শ্রদ্ধা ও মর্যাদা জানানো হল
শিশু অধিকার দিবস পালন
অভিষেকের জন্মদিন পালন
আগামী ৯ নভেম্বর বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে অনুষ্ঠিত হবে মা এর আহ্বানে বিজয় উৎসব
আগামী ৯ নভেম্বর বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে অনুষ্ঠিত হবে মা এর আহ্বানে বিজয় উৎসব। এর আয়োজক বর্ধমান দুর্গাপুজা সমন্বয় সমিতি।ওই অনুষ্ঠানে বিভিন্ন দুর্গাপুজা কমিটিকে পুরস্কার প্রদান করা হবে।দেওয়া হবে দুর্গোৎসব শিল্প সম্মান। পুরস্কার দেওয়া হবে মৃৎশিল্পী, মন্ডপ ( থিম)শিল্পীদের। এছাড়াও পুরস্কার দেওয়া অঙ্কন প্রতিযোগিতায় স্থানাধিকারীদের। সম্মান জানানো হবে পুলিশ ও প্রশাসনের সাথে যুক্তদের। আজ গঙ্গাকিশোর ভাট্টাচার্য প্রেস কর্ণারে এই অনুষ্ঠানের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হল।
কালিপুজোর উদ্ধোধন
স্কাউট ফেলোসিফের বর্ধমান জেলা কমিটির উদ্যোগে বিজয়া অনুষ্ঠানের
বর্ধমানে দুর্গা প্রতিমা বিসর্জনে পরিবেশের প্রতি নতুন উদ্যোগ!
বর্ধমানের উপকণ্ঠে হ্যাচারিমঠ সৃজন ভূমি সংঘ পরিবেশ সচেতনতায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। গত ৩ বছর ধরে এখানে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে, সম্প্রতি একটি মন্দির নির্মাণ করা হয়েছে। বছরজুড়ে পরিবেশ সচেতনতায় কাজ করার পাশাপাশি এবার তারা দুর্গা প্রতিমা বিসর্জনে পরিবেশের প্রতি যত্ন নিয়েছে। মন্দিরের সন্নিকটেই একটি জলাশয় খনন করে সেখানে প্রতিমা নিরর্জন করা হয়েছে, যাতে নদী ও জলাশয়গুলো দুষিত না হয়। সংঘের সভাপতি দেবদাস বালা জানান, তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন, যাতে প্রতিমা কোনো জলাশয়ে ফেলা না হয়।
অর্থের অভাবে বি এডে ভর্তি হতে পারছিলেন না, তৃণমূল সভাপতির সহায়তা
মেধাবী ছাত্রী আর্থিক সমস্যার কারণে চিন্তায় ছিলেন বি এডের জন্য অ্যাডমিশন আদৌ নিতে পারবেন কিনা। কাঁকসা থানার হাজরাবেরা গ্রামের ছাত্রী জুলি পালকে সমর্থন জানালেন আউশগ্রাম ২ ব্লক তৃণমূল সভাপতি আব্দুল লালন। শুধুমাত্র বি এডের ভর্তির ফি নয়, আব্দুল লালন ওই ছাত্রীকে আশ্বাস দিয়েছেন যে বি এডের সব খরচ তিনি বহন করবেন। বৃহস্পতিবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস উপলক্ষ্যে আউশগ্রামের অমরপুর অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি প্রতিষ্ঠান চত্বরে স্বচ্ছতা অভিযানের উদ্যোগ নেওয়া হয়।
মহড়া পিলখুড়ি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ম্বরে পালিত হল বিদ্যাসাগরের জন্মদিন
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি উন্মোচন বিদ্যালয়ে
পূর্ববর্ধমানের রায়না ১ ব্লকের অন্তর্গত বুজরুক দীঘি উচ্চ বিদ্যালয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি উন্মোচনের মাধ্যম দিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ২০৪ তম জন্মদিন পালন করল স্কুল কর্তৃপক্ষ। ছিলেন রানা বিধানসভার বিধায়ক শম্পা ধাড়া,সেহারা গ্রাম পঞ্চায়েতের প্রধান পুরঞ্জয় সরকার,স্কুলের প্রধান শিক্ষক সুভাষ চক্রবর্তী, স্কুলের পরিচালন সমিতির সভাপতি সমীর কুমার সাঁই সহ অন্যান্যরা। তারপর দুই মহান পুরুষের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন বিধায়কসহ সমস্ত অতিথিরা।
বন্যা কবলিত খাজুরী গ্রামে ত্রাণ নিয়ে এলেন অপার্থিব ইসলাম
মেদিনীপুরের ডেবরা বিধানসভার অন্তর্গত খাজুরী গ্রামে জলবন্দি মানুষদের কাছে ত্রাণ বিতরণে পৌঁছে দিলেন খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম। একদিকে ডিভিসির জল ছাড়া আর অন্যদিকে দীর্ঘদিন ধরে নিম্নচাপের বৃষ্টি এই দুইয়ের কবলে পড়ে পূর্ব বর্ধমান,হুগলি, পশ্চিম মেদিনীপুর ,পূর্ব মেদিনীপুর সহ বিভিন্ন জেলার বেশ কিছু এলাকা বানভাসি অবস্থার মধ্যে রয়েছে। কোথাও এক হাঁটু জল কোথাও আবার এক গলা জল। তাই এই পরিস্থিতির মধ্যে বন্যা কবলিত এলাকা গুলির মানুষের জীবন জীবিকা বন্ধ এক প্রকার বলাই চলে।
বারশুল এলাকায় মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ
বিজেপি জেলাশাসক ঘেরাও অভিযান
বর্ধমান স্টেশনে পুলিশ দিবস পালন
ফের রাজপথে মহিলা আরজি করের বিচার চেয়ে
আর জি করে তরুণী চিকিৎসক খুনের বিচার চেয়ে আবার রাতদখলে রাজপথে নামলেন বর্ধমানের মেয়েরা। বর্ধমান সাধারণ নারী ঐক্য মঞ্চর ডাকে রবিবার সন্ধ্যায় বর্ধমানের বড়নীলপুর মোড় থেকে মেয়েদের র্যালি বের হয়। র্যালি জিটি রোড হয়ে কার্জনগেট চত্ত্বরে পৌঁছে হাতে মোবাইলের ফ্লাস লাইট জ্বালিয়ে প্রতিবাদ ধ্বনিত হয়।বর্ধমানের কার্জনগেট চত্ত্বরে মানব বন্ধনের মাধ্যমে চলে মেয়েদের প্রতিবাদ। জিটি রোডে মানব বন্ধনের জেরে যানজটের সৃষ্টি হয়।আটকে পড়ে বাস সহ বিভিন্ন যানবাহন। কার্জনগেট চত্বরে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
এবিভিপির র্যালি হল বর্ধমানে
ডাঃ অভীক দে এলাকায় বেশ প্রভাবশালী
ডাঃ অভীক দে র বাড়ির ছবি।বাড়ি পূর্ব বর্ধমানের নারাণদীঘি এলাকায়।তিনি এলাকায় বেশ প্রভাবশালী। তার মামা শিবু ঘোষ তৃণমূল নেতা।তবে পাড়াপড়শিরা কেউ বলছেন তার ব্যবহার ভালো, সামাজিক ছেলে।আপদে বিপদে থাকেন ডাঃ অভীক দে। কিন্তু পাশা প্রতিবেশীদের বেশ কয়েকজন আবার উল্টো কথাও বলছেন তবপ তিনি প্রায় নিয়মিত বর্ধমানের বাড়িতে যাতায়াত করেন।
কুশপুত্তলিকা দাহ হল মেডিকেলে
অখিল ভারতীয় বিদ্যা পরিষদের সাংবাদিক বৈঠক
ফের পড়ুয়ারা রাস্তায় আরজিকরের ঘটনায়
মশাল মিছিলে বাম যুব, ছাত্র ও মহিলা সংগঠনের প্রতিবাদ
বনর্ধের সমর্থনে রাস্তা অবরোধ গ্রেফতার ৮ বিজেপি নেতা
আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে দিগনগরের বাসিন্দারা
পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম-১ ব্লকের দিগনগর গ্রামে দিগনগর নাগরিক মঞ্চের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অভিভাবক এবং এলাকার প্রগতিশীল মানুষরা অংশ নেন।তাঁরা আর.জি.করের ঘটনা, গাঙপুরের নান্দুর গ্রামের যুবতীর হত্যার বিচার,ও শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি নির্মূলের দাবি জানান। মিছিলটি কেঁওতলা থেকে শুরু হয়ে রথতলা পরিক্রমা করে আনন্দবাজারে শেষ হয়, যেখানে গান, আবৃত্তি এবং মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
বিজেপি ডাকা বনর্ধে মিশ্র সাড়া বর্ধমানে
বাসে করে কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকদের
গুসকরা স্বাস্থ্যকেন্দ্রে শিশু মৃত্যু, চিকিৎসা পদ্ধতি নিয়ে প্রশ্ন
পূর্ব বর্ধমানের গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে একটি শিশুর মৃত্যুতে উত্তেজনা ছড়িয়েছে। মঙ্গলকোটের সারঙ্গপুর গ্রামের সাড়ে চার বছরের অংশু বেপারীকে সম্ভবত বিষধর কিছু কামড়ায়। পরিবার তাকে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুধু এক্সরে করতে পাঠান বলে অভিযোগ। শিশুটির মা ডাক্তারকে সম্ভাব্য আঘাতের কথা জানালেও তা উপেক্ষা করা হয়। পরিবার স্বাস্থ্যকেন্দ্রের উদাসীনতা ও চিকিৎসা পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে। এমনকি নার্সদের প্রেসক্রিপশন লেখার বিষয়েও অভিযোগ করা হয়েছে।