পূর্ব বর্ধমানের গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে একটি শিশুর মৃত্যুতে উত্তেজনা ছড়িয়েছে। মঙ্গলকোটের সারঙ্গপুর গ্রামের সাড়ে চার বছরের অংশু বেপারীকে সম্ভবত বিষধর কিছু কামড়ায়। পরিবার তাকে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুধু এক্সরে করতে পাঠান বলে অভিযোগ। শিশুটির মা ডাক্তারকে সম্ভাব্য আঘাতের কথা জানালেও তা উপেক্ষা করা হয়। পরিবার স্বাস্থ্যকেন্দ্রের উদাসীনতা ও চিকিৎসা পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে। এমনকি নার্সদের প্রেসক্রিপশন লেখার বিষয়েও অভিযোগ করা হয়েছে।

গুসকরা স্বাস্থ্যকেন্দ্রে শিশু মৃত্যু, চিকিৎসা পদ্ধতি নিয়ে প্রশ্ন
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
ব্যাংক মিত্রদের অভিযোগ, প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প "জন ধন যোজনা" বাস্তবায়নকারী ব্যাংক মিত্রদের উপর কোম্পানি ও ব্যাংক এর স্বৈরাচারী মনোভাব ও অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে সামঞ্জস্য বজায় না রেখে পারিশ্রমিক কমানো এবং দিন দিন গ্রাহক সেবা কেন্দ্রের গ্রাহকদের হয়রানীর প্রতিবাদে এদিনের এই বিক্ষোভ ও ডেপুটেশন। তাদের এই দাবিগুলি যদি না মানা হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন ব্যাঙ্ক মিত্ররা।
শহরে এই প্রথম নৈশ মহিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কাটোয়ার গোবিন্দবাগান ফুটবল ময়দানে। কাটোয়া পুরসভার পরিচালিত মহিলা ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন জেলা থেকে আটটি দল অংশ নিয়েছিল।রবিবার বিকাল থেকে খেলা শুরু হয়। কৃত্রিম আলোয় মাঠে মহিলাদের ফুটবল খেলা দেখতে বেশ ভিড় হয়। এদিন ফাইনালে ওঠে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব এবং কাটোয়া এসিসি স্পোর্টিং ক্লাব। রাত সাড়ে আটটায় ফাইনাল খেলা শুরু হয়।
সাইক্লোন দানার প্রভাবে বিগত কয়েকদিন ধরে প্রচন্ড বৃষ্টিপাত রাজ্য সহ খনি অঞ্চল জুড়ে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গা প্লাবিত হয়েছে। আর বৃষ্টি হলে খনি অঞ্চলে ধসের ঘটনা সামনে আসে। এবারে ধসের কারণে তলিয়ে গেল আস্ত এক কুয়ো। ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বর এর কুমারডিহি গ্রামের বড়থান পাড়া এলাকায়।বাড়ির মালিক অভিজিৎ রায় চৌধুরী জানান, বেশ কিছুদিন ধরেই ওর পায়ে প্লাইনের পাইপ জ্যাম আসছিল। মিস্ত্রি রাখলে মিস্ত্রি নিরীক্ষণ করে বলেন কোন নিচে পাটে ফাটল ধরেছে।