বর্ধমান পুরসভার 3 নম্বর ওয়ার্ডে ডেঙ্গুতে আক্রান্ত 12 জন, কাউন্সিলর থেকে স্বাস্থ্যকর্মীরা হুমকির মুখে। বিকেলে বর্ধমানের টাউন হলে পুরসভার সমস্ত ওয়ার্ডের কাউন্সিলর, স্বাস্থ্যকর্মী ও স্যানিটেশন কর্মীদের নিয়ে বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ডেঙ্গু নিয়ন্ত্রণের রাজ্য নোডাল অফিসার জলি চৌধুরী। বৈঠকে, নোডাল অফিসার জলি চৌধুরী 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামা প্রসাদ ব্যানার্জি, 35 নম্বর ওয়ার্ডের সনত বক্সি এবং 7 নম্বর ওয়ার্ডের মিঠু সিং সরকারকে তিরস্কার করেন।
Back

বর্ধমান শহরে বৈঠকে ধারালো ভাষায় আক্রমণ কাউন্সিলরদের
Bardhaman, West Bengal
0
Share
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Malda: ঢালাই রাস্তা নির্মাণের কাজের শিলান্যাস করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী
Bishanpur Srirampara, West Bengal:
এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ করলেন মন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং রাজ্য সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দ অর্থে প্রায় ১ কোটি ৭৫ লক্ষ্য টাকা ব্যয়ে কালিয়াচক ২ ব্লকের অন্তর্গত পঞ্চানন্দপুর ১ ও ২ গ্রাম পঞ্চায়েতের লস্করিটোলা সেন্টু শেখের বাড়ি থেকে দামোদরটোলা চৌরাস্তা পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণের কাজের শিলান্যাস করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিন। আজ দুপুরে এই উদ্বোধন কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন মন্ত্রী ছাড়াও উপস্থিত হয়েছিলেন কালিয়াচক টু পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জলি মণ্ডল, ব্লক উন্নয়ন আধিকারিক বিপ্রতীম বসাক সহ জনপ্রতিনিধি ও সাধারণ গ্রামবাসীরা।
0
Share
Report
Bishanpur Srirampara, West Bengal:
সরকারি উদ্যোগে মৎস্যজীবীদের মাছ বিতরণেও লাগলো রাজনৈতিক রং। মৎস্যজীবী বিজেপি কর্মী সমর্থকদের বঞ্চিত করার অভিযোগ মানিকচক পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে।বেছে বেছে তৃণমূলের মৎস্যজীবী কর্মীদের মাছ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে বিক্ষোভ পঞ্চায়েত সমিতি অফিসের সামনে।মানিকচকের বিডিওকে লিখিত অভিযোগ করলেন মন্ডল বিজেপির সভাপতি।
মানিকচক ব্লকের মৎস্য দপ্তরের পক্ষ থেকে সমস্ত গ্রামপঞ্চাতের মৎস কর্মীদের বিভিন্ন প্রজাতীর মাছ বিতরন করা হচ্ছে।এলাকার প্রায় ৩১৭জন মৎসজীবীর তালিকা তৈরি করা হয়েছে।যাদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হবে প্রায় ১৭কেজি করে বিভিন্ন প্রজাতির মাছ।বিগত সোমবার থেকে শুরু হয়েছে বিতরণ,তারমধ্যে মঙ্গলবার মাছ বিতরণের প্রক্রিয়াকে ঘিরে বিক্ষোভ দেখিয়ে লিখিত অভিযোগ করলেন মথুরাপুরের বাসিন্দারা।
0
Share
Report
Bishanpur Srirampara, West Bengal:
ট্রলি ব্যাগে করে বিপুল পরিমাণ গাঁজা পাচারের ছক ভেস্তে দিল মালদা টাউন স্টেশনের জিআরপি। কয়েক লক্ষ টাকার গাঁজা সহ পাকড়াও করল দুই পাচারকারীকে।জিআরপি সূত্রে জানা গেছে, ধৃত দুজনের মধ্যে একজনের নাম ঝন্টু সরকার। বয়স ৩৫ বছর। বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার নরসিংহপুর গ্রামে এবং অপরজনের নাম গোবিন্দ উপাধ্যায়। বয়স ৩৩ বছর। বাড়ি দিল্লির বাদারপুর থানার ফিটু রোড এলাকায়। সোমবার রাতে তারা দুজনে মিলে একটি ট্রলি ব্যাগে করে বিপুল পরিমাণ গাঁজা দিল্লিতে পাচারের ছক কষেছিল। সেই উদ্দেশ্যে তারা ট্রলি ব্যাগ নিয়ে মালদা টাউন স্টেশনে দিল্লিগামী ট্রেন ধরার উদ্দেশ্যে দাঁড়িয়েছিল। বিশেষ সূত্র মারফত এই খবর পেয়ে মালদা টাউন স্টেশনের জিআরপি তাদের পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের ট্রলি ব্যাগ থেকে প্লাস্টিকে মোড়া অবস্থায় ২৭ কেজি ২৪৩ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
0
Share
Report
Bishanpur Srirampara, West Bengal:
এ কি কান্ড ! জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলেন স্বামী ! শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। কেন এই সিদ্ধান্ত নিলেন স্বামী ? জানলে চমকে উঠবেন আপনিও। এমনই ঘটনার সাক্ষী থাকল হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের পরাশটলা গ্রামের মানুষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,নিঃসন্তান বধূ দ্রৌপদী রায় (৩৫) দীর্ঘ উনিশ বছরের সংসার জীবনের মায়া ছিন্ন করে গত ১৮ মার্চ প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে নতুন সংসার জীবন শুরু করেছেন। স্বামী অচিন্ত রায় গভীরভাবে মর্মাহত হয়ে পড়েছেন। স্ত্রীকে চিরতরে ভুলে যেতে এই শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন তিনি। অচিন্ত পেশায় রাজ মিস্ত্রি। নিঃসন্তান দম্পতি। দীর্ঘ উনিশ বছর আগে পার্শ্ববর্তী বরুই গ্রামে দ্রৌপদীর সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় অচিন্তর। সাতপাকে বাঁধা পড়ার সময় অগ্নিকে সাক্ষী রেখে একসঙ্গে জীবন কাটানোর শপথ।
0
Share
Report
Bishanpur Srirampara, West Bengal:
পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের উদ্যোগে জেলা স্তরে উদ্যান পালন বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হলো। জানা যায় সোমবার মালদা টাউন হলে দুইয়দিনব্যাপী এই আলোচনা সভার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ফল,ফুল এবং সবজি চাষের সাথে যুক্ত কৃষকদের নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উন্নত পদ্ধতিতে কিভাবে চাষবাস করা যায় তা নিয়েই মূলত আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্র, মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন,জেলা উদ্যান পালন আধিকারিক সামন্ত লায়েক, জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মন্ডল, ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ।
0
Share
Report
Bishanpur Srirampara, West Bengal:
জমি দখলে অভিযুক্ত তৃণমূল নেত্রীর গ্রেপ্তারির দাবিতে এবার চটি হাতে বিক্ষোভ এলাকার মহিলাদের। ঘটনার ৪৮ ঘণ্টা অতিক্রান্ত হলেও গ্রেপ্তার না হওয়াতে ব্যাপক ক্ষোভ পুলিশের বিরুদ্ধে। গ্রামবাসী একজোট হয়ে জমি পুনরুদ্ধার। ব্যাপক উত্তেজনা এলাকায়। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার মোবারকপুরের ঘটনা। প্রসঙ্গত তৃণমূলের কৃষক সেলের নেত্রী সালমি খাতুন, তৃণমূল নেতা সালাম শেখের বিরুদ্ধে তৃণমূল কর্মী রহিম আলীর তিন বিঘা জমি দখলের অভিযোগ ওঠে। অভিযোগ জমি দখল করতে গিয়ে এক মহিলাকে বিবস্ত্র করে মারধর করা হয়। দুই পক্ষের মধ্যে লাঠি রড নিয়ে সংঘর্ষ হয়। বোমাবাজির অভিযোগ উঠে। আহত হয় একাধিক জন। এই ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে দুই পক্ষ। তারপরে দিন এলাকার মানুষ একজোট হয়ে দখল হওয়া জমি পুনরুদ্ধার করে।
0
Share
Report
Durgapur, West Bengal:
দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে এবার দ্বিতীয় বর্ষের দুর্গাপুর উৎসব হতে চলেছে। রবিবার খুঁটিপূজোর পর বক্তব্য রাখতে গিয়ে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি চন্দন দত্ত সহ শিল্পপতি ব্যবসায়ী,মন্ত্রী প্রদীপ মজুমদার সহ বিশিষ্ট জনদের সামনে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী কড়া ভাষায় বলে দেন উৎসব কারো ব্যক্তিগত না হয় যেন,উৎসব হবে দুর্গাপুরের সবার জন্য।
0
Share
Report
Kumarganj, West Bengal:
প:বঙ্গের বিধানসভা উপনির্বাচনের ছয়টি আসনে TMC প্রার্থীরা জয়ী হওয়ার পর, বালুরঘাট শহরে আনন্দে মেতে ওঠেন তৃণমূলের নেতাকর্মীরা।উপস্থিত ছিল বালুরঘাট পৌরসভার পৌরপিতা অশোক কুমার মিত্র,শহর তৃণমূল কংগ্রেস সভাপতি প্রীতম রাম মন্ডল।বালুরঘাট থানা মোড়ে সাধারণ মানুষকে মিষ্টি বিতরণ ও ফটকা ফাটিয়ে উৎসব উদযাপন করা হয়।প্রীতম রাম মণ্ডল বলেন এই জয়ের জন্য বাংলার সাধারণ মানুষকে ধন্যবাদ জানাই।এই জয় বাংলার মানুষের কাছে একটি বড় বার্তা।রাম-বাম জোটের মাধ্যমে রাজ্যে বিভেদ সৃষ্টির যে চক্রান্ত হয়েছিল,তা ব্যর্থ হয়েছে।
0
Share
Report
Kumarganj, West Bengal:
উপনির্বাচনের ফল সবসময় শাসকদলের পক্ষেই যায়।প:বঙ্গে ৬টি বিধানসভার উপ নির্বাচনে বিজেপির খারাপ ফলকে এভাবেই ব্যাখ্যা করলেন সুকান্ত মজুমদারlএবিষয়ে তিনি বলেন আমরা দুটি কেন্দ্রে ভালো ফলাফল করার আশা করেছিলামlতালডাংরা এবং মাদারিহাট ভালো ফাইট হয়েছে কিন্তু আরও ভালো ফাইট হতে পারত।আগামী বিধানসভা নির্বাচনে ভালো ফল করবার আশা প্রকাশ করে তিনি বলেন আগামী বিধানসভা নির্বাচনে আমরা এদুটি কেন্দ্রেই ভালো ফল করব।মাদারিহাট ও তালডাংরা আমরা জিতব।
0
Share
Report
Kumarganj, West Bengal:
বোল্লা কালীপুজো মেলায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার দর্শনার্থীদের মিষ্টিমুখ করান।উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম এবং ঐতিহ্যবাহী বোল্লা কালীপুজোতে শনিবার সন্ধ্যায় উপস্থিতি ছিলেন সুকান্ত বাবু।মেলায় তিনি জলছত্রের শুভ সূচনা করেন।এই অনুষ্ঠান ঘিরে দর্শনার্থীদের উৎসাহ ছিল তুঙ্গে।পুজোর মণ্ডপে দর্শনার্থীদের ভিড় সামাল দিতে কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নেয়।মেলায় স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আসা মানুষের ঢল নামে।এই দিনটি স্মরণীয় করে তুলতে দর্শনার্থীদের মিষ্টিমুখ করানোর আয়োজন করা হয়।
0
Share
Report