত্তম মাঝি নামে এক দিনমজুরের প্রাণ গেল। বাঁকুড়ার শাসপুর থেকে প্রায় ত্রিশজন দিনমজুর ধানের চারা নিয়ে মাঠে যাচ্ছিলেন। সকাল ৬:২০ নাগাদ বর্ধমান-পলাশী রুটের একটি বেসরকারি বাস ম্যাক্স গাড়িটিকে ধাক্কা মারে। দুর্ঘটনায় উত্তম মাঝি গাড়ি থেকে ছিটকে পড়ে মারা যান। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

0
Report
Birbhum731214blurImage

শ্রাবণের শেষ সোমবারে জয়দেব কেন্দুলিতে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো

Jiarul MallickJiarul MallickAug 12, 2024 11:59:06
Joydev Kenduli, West Bengal:
প্রতিবছরের ন্যায় এ বছরও শ্রাবণের শেষ সোমবারে, বাবা মহাদেবের মাথায় জল ঢালাতে ভক্তদের উপচে পড়া ভিড় জয়দেব কেন্দুলিতে দেখা গেল।উল্লেখ্য ,প্রশাসনের তরফ থেকে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে এমনকি ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম উপস্থিত আছে সব সময়ের জন্য। কোন ভক্তদের কোনভাবে যাতে করে কোন বিপদ না হয়, তার দিকে প্রশাসন প্রতিনিয়ত নজরদারি চালিয়ে যাচ্ছে।
0
Report
Bankura722101blurImage

দলছুট দাঁতালের তাণ্ডব, বিঘার পর বিঘা ধানের জমি তছনছ বাঁকুড়ার বড়জোড়ায়

Jiarul MallickJiarul MallickAug 12, 2024 11:58:23
Bankura, West Bengal:
জঙ্গল থেকে ফের লোকালয়ে ঢুকে তাণ্ডব চালাল হাতির দল। যার ফলে ক্ষতিগ্রস্ত হল বিঘার পর বিঘা চাষের জমির ধান। গতকাল রাত্রে বাঁকুড়ার বড়জোড়ার দক্ষিণ সরাগাড়া এলাকায় চাষের জমিতে তাণ্ডব চালায় হাতির দল। ৬ টি হাতির একটি দল সেখানে তাণ্ডব চালায় বলে স্থানীয়দের অভিযোগ। যার ফলে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৩০ বিঘা জমির ধান। এই অবস্থায় ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন কৃষকরা। অন্যদিকে বনদপ্তর অবশ্য সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন।
0
Report
Paschim Bardhaman713301blurImage

খবরের যের আলু গাড়ি কারবারে গ্রেফতার জয়ন্ত অধিকারী ওরফে চিকু দা

Jiarul MallickJiarul MallickAug 12, 2024 11:57:45
Asansol, West Bengal:
ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ হবার পরেই আলু গাড়ি নিয়ে বাংলা ঝাড়খণ্ড সীমানায় দালাল চক্র শুরু হয়েছে।কালকেই আমরা দেখিয়েছিলাম যে চিকু দা নামক এক ব্যক্তি টোকেনের মাধ্যমে ৫০০টাকা নিচ্ছে আলুর গাড়ি থেকে।বাংলায় এন্ট্রি নামে নেওয়া হচ্ছে ৫০০টাকা।কাল আমরা খবরে প্রকাশিত করার পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন।গতকালেই পুলিশ গ্রেফতার করে জয়ন্ত অধিকারী(৩৩) ওরফে চিকু দা।সোমবার তাকে আসানসোল আদালতে তোলা হবে।তবে এরপরেও থেমে নেই দালালরা।তাদের নিজের কাজ তারা চালিয়ে যাচ্ছে।
0
Report
Paschim Bardhaman713212blurImage

ট্যালেন্ট হান্টের চূড়ান্ত পর্যায়ে সুর সনগ্রাম অনুষ্ঠিত হলো দুর্গাপুরে

Jiarul MallickJiarul MallickAug 12, 2024 06:58:29
Durgapur, West Bengal:
ট্যালেন্ট হান্টের চূড়ান্ত পর্যায়ে সুর সনগ্রাম অনুষ্ঠিত হলো দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে। উদ্যোক্তা প্রিয়াঙ্কা লাহা জানান 12 জন প্রতিযোগীকে বেছে নেওয়া হয়েছে তাদের মধ্যে থেকেই চূড়ান্ত পর্যায়ের অনুষ্ঠান হচ্ছে। উপস্থিত হয়েছেন স্বনামধন্য রাঘব চট্টোপাধ্যায়, সুজয় ভৌমিক, ও অঙ্কিতা সরকার। এই প্রতিযোগীদের অ্যাওয়ার্ড রিওয়ার্ড দুটোই দেয়া হবে, ভালো প্ল্যাটফর্ম দেয়া হচ্ছে, জার্জেস দের কাছ থেকে ভালো টিপস পাচ্ছে, এটা থেকে ওরা অনেক কিছু শিখতে পারবে, তারা পরবর্তীকালে গ্রুম করে এগিয়ে যেতে পারবে।
0
Report
Paschim Bardhaman713301blurImage

আসানসোলে ছাগল চুরির অভিযোগে দুই যুবক গ্রেফতার, মারধরের ঘটনা

Jiarul MallickJiarul MallickAug 12, 2024 06:47:16
Asansol, West Bengal:

আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়ির লালগঞ্জ এলাকায় ছাগল চুরির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে স্থানীয় বাসিন্দারা তাদের হাতেনাতে ধরে ফেলে এবং মারধর করে। পুলিশ এসে তাদের উদ্ধার করে। ধৃতরা হলো মুৎসুদ্দি মহল্লার মহঃ আমির ও মুসলিম হক। তাদের পরিবারের দাবি, একজন ফেরিওয়ালা ও অন্যজন রাজমিস্ত্রীর কুলি। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে, যা চাঞ্চল্য সৃষ্টি করেছে।

0
Report
Paschim Bardhaman713212blurImage

মুচিপাড়া মিলন সংঘের ১৫ তম বর্ষ রানিং ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর আয়োজন করা হয়

Jiarul MallickJiarul MallickAug 11, 2024 15:38:29
Durgapur, West Bengal:
সোমনাথ গুপ্ত :-মুচিপাড়া মিলন সংঘের ১৫ তম বর্ষ রানিং ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয় । ২৭ নম্বর ওয়ার্ড মুচিপাড়া মিতালী সংঘ ফুটবল ময়দানে রবিবার ১১ আগস্ট রানিং টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে খেলাটি সম্পন্ন হয়। ফাইনালে উঠে আসা দুটি টীম হলো দুর্গাপুর এরিয়ান ক্লাব এমএম সি। ও অপরটি জিএম একাদশ ধোঁবাঘাটা। মিলন সংঘের রানিং ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার দিনে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পরিয়াল, ভীম সেন মন্ডল, উত্তম মুখার্জী, কবি দত্ত, সুভাষ মন্ডল,অঙ্কিতা চৌধুরী
0
Report
Murshidabad742101blurImage

একই পরিবারের তিন জনের মৃত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Jiarul MallickJiarul MallickAug 11, 2024 14:07:33
Berhampore, West Bengal:
ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে বহরমপুর থানার সৌদাবাদ চুরাসিপাড়া এলাকায়। চুরাসিপাড়ার একটি বাড়ি থেকে স্বামী স্ত্রী ও শিশু সহ মোট ৩ জনের মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে খবর গতকাল স্বামী স্ত্রী ও শিশু সহ ৩ জন চুরাসিপাড়ার ওই বাড়িতে ভাড়া আসেন। আজ দুপুরে ওই বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় সুজয় মন্ডল (২৮) এর মৃত দেহ বাকি শোভা মন্ডল (২৩) ও আরাধ্যা মন্ডল (৫) এর মৃত দেহ ঘরের মধ্যে পরে থাকা অবস্থায় উদ্ধার হয়। উদ্ধার করে। তবে এটি খুন না আত্মহত্যা টা জানার চেষ্টা করছে পুলিশ।
0
Report
Kolkata700012blurImage

ক্ষুদিরাম বসুর ১১৬তম আত্মস্বর্গ দিবস উপলক্ষে স্টুডেন্টস কালচারাল ফোরামের পথসভা

Jiarul MallickJiarul MallickAug 11, 2024 12:02:58
Kolkata, West Bengal:
কলকাতা: ভারত মাতার বীর সন্তান ক্ষুদিরাম বসুর ১১৬তম আত্মস্বর্গ দিবস উপলক্ষে কলকাতার লেবুতলা বাজার এলাকায় একটি ছোট পথসভার আয়োজন করা হয় স্টুডেন্টস কালচারাল ফোরামের পক্ষ থেকে। সংগঠনের সদস্য থেকে শুরু করে পথ চলতি মানুষ ক্ষুদিরাম বসুর ছবিতে মাল্যদান করেন। অনুষ্ঠান প্রসঙ্গে সংগঠনের এক সদস্য কি বললেন চলুন শুনে নেওয়া যাক
0
Report
Paschim Bardhaman713212blurImage

দুর্গাপুরের সেরা পুজো হওয়ার বার্তা তবে বাজেট বলতে নারাজ, ২৫তম বছরে রয়েছে চমক

Jiarul MallickJiarul MallickAug 11, 2024 12:00:12
Durgapur, West Bengal:
শঙ্করপুর সার্বজনীন পুজো কমিটির পুজোর আজ খুঁটি পুজো হল ।এই খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন আড্ডার চেয়ারম্যান কবি দত্ত ।২৫তম বছরে আমেরিকার স্বামী নারায়ণ মন্দির হচ্ছে থিম ।তবে পুজো কমিটির পক্ষ থেকে স্বাধীন ঘোষ বলেন এবারে চমক থাকবে ,দুর্গাপুরের সেরা পুজো হবে ।তবে বাজেট নিয়ে কিছুটা রাখঢাক পছন্দ করছেন তিনি ।
0
Report
Paschim Bardhaman713206blurImage

সাউথ বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো দুর্গাপুরে

Jiarul MallickJiarul MallickAug 11, 2024 09:26:23
Shankarpur, West Bengal:

দুর্গাপুর ক্যারাটে একাডেমির উদ্যোগে INDEPENDENCE 9th সাউথ বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো দুর্গাপুরের সিধু কানু স্টেডিয়ামে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পুরসভার পুরো প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়। উদ্যোক্তারা জানালেন এই ক্যারাটে কম্পিটিশনে আটটা জেলা থেকে সাড়ে ৬০০ বাচ্চা প্রতিযোগিরা উপস্থিত হয়েছেন, জাতীয় ও আন্তর্জাতিক থেকে খেলে তারা এই প্রতিযোগিতায় খেলতে এসেছে। ছেলে মেয়ে মিলিয়ে মোট ৬৮ টা বিভাগে অংশগ্রহণ করেছে।

0
Report
Paschim Bardhaman713301blurImage

অবৈধভাবে চোরা কারবারের মাধ্যমে রমরমিয়ে আলু অন্য রাজ্যে যাচ্ছে

Jiarul MallickJiarul MallickAug 11, 2024 09:23:22
Asansol, West Bengal:
ভীনরাজ্যে আলু রপ্তানি বন্ধ করতে আসানসোলের বাংলা ঝাড়খন্ড সীমানা ডুবুর্ডি চেকপোষ্টে ঝাড়খন্ড গামী ১৯নম্বর যাতীয় সড়কে চেকিং করা হচ্ছে কুলটি ট্রাফিক গার্ড পুলিশ ও কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে। যেখানে পুলিশ চেকিং করে আলুবোঝাই ট্রাক গুলি পুনরায় ঘুরিয়ে দেওয়া হয় বলতে গেলে ভীনরাজ্যে যেনো আলু বোঝাই ট্রাক না যেতে পারে।এর ফলে বিপাকে পড়েছে বেশ কিছু আলু বোঝাই ট্রাকের চালক ও খালাশী।সীমানাতে দাঁড়িয়ে রয়েছে একাধিক আলু বোঝাই ট্রাক।
0
Report
Murshidabad742149blurImage

ভরা গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল ১৫ বছর বয়সী এক কিশোর

Jiarul MallickJiarul MallickAug 11, 2024 09:22:40
Murshidabad, West Bengal:
মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার লোহরপুর গঙ্গা ঘাটে। তলিয়ে যাওয়া ওই কিশোরের নাম এজাজ শেখ। তার বাড়ি সামসেরগঞ্জের সাহেবনগর গ্রামে। ওই কিশোরের গঙ্গায় তলিয়ে যাওয়ার পরেই কার্যত গঙ্গার ধারে ভিড় জমিয়েছেন মানুষ। ঘটনাস্থলে পৌঁছেছে সামশেরগঞ্জ থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে ডুবুরি টিমকে। ভরা গঙ্গায় কিশোরের তলিয়ে যাওয়ার ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। এদিকে গঙ্গার জলস্তর বাড়ার সময়েই এভাবে গঙ্গায় স্মাণ করতে গিয়ে ডুবে যাওয়ার ঘটনায় উদ্বেগ ছড়াচ্ছে এলাকাজুড়ে।
0
Report
Birbhum731238blurImage

বীরভূমে আবগারির অভিযান: ২০০০ লিটার অবৈধ মদের কাঁচামাল উদ্ধার

Jiarul MallickJiarul MallickAug 11, 2024 09:18:22
Birbhum, West Bengal:

বীরভূমের ময়ূরেশ্বরের লোকপাড়ার মুদিপাড়া গ্রামে আবগারি পুলিশের অভিযান। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার এই অভিযান চালানো হয়। গ্রামের একটি জঙ্গল থেকে প্রায় ২০০০ লিটার অবৈধ মদ তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়। এছাড়াও ৩০ লিটার অবৈধ চুলাই মদও পাওয়া যায়। আবগারি পুলিশ উদ্ধার করা সমস্ত অবৈধ মদ ও কাঁচামাল নষ্ট করে দেয়। এই অভিযানে বড় সাফল্য পেয়েছে আবগারি দপ্তর।

0
Report
Birbhum731238blurImage

আবারো ফের বোলপুরের চুরি

Jiarul MallickJiarul MallickAug 11, 2024 09:15:54
Birbhum, West Bengal:
বীরভূম চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কারণ চুরির ঘটনা নতুন নয় বারবার বোলপুর শহরে বেশ কয়েকবার চুরি হয় একের পর এক এর কোন প্রতিকার নেই। গতকাল রাত্রে সেই রকম এক দুর্লভ চুরির ঘটনা ঘটেছে খেটে খাওয়া গরীব মানুষের বাড়িতে চোর চুরি করে নিয়ে পালিয়ে গেছে। তালা ভেঙ্গে বাড়িতে ঢুকে জিনিসপত্র তছনছ করে দিয়েছে। শোকেসর তালা ভেঙ্গে কাপড় চোপড় এলোমেলো করে দিয়েছে এবং বেশ কিছু টাকা পয়সা, রুপোর চেন, গাড়ির কাগজপত্র সহ নিয়ে চম্পট দিয়েছে চোর।
0
Report