Back

শ্রদ্ধা ও মর্যাদা জানানো হল
Bardhaman, West Bengal:
অরবিন্দ সরকার জামালপুরের সাহাপুর এলাকার বাসিন্দা গুলিবিদ্ধ হয়ে তিনি শহীদ হন। রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়।
সাহাপুরের অরবিন্দ সরকারের বাড়িতে দুর্গাপুরের গ্রুপ সেন্টারের উদ্যোগে সিআরপিএফের জওয়ানরা ডি আই জি নাদিম আহমেদ সামদানির নির্দেশে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য সিআরপিএফ পাঁচ সদস্যের ব্যাটেলিয়ান ফোর্স ছবিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা জানান ।
0
Report
শিশু অধিকার দিবস পালন
Bardhaman, West Bengal:
আন্তর্জাতিক শিশু অধিকার দিবস পালিত হলো বর্ধমানে। বর্ধমান টাউনহলে এই বিষয়ে একটি অনুষ্ঠান হয়। পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের উদ্যোগে এবং নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ বিভাগের সহযোগিতায় সমগ্র অনুষ্ঠানটি আয়োজন করে পূর্ব বর্ধমান জেলা শিশু সুরক্ষা ইউনিট। উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক নির্মাণ সামন্ত, ডি এস পি (ডি ই বি) অশোক চ্যাটার্জী, মহিলা থানার আই সি কবিতা দাস, সুদেষ্ণা মুখার্জী প্রমুখ। শিশু অধিকার বিষয়ে একটি সেমিনার হয়।
0
Report
অভিষেকের জন্মদিন পালন
Bardhaman, West Bengal:
যুবরাজের জন্মদিনে মাতলো জঙ্গল মহল।রীতিমত ঢাকঢোল বাজিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হল পূর্ব বর্ধমানের আউশগ্রামে।
বৃহস্পতিবার সন্ধ্যায় আউশগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ আব্দুল লালনের আয়োজনে দলীয় কার্যালয়ে ৩৭ তম জন্মদিন পালন করা হয়। জঙ্গলের মধ্যে গেঁড়াই গ্রামে ধামসা মাদলের তালে তালে আদিবাসী নৃত্যের মধ্যে জন্মদিন পালন করা হয় আড়ম্বরে।
রঙিন আলোয় সাজানো হয় দলীয় কার্যালয়। কর্মী সমর্থকদের জন্য ছিল অভিষেকের মুখোশ।
0
Report
আগামী ৯ নভেম্বর বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে অনুষ্ঠিত হবে মা এর আহ্বানে বিজয় উৎসব
Bardhaman, West Bengal:
আগামী ৯ নভেম্বর বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে অনুষ্ঠিত হবে মা এর আহ্বানে বিজয় উৎসব। এর আয়োজক বর্ধমান দুর্গাপুজা সমন্বয় সমিতি।ওই অনুষ্ঠানে বিভিন্ন দুর্গাপুজা কমিটিকে পুরস্কার প্রদান করা হবে।দেওয়া হবে দুর্গোৎসব শিল্প সম্মান। পুরস্কার দেওয়া হবে মৃৎশিল্পী, মন্ডপ ( থিম)শিল্পীদের। এছাড়াও পুরস্কার দেওয়া অঙ্কন প্রতিযোগিতায় স্থানাধিকারীদের। সম্মান জানানো হবে পুলিশ ও প্রশাসনের সাথে যুক্তদের। আজ গঙ্গাকিশোর ভাট্টাচার্য প্রেস কর্ণারে এই অনুষ্ঠানের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হল।
0
Report
Advertisement
কালিপুজোর উদ্ধোধন
Jiara, West Bengal:
আউসগ্রাম ২ নম্বর ব্লকের অমরপুর অঞ্চলের গোহালড়া গ্রামের সার্বজনীন কালিপুজোর উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আউসগ্রাম-২ নং ব্লকের ব্লক সভাপতি শেখ আব্দুল লালন। পুজোয় বস্ত্র উপহার দিয়ে সম্মানিত কর হয় গ্রামের মানুষজনকে।
1
Report