আগামী ৯ নভেম্বর বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে অনুষ্ঠিত হবে মা এর আহ্বানে বিজয় উৎসব। এর আয়োজক বর্ধমান দুর্গাপুজা সমন্বয় সমিতি।ওই অনুষ্ঠানে বিভিন্ন দুর্গাপুজা কমিটিকে পুরস্কার প্রদান করা হবে।দেওয়া হবে দুর্গোৎসব শিল্প সম্মান। পুরস্কার দেওয়া হবে মৃৎশিল্পী, মন্ডপ ( থিম)শিল্পীদের। এছাড়াও পুরস্কার দেওয়া অঙ্কন প্রতিযোগিতায় স্থানাধিকারীদের। সম্মান জানানো হবে পুলিশ ও প্রশাসনের সাথে যুক্তদের। আজ গঙ্গাকিশোর ভাট্টাচার্য প্রেস কর্ণারে এই অনুষ্ঠানের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হল।