Back
Purba Bardhaman713101blurImage

বর্ধমান থানার পুলিশ ধরা পড়ে ১০০ কেজি গাঁজা পাচারকারীদের

Arup Kumar Laha
Aug 13, 2024 13:51:57
Bardhaman, West Bengal

বর্ধমান থানার পুলিশ ১০০ কেজি গাঁজা ও নীলবাতি লাগানো গাড়ি বাজেয়াপ্ত করেছে। উড়িষ্যা থেকে আসা গাঁজা পাচার করতে গিয়ে সুনিল বেরা (ঝাড়গ্রাম) ও বিশ্বজিৎ সিং (কলকাতা) ধরা পড়েন। সোমবার মাদক আইনে মামলা দায়ের করে তাদের বর্ধমান জেলা আদালতে পাঠানো হয়। তাদের আন্ত:রাজ্য পাচারকারীদের সাথে সম্পর্ক রয়েছে কিনা জানতে ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে। জেলা পুলিশ সুপার আমন দীপ জানান, গোপন খবর পেয়ে নাকা-তল্লাশি শুরু করা হয়।

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com