কাটোয়া শহরে 300 ফুট তেরঙ্গা মিছিল। আজ ১৫ আগস্ট দেশের স্বাধীনতা দিবস। ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করছে দেশবাসী। দেশের বিভিন্ন স্থানে স্বাধীনতা দিবস উদযাপনের নানা উদ্যোগ নিয়েছে দেশবাসী। কাটোয়াতেও একই রকম মিছিল দেখা গেল। গত কয়েক বছর ধরে, 'ARAMVH' নামে একটি সংগঠন এই তিরঙ্গা যাত্রা পরিচালনা করছে, যেখানে কাটোয়ায় প্রচুর ভিড় জমায়। আজ, কাটোয়া কাশীরাম দাস বিদ্যাথানের মাঠ থেকে এই তিরঙ্গা যাত্রা পুরো কাটোয়া শহর প্রদক্ষিণ করে কাটোয়া কাশীরাম দাস বিদ্যাথানের মাঠে গিয়ে শেষ হয়।
৩০০ ফুট তেরঙ্গা নিয়ে শোভাযাত্রা কাটোয়া শহরে, আজ ১৫ ই আগষ্ট দেশের স্বাধীনতা দিবস
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
সারা রাজ্যের সাথে সাথে 7সেপ্টেম্বর বুনিয়াদপুরে গণেশ চতুর্থী হিসাবে গণেশ পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এই গণেশ পূজা বুনিয়াদপুর পৌরসভার পীরতলায় অনুষ্ঠিত হয়। এই পূজা উপলক্ষে প্রচুর লোকজনের ভিড় হয়। জাতীয় সড়কের ধারে এই পুজো হওয়ার কারণে বংশীহারী থানার পক্ষ থেকে পুলিশ মোতায়ন করা হয় যেকোনো ধরনের দুর্ঘটনায় রাতে। ঢাক বাজিয়ে শঙ্খ ধ্বনির মাধ্যমে গণেশ পূজা অনুষ্ঠিত হয় প্রতিবছরের মতো।
দেশের ৩৪ জেলার জেলাশাসক ও পুলিশ কমিশনারের স্ট্যাম্প নকল করে বেআইনিভাবে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বের করার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে ধর্মেন্দ্র উপাধ্যায় (বক্সার, বিহার), বিকি যাদব (কুলটি, আসানসোল), রাকেশ বার্নওয়াল ও কৈলাস সুনহাওয়ান (দক্ষিণ থানার, আসানসোল) অন্তর্ভুক্ত। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা শুক্রবার দুর্গাপুরের কোকওভেন থানায় সাংবাদিক বৈঠকে জানান যে অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিকি যাদবকে গ্রেপ্তার করা হয়। তদন্ত চলছে।
কীর্ণাহারের ফেউগ্ৰামে ভারতীয় স্টেট ব্যাংকের একটি C.S.P কেন্দ্রে দুঃসাহসিক চুরির সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। বৃহস্পতিবার রাতে সেবা কেন্দ্র বন্ধ করে বাড়ি চলে যান অপারেটর সুব্রত ঘোষ ও তার সহকর্মী প্রবীর ঘোষ। শুক্রবার সকালে সুব্রত ঘোষের স্ত্রী দেখেন দরজা ভাঙা। ধারণা করা হচ্ছে, চুরিটি শুক্রবার ভোরে ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, যদিও ভিডিওটির সত্যতা এখনও যাচাই করা হয়নি।
হেমতাবাদে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে পথ অবরোধের ঘটনা ঘটে। পুলিশ অবরোধ তুলে দিতে গেলে বিজেপি সমর্থকদের সঙ্গে পুলিশ এবং সিবিকের ধস্তাধস্তি শুরু হয়। মণ্ডল সভাপতি সহ বেশ কয়েকজন বিজেপি নেতা আটক হয়েছেন। এই ঘটনায় হেমতাবাদে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর: আর জি কর মেডিকেল কলেজ হাসপাতাল কাণ্ড ও বংশীহারী থানা এলাকায় নাবালিকাকে নিয়ে ঘটনার প্রতিবাদে বিজেপি এক ঘণ্টা জাতীয় সড়ক অবরোধ করে। শুক্রবার দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত গঙ্গারামপুরের চৌপতিতে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। এই অবরোধের ফলে প্রচুর যানজট সৃষ্টি হয়। এদিনের আন্দোলনে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সাধারণ সম্পাদক অশোক বর্ধন, গঙ্গারামপুর টাউন মন্ডল সভাপতি বৃন্দাবন ঘোষসহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ১৩তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুক্রবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের ঝাঁজরা ক্ষুদিরাম বসু ক্রীড়াঙ্গনে একদিনের মহিলা ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হয়। লাউ দোহার ফরিদপুর থানা ও পাণ্ডবেশ্বর থানার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই খেলায় মোট চারটি দল অংশগ্রহণ করে। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সুজিত মুখার্জি ও সমিতির সভাপতি কল্যাণ সৌ মণ্ডল উপস্থিত ছিলেন। চূড়ান্ত খেলায় দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাব ও গৌরবাজার মহিলা ফুটবল দল মুখোমুখি হবে।