বারশুল এলাকায় মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ
বিজেপি জেলাশাসক ঘেরাও অভিযান
বর্ধমান স্টেশনে পুলিশ দিবস পালন
ফের রাজপথে মহিলা আরজি করের বিচার চেয়ে
আর জি করে তরুণী চিকিৎসক খুনের বিচার চেয়ে আবার রাতদখলে রাজপথে নামলেন বর্ধমানের মেয়েরা। বর্ধমান সাধারণ নারী ঐক্য মঞ্চর ডাকে রবিবার সন্ধ্যায় বর্ধমানের বড়নীলপুর মোড় থেকে মেয়েদের র্যালি বের হয়। র্যালি জিটি রোড হয়ে কার্জনগেট চত্ত্বরে পৌঁছে হাতে মোবাইলের ফ্লাস লাইট জ্বালিয়ে প্রতিবাদ ধ্বনিত হয়।বর্ধমানের কার্জনগেট চত্ত্বরে মানব বন্ধনের মাধ্যমে চলে মেয়েদের প্রতিবাদ। জিটি রোডে মানব বন্ধনের জেরে যানজটের সৃষ্টি হয়।আটকে পড়ে বাস সহ বিভিন্ন যানবাহন। কার্জনগেট চত্বরে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
এবিভিপির র্যালি হল বর্ধমানে
ডাঃ অভীক দে এলাকায় বেশ প্রভাবশালী
ডাঃ অভীক দে র বাড়ির ছবি।বাড়ি পূর্ব বর্ধমানের নারাণদীঘি এলাকায়।তিনি এলাকায় বেশ প্রভাবশালী। তার মামা শিবু ঘোষ তৃণমূল নেতা।তবে পাড়াপড়শিরা কেউ বলছেন তার ব্যবহার ভালো, সামাজিক ছেলে।আপদে বিপদে থাকেন ডাঃ অভীক দে। কিন্তু পাশা প্রতিবেশীদের বেশ কয়েকজন আবার উল্টো কথাও বলছেন তবপ তিনি প্রায় নিয়মিত বর্ধমানের বাড়িতে যাতায়াত করেন।
কুশপুত্তলিকা দাহ হল মেডিকেলে
অখিল ভারতীয় বিদ্যা পরিষদের সাংবাদিক বৈঠক
ফের পড়ুয়ারা রাস্তায় আরজিকরের ঘটনায়
মশাল মিছিলে বাম যুব, ছাত্র ও মহিলা সংগঠনের প্রতিবাদ
বনর্ধের সমর্থনে রাস্তা অবরোধ গ্রেফতার ৮ বিজেপি নেতা
আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে দিগনগরের বাসিন্দারা
পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম-১ ব্লকের দিগনগর গ্রামে দিগনগর নাগরিক মঞ্চের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অভিভাবক এবং এলাকার প্রগতিশীল মানুষরা অংশ নেন।তাঁরা আর.জি.করের ঘটনা, গাঙপুরের নান্দুর গ্রামের যুবতীর হত্যার বিচার,ও শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি নির্মূলের দাবি জানান। মিছিলটি কেঁওতলা থেকে শুরু হয়ে রথতলা পরিক্রমা করে আনন্দবাজারে শেষ হয়, যেখানে গান, আবৃত্তি এবং মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
বিজেপি ডাকা বনর্ধে মিশ্র সাড়া বর্ধমানে
বাসে করে কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকদের
গুসকরা স্বাস্থ্যকেন্দ্রে শিশু মৃত্যু, চিকিৎসা পদ্ধতি নিয়ে প্রশ্ন
পূর্ব বর্ধমানের গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে একটি শিশুর মৃত্যুতে উত্তেজনা ছড়িয়েছে। মঙ্গলকোটের সারঙ্গপুর গ্রামের সাড়ে চার বছরের অংশু বেপারীকে সম্ভবত বিষধর কিছু কামড়ায়। পরিবার তাকে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুধু এক্সরে করতে পাঠান বলে অভিযোগ। শিশুটির মা ডাক্তারকে সম্ভাব্য আঘাতের কথা জানালেও তা উপেক্ষা করা হয়। পরিবার স্বাস্থ্যকেন্দ্রের উদাসীনতা ও চিকিৎসা পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে। এমনকি নার্সদের প্রেসক্রিপশন লেখার বিষয়েও অভিযোগ করা হয়েছে।
আরজি ট্যাক্স মামলার প্রতিবাদে পূর্ব বর্ধমানের গুসকরায় রাস্তায় নেমেছে মানুষ
আরজি ট্যাক্স মামলার প্রতিবাদে, পূর্ব বর্ধমানের গুসকরায় লোকেরা রাস্তায় নেমেছিল এবং সোশ্যাল মিডিয়ায় হুমকি দেয়। আন্দোলনের জন্য সোশ্যাল মিডিয়ায় তাঁকে হুমকি দিয়েছিলেন তৃণমূলের এক কর্মী। ধ্রবজ্যোতি ভট্টাচার্য নামে একটি প্রোফাইল ফেসবুকে পোস্ট করে লিখেছিলেন, "অষ্টগ্রামের শান্তি বিনাশকারী কুবীর মানুষ, আপনি একজন 34 বছর বয়সী মহিলার অত্যাচারের কথা জানেন না। অপেক্ষা করুন, আপনাকেও খেলানো হবে। " এমন পোস্ট দেখে সুবীর রানা দাবি করেন, ‘আসলে ওই পোস্টের মাধ্যমে আমাকে হুমকি দেওয়া হয়েছে।
ট্রেনে বাধা নবান্ন মুখী প্রতিবাদীদের
নবান্নের পথে বর্ধমানের ছাত্ররা
বিনা খরচে ছানি অপারেশনের জন্য চক্ষু পরীক্ষা শিবির
মেমারি আল মদিনা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রোটারি ক্লাব হুগলি আই হসপিটালের ব্যবস্থাপনায় বিনা খরচে ছানি অপারেশনের জন্য চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। মেমারি মদিনা মার্কেটের কাছে মামুন ন্যাশনাল স্কুলে এ শিবিরে চোখের ছানি পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় ব্লাড টেস্ট, ইসিজি ইত্যাদি করা হয়। অপারেশন কয়েকটি পর্যায়ে বাঁশবেড়িয়া হুগলি রোটারি আই হসপিটালে করা হবে।
মেমারিতে গুরুগোবিন্দ স্মৃতি সংঘের রক্তদান শিবির
মেমারি ১ নম্বর ব্লকের দুর্গাপুর গুরুগোবিন্দ স্মৃতি সংঘের উদ্যোগে পঞ্চম বর্ষ রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রশ্মি ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় ৬০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
মেমারি ১ ব্লকে তৃণমূলের রাজনৈতিক ও রক্তদান শিবির
মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে হাটপুকুর কার্যালয়ে রাজনৈতিক প্রশিক্ষণ ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ২০০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে এই শিবির শুরু করেন ব্লক সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী। উপস্থিত ছিলেন মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা, সহ-সভাপতি বসন্ত রুইদাস, গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও সদস্যবৃন্দ।
আরজি ট্যাক্স মামলার প্রতিবাদে পূর্ব বর্ধমানের গুসকরায় একটি বিশাল নাগরিক মিছিলের আয়োজন করা হয়
আরজি ট্যাক্স মামলার প্রতিবাদে পূর্ব বর্ধমানের গুসকরায় একটি বিশাল নাগরিক মিছিলের আয়োজন করা হয়েছিল। শনিবার অনেকেই মিছিলে হেঁটেছেন। বৃষ্টির মধ্যেও মিছিল হয়, স্লোগান ওঠে, আমরা বিচার চাই, আমাদের বিচার দাও। শোভাযাত্রায় বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। শিক্ষার্থীরা বলছেন, আমরা শিক্ষার্থীদের রাজপথে বিক্ষোভ করার অধিকার আছে। অনেক মহিলা এই দিনটিতে অংশগ্রহণ করেন। মিছিলে আদিবাসী মেয়েদেরও দেখা যায়। তাদের হাতে ছিল উই ওয়ান্ট জাস্টিস-এর পোস্টার।
মেমারিতে পূর্ব বর্ধমানের প্রথম কঠিন বর্জ্য প্রসেসিং প্ল্যান্টের উদ্বোধন
পূর্ব বর্ধমান জেলায় প্রথম কঠিন বর্জ্য প্রসেসিং প্ল্যান্ট উদ্বোধন করল মেমারি পৌরসভা। পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী পুজো পাঠ ও নারকেল ভাঙার মাধ্যমে প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। উপস্থিত ছিলেন এমইডি বর্ধমানের কর্মকর্তারা, পৌরসভার আধিকারিকরা এবং কাউন্সিলরগণ। মেমারি পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে পাঁচ বিঘা জমিতে ২ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ শুরু হচ্ছে।
বর্ধমান থানা ঘেরাওয়ে উত্তেজনা, বিজেপির ব্যারিকেড ভাঙার চেষ্টা
আরজিকর ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে বর্ধমান থানা ঘেরাও করল জেলা বিজেপি। কার্জন গেট চত্বর থেকে মিছিল করে থানায় পৌঁছে বিক্ষোভকারীরা। পুলিশের দেওয়া ব্যারিকেড ভাঙার চেষ্টা করায় সাময়িক উত্তেজনা ছড়ায়। বিজেপি নেতা-কর্মীরা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দেন। পরে দলের পক্ষ থেকে থানায় ডেপুটেশন দেওয়া হয়। বিক্ষোভ কর্মসূচি চলাকালীন থানার সামনে কড়া নিরাপত্তা বলয় ছিল।
দুটি বেসরকারি ইংরেজি স্কুল প্রতিবাদের রাস্তা
জাতীয় মহাকাশ দিবস পালিত হল
প্রথম জাতীয় মহাকাশ দিবস সাড়ম্বরে উদযাপিত করল বর্ধমানের কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। দিনের শুরুতে সমবেত জাতীয় সঙ্গীতের পর প্রধানশিক্ষক ড. সুভাষচন্দ্র দত্ত ছাত্রছাত্রীদের সামনে এক বছর আগে ঘটে যাওয়া ভারতের সফল চন্দ্রবিজয়ের ঘটনাটি সংক্ষেপে বলেন। পরে ছাত্রছাত্রীদের নিয়ে একটি চমৎকার অনুষ্ঠান আয়োজন করেন বিজ্ঞান বিভাগের শিক্ষকশিক্ষিকারা। স্লাইডের মাধ্যমে মহাকাশবিজ্ঞান তথা চন্দ্রাভিযানের বিষয় ব্যাখ্যা করেন শিক্ষক কৃষ্ণেন্দু দে।